৪ অক্টোবর: তারিখ

৪ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৭তম (অধিবর্ষে ২৭৮তম) দিন। বছর শেষ হতে আরো ৮৮ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

ঘটনাবলী

  • ১৩৩৭ - (৭৫৮ হিজরী) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।
  • ১৫৩৫ - ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।
  • ১৮১৩ - লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।
  • ১৮৩০ - বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।
  • ১৮৮৭ - কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
  • ১৯১১ - সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।
  • ১৯৫৭ - সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।
  • ১৯৫৮ - আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।
  • ১৯৫৯ - সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।
  • ১৯৬৩ - জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে।
  • ১৯৬৩ - ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ঐ ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ৬ হাজার লোক এই তুফানে মারা গিয়েছিল। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী।
  • ১৯৬৬ - লেসোথা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭৯ - যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
  • ১৯৯২ - ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাধে। এতে ১১১ জন বন্দী নিহত হয়।
  • ২০০২ - নেপালেন রাজা জ্ঞানেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

৪ অক্টোবর ঘটনাবলী৪ অক্টোবর জন্ম৪ অক্টোবর মৃত্যু৪ অক্টোবর ছুটি ও অন্যান্য৪ অক্টোবর তথ্যসূত্র৪ অক্টোবর বহিঃসংযোগ৪ অক্টোবরঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

অর্থনীতিরাজশাহী বিশ্ববিদ্যালয়সাপজগন্নাথ বিশ্ববিদ্যালয়কক্সবাজারযুদ্ধকালীন যৌন সহিংসতাগীতাঞ্জলিকুরআনের সূরাসমূহের তালিকাবেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশসার্বজনীন পেনশনফিফা বিশ্ব র‌্যাঙ্কিংপূর্ণ সংখ্যাকলকাতা নাইট রাইডার্সগুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২জাতীয় গণহত্যা স্মরণ দিবসকালীবাংলাদেশের পোস্ট কোডের তালিকাঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনবাংলাদেশের উপজেলার তালিকাশিবফিলিস্তিনফিফা বিশ্বকাপসরকারআয়াতুল কুরসিসর্বনামপল্লী সঞ্চয় ব্যাংককারকতাকওয়াবাংলাদেশ পুলিশমিল্ফহিন্দুধর্মের ইতিহাসভারতের সাধারণ নির্বাচন, ২০২৪বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডদোয়া কুনুতআডলফ হিটলারকেন্দ্রীয় শহীদ মিনারইউনিলিভারঅস্ট্রেলিয়া (মহাদেশ)ভাষা আন্দোলন দিবসঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাবৃষ্টিচিরস্থায়ী বন্দোবস্তকবিতারবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)ময়মনসিংহ বিভাগকনডমমুসামোবাইল ফোনমাহরামবাংলাদেশী টাকাসূরা ফাতিহাব্রহ্মপুত্র নদহোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীবাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রমোহাম্মদ সাহাবুদ্দিনবেল (ফল)বাংলাদেশী জাতীয় পরিচয় পত্রফরাসি বিপ্লবওমান১ (সংখ্যা)সৌদি আরবের ইতিহাস১৮৫৭ সিপাহি বিদ্রোহবাংলার ইতিহাসসহীহ বুখারীআলিদুরুদবাংলাদেশের জেলাসজনে৬৯ (যৌনাসন)নাটকওয়াজ মাহফিলনাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯প্যারাডক্সিক্যাল সাজিদমিজানুর রহমান আজহারীবুড়িমারী এক্সপ্রেসবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকালামিনে ইয়ামালকার্তিক (দেবতা)ধান🡆 More