২২ জুন: তারিখ

২২ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৩তম (অধিবর্ষে ১৭৪তম) দিন। বছর শেষ হতে আরো ১৯২ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০  

ঘটনাবলী

  • ১৩৭৭ - দ্বিতীয় রিচার্ডের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
  • ১৫১৯ - ব্রিটেনে দাসপ্রথা বাতিল।
  • ১৫৫৫ - হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করে নেন এবং সিকান্দর সুরিকে দিল্লীর সিংহাসন থেকে উৎখাত করেন।
  • ১৫৫৫ - সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা।
  • ১৬৩৩ - পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে- এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।
  • ১৭৬৭ - ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী ছিলেন।
  • ১৭৭২ - ব্রিটেন থেকে ক্রীতদাস প্রথা তুলে নেওয়া হয়।
  • ১৮১৪ - লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
  • ১৯০৪ - আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) জন্ম।
  • ১৯১১ - পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৯১৫ - নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত হন।
  • ১৯২১ - ৫২টি দেশের ৬০৫ জনপ্রতিনিধির উপস্থিতিতে মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
  • ১৯৩৯ - সুভাষচন্দ্র বসু মুম্বাইয়ের সর্বভারতীয় অধিবেশনে সারা ভারত ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।
  • ১৯৪১ - হিটলার অপারেশন বারবারোসা নামে পরিচিত সোভিয়েত রাশিয়া অভিযান শুরু করেছিলেন।
  • ১৯৭২ - আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের সদস্যপদ লাভ।
  • ১৯৮১ - ইরানি প্রেসিডেন্ট বনী সদর ক্ষমতাচ্যুত।
  • ১৯৮৬ - বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিখ্যাত হ্যান্ড অফ গড গোলটি করেন আর্জেন্টিনার ফুটবলার দিয়েগো মারাদোনা। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয়লাভ করে।
  • ১৯৮৯ - পনেরো বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে এ্যাংগোলার বিবাদমান পক্ষগুলো যুদ্ধ বিরতি মেনে নিতে রাজি হয়।
  • ২০০২ - ইরানে ভূমিকম্পে ৫ শতাধিক লোক নিহত।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

Tags:

২২ জুন ঘটনাবলী২২ জুন জন্ম২২ জুন মৃত্যু২২ জুন ছুটি ও অন্যান্য২২ জুন বহিঃসংযোগ২২ জুনঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহজওহরলাল নেহেরুকুরআনের সূরাসমূহের তালিকাইরানপেশাবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাআন্তর্জাতিক মুদ্রা তহবিলসাপনারীরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুআস-সাফাহব্যাংকঅষ্টাঙ্গিক মার্গবর্তমান (দৈনিক পত্রিকা)ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকামীর জাফর আলী খানআগরতলা ষড়যন্ত্র মামলাডায়াচৌম্বক পদার্থসত্যজিৎ রায়ের চলচ্চিত্রমূল (উদ্ভিদবিদ্যা)বুর্জ খলিফাহস্তমৈথুনমুহাম্মাদের সন্তানগণওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসচিব (বাংলাদেশ)জাতিসংঘ নিরাপত্তা পরিষদবৃষ্টিমেটা প্ল্যাটফর্মসআমার দেখা নয়াচীনবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাভারতচন্দ্রযান-৩ই-মেইলসুন্দরবনতাপপ্রবাহমাওলানাডিপজলবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশঋগ্বেদআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাজহির রায়হানবাংলাদেশের জেলাকৃত্রিম বুদ্ধিমত্তাভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহওপেকব্যঞ্জনবর্ণআল্লাহবাংলাদেশ জাতীয়তাবাদী দলমাওয়ালিলালবাগের কেল্লাএ. পি. জে. আবদুল কালামকারাগারের রোজনামচাগোপাল ভাঁড়ইসতিসকার নামাজপেপসিআহসান মঞ্জিলসূরা কাফিরুনরামমোহন রায়আশালতা সেনগুপ্ত (প্রমিলা)বাংলাদেশ ছাত্রলীগদুবাইশ্রীকৃষ্ণকীর্তনইন্দিরা গান্ধীমহামৃত্যুঞ্জয় মন্ত্রদিনাজপুর জেলাস্বামী বিবেকানন্দসানি লিওনবাংলাদেশ ব্যাংকজাতীয় সংসদচিকিৎসকবাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারকবৃন্দ২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)গৌতম বুদ্ধমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকালিঙ্গ উত্থান ত্রুটিবাস্তুতন্ত্র🡆 More