মাদক গাঁজা: সাইকোঅ্যাক্টিভ ড্রাগ

গাঁজা, সাধারণত মারিউয়ানা,গুঞ্জি, গাঞ্জা, সিদ্ধি ইত্যাদি নামে পরিচিত;a মূলত গাঁজা উদ্ভিদের এক ধরনের প্রস্তুতি যা সাইকোঅ্যাক্টিভ ড্রাগ এবং ঔষধ হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়। ফার্মাকোলজিক্যালি, গাঁজার প্রধান সাইকোঅ্যাক্টিভ উপাদান হল টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি); এটি উদ্ভিদের ৪৮৩টি পরিচিত যৌগের ১টি, এছাড়াও ৮৪টি অন্যান্য ক্যানাবিনোয়েড্‌স রয়েছে, যেমন ক্যানাবিডিওল (সিবিডি), ক্যানাবিনল (সিবিএন), টেট্রাহাইড্রোক্যানাবিভারিন (টিএইচসিভি), এবং ক্যানাবিগেরো (সিবিজি)। গাঁজা সাধারণত ধূমপান, বাষ্পীকরণ, খাবারের মধ্যে মিশ্রণ, এবং নির্যাস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

গাঁজা
মাদক গাঁজা: প্রভাব, প্রস্তুতি, ব্যবহার
ফুলসহ গাঁজা গাছ
উৎস উদ্ভিদসাতিভা গাঁজা, সাতিভা গাঁজা গঠন ইন্ডিকা, ক্যানাবিজ রুডের্লোইস
উদ্ভিদের অংশফুল
ভৌগলিক উৎপত্তিমধ্য এবং দক্ষিণ এশিয়া
সক্রিয় উপাদানটেটরাহাইড্রোক্যানাবিনল, ক্যানাবিডিওল, ক্যানাবিনল, টেটরাহাইড্রোক্যানাবিভারিন
প্রধান উৎপাদনকারীআফগানিস্তান,

কানাডা, চীন, কলম্বিয়া, ভারত, জ্যামাইকা, লেবালন, মেক্সিকো, মরক্কো, নেদারল্যান্ড, পাকিস্তান, প্যারাগুয়ে, স্পেন, থাইল্যান্ড, তুরস্ক,

মার্কিন যুক্তরাষ্ট্র
আইনি অবস্থা
  • AU: এস৯ (নিষিদ্ধ)
  • CA: Schedule II
  • UK: শ্রেণী বি
  • US: নীতি ১
  • UN: Narcotic Schedule I
  • Prohibited

গাঁজা প্রায়ই এর সাইকোঅ্যাক্টিভ এবং শারীরবৃত্তীয় প্রভাবের জন্য ব্যবহৃত হয়, যেমন একটি "উচ্চ" বা "ভেলকা" অনুভূতি হিসাবে, সাধারণ উপলব্ধি পরিবর্তন, রমরমা (উচ্চমানের মেজাজ) এবং ক্ষুধা বৃদ্ধি করে। ধূমপানের মাধ্যমে সেবনে অল্প সময়ের মধ্যেই প্রভাবগুলির সূচনা হয়, অন্যদিকে রান্না করে খাওয়া হলে প্রায় ৩০ থেকে ৬০ মিনিট এর প্রভাব উপলব্ধ করা যায়। উভয় ক্ষেত্রেই এর প্রভাব পাঁচ-ছয় ঘণ্টা স্থায়ী হতে পারে। সম্ভাব্য স্বল্পমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে, স্বল্পমেয়াদী স্মৃতি হ্রাস, মুখগহ্বরে শুষ্কতা, অনভিজ্ঞের মতোন আচরণ করা, চোখ লাল হওয়া, এবং প্যারানয়া (মস্তিষ্কবিকৃতিবিশেষ) বা উদ্বেগ অনুভূতি হওয়া। সম্ভাব্য দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে, মানসিক ক্ষমতা হ্রাস- যারা তের থেকে ঊনিশ বছর বয়সে সেবন শুরু করেছে, এবং শিশুদের মধ্যে আচরণগত সমস্যা দেখা দেয় যাদের মা গর্ভাবস্থায় গাঁজা সেবন করেন। গবেষণায় গাঁজা ব্যবহার এবং মানসিক রোগের ঝুঁকি বিষয়ে শক্তিশালী সম্পর্ক পাওয়া গেছে;, যদিও কর্যিকারণ এবং প্রভাব সম্পর্কে বিতর্ক রয়েছে।

