ফেরেশতা: ইসলামী বিশ্বাসমতে স্বর্গীয় দূত

ফেরেশতা (আরবি: ملاءكة) ইসলামী বিশ্বাসমতে স্বর্গীয় দূত। আরবিতে ফেরেশতাদের একবচনে মালাক ও বহুবচনে মালাইক বলে। তাদের সম্পর্কে বলা হয়, তারা মানুষের ন্যায় আল্লাহর আরেক সৃষ্টি।

ফেরেশতা: শব্দ ব্যবহার, শ্রেণিবিন্যাস, আল কুরআনে ফেরেশতাগণ

তাঁরা দিনরাত ক্লান্ত না হয়ে আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করেন এবং আল্লাহর অবাধ্য হবার কোনো ক্ষমতা তাদের নেই। ফেরেশতারা নূর তথা আলোর তৈরি। তারা পবিত্র স্থানে অবস্থান করেন। তারা যেকোনো স্থানে গমনাগমন ও আকৃতি পরিবর্তনের ক্ষমতা রাখেন। ইসলাম, খ্রিস্টান ও ইহুদী ধর্মে বলা হয়েছে ।

কুরআনে ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে,

"তারা আল্লাহ তা’আলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে।"[কুরআন ৬৬:৬]

শব্দ ব্যবহার

কিছু মুসলিম আলেম মূল ইসলামী আরবী শব্দ "মালাক" (ملك‎‎)-এর ব্যবহারকে অধিক উৎসাহিত করে থাকেন, যুক্তি হিসেবে তারা বলেন, মালাক শব্দটি কুরআনে ব্যবহৃত হয়েছে, তাই শব্দটি বলার সময় প্রতি হরফে দশ নেকি করে ৬ হরফে মোট ৬০ নেকি সাওয়াব পাওয়া যাবে, যা ফেরেশতা বা অন্যান্য অ-কুরআনীয় প্রতিশব্দ উচ্চারণে পাওয়া যাবে না। কুরআনীয় শব্দ বলায় প্রতি হরফে দশ নেকির ক্ষেত্রে তারা ইসলামী নবী মুহাম্মদের উক্ত হাদীসটি পেশ করেন,

রাসূল (সা.) বলেছেন,

مَنْ ‌قَرَأَ ‌حَرْفًا ‌مِنْ ‌كِتَابِ ‌اللَّهِ ‌فَلَهُ ‌بِهِ ‌حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ الم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ

‘আল্লাহ তাআলার কিতাবের একটি হরফ যে ব্যক্তি পাঠ করবে তার জন্য এর সওয়াব আছে। আর সওয়াব হয় তার দশ গুণ হিসেবে। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ।’

— [সুনানে তিরমিযি, হাদিস: ২৯১০]

শ্রেণিবিন্যাস

ফেরেশতাদের সংখ্যা অগণিত। কোনো কোনো ইসলামী চিন্তাবিদ কাজের উপর ভিত্তি করে ফেরেশতাদের চৌদ্দটি শ্রেণীতে ভাগ করে থাকেন।[তথ্যসূত্র প্রয়োজন] যাদের মধ্যে চারজনকে উচ্চমর্যাদার ফেরেশতা বলা হয়ে থাকে।

