আয়নিকরণ শক্তি: মৌলকে আয়নিত করার শক্তি

আয়নিকরণ শক্তি (ইংরেজি: Ionization energy) বা আয়নিকরণ বিভব হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তার পরিমাণ।।

      X + শক্তি → X+ + e-

অথবা: গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে ঐ মৌলের আয়নিকরণ শক্তি বলে।

আয়নিকরণ বিভব শব্দটি অতীতে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও বর্তমানে ব্যবহৃত হয় না। আয়নিকরণ বিভব এর একক হল kilojoules পার মোল (kJ/mol) or kilocalories পার মোল (kcal/mol). এটি Ei দ্বারা সূচিত হয়। আয়নিকরণ শক্তি একক বিজ্ঞানের শাখাভেদে পরিবর্তিত হয়। পদার্থবিজ্ঞানে এর একক ইলেকট্রন ভোল্ট (eV), রসায়ন বিজ্ঞানে আয়নিকরণ শক্তিকে I.P দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক কিলোজুল (KJ)।

সর্বনিম্ন আয়নিকরণ শক্তিটবিশিষ্ট মৌল হলো সিজিয়াম (Cs) এবং এর মান ৩৭৫.৭ kJ/mol। অপরদিকে, সর্বাধিক আয়নিকরণ শক্তিবিশিষ্ট মৌল হলো হিলিয়াম (He); এবং এর মান ২৩৭২ kJ/mol।

      X(g) + শক্তি → X+(g) + e

এখানে, X হল গ্যাসীয় অবস্থায় একটি মৌল, X+ হল একটি ইলেকট্রন অপসারণ করা ক্যাটায়ন এবং e হল অপসারিত ইলেকট্রন

n-তম 'ইলেকট্রন এর ক্ষেত্রে আয়নিকরণ শক্তি বলতে ইলেকট্রন সংখ্যা (n-1) পরিবর্তন সহ একটি ইলেকট্রন অপসারণ করতে প্রয়োজনীয় শক্তি কে বোঝায়। উদাহরণ সরূপ প্রথম তিনটি আয়নিকরণ শক্তিকে নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করা হয়:

      ১ম আয়নিকরণ শক্তি
        X → X+ + e
      ২য় আয়নিকরণ শক্তি
        X+ → X2+ + e
      ৩য় আয়নিকরণ শক্তি
        X2+ → X3+ + e

পরিবর্তন

আয়নিকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম

পর্যায় সারণির একই পর্যায়ের বামের মৌলের আকার বড় অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বেশি। আবার, একই গ্রুপের ওপরের মৌলের চেয়ে নিচের মৌলের আকার বড়। অর্থাৎ,পারমাণবিক ব্যাসার্ধ বেশি।

পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নিকরণ শক্তির মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নিকরণ শক্তির মান কমে। অর্থাৎ, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তির মান বৃদ্ধি পায়। একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে আয়নিকরণ শক্তি হ্রাস পায়।

ভিন্ন প্রয়োগ

পদার্থবিজ্ঞান এবং রসায়নে আয়নিকরণ শক্তির ভিন্ন ভিন্ন পরিমাণ ব্যবহার করা হয়ে থাকে।

তথ্যসূত্র

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের নদীবন্দরের তালিকাবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২সূরা ইয়াসীনত্বরণতাপমাত্রাযোগাযোগরক্তের গ্রুপএইডেন মার্করামইন্দোনেশিয়াছয় দফা আন্দোলনআর্জেন্টিনাআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকানাটক২০২৩মালদ্বীপপলাশজাপানশিশ্ন বর্ধনগাণিতিক প্রতীকের তালিকাগর্ভধারণইসরায়েলসিফিলিসইসলামের ইতিহাসভারতের সংবিধানরংপুর বিভাগঅপারেশন সার্চলাইটল্যাপটপফুলসুফিয়া কামালমীর মশাররফ হোসেনভারতীয় জনতা পার্টিরক্তউমর ইবনুল খাত্তাবমাহিয়া মাহিরাজনীতিঠাকুর অনুকূলচন্দ্রযুক্তরাজ্যঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাস্বামী বিবেকানন্দঅশোকবাংলাদেশ ছাত্রলীগহোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)আমতামান্না ভাটিয়ামিজানুর রহমান আজহারীবলঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররচিন রবীন্দ্রব্যোমযাত্রীর ডায়রিমানিক বন্দ্যোপাধ্যায়লোহিত রক্তকণিকাদুবাইযৌনসঙ্গমপুদিনামোশাররফ করিমফ্রান্সডুগংপানিদ্বিতীয় মুরাদইহুদিবাউল সঙ্গীতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসিকিমস্পেন জাতীয় ফুটবল দলগাজওয়াতুল হিন্দহজ্জবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাপ্রথম উসমানপ্যারাডক্সিক্যাল সাজিদআশারায়ে মুবাশশারাভারতের জাতীয় পতাকাবিতর নামাজতাহাজ্জুদমানব শিশ্নের আকারফিফা বিশ্বকাপদেব (অভিনেতা)জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক🡆 More