আধুনিককালে গাঁজা বিনোদনমূলক বা চিকিৎসার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রাথমিককালে ধর্মীয় বা আধ্যাত্মিক আচার-অনুষ্ঠানের অংশ হিসেবেও খ্রিষ্টপূর্ব ৩ হাজার বছর পূর্বে এর ব্যবহার হত। ২০১৩ সালের হিসেবে, ১২৮ এবং ২৩২ মিলিয়ন মানুষের মধ্যে গাঁজার ব্যবহার অনুমান করা যায় (বিশ্বব্যাপী জনসংখ্যার ১৫ এবং ৬৫ বছরের মধ্যে ২.৭% থেকে ৪.৯%)। ২০১৫ সালের হিসেবে, ৪৬% মার্কিনী গ্যাঁজা ব্যবহার করে, যা ২০১৬ সালে ৫১% বৃদ্ধি পেয়েছে। প্রায় ১২% বিগত বছরের মধ্যে এর ব্যবহার করেছেন, এবং ৭.৩% বিগত মাসে এর ব্যবহার করেন। বিশ্বের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় ক্ষেত্রেই এটি সর্বাধিক ব্যবহৃত অবৈধ ড্রাগ।

প্রাথমিভাবে ৩য় সহস্রাব্দের বিসি থেকে গাঁজার ব্যবহার সম্পর্কে জানা যায়। বিংশ শতাব্দীর প্রথম দিকে থেকে, গাঁজা আইনি সীমাবদ্ধতার বিষয় হয়ে ওঠে। বিশ্বের বেশিরভাগ দেশেই গাঁজার মালিকানা, ব্যবহার, এবং বিক্রয় অবৈধ। চিকিৎসাবিজ্ঞানে মারিজুয়ানা বা গাঁজা মূলত চিকিৎসক-প্রস্তাবিত ভেষজ থেরাপি হিসাবে গাঁজা উদ্ভিদের ব্যবহার বোঝায়, যা ইতোমধ্যে কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, স্পেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২টি রাজ্যে স্থান করে নিয়েছে। ১৯৭০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে গাঁজার ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে আইনিকরণের জন্য সহায়তা বৃদ্ধি পেয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে বিনোদনমূলক বা চিকিৎসা সেবার জন্য গাঁজার বৈধকরণ করা হয়েছে।

প্রভাব

মাদক গাঁজা: প্রভাব, প্রস্তুতি, ব্যবহার 
গাঁজার প্রধান স্বল্পমেয়াদী শারীরিক প্রভাব

গাঁজার সেবনের সাইকোঅ্যাক্টিভ এবং শারীরবৃত্তীয় নানান প্রভাব রয়েছে। গাঁজার তাৎক্ষণিক গ্রাসকারী প্রভাবের মধ্যে শিথিলায়ন এবং হালকা রমরমা মেজাজ অন্তর্ভুক্ত ("উচ্চ" বা "স্টোন্ড" অনুভূতি), কিছু তাৎক্ষণিক অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী স্মৃতি হ্রাস, মুখগহ্বর শুষ্কতা, অনভিজ্ঞ করে তোলা, চোখ লাল হওয়া প্রভৃতি। পাশাপাশি বোধ এবং মেজাজ বা মানসিক অবস্থার বিষয়ী পরিবর্তন, সর্বাধিক সাধারণ স্বল্পমেয়াদী শারীরিক ও স্নায়বিক প্রভাবের মধ্যে হৃৎস্পন্দন বৃদ্ধি, ক্ষুধা বৃদ্ধি ও অতিরিক্ত খাদ্য গ্রহণ, উচ্চ রক্তচাপ, স্বল্পমেয়াদী এবং কর্ম স্তৃতির অবনতি, মানসিক সমন্বয় এবং একাগ্রতা অর্ন্তভূক্ত।

প্রস্তুতি

মারিজুয়ানা

মারিজুয়ানা বলতে শুকনো ফুল এবং স্ত্রী গাঁজা উদ্ভিদের কচি পাতা ও ডালপালাকে বুঝায়। এটি গাঁজার সর্বাধিক প্রচলিত ধরন যার মাঝে টিএইচসি এর পরিমাণ থাকে ৩%-২০% এছাড়াও সর্বোচ্চ ৩৩% টিএইচসি ও অনেক ধরনের মাঝে পাওয়া যায়। এছাড়াও, বিভিন জাতের মিশ্রণ ঘটিয়ে গাঁজার শিল্প উৎপাদন করা হয় যেখানে টিএইচসি এর পরিমাণ থাকে ১% এবং এ কারণে এটি বিনোদনমূলক ব্যবহারের অনুপযোগী।

কিফ

কিফ ট্রাইকোম সমৃদ্ধ একধরনের গুঁড়া, যা গাঁজা গাছের ফুল ও পাতা থেকে সংগ্রহ করা যায় এবং একে গুঁড়া অবস্থায় সেবন বা হ্যাশিশ কেক উৎপাদনের জন্য প্রক্রিয়াজাত করা হয়। "কিফ" শব্দটি চলিত আরবি كيف kēf/kīf থেকে এসেছে, যার অর্থ পরিতোষ বা সন্তুষ্টি বোঝায়।