  1. হামালাতুল আরশ: এরা হল আল্লাহর আরশের বাহক।
  2. জিব্রাইল: এই ফেরেশতার নাম তিনবার ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কুরআন শরীফে উল্লেখ করা হয়েছে। কুরআনে তাকে পবিত্র আত্মা বা রুহুল কুদুস বলা হয়েছে। আল্লাহর আদেশ-নিষেধ এবং সংবাদ আদান-প্রদান যেসব ফেরেশতার দায়িত্ব, জিব্রাইল তাদের প্রধান। বলা হয়, জিব্রাইল-ই আল্লাহর নবীদের বা বাণীবাহকদের কাছে ওহী পৌছিয়ে দিতেন।
  3. মিকাইল: কুরআনে এই ফেরেশতার নাম উল্লেখ করা হয়েছে। ইনি বৃষ্টি ও খাদ্য উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত।
  4. ইসরাফিল: এই ফেরেস্তা কিয়ামত বা মহাপ্রলয় ঘোষণা করবেন। তার নাম কুরআন শরীফে নেই কিন্তু হাদিসে উল্লেখ করা হয়েছে।
  5. আজরাইল: তাকে কুরআনে মালাক আল-মাউত নামে অভিহিত করা হয়েছে। ইনি মৃত্যুর ফেরেশতা ও প্রাণ হরণ করেন।
  6. সাতটি বেহেশতের ফেরেশতাগণ।
  7. হাফাজা বা তত্ত্বাবধায়ক ফেরেশতাগণ।
  8. মুনকার ও নাকীর: কবরে প্রশ্নকারী ফেরেশতাদ্বয়।
  9. দারদায়িল
  10. মালিক: জাহান্নাম বা নরক তত্ত্বাবধানকারী ফেরেশতা।
  11. রেদওয়ান: জান্নাত বা স্বর্গ তত্ত্বাবধানকারী ফেরেশতা।
  12. জাবানিয়া: জাহান্নামে দায়িত্ব পালনকারী ফেরেশতাগণ।
  13. নিয়ম শৃঙ্খলা পালনকারী ফেরেশতাগণ।

এছাড়াও বিশেষ দুজন ফেরেশতা কিরামুন ও কাতিবীন প্রতিজন মানুষের ভালো-মন্দ কাজের হিসাব রাখেন।

আল কুরআনে ফেরেশতাগণ

  • জিবরাইল ও মিকাইলের নাম আল কুরআনের সুরা বাকারার ৯৭-৯৮ নং আয়াতে উল্লেখ রয়েছে।
  • মালিক ফেরেশতার নাম ৪৩ নং সূরা আয-যুখরফে ৭৭ নং আয়াতে উল্লেখ আছে।

তথ্যসূত্র

Tags:

ফেরেশতা শব্দ ব্যবহারফেরেশতা শ্রেণিবিন্যাসফেরেশতা আল কুরআনে গণফেরেশতা তথ্যসূত্রফেরেশতাআরবি ভাষাইসলাম

🔥 Trending searches on Wiki বাংলা:

মিয়ানমারপিলখানাশিয়া ইসলামের ইতিহাসউমাইয়া খিলাফতসৌরজগৎবাংলা সাহিত্যকৃষ্ণপানিবাংলাদেশের অর্থনীতিনাটকফিলিস্তিনের ইতিহাসরংপুর১৭ এপ্রিলপুরাণ (ভারতীয় শাস্ত্র)আন্তর্জাতিক শ্রমিক দিবসজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকামাইকেল মধুসূদন দত্তবিজরী বরকতুল্লাহসুনামগঞ্জ জেলাবিশেষণসুনীল গঙ্গোপাধ্যায়একাদশীডিপজলবাংলা সাহিত্যের ইতিহাসউপন্যাসহানিফ সংকেতঢাকা বিভাগকাশ্মীররজনীকান্ত সেনবাংলাদেশের জাতিগোষ্ঠীবাংলাদেশের ইউনিয়নের তালিকারূপান্তরিত লিঙ্গ০ (সংখ্যা)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়শিয়া-সুন্নি সম্পর্কভারতের রাষ্ট্রপতিদের তালিকাসিফিলিসইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)হামাসআলিপশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডষাট গম্বুজ মসজিদজার্মানিআল-আকসা মসজিদহোয়াইট বোর্ডদ্য কোকা-কোলা কোম্পানিবাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেডচুয়াডাঙ্গা জেলাআবু হানিফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনধানফজরের নামাজনিমদারাজজহির রায়হানসার্বজনীন পেনশনপৃথিবীর বায়ুমণ্ডলইউসুফযৌন ওষুধর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নরাজশাহী বিভাগশিক্ষারূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেডপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১লোকনাথ ব্রহ্মচারীভিয়েতনাম যুদ্ধ১ (সংখ্যা)পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমটাইটানিকদ্বিতীয় মুরাদইন্ডিয়ান প্রিমিয়ার লিগএইচআইভিআতামাগীইতিহাসবিকাশমেঘনাদবধ কাব্যবাল্যবিবাহ🡆 More