১২ ডিসেম্বর: তারিখ

১২ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪৬তম (অধিবর্ষে ৩৪৭তম) দিন। বছর শেষ হতে আরো ১৯ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০ ৩১  

ঘটনাবলী

  • ০৬৩৯ - সাহাবী হযরত আমর ইবনুল আস (রা.)-এর নেতৃত্বে মিশর জয়।
  • ১০৯৮ - প্রথম ধর্মযুদ্ধে মা’নাত আল নুমানের গণহত্যা: ক্রুসেডারগণ দেয়াল ভেঙ্গে শহড়ে প্রবেশ করে এবং শহড়ের বিশ হাজার বাসিন্দাকে হত্যা করে। কিন্তু সেখানে খাদ্যাভাবে ক্রুসেডারগণ নরমাংস ভক্ষণ শুরু করে।
  • ১৩৩৮ - দিল্লীতে তৈমুর লং কর্তৃক ১ লাখ লোক খুন হয়।
  • ১৮০৪ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা করা হয়।
  • ১৮৯৭ - ব্রাজিলের প্রথম পরিকল্পিত শহড় বেলো হরিজন্টে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯০১ - ইতালির পদার্থবিদ এবং বেতার যন্ত্রের অগ্রদূত গুগলিয়েলমো মার্কনি আটলান্টিক মহাসাগরের এক কুল থেকে অপর কুলে প্রথম সফল ভাবে বেতার বার্তা প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন।
  • ১৯০৪ - আলেম ও স্বাধীনতাকামীরা তেহরান ত্যাগ করে পবিত্র নগরী কোমে অভিবাসন শুরু করেছিলেন।
  • ১৯১১ - বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।
  • ১৯২৫ - ইরানের রাজবংশের পরিবর্তন ঘটে। ১৫৩ বছরের কাজার রাজ বংশের অবসান ঘটে এবং পাহলভী বংশের ৫৩ বছরের শাসনের শুরু হয়।
  • ১৯২৫ - ইরানের মজলিশ রেজা খানকে ইরানের নতুন শাহ মনোনীত করা হয়।
  • ১৯৪১ - যুক্তরাজ্য বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হাঙ্গেরী ও রোমানিয়া আমেরিকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারত জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৫২ - জেনিভায় অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনকে অভিনন্দন জানানোর জন্যে ফ্রান্সের বিখ্যাত চিত্রশিল্পী পিকাসোর নতুন চিত্রাঙ্কন শান্তির কপোত প্রদান করেন।
  • ১৯৫৮ - গায়না জাতিসংঘে যোগ দেয়।
  • ১৯৬৩ - কেনিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬৪ - কেনিয়ার স্বাধীনতার অগ্রাধিনায়ক জোমো কেনিয়াত্তা কেনিয়ার প্রথম প্রেসিডেন্ট হন।
  • ১৯৭১ - কক্সবাজার ও নরসিংদী জেলা পাক হানাদার মুক্ত হয়।
  • ১৯৭৯ - চীনের বিখ্যাত আধুনিক লেখক লুসুইন গবেষণা সমিতি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭৯ - কলম্বিয়ায় ভূমিকম্পে ৭শ’ লোকের প্রাণহানি ঘটে।
  • ১৯৮৫ - ভোরবেলায় যুক্তরাষ্ট্রের একটি বে-সামরিক ভাড়াটে বিমান ক্যানাডার নিউফান্ডল্যান্ডে ভূপাতিত হয়। বিমানের ২৫০ জন যাত্রী আর ৮ জন ক্রু সদস্য প্রাণ হারান।
  • ১৯৮৮ - অস্থায়ী রাষ্ট্রপতি গুলাম ইসহাক খান পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৮৯ - জাতিসংঘ শিশুর নাগরিক অধিকার সংক্রান্ত একটি সনদ গ্রহণ করে।
  • ১৯৯০ - দুর্নীতির অভিযোগে হুসেইন মুহম্মদ এরশাদকে সপরিবারে গ্রেফতার করা হয়।
  • ১৯৯১ - রাশিয়ান ফেডারেশন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়।
  • ১৯৯১ - উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৯২ - দু’দিনব্যাপী ইইউর শীর্ষ সম্মেলন জেনিভায় সমাপ্ত হয়।
  • ১৯৯২ - ইন্দোনেশিয়ায় প্রচন্ড ভূমিকম্পে ২৫০০ লোকের প্রাণহানি।
  • ১৯৯৩ - অক্টোবরের বিপ্লবের পর [১৯১৭] প্রথমবারের মতো রাশিয়ায় বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • ১৯৯৪ - চীনের সাংহাইয়ের ১ নম্বর পাতাল রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।
  • ১৯৯৬ - শেখ হাসিনা ও দেবগেওড়ার মধ্যে বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদী পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৯৭ - বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী কালোসের বিচার হয়।
  • ২০১৩ -  দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি রাত ১০ টা এক মিনিটে কার্যকর করা হয়।
  • ২০১৯ - নাগরিকত্ব সংশোধনীতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মতি প্রদান করেন।

