টম ক্রুজ: মার্কিন অভিনেতা

টম ক্রুজ (জন্ম: চতুর্থ টমাস ক্রুজ ম্যাপোথার /ˈtɒməs ˈkruːz ˈmeɪpɒθər/; জুলাই ৩, ১৯৬২) একজন বিখ্যাত ও জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। তিনি তিনবার একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছিলেন এবং তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেছেন। তার অভিনয় জীবন শুরু হয় ১৯ বছর বয়সে এন্ডলেস লাভ (১৯৮১) চলচ্চিত্র দিয়ে। ট্যাপ্‌স (১৯৮১) ও দ্য আউটসাইডার্‌স (১৯৮৩) চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের পরে ক্রুজ তার প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান রোমান্টিক কমেডি চলচ্চিত্র রিস্কি বিজনেস-এ। ক্রুজ পুরোপুরি তারকা হয়ে ওঠেন অ্যাকশন-নাট্যধর্মী টপ গান চলচ্চিত্রে অভিনয়ের পর। এরপর তিনি আশির দশকের কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র দ্য কালার অফ মানি (১৯৮৬), ককটেল (১৯৮৮), রেইন ম্যান (১৯৮৮) ও বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই (১৯৮৯) এ অভিনয় করেন।

টম ক্রুজ
টম ক্রুজ: শৈশবকাল, ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন
২০১৯ সালে টম ক্রুজ
জন্ম
চতুর্থ টমাস ক্রুইজ ম্যাপোথার

(1962-07-03) ৩ জুলাই ১৯৬২ (বয়স ৬১)
সাইর‍েকিউজ, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, লেখক, পরিচালক
কর্মজীবন১৯৮১-বর্তমান
দাম্পত্য সঙ্গীমিমি রজার্স (১৯৮৭-১৯৯০)
নিকোল কিডম্যান (১৯৯০ - ২০০১)
কেটি হোমস (২০০৬ - ২০১২)
সন্তানইসাবেলা ক্রুজ
কনর ক্রুজ
সুরি ক্রুজ
ওয়েবসাইটটমক্রুজ.কম
স্বাক্ষর
টম ক্রুজ: শৈশবকাল, ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন

নব্বইয়ের দশকেও তিনি কয়েকটি হিট চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯২ সালে ফার অ্যান্ড অ্যাওয়েআ ফিউ গুড ম্যান, ১৯৯৩ সালে দ্য ফার্ম, ১৯৯৪ সালে ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার, ১৯৯৬ সালে কমেডি-নাট্যধর্মী জেরি ম্যাগুইয়ার, এবং ১৯৯৯ সালে আইজ ওয়াইড শাটম্যাগ্‌নোলিয়া। এছাড়া ১৯৯৬ সাল থেকে ২০১৫ পর্যন্ত তিনি মিশন: ইম্পসিবল চলচ্চিত্র ধারাবাহিকের পাঁচটি পর্বে ইথান হান্ট চরিত্রে অভিনয় করেছেন।

শৈশবকাল

ক্রুজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাইরেকিউজে জন্মগ্রহণ করেন। তার মা মেরি লি একজন শিক্ষাবিদ ছিলেন। ১৯৮৪ সালে মৃত্যুবরণকারী বাবা ৩য় থমাস ক্রুজ ম্যাপোথার ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।

টম ক্রুজের পূর্বপুরুষগণ ছিলেন - জার্মান, আইরিশ এবং ইংরেজ গোত্রের। দারিদ্র্যের মধ্যে ক্যাথলিক পরিবারে রাগী ও কটুভাষী পিতার কঠোর অনুশাসনে তিনি বড় হন। এর ফলে তিনি পিতাকে অভিহিত করেন একজন বিশৃঙ্খল ব্যবসায়ী হিসেবে।

ক্যারিয়ার

অভিনয়

১৯৮১ সালে ক্রুজ এন্ডলেস লাভ এবং ট্যাপস চলচ্চিত্রে সহকারী চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জীবন শুরু করেন। এরপর তিনি একটি সামরিক বিদ্যালয়ের মাথা পাগল ছাত্রের চরিত্রেও অভিনয় করেছিলেন।

