অক্ষয় কুমার: ভারতীয় অভিনেতা ও প্রযোজক

অক্ষয় কুমার (পাঞ্জাবি: ਅਕਸ਼ੈ ਕੁਮਾਰ অ্যক্‌শ্যয় কুমার; জন্ম: রাজীব হরী ওম ভাটিয়া, ৯ সেপ্টেম্বর ১৯৬৭) একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। ২৯ বছরের অধিক অভিনয় জীবনে তিনি এক শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং কয়েকটি পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে রুস্তম (২০১৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং অজনবী (২০০১) ও গরম মসলা (২০০৫) চলচ্চিত্রের জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার।

অক্ষয় কুমার
Smriti Irani presenting the Indian Film Personality of the Year Award to Bollywood legend Amitabh Bachchan, at the closing ceremony of the 48th International Film Festival of India (IFFI-2017), in Panaji, Goa (1).jpg
২০১৭ সালে অক্ষয় কুমার
জন্ম
রাজিব হরি ওম ভাটিয়া

(1965-09-09) ৯ সেপ্টেম্বর ১৯৬৫ (বয়স ৫৮)
অন্যান্য নাম
  • আক্কি
  • খিলাড়ী
  • খিলাড়ী কুমার
  • বলিউডের রাজা (২০০৭)
নাগরিকত্বকানাডীয়
পেশাচলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, উপস্থাপক
কর্মজীবন১৯৮৭ – বর্তমান
উচ্চতা৫ ফুট ১১ ইঞ্চি (১.৭৮ মিটার)
দাম্পত্য সঙ্গীটুইঙ্কেল খান্না (২০০১ – বর্তমান)
সন্তান
আত্মীয়
পুরস্কারপূর্ণ তালিকা
স্বাক্ষর
অক্ষয় কুমার: জন্ম ও শিক্ষাজীবন, চলচ্চিত্র কর্মজীবন, আরও দেখুন

তিনি প্রথম বলিউড অভিনেতা যার চলচ্চিত্রের সংগ্রহ ₹২,০০০ কোটি টাকা ছাড়িয়ে যায় ২০১৩ সালে, এবং ₹৩,০০০ কোটি টাকা ছাড়িয়ে যায় ২০১৬ সালে। এর মাধ্যমে তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। নব্বইয়ের দশকে তিনি মূলত মারপিটধর্মী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। পরবর্তী কালে তিনি নাট্যধর্মী, প্রণয়ধর্মী ও হাস্যরসাত্মক চলচ্চিত্রে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

তিনি অভিনেত্রী টুইঙ্কল খান্নার স্বামী এবং অভিনেতা রাজেশ খান্নাডিম্পল কপাড়িয়ার জামাতা। ভারতীয় চলচ্চিত্র শিল্পে তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে উইন্ডসর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে। ২০০৯ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে। ২০১১ সালে চলচ্চিত্র শিল্পে তার অনন্য অবদানের জন্য তিনি এশিয়ান অ্যাওয়ার্ডস থেকে সম্মাননা লাভ করেন।

জন্ম ও শিক্ষাজীবন

অক্ষয় কুমার: জন্ম ও শিক্ষাজীবন, চলচ্চিত্র কর্মজীবন, আরও দেখুন 
স্ত্রী টুইঙ্কল খান্নার সাথে অক্ষয় কুমার, ২০১৫ সাল

অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসরে৷ বাবা সামরিক বাহিনীতে ছিলেন। তার মায়ের নাম আরুনা ভাটিয়া। কুমার নাচিয়ে হিসেবে বেশি পরিচিত ছিলেন। মুম্বাইয়ে স্থানান্তর হওয়ার পূর্বে তিনি দিল্লির চাঁদনি চকে থাকতেন। মুম্বাইয়ে তিনি কলিওারাতে থাকতেন, সেখানকার অধিকাংশ মানুষ ছিলো পাঞ্জাবী। তিনি মুম্বাইয়ের ডন বসকো স্কুল এ পড়েন এবং পরে তিনি মুম্বাইয়ের গুরু নানক খালসা কলেজএ পড়াশোনা করেন। কুমারের বোনের নাম আল্কা ভাটিইয়া।

তায়কোয়ান্দোতে ব্লাক বেল্ট পাওয়ার পর তিনি আরো মার্শাল আর্ট শিখার জন্য ব্যাংকক এ যান। পরে থাইল্যান্ড এ তিনি মুই থাই শিখার পর প্রধান ওয়েটারের কাজ করেন। তিনি বাংলাদেশ এর রাজধানী ঢাকার হোটেল পূর্বাণীতেও কিছুদিন শেফ (রাঁধুনী) হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি ভারতএর পশ্চিববঙ্গের কলকাতায় একটি ট্রাভেল এজেন্সিতেও কাজ করেছেন। যখন তিনি মুম্বাই ফেরেন, তখন তিনি মার্শাল আর্ট শেখানো শুরু করেন। তার এক ছাত্র, ফটোগ্রাফার, কুমারকে মডেলিং করার জন্য পরামর্শ দেয়, যা তার চলচ্চিত্রে অভিষেকের প্রথম সোপানটি তৈরি করে দেয়।

