মনোহর পার্রীকর: ভারতীয় রাজনীতিবিদ

মনোহর গোপালকৃষ্ণা প্রভু পার্রীকর (জন্ম: ১৩ ডিসেম্বর ১৯৫৫ - মৃত্যু: ১৭ মার্চ ২০১৯) হলেন ভারতের একজন রজনীতিবিদ। বর্তমানে তিনি উত্তর প্রদেশ রাজ্যের লোকসভা নির্বাচনী ক্ষেত্র থেকে রাজ্যসভার সদস্য এবং তিনি গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৮ সালে মুম্বাইয়ের ভারতীয় প্রৌদ্যোগিকী সংস্থান থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন; তিনিই ভারতের প্রথম আই.আই.টি.

মনোহর পার্রীকর
মনোহর পার্রীকর: পরিচয় ও রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, পুরস্কার
গোয়ার মুখ্যমন্ত্রী
কাজের মেয়াদ
২০০০ – ২৭ ফেব্রুয়ারি ২০০২
পূর্বসূরীদিগম্বর কামাত
উত্তরসূরীপ্রতাপ সিংহ রাণে
সংসদীয় এলাকাপানাজি
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৯ মার্চ ২০১২
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী
পূর্বসূরীঅরুণ জেটলি
সংসদীয় এলাকাউত্তর প্রদেশ, (রাজ্যসভা)
ব্যক্তিগত বিবরণ
জন্মমনোহর গোপালকৃষ্ণা প্রভু পার্রীকর
(1955-12-13) ১৩ ডিসেম্বর ১৯৫৫ (বয়স ৬৮)
মাপুসা, গোয়া
মৃত্যু১৭ মার্চ ২০১৯(2019-03-17) (বয়স ৬৩)
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
সন্তান২ জন
ধর্মহিন্দু

পরিচয় ও রাজনৈতিক জীবন

পার্রীকর গোয়ার প্রথম মুখ্যমন্ত্রী যিনি ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। তাকে ১৯৯৪ খ্রিষ্টাব্দে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় ব্যবস্থাপক নির্বাচিত করা হয়। জুন, ১৯৯৯ থেকে নভেম্বর, ১৯৯৯ পর্যন্ত তিনি বিরোধীদলের নেতা হিসেবে কাজ করেন এবং ২০০০ সালে ভারতীয় জনতা পার্টি গোয়ার সত্তা দখল করে ও মুখ্যমন্ত্রী হন। কিন্তু তার সরকার ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টিকেছিল। পরে ২০০২ সালের ৪ জুন তিনি আবার গোয়ার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

জানুয়ারি ২৯, ২০০৪ সালে বিজেপির ৪ জন নেতা ইস্তফা দিলে তার সরকার সংখ্যাগোষ্ঠতা হারায়। পার্রীকর দাবি করেন তিনি তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা পুনঃ প্রমাণন করবেন; এবং ফেব্রুয়ারি ২০০৫ সালে তিনি এমনটি করেওছিলেন। কিন্তু পরে কোনোকারণে তাকে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হয়। পরপর বিভিন্ন বিবাদের কারণে মার্চ ২০০৫ সালে গোয়াতে রাষ্ট্রপতি শাসন জরী করা হয়। কিছুদিন পরে জুন ২০০৫ সালে বিরোধী নেতা প্রতাপ সিংহ রাণে গোয়ার মুখ্যমন্ত্রী হন।

২০০৭ সালে, পার্রীকর নেতৃত্বাধীন বিজেপি, দিগম্বর কামাটের নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় কংগ্রেসের নিকট গোয়া রাজ্য নির্বাচনে পরাজিত হয়েছিল। বিজেপি এবং তার দল-জোটের পর দলটি জয়ী হয়ে ওঠে এবং ২০১২ সালের মার্চ মাসে অনুষ্ঠিত গোয়া বিধানসভা নির্বাচনে, ভারতীয় জাতীয় কংগ্রেসের নয়টি আসনে জয়লাভ করে। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপি গোয়ার দুটি লোকসভা আসনই জিতেছিল। নভেম্বর ২০১৪ সালে তার নিজের কথা অনুসারে পার্রীকর গোয়া ছেড়ে আসতে অনিচ্ছুক ছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে কেন্দ্রীয় সরকারে যোগ দিতে রাজি করান। পরবর্তীতে লক্ষ্মীকান্ত পারসকার গোয়া মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন। তিনি রাজ্য রাজনীতিতে সক্রিয় থাকাকালীন, গোয়ার বিধানসভা পরিষদের পান্জী নির্বাচনী এলাকা প্রতিনিধিত্ব করেছিলেন।