হাশিশ

হাশিশ (এছাড়াও হাশীশ, হাশিশা, বা কেবল হ্যাশ নামে পরিচিত) একধরনের ঘনীভূত রজন কেক বা বল বিশেষ যা, গাঁজার ফুল এবং পাতা থেকে নিঃসৃত ট্রিকহোম এবং উত্তম উপাদানসমন্বিত কিফ থেকে চিপে উৎপাদন করা হয়। এটি খাওয়া কিংবা ধোঁয়া হিসেবে পান করা হয়।

টিঙ্কচার

হ্যাশ তেল

হ্যাশ তেল গাঁজা উদ্ভিদ থেকে দ্রাবক নিষ্কাশনের মাধ্যমে পাওয়া যায়।

আধান

অনুদ্বায়ী দ্রাবক ব্যবহৃত গাঁজার আধান আরোপের বিভিন্ন ধরন রয়েছে।

বিমিশ্র গাঁজা

দূষণকারী মূলত "সাবান বার" ধরনের উৎস থেকে প্রাপ্ত হাশিশ থেকে পাওয়া যেতে পারে।

ব্যবহার

মাদক গাঁজা: প্রভাব, প্রস্তুতি, ব্যবহার 
রোলিংয়ের পূর্বে একটি জয়েন্ট, বামে: কাগজ এবং হস্তনির্মিত ফিল্টার

ব্যবহার পদ্ধতি

গাঁজা বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয়:

পাদটীকা

^ a: গাঁজা, পট, গ্রাস, এবং ঔষধি ওষুধ হিসেবে গাঁজা বা ভাংয়ের অন্যান্য ডাকনাম।
^ b: চিকিৎসাবিজ্ঞানে গাঁজা নিবন্ধে এই বিভাগের জন্য আরও তথ্য এবং উৎস পাওয়া যাবে।

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

Tags:

মাদক গাঁজা প্রভাবমাদক গাঁজা প্রস্তুতিমাদক গাঁজা ব্যবহারমাদক গাঁজা পাদটীকামাদক গাঁজা তথ্যসূত্রমাদক গাঁজা আরও পড়ুনমাদক গাঁজা বহিঃসংযোগমাদক গাঁজাঔষধগাঁজা

🔥 Trending searches on Wiki বাংলা:

আওরঙ্গজেবজ্বীন (চলচ্চিত্র)জার্মানিমার্কিন যুক্তরাষ্ট্রতামান্নাইংরেজি ভাষাব্যঞ্জনবর্ণভারতের ভূগোলবুদ্ধ পূর্ণিমাচট্টগ্রামগ্রীষ্মআবু বকরফরিদপুর জেলাবাংলাদেশের কওমি মাদ্রাসার তালিকালালনরবীন্দ্রসঙ্গীতরশ্মিকা মন্দানামোহনদাস করমচাঁদ গান্ধীআমলিওনেল মেসিভারতের সংবিধানবাংলাদেশের স্বাধীনতা দিবসবিশ্বের ইতিহাসমাহরামমাটিএক্সবক্স (কনসোল)বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩জারুলতিন নেতার মাজারঅর্থ (টাকা)পূর্ণিমা (অভিনেত্রী)বঙ্গভঙ্গ (১৯০৫)সিফিলিসক্রোমোজোমআলিয়া ভাটঘূর্ণিঝড়জিমেইলবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাজগদ্বন্ধুজীবনশ্রাবন্তী চট্টোপাধ্যায়ইরানবাংলাদেশ সরকারআর্কিমিডিসের নীতিদক্ষিণ কোরিয়াধানসুকান্ত ভট্টাচার্যআলবার্ট আইনস্টাইনজগদীশ চন্দ্র বসু১ মেশীতলাবিরাট কোহলিবিড়ালসিলেট জেলাযোগ (হিন্দুধর্ম)নয়নতারা (উদ্ভিদ)২৯ এপ্রিলবাংলার ইতিহাসলালসালু (উপন্যাস)শ্রীলঙ্কাউদ্ভিদকোষসমাসবাংলাদেশের বিভাগসমূহসৌদি আরবের ইতিহাসকুসুম্বা মসজিদপ্রাচীন মিশরীয় শিল্পকলাবিভিন্ন দেশের মুদ্রাশাহ জালালপল্লী সঞ্চয় ব্যাংকসুন্দরবনদূষণস্বাধীনতা দিবস (ভারত)গায়ত্রী মন্ত্র১৯৯১ বাংলাদেশ ঘূর্ণিঝড়সহীহ বুখারীবাংলাদেশের জনমিতিপথের পাঁচালী (চলচ্চিত্র)দেশ অনুযায়ী ইসলাম🡆 More