চলচ্চিত্র কর্মজীবন

কুমারের প্রধান চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রথম কাজ ছিল রাখী গুলজার ও শান্তিপ্রিয়ার বিপরীতে সৌগন্ধ (১৯৯১)। একই বছর তিনি কিশোর ব্যস পরিচালিত ড্যান্সার চলচ্চিত্রে অভিনয় করেন, ছবিটি নেতিবাচক পর্যালোচনা লাভ করে। পরের বছর তিনি আব্বাস-মুস্তান পরিচালিত রোমহর্ষক খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেন, যা তার প্রথম সাফল্য হিসেবে গণ্য হয়। তার পরের কাজ ছিল জেমস বন্ড চরিত্রের উপর ভিত্তি করে রাজ সিপ্পির নির্মিত গোয়েন্দা চলচ্চিত্র মিস্টার বন্ড। ১৯৯২ সালে তার অভিনীত শেষ চলচ্চিত্র ছিল দিদার। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। ১৯৯৩ সালে তিনি কেশু রামসির দুভাষী অশান্ত চলচ্চিত্রে বিষ্ণুবর্ধণ, অশ্বিনী ভবে ও আশুতোষ রানার সাথে অভিনয় করেন। ১৯৯৩ সালে তার বাকি চলচ্চিত্রগুলো ছিল দিল কী বাজী, কায়দা কানুন, ওয়াক্ত হামারা হ্যায়, ও সৈনিক, সবকয়টি চলচ্চিত্র বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। ১৯৯৪ সালে তিনি সমীর মালকান পরিচালিত ম্যাঁয় খিলাড়ি তু আনাড়ি ও রাজিব রাই পরিচালিত মোহরা চলচ্চিত্রে পুলিশের ভূমিকায় অভিনয় করেন। মোহরা সে বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। এই বছরে তিনি যশ চোপড়া প্রযোজিত ইয়ে দিল্লাগী চলচ্চিত্রে কাজলের বিপরীতে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারস্টার স্ক্রিন পুরস্কারের মনোনয়ন লাভ করেন। একই বছর তিনি ব্যবসা সফল সুহাগ ও স্বল্প নির্মাণ ব্যয়ের এলান ছবিতে অভিনয় করেন। ১৯৯৪ সালে তিনি ১১টি চলচ্চিত্রে অভিনয় করেন।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:অক্ষয় কুমার

Tags:

অক্ষয় কুমার জন্ম ও শিক্ষাজীবনঅক্ষয় কুমার চলচ্চিত্র কর্মজীবনঅক্ষয় কুমার আরও দেখুনঅক্ষয় কুমার তথ্যসূত্রঅক্ষয় কুমার বহিঃসংযোগঅক্ষয় কুমারকানাডীয়পাঞ্জাবিফিল্মফেয়ার পুরস্কারশ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)

🔥 Trending searches on Wiki বাংলা:

আরব্য রজনীছয় দফা আন্দোলনশুক্রাণুআডলফ হিটলারকারামান বেয়লিকমৌলিক পদার্থবাঙালি জাতিকৃত্তিবাসী রামায়ণশাহরুখ খানওয়ার্ল্ড ওয়াইড ওয়েবমুদ্রাঅণুজীববৌদ্ধধর্মবাস্তুতন্ত্রসাহাবিদের তালিকাবিটিএসদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকযোহরের নামাজসিরাজগঞ্জ জেলাবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২অস্ট্রেলিয়াআল মনসুরচিকিৎসকদ্য কোকা-কোলা কোম্পানিণত্ব বিধান ও ষত্ব বিধানকশ্যপচৈতন্য মহাপ্রভুঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকালিঙ্গ উত্থান ত্রুটিকলকাতা নাইট রাইডার্সমোহাম্মদ সাহাবুদ্দিনজ্বীন জাতিঢাকা বিশ্ববিদ্যালয়ফেনী জেলামহাভারতআল-আকসা মসজিদপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)অপু বিশ্বাস২০২৪ কোপা আমেরিকাইতিহাসরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব১৮৫৭ সিপাহি বিদ্রোহইসলামমেটা প্ল্যাটফর্মসবাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকাযাকাতটাঙ্গাইল জেলান্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালদুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)পশ্চিমবঙ্গবাংলাদেশের কোম্পানির তালিকালোহিত রক্তকণিকানাদিয়া আহমেদটুইটারইস্তেখারার নামাজপেশাভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিচৈতন্যচরিতামৃতহামাসআবু হানিফাসুনামগঞ্জ জেলাসেলজুক সাম্রাজ্যওয়ালাইকুমুস-সালামজনগণমন-অধিনায়ক জয় হেমেষ রাশি (জ্যোতিষ শাস্ত্র)আতিকুল ইসলাম (মেয়র)বাংলা লিপিশবনম বুবলিআয়াতুল কুরসিবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাজগদীশ চন্দ্র বসুবাংলাদেশের প্রধান বিচারপতিদের তালিকাদ্বিতীয় বিশ্বযুদ্ধবাবরসৈয়দ সায়েদুল হক সুমনপথের পাঁচালী🡆 More