১৯৮৩ সালে লসইন' ইট শীর্ষক কমেডি ধাঁচের চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। ঐ একই বছরে অল দ্য রাইট মুভস এবং রিস্কি বিজনেস চলচ্চিত্রের মাধ্যমে টম ক্রুজের বর্ণাঢ্য অভিনয় জীবনে সাফল্য গাঁথা শুরু হয়। এরপর ১৯৮৬ সালের টপ গান চলচ্চিত্র তাকে পুরোপুরি তারকা খ্যাতির মর্যাদা এনে দেয়। এরপর দ্য কালার অব মানি ঐ বছরই মুক্তি পায়। অসাধারণ অভিনয়শৈলীর জন্য তিনি পল নিউম্যানের সাথে যৌথভাবে একাডেমী পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে তাকে ককটেল ছবিতে অভিনয়ের জন্য র‍্যাজি এ্যাওয়ার্ড ফর ওর্স অ্যাক্টর হিসেবে মনোনীত করে।

প্রযোজনা

প্রযোজক হিসেবেও ভালো মুন্সিয়ানার পরিচয় রেখেছেন টম ক্রুজ। মিশন ইম্পসিবল সিরিজটি ছবিটি তারই উদাহরণ। ২০০৫ সালে হলিউড সাংবাদিক এডওয়ার্ড জে এপস্টিন দাবি করেন, খুব কমসংখ্যক প্রযোজক আছেন, যিনি টম ক্রুজের মতো বিলিয়ন-ডলার চুক্তির চলচ্চিত্রে সাফল্যের নিশ্চয়তা দিতে পারেন। ক্রুজ/ওয়াগনার প্রডাকশনস ক্রুজ ও তার অংশীদার ওয়াগনারের ফিল্ম প্রোডাকশন কোম্পানি।

ব্যক্তিগত জীবন

রিস্কি বিজনেস চলচ্চিত্রে অভিনয়ের সময় সহ-তারকা রেবেকা ডি মোর্নের সাথে টম ক্রুজের সম্পর্ক ছিল বলে জানা যায়। নিউইয়র্কে তারা ১৯৮৩-১৯৮৫ সাল পর্যন্ত একত্রে বসবাস করতেন।

৯ মে, ১৯৮৭ সালে চলচ্চিত্র অভিনেত্রী মিমি রজার্সকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে ৪ ফেব্রুয়ারি, ১৯৯০ সালে তাদের মধ্যে বিবাহ-বিচ্ছেদ ঘটে। ডেজ অব থান্ডার চলচ্চিত্রের সেটে ক্রুজের সাথে নিকোল কিডম্যানের প্রথম দেখা হয়। তারা ১৯৯০ সালের ২৪ ডিসেম্বর বিয়ে করেন। এ সংসারে ইসাবেলা জেন (জন্মঃ ডিসেম্বর, ১৯৯২) এবং কনর এন্টনী (জন্মঃ জানুয়ারি, ১৯৯৫) নামের দুই সন্তান রয়েছে।২০০১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ভ্যানিলা স্কাই চলচ্চিত্রে অভিনয়ের সময় অভিনেত্রী পেনেলোপি ক্রুজের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। তিন বছরের সম্পর্কটি ২০০৪ সালে ভেঙ্গে যায়।

পরবর্তীতে ১৮ই নভেম্বর, ২০০৬ তিনি অভিনেত্রী কেটি হোমসকে বিয়ে করেন। ২০১২ সালে হোমস বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। একই বছর তাদের উকিলের মাধ্যমে বিচ্ছেদটি চুড়ান্ত হয়।

সায়েন্টোলজি

চার্চ অব সায়েন্টোলজির প্রতি টম ক্রুজের এক ধরনের অন্ধ বিশ্বাস ছিল। ক্রুজ ‘সায়েন্টোলজিকে’ ইউরোপে ধর্ম হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রচার চালিয়ে এই বিতর্কের জন্ম দেন। প্রথম স্ত্রী মিমি মিমি রজার্সের মাধ্যমেই ক্রুজ সায়েন্টোলজির সাথে জড়িত হন। অনেকেই মনে করেন সায়েন্টোলজি তার ক্যারিয়ারে খুব নেতিবাচক প্রভাব ফেলেছে। আবার সায়েন্টোলজি ধর্মে বিশ্বাস করার জন্যও সর্বাধিক পরিচিত তিনি।

