জঁ ককতো

জঁ মরিস ইউজিন ক্ল্যেমেন্ত ককতো (ফরাসি : ; ৫ই জুলাই, ১৮৮৯ - ১১ই অক্টোবর, ১৯৬৩) ছিলেন একজন ফরাসি লেখক, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। ককতো তার উপন্যাস লে এঁফান্ত তেরিবল (১৯২৯), এবং চলচ্চিত্র দ্য ব্লাড অফ আ পোয়েট (১৯৩০), লে পারেন্ত তেরিবল (১৯৪৮), বিউটি অ্যান্ড দ্য বিস্ট (১৯৪৬), ও অরফিয়াস (১৯৪৯) এর জন্য প্রসিদ্ধ। তার সমসাময়িক সহযোগীদের মধ্যে রয়েছেন কেনেথ অ্যাঙ্গার, পাবলো পিকাসো, জোন মিরো, সালভাদর দালি, গেরট্রুড স্টাইন, জঁ হুগো, জঁ মারাই, অঁরি বের্ন্সস্টাইন, ইয়ুল ব্রাইনার, মার্লিন দিয়েত্রিশ, কোকো চ্যানেল, এরিক সাতি, আলবার গ্লেইজ, ইগর স্ত্রাভিন্‌স্কি, মারি লরেন্সিন, মারিয়া ফেলিক্স, এদিত পিয়াফ, পানামা আল ব্রাউল, কোলেত, জঁ গেনে এবং রেমন রাদিগুয়ে।

জঁ ককতো
Jean Cocteau
জঁ ককতো
১৯২৩ সালে ককতো
জন্ম
জঁ মরিস ইউজিন ক্ল্যেমেন্ত ককতো

(১৮৮৯-০৭-০৫)৫ জুলাই ১৮৮৯
মাইসোঁ-লাফিত, ফ্রান্স
মৃত্যু১১ অক্টোবর ১৯৬৩(1963-10-11) (বয়স ৭৪)
মিলি-লা-ফোরে, ফ্রান্স
মৃত্যুর কারণহার্ট অ্যাটাক
অন্যান্য নামদ্য ফ্রিভোলাস প্রিন্স
পেশাঔপন্যাসিক, কবি, শিল্পী, চলচ্চিত্র নির্মাতা
কর্মজীবন১৯০৮–১৯৬৩
সঙ্গীজঁ মারাই (১৯৩৭–১৯৬৩)
ওয়েবসাইটjeancocteau.net
স্বাক্ষর
জঁ ককতো

প্রারম্ভিক জীবন

ককতো ১৮৮৯ সালের ১১ই অক্টোবর প্যারিসের নিকটবর্তী ইভেলিনের মাইসোঁ-লাফিতে এক পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জর্জ ককতো এবং মাতা ইউজিন লেকোমতে। জর্জ আইনজীবী ও আনাড়ি চিত্রশিল্পী ছিলেন। ককতোর যখন নয় বছর বয়স তখন তিনি আত্মহত্যা করেন। ১৯০০ থেকে ১৯০৪ সালে ককতো লিস কন্দোর্সে পড়াশুনা করেন। সেখানে তিনি তার সহপাঠী পিয়ের দার্গেলসের সাথে পরিচিত হন এবং তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পনের বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। উনিশ বছর বয়সে তিনি তার প্রথম কবিতার সংকলন আলাদিনের প্রদীপ প্রকাশ করেন। ককতো পরবর্তীতে "দ্য ফ্রিভোলাস প্রিন্স" নামে এক বোহেমিয়ান শিল্পী গোষ্ঠীর সাথে পরিচিত হন। দ্য ফ্রিভেলাস প্রিন্স তার দ্বিতীয় কবিতার সংকলনেরও নাম। এদিত হোয়ারটন তার বর্ণনা দিতে গিয়ে লিখেন, "যার কাছে প্রতিটি কবিতার ছত্র সূর্য উদয়ের মত, প্রতি সূর্যাস্ত স্বর্গীয় নগরীর ভিত্তি..."

