ভিলফ্রেদো পারেতো

ভিলফ্রেদো পারেতো (ইতালীয় Vilfredo Pareto, পূর্ণ নাম Vilfredo Federico Damaso Pareto ভ়িল্‌ফ্রেদো ফ়েদেরিকো দামাসো পারেতো) ইতালীয় শিল্পপতি, প্রকৌশলী, অর্থনীতিবিদ, দার্শনিক। অর্থশাস্ত্রে তিনি প্যারেতো ভারসাম্য ধারনার জন্য প্রসিদ্ধ। তাকে লসান অর্থশাস্ত্রীয় ঘরানার অর্থনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয়। ওয়ালরাসের দৃষ্টিভঙ্গী তাকে অনুপ্রাণিত করেছিল। গণিত ও সমাজতত্ত্বেও তার উল্লেখ্যযোগ্য অবদান রয়েছে।

ভিলফ্রেদো পারেতো
ভিলফ্রেদো পারেতো

উপযোগ তত্ত্ব

তিনি বলেছিলেন যে পণ্যের মূল্যায়ন সম্ভব নয়। পণ্যের উপযোগিতা কী এ প্রসঙ্গে তার বক্তব্য যে মানুষ আম ও কলার মধ্যে কোনটিকে বেশি গুরুত্বপূর্ণ বিবেচনা করে এর চেয়ে প্রাসঙ্গিক হলো একজন ব্যক্তি কয়টি আমের তুলনায় কয়টি কলা খেতে আগ্রহী এই তথ্য। এই বক্তব্য আধুনিক মাইক্রোইকনমিক্স-এর (ব্যষ্টিক অর্থশাস্ত্রের) ভিত্তিমূল।

পারেতো ভারসাম্য তত্ত্ব

কল্যাণ অর্থনীতি ও গেইম থিওরি তে পারেতো ভারসাম্য তত্ত্ব সর্বদাই প্রয়োগ করা হয়। পারেতো ভারসাম্য এমন একটি সৌষাম্য যে অবস্থায় একজন মানুষের ক্ষতি না করে আরেকজনের উপকার করা সম্ভব নয়। ভিলফ্রেদো পারেতো বলেন যে যতক্ষণ না এরকম সৌষাম্য অর্জিত হবে ততক্ষণ পর্যন্ত পুনর্বণ্টন করে যেতে হবে।

প্যারেতিয়ান লিব্যারেল

“প্যারেতিয়ান লিব্যারেল” কথাটি অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেন এর উদ্ভাবন। তিনি বলেন যে, একজন ব্যক্তি একই সঙ্গে প্যারেতিয়ান ভারসাম্য তত্ত্বে বিশ্বাসী এবং উদারনৈতিক হতে পারে না। এটি অসম্ভব।

তথ্যসূত্র

Tags:

ভিলফ্রেদো পারেতো উপযোগ তত্ত্বভিলফ্রেদো পারেতো পারেতো ভারসাম্য তত্ত্বভিলফ্রেদো পারেতো প্যারেতিয়ান লিব্যারেলভিলফ্রেদো পারেতো তথ্যসূত্রভিলফ্রেদো পারেতোইতালিইতালীয় ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলা ব্যঞ্জনবর্ণএপেক্সঅ্যান্টিবায়োটিকফরাসি বিপ্লবআদমজান্নাতজ্বীন জাতিমানব শিশ্নের আকারআনন্দবাজার পত্রিকারাধালিওনেল মেসিআহসান মঞ্জিলশ্রাবন্তী চট্টোপাধ্যায়বাংলা ভাষায় সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ীদের তালিকাদুর্গাপূজাকামরুল হাসানসংস্কৃতিজালাল উদ্দিন মুহাম্মদ রুমিমদিনাদৌলতদিয়া যৌনপল্লিবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপথের পাঁচালী (চলচ্চিত্র)দ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাসাঁওতালঈসাসানি লিওনবসন্ত উৎসবধর্মহোলিকা দহনদর্শনফেসবুকচিকিৎসককোটিবাংলাদেশ রেলওয়েআমাজন অরণ্যনিরাপদ যৌনতাসালমান এফ রহমানমল্লিকা সেনগুপ্তআওরঙ্গজেবসার্বিয়াবসিরহাট লোকসভা কেন্দ্রহুমায়ূন আহমেদআল্লাহকুরআনমহাভারতঅপারেশন সার্চলাইটআমর ইবনে হিশামরুকইয়াহ শারইয়াহআলবার্ট আইনস্টাইনমুসাফিরের নামাজআসমানী কিতাবদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থামূলদ সংখ্যাগ্রাহামের সূত্রব্রাহ্মী লিপি২০২২ ফিফা বিশ্বকাপআইসোটোপপ্রধান পাতাবাংলার নবজাগরণইউএস-বাংলা এয়ারলাইন্সব্যোমযাত্রীর ডায়রিবাংলা একাডেমিরক্তঢাকা বিশ্ববিদ্যালয়বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশমিশনারি আসনহিমালয় পর্বতমালাহরমোনসেজদার আয়াতবিজয় দিবস (বাংলাদেশ)সেন রাজবংশযোগাযোগথ্যালাসেমিয়াবাংলা উইকিপিডিয়াদোয়া কুনুতমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকামাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাশামসুর রাহমান🡆 More