সম্মাননা

জনপ্রিয়তা

পিপল ম্যাগাজিন পত্রিকায় তিনি বিশ্বের সবচেয়ে সুন্দর ব্যক্তির মর্যাদা লাভ করেন। ১৯৯০, ১৯৯১ এবং ১৯৯৭ সালে তিনি ৫০ জন ব্যক্তির একজন হিসেবে নির্বাচিত হন। ১৯৯৫ সালে এম্পায়ার ম্যাগাজিন তাকে চলচ্চিত্রের ইতিহাসে ১০০ জন আবেদনময় পুরুষ তারকা হিসেবে তাদের তালিকায় স্থান দেয়। এর দু'বছর পর পত্রিকাটি সর্বকালের সেরা পাঁচ জনের তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০০২ এবং ২০০৩ সালে তিনি প্রিমিয়ার ম্যাগাজিন কর্তৃক বার্ষিক আকারে প্রকাশিত পাওয়ার হান্ড্রেড তালিকায় শীর্ষ ২০-এ স্থান পান।

২০০৬ সালে প্রিমিয়ার ম্যাগাজিন টম ক্রুজকে হলিউডের সবচেয়ে ক্ষমতাধর অভিনেতা হিসেবে মনোনীত করে; এতে তিনি ম্যাগাজিনের পাওয়ার হান্ড্রেড তালিকায় ত্রয়োদশ স্থান দখল করেন। একই বছর ফোর্বস সাময়িকী তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর চিত্রতারকার আসনে অভিষিক্ত করে।

টম ক্রুজ ডে

১০ অক্টোবর, ২০০৬ সালে জাপানে টম ক্রুজ ডে হিসেবে পালন করা হয়। জাপান মেমোরিয়াল ডে এসোসিয়েশন বিশেষ দিবস হিসেবে তার এ অর্জনের জন্য বলেছে যে, টম ক্রুজ অন্য যে কোন হলিউড তারকার তুলনায় তিনি জাপানে অধিকবার ভ্রমণ করেন।

পুরস্কার

তথ্যসূত্র

Tags:

টম ক্রুজ শৈশবকালটম ক্রুজ ক্যারিয়ারটম ক্রুজ ব্যক্তিগত জীবনটম ক্রুজ সায়েন্টোলজিটম ক্রুজ সম্মাননাটম ক্রুজ তথ্যসূত্রটম ক্রুজ বহিঃসংযোগটম ক্রুজএকাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারটপ গানরিস্কি বিজনেসসাহায্য:আধ্বব/ইংরেজি

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারকবৃন্দশ্রীকৃষ্ণকীর্তনবিশেষ শাখা (বাংলাদেশ পুলিশ)প্রাকৃতিক সম্পদমুসাফিরের নামাজবাংলাদেশের রাষ্ট্রপতিহিসাববিজ্ঞানবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকারক্তের গ্রুপবাঁশশুক্র গ্রহসাকিব আল হাসানউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাবায়ুদূষণশায়খ আহমাদুল্লাহবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থালিঙ্গ উত্থান ত্রুটিকিশোরগঞ্জ জেলাবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ময়মনসিংহইসলামের ইতিহাসন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালবনলতা সেন (কবিতা)স্বরধ্বনিই-মেইলবাংলা সাহিত্যআদমচিয়া বীজদৈনিক ইনকিলাবইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)পরিমাপ যন্ত্রের তালিকাজার্মানিদারাজআফগানিস্তানসৌদি আরবের ইতিহাসপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাবাংলাদেশের অর্থনীতিবাংলাদেশের তৈরি পোশাক শিল্পবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকা২০২৩ ক্রিকেট বিশ্বকাপপেশাখাদ্যজলবায়ুজাহাঙ্গীরসম্প্রদায়ভারতের ইতিহাসইসরায়েলনামাজের নিয়মাবলীযোহরের নামাজরাধারশিদ চৌধুরীকোকা-কোলাবৌদ্ধধর্মইউক্রেনঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনটাইফয়েড জ্বরডিএনএপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪ইউরোবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ভাষাশিবমঙ্গল গ্রহবাংলাদেশ সরকারজানাজার নামাজমিমি চক্রবর্তীআবদুল মোনেম লিমিটেডবাংলাদেশের স্বাধীনতা দিবসইহুদি ধর্মমহাদেশরক্তপান (পাতা)বিসমিল্লাহির রাহমানির রাহিম২০২৬ ফিফা বিশ্বকাপবৃষ্টিহোয়াটসঅ্যাপআলিফ লায়লারেজওয়ানা চৌধুরী বন্যা🡆 More