৯ সেপ্টেম্বর: তারিখ

৯ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫২তম (অধিবর্ষে ২৫৩তম) দিন। বছর শেষ হতে আরো ১১৩ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০  

ঘটনাবলী

  • ০৫৭২ - তৎকালীন দুই পরাশক্তি ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়।
  • ১৭৯১ - মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের নামানুসারে যুক্তরাষ্ট্রের রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন, ডিসি
  • ১৮৫০ - ৩১তম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।
  • ১৮৮১ - আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়।
  • ১৯১৫ - বিপ্লবী বাঘা যতীন [যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়] ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।
  • ১৯২০ - আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
  • ১৯২৩ - প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপল্স পার্টি’ প্রতিষ্ঠা করেন।
  • ১৯৩৯ - বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর ইউ উত্তামা ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে জেলের ভেতর অনশন ধর্মঘটে মৃত্যুবরণ করেন।
  • ১৯৪৫ - চীন দখলকারী জাপানী বাহিনী আত্মসমর্পন করার পর একটি চুক্তি স্বাক্ষর করে।
  • ১৯৪৮ - পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৬০ - ভারত ও পাকিস্তানের মধ্যে "সিন্ধু নদ জল চুক্তি" স্বাক্ষর।
  • ১৯৬৯ - কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়। যার মাধ্যমে ফরাসি ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়।
  • ১৯৭০ - একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেষ্টাইন দ্বারা হাইজ্যাক করা হয়। বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নেয়া হয়।
  • ১৯৯১ - তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৯৩ - পিএলও বা প্যালেষ্টাইন লিবারেশন অরগানাইজেশন আনুষ্ঠানিক ভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।
  • ২০০৫ - মিশরের প্রথম বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচনে হোসনি মোবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা।

জন্ম

  • ০২১৪ - আউরেলিয়ান, রোমান সম্রাট।
  • ০৩৮৪ - হ্নোরিউস, রোমান সম্রাট।
  • ১৭৫৪ - উইলিয়াম ব্লিঘ, ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর ৪র্থ গভর্নর।
  • ১৮৫০ - ‘ভারতেন্দু’ হরিশ্চন্দ্র, আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার।
  • ১৮৭২ - সরলা দেবী চৌধুরানী, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ও ভারতের এলাহাবাদে প্রথম মহিলা সংগঠন 'ভারত স্ত্রী মহামণ্ডল'এর প্রতিষ্ঠাত্রী।(মৃ.১৮/০৮/১৯৪৫)
  • ১৮৭৮ - দ্বিজেন্দ্রনাথ মৈত্র প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী। (মৃ.২৬/১১/১৯৫০)
  • ১৮৮২ - অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক।(মৃ.১৯/০৪/১৯৫৮)
  • ১৮৯৯ - ভিক্টোরিয়া ফেড্রিকা দ্য মারিশলার ই দ্য বোরবন, স্প্যানিশ রাজা ১ম জুয়ান কার্লোসের নাতনী।
  • ১৯০০ - জেমস হিল্টন, ইংরেজ উপন্যাসিক।
  • ১৯১৫ - সুরেশচন্দ্র চক্রবর্তী, ভারতীয় বাঙালি সংগীতজ্ঞ ও গায়ক। (মৃ.১৯৭৬)
  • ১৯২০ - সন্তোষকুমার ঘোষ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক। (মৃ.২৬/০২/১৯৮৫)
  • ১৯২১ - পলান সরকার, একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী। (মৃ. ২০১৯)
  • ১৯২২ - হ্যান্স গেয়র্গ ডেমেল্ট, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।
  • ১৯২৩ - ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক, পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক।
  • ১৯২৪ - সিলভিয়া মাইলস, মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০১৯)
  • ১৯৩৪ - নিকোলাস লিভারপুল, ডোমিনিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
  • ১৯৪১ - ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।
  • ১৯৪৯ - সুসিলো বামবাং ইয়ুধনো, ইন্দোনেশীয় জেনারেল, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
  • ১৯৬০ - হিউ গ্রান্ট, ইংরেজ অভিনেতা ও প্রযোজক।
  • ১৯৬৬ - আডাম সান্ডলের, আমেরিকান অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।
  • ১৯৬৭ - অক্ষয় কুমার, ভারতীয় অভিনেতা।
  • ১৯৮৩ - ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।
  • ১৯৭৬ - এমা ডি কোনাস, তিফরাসি অভিনেত্রী।
  • ১৯৮০ - মিশেল উইলিয়ামস, আমেরিকান অভিনেত্রী।
  • ১৯৮৩ - ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।
  • ১৯৮৭ - জোসোয়া হের্ডম্যান, ইংলিশ অভিনেতা।
  • ১৯৮৮ - ম্যানুয়েলা আরবেলায়েজ, কলাম্বিয়ান মডেল।
  • ১৯৮৮ - দানিয়ালো ডি'আম্ব্রোসিও, ইতালীয় ফুটবলার।
  • ১৯৯১ - অস্কার দোস সান্তোস জুনিয়র, ব্রাজিলিয়ান ফুটবলার।
  • ১৯৯৯ - অঞ্জন সাহা- তন্ময়, বাংলাদেশি কারাতে খেলোয়াড়।

