২৮ জুন: তারিখ

২৮ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৯তম (অধিবর্ষে ১৮০তম) দিন। বছর শেষ হতে আরো ১৮৬ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০  

ঘটনাবলী

  • ১২৬৬ - মুসতানসির বিল্লাহ আব্বাসীয় খিলাফত লাভ করেন।
  • ১৩৮৯ - অটোমান সামরিক বাহিনী সার্বিয়ান বাহিনীকে পরাজিত করে।
  • ১৬৫৭ - দারা শিকোহ অনূদিত ‘শিক-ই আকবর’ প্রকাশিত হয়।
  • ১৭৫৭ - মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন।
  • ১৮২০ - প্রমাণিত হয় যে টমেটো বিষাক্ত নয়।
  • ১৮৩৮ - ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার অভিষেক ঘটে।
  • ১৯১৯ - ভার্সাই চুক্তি, প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়।
  • ১৯৫৪ -  জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীলা নীতি ঘোষণা করেন।
  • ১৯৬৩ -  ক্রুশ্চেভ পূর্ব বার্লিন সফর করেন।
  • ১৯৬৭ -  ইসরাইল কর্তৃক পূর্ব জেরুজালেম দখল হয়।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় রোমানিয়া
  • ১৯৭৬ - ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে সেচিলিসের ১০২ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭৬ - আমেরিকার বিমান ও নৌবাহিনীতে প্রথম মহিলা ক্যাডেট অন্তর্ভুক্ত হয়।
  • ১৯৭৮ - পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয়।
  • ১৯৯৬ - তুরস্কের প্রেসিডেন্ট সুলাইমান ডেমিরেলের ৭৩ বছরের মধ্যে প্রথম দেশে ইসলামিক নেতৃত্বাধীন সরকার অনুমোদিত হয়।

জন্ম

মৃত্যু

  • ০৫৪৮ - প্রথম থিওডোরা, বাইজেন্টাইন জাষ্টিনিয়ানের স্ত্রী।
  • ০৫৭২ - আল্বোইন, লোম্বারডের রাজা।
  • ০৭৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ ইতালিয়ান পোপ প্রথম পল।
  • ১৩৮৫ - আন্ড্রোনিকস চতুর্থ পালাইওলোগোস, বাইজান্টাইন সম্রাট।
  • ১৫৮৬ - প্রিময টরুবার, স্লোভেনীয় লেখক ও সংস্কারক।
  • ১৫৯৮ - আব্রাহাম অরটেলিউস, ফ্লেমিশ মানচিত্রকর ও ভূগোলবিদ।
  • ১৮৩৬ - জেমস ম্যাডিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি।
  • ১৮৩৯ - মহারাজা রণজিৎ সিং, পাঞ্জাব কেশরী এর রাজা।
  • ১৯১৫ - ভিক্টর ট্রাম্পার, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (জ. ১৮৭৭)
  • ১৯১৭ - স্টেফান লুচিয়ান, রোমানিয়ান চিত্রশিল্পী।
  • ১৯৩৬ - আলেকজান্ডার বেরকমান, আমেরিকান লেখক ও সমাজ কর্মী।
  • ১৯৭২ - প্রশান্ত চন্দ্র মহলানবীশ, ভারতীয়বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। (জ.২৯/০৬/১৮৯৩)
  • ১৯৭৪ - ভ্যানিভার বুশ, মার্কিন প্রকৌশলী ও বিজ্ঞান প্রশাসক। (জ. ১৮৯০)
  • ১৯৭৫ - রড সেরলিং, আমেরিকান অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।
  • ১৯৮১ - টেরি ফক্স, কানাডিয়ান ক্রীড়াবিদ, মানবহিতৈষী এবং ক্যান্সার গবেষাণা কর্মী। (জ. ১৯৫৮)
  • ১৯৮৬ - হাজী মোহাম্মদ দানেশ, অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা।
  • ১৯৯২ - মিখাইল তাল, লাতভীয় দাবাড়ু। (জ. ১৯৩৬)
  • ১৯৯৬ - বিশিষ্ট বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী নীলিমা সেন।(জ.১৯২৮)
  • ২০০১ - জোয়ান সিমস, ইংরেজ অভিনেত্রী।
  • ২০০৬ - ফুলরেণু গুহ, পদ্মভূষণ সম্মানে ভূষিত সমাজ সেবিকা ও ভারতের জাতীয় কংগ্রেসের ও রাজ্যসভার সদস্যা। (জ.১৩/০৮/১৯১২)
  • ২০০৬ - তাপস সেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের বাঙালি আলোকসম্পাত শিল্পী। (জ.১১/০৯/১৯২৪)
  • ২০০৯ - এ. কে. লোহিত দাস, ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ২০১২ - রবার্ট সাবায়টিয়ার, ফরাসি লেখক ও কবি।

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

Tags:

২৮ জুন ঘটনাবলী২৮ জুন জন্ম২৮ জুন মৃত্যু২৮ জুন ছুটি ও অন্যান্য২৮ জুন বহিঃসংযোগ২৮ জুনঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

ইউএস-বাংলা এয়ারলাইন্সবিসিএস পরীক্ষাপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)হরপ্পাকনডমমহাভারতআরবি ভাষাবাংলাদেশের নদীর তালিকাবাংলাদেশের পোস্ট কোডের তালিকাবাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবজয়নুল আবেদিনকালেমারামমোহন রায়রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরবীন্দ্রনাথ ঠাকুরকালো জাদুমহাস্থানগড়উদ্ভিদকোষসচিব (বাংলাদেশ)মহেন্দ্র সিং ধোনিপ্রোফেসর শঙ্কুগৌতম বুদ্ধফেসবুকসৌরজগৎখুলনাবাংলা স্বরবর্ণগজলআতাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনঝড়নেতৃত্বপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০শবনম বুবলিনোবেল পুরস্কারপ্রাপ্তদের তালিকাখুলনা বিভাগজাতিসংঘ নিরাপত্তা পরিষদঢাকা মেট্রোরেলকামরুল হাসানডায়াচৌম্বক পদার্থবাংলাদেশ সুপ্রীম কোর্টপরমাণুসেলজুক রাজবংশদৌলতদিয়া যৌনপল্লিযাকাতইসলামমুতাওয়াক্কিলপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরশিবচিকিৎসককলকাতাইস্ট ইন্ডিয়া কোম্পানিঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েআমার সোনার বাংলামাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাবাংলাদেশি কবিদের তালিকাআনারসভূমি পরিমাপদক্ষিণ এশিয়াপশ্চিমবঙ্গবিশেষণইসরায়েলভারতের প্রধানমন্ত্রীদের তালিকাবাংলা লিপিবাল্যবিবাহসন্ধিআবদুল মোনেম লিমিটেডপান (পাতা)মাইটোসিসপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকাগজনভি রাজবংশবাঙালি হিন্দুদের পদবিসমূহভারতের স্বাধীনতা আন্দোলনবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রছোটগল্পমৈমনসিংহ গীতিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল🡆 More