আটলান্টিস

আটলান্টিস হল পৌরাণিক উপকথা অনুযায়ী সমুদ্রতলে হারিয়ে যাওয়া একটি দ্বীপ। এর প্রথম উল্লেখ পাওয়া যায় খৃষ্টপূর্ব ৩৬০ অব্দের প্লেটোর ডায়ালগ টাইমাউস এন্ড ক্রিটিয়াসে। প্লেটো এর মতে প্রায় ৯০০০ বছর আগে আটলান্টিস ছিল হারকিউলিসের পিলারের পাদদেশে একটি দ্বীপ যা এর নৌ-সক্ষমতা দিয়ে ইউরোপের অধিকাংশ স্থান জয় করেছিল। কিন্তু এথেন্স জয় করার একটি ব্যর্থ প্রয়াসের পর এক দিন ও এক রাতের প্রলয়ে এটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়।

আটলান্টিস
পৌরাণিক একটি মানচিত্রে আটলান্টিক মহাসাগরের বুকে আটলান্টিস দ্বীপ। মানচিত্রের উপরে দক্ষিণ দিক

প্লেটোর এই ঘটনা কোন পৌরাণিক কল্পকাহিনী অণুপ্রানিত কি না এ ব্যাপারে ইতিহাসবিদরা এখনও একমত হতে পারে নি। তবে প্লেটো ক্রিটিয়াসে দাবি করেন যে তিনি এই গল্প সোলোনের কাছ থেকে শুনেছেন। সোলোন ছিলেন খৃষ্টপূর্ব ষষ্ঠ শতকের এথেন্সের বিখ্যাত নীতিনির্ধারক। প্রাচীন মিশরে প্যাপিরাসের কাগজে এথেন্স এবং আটলান্টিস সম্পর্কে হায়ারোগ্লিফিতে কিছু নথি ছিল যা গ্রিকে অনুবাদ করা হয়। সোলোন সেখান থেকে আটলান্টিস সম্পর্কে জানতে পারেন। তবে কিছু পণ্ডিত মনে করেন যে প্লেটো প্রাচীন কিছু যুদ্ধের কাহিনী থেকে অনুপ্রানীত হয়ে এই কাহিনী গড়েছেন।

আটলান্টিসের সম্ভাব্য অস্তিত্ব নিয়ে প্রাচীনকালে অনেক বিতর্ক হয়েছে তবে পরবর্তীতে বিভিন্ন লেখক এর সমালোচনা এবং ব্যাঙ্গ-বিদ্রুপ করেছেন। এলেন ক্যামেরুনের বলেন প্রাচীনকালে আটলান্টিসের ঘটনাকে কেউ এত গুরুত্বের সাথে না নিলেও বর্তমানেই এই প্রাচীন কাহিনীকে গম্ভীরভাবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র

Tags:

এথেন্সপ্লেটোহারকিউলিস

🔥 Trending searches on Wiki বাংলা:

মুহাম্মাদের স্ত্রীগণবাংলার ইতিহাসদীপু মনিবাংলাদেশের বন্দরের তালিকাপ্লাস্টিক দূষণ২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরব্রাজিল জাতীয় ফুটবল দল২০২৪ কোপা আমেরিকাবঙ্গবন্ধু-১লিওনেল মেসিইতিহাসউজবেকিস্তানমুঘল সম্রাট১৮৫৭ সিপাহি বিদ্রোহছিয়াত্তরের মন্বন্তরগর্ভধারণইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনজিএসটি ভর্তি পরীক্ষামান্নাসংস্কৃত ভাষাএ. পি. জে. আবদুল কালামইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিবঙ্গবন্ধু সেতুআব্বাসীয় খিলাফতঅজিত কুমার পাঁজাকুরআনের ইতিহাসভারতবাংলাদেশ নৌবাহিনীযকৃৎশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ইউরোপীয় ইউনিয়নতাজমহলবৃত্তআইসোটোপরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)মলাশয়ের ক্যান্সারবাংলাদেশের মন্ত্রিসভাশাহরুখ খানমহাস্থানগড়দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগযৌনসঙ্গমভাষাঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)বাংলা ব্যঞ্জনবর্ণঋগ্বেদইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)জীববৈচিত্র্যওয়ার্ল্ড ওয়াইড ওয়েবআল-আকসা মসজিদবিষ্ণুজান্নাতুল ফেরদৌস পিয়ামিয়োসিসচেলসি ফুটবল ক্লাববাংলাদেশের শিক্ষামন্ত্রীমিয়ানমারবিন্দুবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরপাগলা মসজিদনারায়ণগঞ্জ জেলাএইচআইভি/এইডসইহুদি ধর্মবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়মাহিয়া মাহিঅসমাপ্ত আত্মজীবনীইউরোভারতের জনপরিসংখ্যানবিমান বাংলাদেশ এয়ারলাইন্সশশী পাঁজাকানাডাকাশ্মীরঊনসত্তরের গণঅভ্যুত্থানকলাস্মার্ট বাংলাদেশমোবাইল ফোনআফগানিস্তানপরীমনি🡆 More