মৃত্যু

ককতো ১৯৬৩ সালের ১১ অক্টোবর ৭৪ বছর বয়সে ফ্রান্সের এসোনের মিলি-লা-ফোরেয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার বন্ধু সঙ্গীতশিল্পী এদিত পিয়াফ তার আগের দিন মারা যান, কিন্তু ককতোর মৃত্যুর দিনে তা প্রচারিত হয়। ধারণা করা হয় পিয়াফের মৃত্যুর খবর শুনেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছিল। তার ইচ্ছানুসারে তাকে মিলি-লা-ফোরের চ্যাপেল সেন্ট-ব্লাইস দে সিমপ্লে সমাহিত করা হয়। তার সমাধি ফলকে লেখা রয়েছে "আমি আপনাদের সাথেই রয়েছি।"

পুরস্কার ও সম্মাননা

১৯৫৫ সালে তিনি আকাদেমি ফ্রঁস ও বেলজিয়াম বিজ্ঞান ও শিল্পকলা একাডেমির সদস্যপদ লাভ করেন।

তার জীবদ্দশায় তিনি লেজিওঁ দনরের কমান্ডার, মালার্মে একাডেমি, জার্মান একাডেমি, আমেরিকান একাডেমি, মার্ক টোয়াইন একাডেমির সদস্যপদ, কান চলচ্চিত্র উৎসবের সম্মানিত সভাপতিত্ব, ফ্রান্স-হাঙ্গেরি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতিত্ব এবং জ্যাজ একাডেমি ও ডিস্ক একাডেমির সভাপতিত্ব লাভ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

জঁ ককতো প্রারম্ভিক জীবনজঁ ককতো মৃত্যুজঁ ককতো পুরস্কার ও সম্মাননাজঁ ককতো তথ্যসূত্রজঁ ককতো বহিঃসংযোগজঁ ককতোউইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণএদিত পিয়াফপাবলো পিকাসোসালভাদর দালি১১ অক্টোবর৫ জুলাই

🔥 Trending searches on Wiki বাংলা:

খুলনা বিভাগমহাত্মা গান্ধীলোকসভা কেন্দ্রের তালিকাবাঙালি সাহিত্যিকদের তালিকা (কালানুক্রমিক)ছয় দফা আন্দোলনব্রাজিলঅর্থ (টাকা)মুহাম্মাদের সন্তানগণসূরা কাফিরুনভারতদৌলতদিয়া যৌনপল্লিবাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারকবৃন্দবিরসা দাশগুপ্তপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাকারকমহামৃত্যুঞ্জয় মন্ত্রব্যঞ্জনবর্ণউদ্ভিদকোষদুবাইআসমানী কিতাবগণতন্ত্রসহীহ বুখারীহিট স্ট্রোকঢাকা বিশ্ববিদ্যালয়বঙ্গবন্ধু-২বাংলাদেশের সংবাদপত্রের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলবিরাট কোহলিঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকালিভারপুল ফুটবল ক্লাবপৃথিবীফজরের নামাজগীতাঞ্জলিডায়াচৌম্বক পদার্থবিশ্ব ম্যালেরিয়া দিবসকম্পিউটার কিবোর্ডসিরাজউদ্দৌলাচীনরাজশাহী বিভাগঐশ্বর্যা রাইআশালতা সেনগুপ্ত (প্রমিলা)চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থাননামাজজীববৈচিত্র্যসত্যজিৎ রায়খলিফাদের তালিকাভৌগোলিক নির্দেশকলিঙ্গ উত্থান ত্রুটিঅলিউল হক রুমিডাচ্-বাংলা ব্যাংক পিএলসিমুঘল সাম্রাজ্যযোহরের নামাজআর্কিমিডিসের নীতি৬৯ (যৌনাসন)জনি সিন্সবাংলাদেশ নৌবাহিনীকশ্যপবাংলাদেশ ছাত্রলীগবাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনারক্তঅসমাপ্ত আত্মজীবনী২০২৪ ইসরায়েলে ইরানি হামলাবাংলাদেশের নদীবন্দরের তালিকাবাসুকীহুনাইন ইবনে ইসহাকবারো ভূঁইয়া২৬ এপ্রিলমাহরাম১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনদীন-ই-ইলাহিবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাআস-সাফাহগাজওয়াতুল হিন্দফরাসি বিপ্লবআমঅ্যান্টিবায়োটিক তালিকাভারতে নির্বাচনকক্সবাজার🡆 More