মৃত্যু

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

Tags:

৯ সেপ্টেম্বর ঘটনাবলী৯ সেপ্টেম্বর জন্ম৯ সেপ্টেম্বর মৃত্যু৯ সেপ্টেম্বর ছুটি ও অন্যান্য৯ সেপ্টেম্বর বহিঃসংযোগ৯ সেপ্টেম্বরঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরশরৎচন্দ্র চট্টোপাধ্যায়শবনম বুবলিশাহ জাহানমুহাম্মাদের সন্তানগণমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ভৌগোলিক নির্দেশকযিনাবিশেষ্যচর্যাপদপ্রধান পাতাবাংলাদেশের ইউনিয়নের তালিকাবাংলার ইতিহাসশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাসানরাইজার্স হায়দ্রাবাদআতাকুয়েতঅসহযোগ আন্দোলন (১৯৭১)রাধাকৃষ্ণচূড়াগাজীপুর জেলাআবদুল মোনেমচাঁদপুর জেলাআশালতা সেনগুপ্ত (প্রমিলা)আল মনসুরপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকাকাজী নজরুল ইসলামরক্তবটসানি লিওনআয়াতুল কুরসিকৃত্তিবাসী রামায়ণচট্টগ্রামঅ্যান্টিবায়োটিক তালিকাহোয়াটসঅ্যাপশিক্ষাকাঠগোলাপলিঙ্গ উত্থান ত্রুটিকিরগিজস্তানভারত বিভাজনজসীম উদ্‌দীনহারুন-অর-রশিদ (পুলিশ কর্মকর্তা)আবু হানিফামহাত্মা গান্ধীঢাকা বিভাগচট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানহারুনুর রশিদনামাজের নিয়মাবলীপ্রোফেসর শঙ্কুনামাজবাংলা ভাষাধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরাজলাতংকইসতিসকার নামাজইস্ট ইন্ডিয়া কোম্পানিমুহাম্মাদবারো ভূঁইয়াইসলামবাংলাদেশের ইতিহাসপর্তুগিজ সাম্রাজ্যপ্রিয়তমাসাহারা মরুভূমিকারামান বেয়লিকসমাজবিজ্ঞানবিষ্ণুদিল্লী সালতানাতবাংলাদেশের বিভাগসমূহভারতীয় জাতীয় কংগ্রেসবঙ্গবন্ধু সেতুঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েভারতের রাষ্ট্রপতিদের তালিকাবাংলাদেশের উপজেলাপুরুষে পুরুষে যৌনতাভূগোলহিন্দি ভাষাইসলামি সহযোগিতা সংস্থা🡆 More