ব্যক্তিগত জীবন

পরিবার

২০০১ সালে তার স্ত্রী মেধা মারা যান। তাদের দুই ছেলে - উৎপল, যিনি মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি বৈদ্যুতিক প্রকৌশল স্নাতক এবং অভিজাত, যিনি একজন স্থানীয় ব্যবসায়ী।

অসুস্থতা এবং মৃত্যু

২০১৮ সালের মার্চ-জুন অবধি, পার্রিকর মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে অগ্ন্যাশয়সংক্রান্ত অসুস্থতার জন্য চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। তারপর তিনি ভারতে ফিরে আসেন এবং সেপ্টেম্বরে চিকিৎসার জন্য এআইআইএমএস, দিল্লীতে ভর্তি হন। ২৭অক্টোবর, ২০১৮-এ, গোয়া স্বাস্থ্যমন্ত্রী, বিশ্বজিৎ রাণ, নিশ্চিত করেছেন যে পার্রিকর অগ্ন্যাশয়সংক্রান্ত ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ২০১৮ সালের ২৭অক্টোবর গোয়া সরকারও ঘোষণা করে যে সিএম মনোহর পার্রিককের অগ্ন্যাশয়সংক্রান্ত ক্যান্সার রয়েছে।

অগ্ন্যাশয়সংক্রান্ত ক্যান্সারের অতিরিক্ত বৃদ্ধির কারণে ১৭ মার্চ ২০১৯ তারিখে তার পানাজীর বাসভবনে মৃত্যু হয়। ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ তার মৃত্যু সংবাদ ঘোষণা করেন।

মনোহর পার্রীকর: পরিচয় ও রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, পুরস্কার 
২০১৫ সালে রাশিয়াতে পার্রীকর

পুরস্কার

  • ২০১৮: ২৬ অক্টোবর ২০১৮ সালে, স্বরাজ্য পুরস্কারের অন্তর্গত ড. এস পি মুখার্জী পুরস্কার।
  • ২০১৮: ২৪ সেপ্টেম্বর ২০১৮-সালে জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট গোয়া কর্তৃক সম্মানিত ডক্টরেট।
  • ২০১২: রাজনীতি বিভাগে সিএনএন-আইবিএন বর্ষসেরা ভারতীয় পুরস্কার।
  • ২০০১: বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থী আইআইটি-মুম্বাই পুরস্কার।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

মনোহর পার্রীকর পরিচয় ও রাজনৈতিক জীবনমনোহর পার্রীকর ব্যক্তিগত জীবনমনোহর পার্রীকর পুরস্কারমনোহর পার্রীকর তথ্যসূত্রমনোহর পার্রীকর বহিঃসংযোগমনোহর পার্রীকরউত্তর প্রদেশগোয়াভারতভারতীয় প্রৌদ্যোগিকী সংস্থানরাজ্যসভা

🔥 Trending searches on Wiki বাংলা:

চীনযোহরের নামাজমার্কিন যুক্তরাষ্ট্রকনমেবলক্যান্সারশিখধর্মজীবনানন্দ দাশপ্লাস্টিক দূষণঅধিবর্ষঈদুল ফিতরআন্তর্জাতিক মাতৃভাষা দিবসশ্রীকান্ত (উপন্যাস)০ (সংখ্যা)সন্ধিইলেকট্রন বিন্যাসভাইরাসশামীম শিকদারবলবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাকারকবাংলাদেশের উপজেলার তালিকাবিজয় দিবস (বাংলাদেশ)সুনামগঞ্জ জেলাএশিয়াশিবাজীইসলামে যৌনতাইউটিউবসাঁওতালবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাচৈতন্য মহাপ্রভুইসলাম ও হস্তমৈথুনতায়াম্মুমমালয়েশিয়াকন্যাশিশু হত্যাচট্টগ্রামবঙ্গবন্ধু-১লিঙ্গ উত্থান ত্রুটিবাল্যবিবাহযাকাতবাংলাদেশের ডেন্টাল কলেজসমূহের তালিকাদ্রৌপদী মুর্মুঢাকা বিশ্ববিদ্যালয়দারুল উলুম দেওবন্দআরবি বর্ণমালাআমআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসমিয়ানমারবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাভূমিকম্পখেজুরকাঠগোলাপপায়ুসঙ্গমশিল্প বিপ্লবঅক্সিজেনহরপ্পাবাংলাদেশসূর্য সেনসমাজতন্ত্রগ্রিনহাউজ গ্যাসরফিকুন নবীডিএনএফিদিয়া এবং কাফফারাইসলামে আদমজরায়ুদেব (অভিনেতা)৮৭১সিরাজগঞ্জ জেলাইসলামহিমোগ্লোবিনগায়ত্রী মন্ত্রতাকওয়াকলকাতাললিকননাটকইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনছিয়াত্তরের মন্বন্তরজন্ডিসজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকা🡆 More