ওহি

ওহী (বিকল্প বানান, ওহি বা ওয়াহী) (আরবি: وحي, প্রতিবর্ণীকৃত: ওয়াহী উৎসাহ, অনুপ্রেরণা, অদৃশ্য বা গোপন অত্যাদেশ অবতীর্ণ হওয়া}}) শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে, এমন সূক্ষ্ম ও গোপন ইশারা, যা ইশারাকারী ও ইশারা গ্রহণকারী ছাড়া তৃতীয় কেউ টের পায় না। এ সম্পর্কের ভিত্তিতে এ শব্দটি ইলকা বা মনের মধ্যে কোনো কথা নিক্ষেপ করা ও ইলহাম বা গোপনে শিক্ষা ও উপদেশ দান করার অর্থে ব্যবহৃত হয়।

ওহী কি

ব্যবহারিক ভাবে ওহী দ্বারা ইসলামে আল্লাহ কর্তৃক নবি-রাসূলদের প্রতি প্রেরিত বার্তা বোঝানো হয়।

কুরআন মাজিদে বলা হয়েছে,

"নিশ্চয় আমি তোমার নিকট ওহী পাঠিয়েছি, যেমন ওহী পাঠিয়েছি নুহ ও তার পরবর্তী নবীগণের নিকট এবং আমি ওহী পাঠিয়েছি ইবরাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুনসুলায়মান এর নিকট এবং দাউদকে প্রদান করেছি যাবুর।"[কুরআন ৪:১৬৩]

অন্য আয়াতে বলা হয়,

"কোনো মানুষের এ মর্যাদা নেই যে, আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, ওহীর মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহী প্রেরণ করেন। তিনি তো মহীয়ান, প্রজ্ঞাময়।"[কুরআন ৪২:৫১]

এই আয়াতে ওহীর তিনটি প্রকারের কথা বর্ণিত হয়েছে।

  • অন্তরে কোনো কথা প্রক্ষিপ্ত করা (ঢুকিয়ে দেয়া) অথবা স্বপ্নে বলে দেয়া এই প্রত্যয়ের সাথে যে, তা আল্লাহরই পক্ষ হতে।
  • পর্দার আড়াল থেকে সরাসরি কথা বলা। যেমন, মুসা -এর সাথে তুর পাহাড়ে বলা হয়েছিল।
  • মালাকের (স্বর্গীয় দূত) মাধ্যমে ওহী প্রেরণ করা। যেমন, জিবরীল অহী নিয়ে আগমন করতেন এবং নবীদেরকে শুনাতেন।

কুরআনে মৌমাছিকে করা ইলহাম বুঝাতেও ওহী শব্দ ব্যবহৃত হয়েছে,

"আর তোমার রব মৌমাছিকে ইংগিতে জানিয়েছে যে, ‘তুমি পাহাড়ে ও গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও।’"[কুরআন ১৬:৬৮]

অন্যস্থানে বলা হয়েছে,

"আর আমি মুসার মায়ের প্রতি নির্দেশ পাঠালাম, তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে, তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করবে। আর তুমি ভয় করবে না এবং চিন্তা করবে না। নিশ্চয় আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব’।"[কুরআন ২৮:৭]

বলা হয়েছে, وأوحينا এর মূল হলো, وحي যার শাব্দিক অর্থ হলো, গোপনে কোনো কিছু জানিয়ে দেয়া। এখানে মুসা-জননীকে আল্লাহ্‌ তা‘আলা যে কোনো উপায়ে তাঁর কোনো নির্দেশ পৌঁছানোই উদ্দেশ্য। যে অর্থে কুরআনে নবুওয়তের ওহী ব্যবহার হয়েছে সে অর্থের ওহী হওয়া বাধ্যতামূলক নয়।

