বিশৃঙ্খলা-মাত্রা

কোনো ভৌত ব্যবস্থায় বিদ্যমান বিশৃঙ্খলা-মাত্রা বা ইংরেজি পরিভাষায়এনট্রপি (ইংরেজি: Entropy) হলো পরিসংখ্যানিক বলবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ রাশি। কোনো প্রক্রিয়ায় (process) আগাগোড়াই যদি তাপীয় সাম্যাবস্থা সংরক্ষিত থাকে, তাহলে সেখানে বিশৃঙ্খলা-মাত্রার মানও অপরিবর্তিত থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপগতীয় চলরাশি বা তাপীয় ধর্ম স্থির থাকে, তাকে এনট্রপি বলে। কোনো একটি যন্ত্রের তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপের পরিবর্তনের হার দ্বারা এনট্রপি পরিমাপ করা হয়। এটি আপাত বিরোধী স্থিতিকে প্রতিভাত করে।

বিশৃঙ্খলা-মাত্রা
সাধারণ প্রতীক
S
এসআই এককjoules per kelvin (J⋅K−1)
এসআই মৌলিক এককেkg⋅m2⋅s−2⋅K−1

গাণিতিক ব্যাখ্যা

তাপগতিবিদ্যার দ্বিতীয় স্বীকার্যে বলা হয়েছে যে, কোনো বিক্রিয়াতে (reaction) কখনোই মোট বিশৃঙ্খলা-মাত্রার মান হ্রাস পায় না। কোন ভৌত ব্যবস্থায় শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভাব্যতাকে বা রূপান্তরেরর জন্য শক্তির অপ্রাপ্ততাকে এর বিশৃঙ্খলা-মাত্রা বলে। কোনো বস্তুর বিশৃঙ্খলা-মাত্রার পরম মান আজও জানা সম্ভব হয়নি। তবে কোনো বস্তু যদি তাপ গ্রহণ বা বর্জন করে, তাহলে বস্তুর এনট্রপির পরিবর্তন হয়। কোনো সিস্টেমের তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপ পরিবর্তনের হার দ্বারা এনট্রপির পরিবর্তন পরিমাপ করা হয়। যদি কোনো সিস্টেমের T স্থির তাপমাত্রায় dQ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করার ফলে এনট্রপির পরিবর্তন dS হয়, তাহলে,

  • dS=dQ/T

রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেহেতু কার্যনির্বাহী বস্তুুর সাথে বাইরের তাপের কোন আদান প্রদান হয় না, কাজেই dQ=0,সুতরাং সমীকরণ হতে দেখা যায় যে,এনট্রপির পরিবর্তন, *dS=dQ/T=0 অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না।

সুতরাং, কোনো বস্তুর এনট্রপি বলতে আমরা এমন একটি ভৌত রাশিকে বুঝি যা বস্তুর রুদ্ধতাপীয় প্রত্যাবর্তী প্রক্রিয়ায় সর্বদা স্থির থাকে।

বিভিন্ন প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন

প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন ঘটেনা। অর্থাৎ, ds=0 অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন ঘটে। সাধারণত এনট্রপি বাড়ে। পৃথিবীর এনট্রপি বাড়ছেই। কারণ প্রকৃতির সব বস্তুই তাপীয় সাম্যাবস্থায় যেতে চায়। ফলে পৃথিবীর এনট্রপি অসীমের দিকে ধাবিত হচ্ছে। এভাবে একসময় সম্পৃক্ত অবস্থা চলে আসবে আর পৃথিবীর তাপীয় মৃত্যু হবে।বিজ্ঞানীরা এক গাণিতিক হিসাবে দেখেছেন প্রায় ১০১০০০ বছর পরে হতে পারে মহাবিশ্বের সেই সম্ভাব্য তাপীয় মৃত্যু।

এন্ট্রপি সংক্রান্ত উদাহরণ

ধরুন একটি ক্লাসে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে ক্লাস করছে।এসময় তাদের এন্ট্রপি কম। কেননা তারা শৃঙ্খলিত অবস্থায় আছে।যখন ছুটি হল তারা বিশৃঙ্খল হয়েপড়ে।এতে এন্ট্রপিও বেড়ে যায়।পারমাণবিক ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটে।

তথ্যসূত্র

Tags:

বিশৃঙ্খলা-মাত্রা গাণিতিক ব্যাখ্যাবিশৃঙ্খলা-মাত্রা বিভিন্ন প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনবিশৃঙ্খলা-মাত্রা এন্ট্রপি সংক্রান্ত উদাহরণবিশৃঙ্খলা-মাত্রা তথ্যসূত্রবিশৃঙ্খলা-মাত্রাইংরেজি ভাষাতাপীয় সাম্যাবস্থারুদ্ধতাপীয় প্রক্রিয়া

🔥 Trending searches on Wiki বাংলা:

মূত্রনালীর সংক্রমণমুহাম্মাদ ফাতিহঅভিস্রবণসাতই মার্চের ভাষণবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রহামাসজয়া আহসানআরবি বর্ণমালাহজ্জথ্যালাসেমিয়াভাষা আন্দোলন দিবসবাংলাদেশের শিক্ষামন্ত্রীপ্রোফেসর শঙ্কু২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরহস্তমৈথুনের ইতিহাসইস্ট ইন্ডিয়া কোম্পানিসচিব (বাংলাদেশ)নোবেল পুরস্কারপ্রাপ্তদের তালিকাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপগৌতম বুদ্ধগীতাঞ্জলিমিয়ানমারইংরেজি ভাষাবাংলাদেশের কোম্পানির তালিকাআশালতা সেনগুপ্ত (প্রমিলা)জনি সিন্সনারীভারতীয় জনতা পার্টিরাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামভারতের সাধারণ নির্বাচন, ২০২৪২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)নিউমোনিয়াজগন্নাথ বিশ্ববিদ্যালয়নাহরাওয়ানের যুদ্ধ২০২২ ফিফা বিশ্বকাপবিশেষণমোবাইল ফোনবাস্তুতন্ত্রসাইবার অপরাধমীর জাফর আলী খানবাংলাদেশের স্বাধীনতা দিবসবিসমিল্লাহির রাহমানির রাহিমবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাস্বরধ্বনিআইজাক নিউটনঋগ্বেদদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাবটদ্বিতীয় বিশ্বযুদ্ধঅসমাপ্ত আত্মজীবনীশিবলী সাদিকওজোন স্তরছাগলমাইটোসিসকৃষ্ণচূড়াপাকিস্তানঅণুজীবপরিমাপ যন্ত্রের তালিকাপ্রেমালুদুর্গাপূজাবারমাকিভাষাঅভিষেক বন্দ্যোপাধ্যায়এম. জাহিদ হাসানফিলিস্তিনপেশাকাজী নজরুল ইসলামের রচনাবলিআহসান মঞ্জিলপরমাণুফুটবলজন্ডিসব্র্যাকজলাতংকশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়আগলাবি রাজবংশদৈনিক ইত্তেফাকনিজামিয়া🡆 More