জাতীয় গণহত্যা স্মরণ দিবস

জাতীয় গণহত্যা দিবস' বা বাঙালি গণহত্যা স্মরণ দিবস বাংলাদেশে পালিত একটি দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহতদের স্মরণে দিবসটি পালন করা হয়। ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয় গণহত্যা দিবস
গণহত্যা স্মরণ দিবস
জাতীয় গণহত্যা স্মরণ দিবস
পালনকারীবাংলাদেশ
প্রবাসী বাংলাদেশি
ধরনজাতীয়
তাৎপর্য১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী কর্তৃক গণহত্যায় নিহতদের স্মরণ
তারিখ২৫ মার্চ
পরবর্তী আয়োজন২৫ মার্চ ২০২৫
সংঘটনবার্ষিক
প্রথম বার২০১৭

ইতিহাস

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রধান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বাঙালিদের ওপর গণহত্যা চালায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। অভিযান শুরু করার পূর্বে সকল বিদেশি সাংবাদিকদের পূর্ব পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়। বাঙালিদের ওপর আক্রমণের পর গ্রেফতার হওয়ার পূর্বে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এর মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক অপারেশন সার্চলাইটে নিহত ও আক্রান্তদের স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ বাংলাদেশের জাতীয় সংসদে ২৫শে মার্চকে "গণহত্যা দিবস" হিসেবে পালন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আন্তর্জাতিক স্বীকৃতি

অন্তর্জাতিক ভাবে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে এই অপরাধযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে জেনোসাইড ওয়াচ এবং লেমকিন ইন্সটিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। এছাড়া সংস্থা দুটি জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি প্রদানের জন্য আহ্বান জানিয়েছে। এই নৃশংস গণহত্যাকে আরও স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএজিএস)। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৪ এপ্রিল ২০২৩ তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিত্রশালা

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

জাতীয় গণহত্যা স্মরণ দিবস ইতিহাসজাতীয় গণহত্যা স্মরণ দিবস আন্তর্জাতিক স্বীকৃতিজাতীয় গণহত্যা স্মরণ দিবস চিত্রশালাজাতীয় গণহত্যা স্মরণ দিবস আরও দেখুনজাতীয় গণহত্যা স্মরণ দিবস তথ্যসূত্রজাতীয় গণহত্যা স্মরণ দিবসঅপারেশন সার্চলাইটজাতীয় সংসদবাংলাদেশ১৯৭১ বাংলাদেশে গণহত্যা

🔥 Trending searches on Wiki বাংলা:

পহেলা বৈশাখমেঘনাদবধ কাব্যসিলেট বিভাগকাঠগোলাপবাংলা বাগধারার তালিকাকৃষ্ণই-মেইলপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমপানি দূষণবাংলাদেশ ছাত্রলীগউজবেকিস্তানবইমেসোপটেমিয়াআরবি ভাষামানব দেহবৌদ্ধধর্মজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)তানজিন তিশাইতিহাসপদ্মা নদীবিজ্ঞানমহাত্মা গান্ধীমাশাআল্লাহইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)পথের পাঁচালীথাইল্যান্ডসূরা ফালাকফেসবুকগাজীপুর জেলাবিরাট কোহলিজয়নুল আবেদিনমাটিনিফটি ৫০বারমাকিওবায়দুল কাদেরশশী পাঁজাকিশোরগঞ্জ জেলাআরবি বর্ণমালাসূর্যগ্রহণআন্তর্জাতিক শ্রমিক দিবসহারুনুর রশিদকম্পিউটার কিবোর্ডবঙ্গবন্ধু-২ভৌগোলিক নির্দেশকফরাসি বিপ্লবের কারণবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকামেঘনা বিভাগবৃত্তি (গুণ)ইসতিসকার নামাজবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাবিমান বাংলাদেশ এয়ারলাইন্সনরেন্দ্র মোদীনওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীতাপস রায়বাংলা একাডেমিদিল্লি ক্যাপিটালসমাগাঁজাবৃত্তকৃত্তিবাসী রামায়ণম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাববাংলাদেশ জাতীয়তাবাদী দলইশার নামাজকম্পিউটারইহুদি ধর্মশিবলী সাদিকব্রিটিশ রাজের ইতিহাসজ্ঞান২৪ এপ্রিলনূর জাহানহিসাববিজ্ঞানইসনা আশারিয়াকুমিল্লা জেলাপাবনা জেলা🡆 More