ওহী সম্পর্কে ইসলামী পণ্ডিত শফি উসমানী মারেফুল কুরআনের ভূমিকায় বলেন,

"আল্লাহ তায়ালা থেকে মানবজাতি তিনটি মাধ্যমে শিক্ষা লাভ করে - ইন্দ্রিয় (men's sense), বিবেক (the faculty of reason), এবং ওহীর মাধ্যমে। যার শেষটি শুধুমাত্র নবী রাসুল পেয়ে থাকে। হেদায়াত দানের উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন, যার প্রথম ছিলেন আদম, আর সর্বশেষ মুহাম্মাদ। আর ওহীর মাধ্যমে আল্লাহ বিভিন্ন প্রেক্ষাপটে তার বাণী নবী রাসুলদের কাছে অবতীর্ণ করেন। ইসলাম ধর্ম অনুযায়ী মুহাম্মাদ শেষ রাসুল বিধায় পৃথিবীতে আর কোনো ওহী আসবে না।"

ওহীর প্রকারভেদ

ওহী দু প্রকারের। যথা -

  • "মাতলু" : এ ধরনের ওহি পাঠ্য, তিলাওয়াত করা যায়। যেমন- আল কুরআন
  • "গায়রে মাতলু" : এ ধরনের ওহি কার্যত। কর্মের মাধ্যমে অনুসরণীয়। যেমন- সুন্নতে রাসুলহাদিস

ওহী অবতরণের ধরণ

উম্মুল মুমিনীন আয়িশা (রা.) থেকে বর্ণনা করেন,

হারিস ইবনে হিশাম (রা.) আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)'কে জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! আপনার নিকট ওয়াহী কিরূপে আসে?’ আল্লাহর রাসুল (সা.) বললেন: "কোনো কোনো সময় তা ঘণ্টা বাজার মত আমার নিকট আসে। আর এটি-ই আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক (ফেরেশতা) যা বলেন তা আমি মুখস্থ করে নেই, আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন। তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই।" আয়িশা (রা.) বলেন, আমি তীব্র শীতের সময় ওয়াহী নাযিলরত অবস্থায় তাঁকে দেখেছি। ওয়াহী শেষ হলেই তাঁর কপাল থেকে ঘাম ঝরে পড়তো। (বুখারী, মুসলিম, আহমাদ)

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

Tags:

ওহি ওহী কিওহি ওহীর প্রকারভেদওহি ওহী অবতরণের ধরণওহি তথ্যসূত্রওহি আরও পড়ুনওহি বহিঃসংযোগওহিআরবি ভাষাশব্দ

🔥 Trending searches on Wiki বাংলা:

ভারতবেগম রোকেয়াপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থামক্কাজীবনকলকাতা নাইট রাইডার্সআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাজান্নাততরমুজ০ (সংখ্যা)সেন রাজবংশবেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশফ্রান্সের ষোড়শ লুইকম্পিউটার কিবোর্ডপ্রীতি জিনতাকুরআনআদমবাংলাদেশে পালিত দিবসসমূহমুসাফিরের নামাজক্যাসিনোবসন্তরাজশাহীজানাজার নামাজহেপাটাইটিস সিআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসকার্বন ডাই অক্সাইডখাদিজা বিনতে খুওয়াইলিদবাংলাদেশের প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীবাস্তুতন্ত্রপদার্থবিজ্ঞানইউরোপএকাদশ রুদ্রইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকারশিদ চৌধুরীপদ্মা সেতুপূর্ণিমা (অভিনেত্রী)জন্ডিসমানব দেহপায়ুসঙ্গমদুর্গাপূজাশরৎচন্দ্র চট্টোপাধ্যায়উপন্যাসসেজদার আয়াতব্রাহ্মসমাজসুলতান সুলাইমানদাজ্জালব্যাংকইসরায়েলষাট গম্বুজ মসজিদবাউল সঙ্গীতসিলেটপ্রেমদৈনিক ইত্তেফাকশব্দ (ব্যাকরণ)হাসান হাফিজুর রহমানক্রিস্তিয়ানো রোনালদোতামান্না ভাটিয়াআবহাওয়াতিতুমীরমাহদীকুতুব মিনারচোখপাকিস্তানজেলা প্রশাসকঅশোকআরবি বর্ণমালাজগদীশ চন্দ্র বসুঅ্যান্টিবায়োটিক তালিকাবাংলাদেশের জাতিগোষ্ঠীকুরআনের সূরাসমূহের তালিকামীর মশাররফ হোসেনবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাইউনিলিভারখন্দকের যুদ্ধবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়স্পিন (পদার্থবিজ্ঞান)🡆 More