১৮ সেপ্টেম্বর: তারিখ

১৮ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬১তম (অধিবর্ষে ২৬২তম) দিন। বছর শেষ হতে আরো ১০৪ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০  

ঘটনাবলী

  • ১১৮০ - ফিলিপ আগাস্তাস ফ্রান্সের রাজা হন।
  • ১৪৩৭ - ট্রানসালভানিয়োতে কৃষক বিদ্রোহ হয়।
  • ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।
  • ১৬৩৫ - সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
  • ১৭৩০ - ফ্রান্স ও স্পেন শান্তিচুক্তি করে।
  • ১৮১০ - স্পেনীয় শাসন থেকে মুক্তিলাভের জন্য চিলির স্বাধীনতা ঘোষিত হয়।
  • ১৮১৮ - চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে ।
  • ১৮৫১ - ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
  • ১৯০৬ - টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
  • ১৯১৯ - নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয়।
  • ১৯২২- কলকাতার রঙ্গমঞ্চে ‘শারদোৎসব’-এ রবীন্দ্রনাথের অভিনয়।
  • ১৯২৩ - ভারতের জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়।
  • ১৯২৪ - হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন।
  • ১৯৩১ - জাপানের সেনা বাহিনী চীনের উত্তর পূর্বাঞ্চলিয় ভূখণ্ড মানচুরী দখল করে নেয় ।
  • ১৯৩৪ - ইউএসএসআর লিগ অব নেশনসের অন্তর্ভুক্ত হয়।
  • ১৯৩৪ - মুসোলিনির শাসনে ৮ থেকে ৫৫ বছরের ইতালীয়দের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়।
  • ১৯৬১ - সুইডিস রাজনীতিবিদ ও জাতিসঙ্ঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হেমার শোল্ড এক বিমান দূর্ঘটনায় নিহত হন।
  • ১৯৭২ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিওকুরি শান্তিপদক লাভ।
  • ১৯৮২ - পশ্চিম বেইরুটে ছাটিলা ও সাবগার প্যালেস্তিনীয় উদ্বাস্তু শিবিরে গণহত্যা চলে।
  • ১৯৮৮- সামরিক অভ্যুত্থানের পর বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার।
  • ১৯৮৯ - বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার।
  • ১৯৯১ - বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তিত।
  • ২০০৭ - পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ নির্বাচনের পর সেনাবাহিনীর প্রধান পদ ছাড়ার ঘোষণা দেন।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

  • বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস।
  • আন্তর্জাতিক সফটওয়্যার স্বাধীনতা দিবস ৷
  • প্রথম প্রেম দিবস আজ। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়।

বহিঃসংযোগ

Tags:

১৮ সেপ্টেম্বর ঘটনাবলী১৮ সেপ্টেম্বর জন্ম১৮ সেপ্টেম্বর মৃত্যু১৮ সেপ্টেম্বর ছুটি ও অন্যান্য১৮ সেপ্টেম্বর বহিঃসংযোগ১৮ সেপ্টেম্বরঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের জাতীয় প্রতীকসমূহমামুনুল হকপদার্থের অবস্থাস্ক্যাবিসক্রিয়াপদশাহরুখ খানজেল হত্যা দিবসভারতফজলুর রহমান খানইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিব্যাপনআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাজিএসটি ভর্তি পরীক্ষাঅশ্বত্থঅকাল বীর্যপাতঋগ্বেদঅমাবস্যাইউরোপীয় ইউনিয়নইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশসৈয়দ ওয়ালীউল্লাহ২০১৩ শাপলা চত্বর বিক্ষোভলালসালু (উপন্যাস)দিনাজপুর জেলাকালেমাঅর্থ (টাকা)পর্যায় সারণিছিয়াত্তরের মন্বন্তরচৈতন্য মহাপ্রভুটেলিগ্রাম (সেবা)বাংলাদেশ রেলওয়েআগুনের পরশমণিআবদুল হামিদ খান ভাসানীটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাত্রিপুরাকোষ নিউক্লিয়াসইলা মিত্রবাবরমুজিবনগর১৮৫৭ সিপাহি বিদ্রোহরাজনীতিধর্মবাংলা উপসর্গের তালিকাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকুরআনইউটিউবদক্ষিণ কোরিয়াবাংলাদেশের বিভাগসমূহপ্রস্তর যুগকক্সবাজার জেলাব্রিটিশ রাজের ইতিহাসবাংলাদেশের ইউনিয়নের তালিকাতাপমাত্রাডেঙ্গু জ্বরমমতা বন্দ্যোপাধ্যায়গজলঅক্ষাংশঅণুজীবআহসান মঞ্জিলভারতীয় সংসদপানি দূষণচাঁদপুর জেলাসুকান্ত ভট্টাচার্যফরিদপুর জেলাইসরায়েলমানব দেহখুলনা জেলাঅপু বিশ্বাসকালো জাদুআয়তন অনুযায়ী এশিয়ার দেশসমূহের তালিকাপ্রথম উসমানইস্তেখারার নামাজইসলামের ইতিহাসঅ্যাসিড বৃষ্টিদর্শনআশারায়ে মুবাশশারাপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাই-মেইলস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবফিশিং🡆 More