জন্ম

মৃত্যু

  • ১৬৮৫ - জন পেল, ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিজ্ঞ এবং জোতির্বিদ।
  • ১৮৮৯ - ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং।(জ.০৭/০৫/১৮১২)
  • ১৯৫১ - মিলড্রেড বেইলি, আমেরিকান গায়ক।
  • ১৯৫৪ - ভারতের স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী কিরণশঙ্কর রায়
  • ১৯৫৬ - খ্যাতনামা ভারতীয় বাঙালি সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক অনুপম ঘটক।(জ.১৯১১)
  • ১৯৬৩ - জাপানি চলচ্চিত্রকার ইয়াসুজিরো ওজু।
  • ১৯৬৫ - হেমেন্দ্রনাথ ঘোষ,ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক।(জ.১৬/১১/১৮৯০)
  • ১৯৭১ - সাংবাদিক নিজামুদ্দিন আহমদ শহীদ হন।
  • ১৯৭৮ - ইংরেজ অভিনেত্রী ও গায়ক ফায় কম্পটন।
  • ১৯৮৬ – রশিদ চৌধুরী, একুশে পদক প্রাপ্ত বাংলাদেশী চিত্রশিল্পী।
  • ২০০১ - জাঁ রিচার্ড, ফরাসি অভিনেতা ও গায়ক।
  • ২০০৩ - আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ।
  • ২০০৫ - সন্দীপন চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ‘আভা গার্দ’ লেখকগোষ্ঠির অন্যতম ভারতীয় বাঙালি সাহিত্যিক। (জ.২৫/১০/১৯৩৩)
  • ২০১০- পিটার পাগেল, জার্মান ফুটবল খেলোয়াড়।
  • ২০১৩ - এজরা সেলার্স, আমেরিকান মুষ্টিযোদ্ধা।

ছুটি ও অন্যান্য

  • কেনিয়ার জাতীয় দিবস।
  • স্মার্ট বাংলাদেশ দিবস।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

১২ ডিসেম্বর ঘটনাবলী১২ ডিসেম্বর জন্ম১২ ডিসেম্বর মৃত্যু১২ ডিসেম্বর ছুটি ও অন্যান্য১২ ডিসেম্বর তথ্যসূত্র১২ ডিসেম্বর বহিঃসংযোগ১২ ডিসেম্বরঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

গোপালগঞ্জ জেলাঅবনীন্দ্রনাথ ঠাকুরব্যাকটেরিয়াআরব লিগরামায়ণশীর্ষে নারী (যৌনাসন)দুধইস্ট ইন্ডিয়া কোম্পানিচুম্বকফুসফুসপেপসিসজনেচট্টগ্রামকালো জাদুবায়ুদূষণদারাজঅভিস্রবণক্রিস্তিয়ানো রোনালদোআইজাক নিউটনশরৎচন্দ্র চট্টোপাধ্যায়বাল্যবিবাহবগুড়া জেলাবিশেষ্যবাংলাদেশ সিভিল সার্ভিসবাবরজয় চৌধুরীসাদ্দাম হুসাইনসানি লিওনজসীম উদ্‌দীনথ্যালাসেমিয়াআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা৬৯ (যৌনাসন)রাজশাহীহেপাটাইটিস বিমিশরকৃষ্ণচূড়াএম. জাহিদ হাসানবাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকপ্রধান পাতাশিবা শানুবাংলাদেশ সরকারি কর্ম কমিশনঅ্যান্টিবায়োটিক তালিকানিজামিয়ারাজনীতিসাধু ভাষাইহুদিস্মার্ট বাংলাদেশবাংলা লিপি২০২৪ ইসরায়েলে ইরানি হামলামেঘনাদবধ কাব্যরাজশাহী বিভাগমহেন্দ্র সিং ধোনিলিঙ্গ উত্থান ত্রুটিরুমানা মঞ্জুরগাজওয়াতুল হিন্দমুতাওয়াক্কিলদিল্লী সালতানাতঢাকা বিশ্ববিদ্যালয়পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাখুলনা বিভাগতুরস্কসিঙ্গাপুরসেলজুক রাজবংশবেগম রোকেয়াজ্ঞানপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০বিন্দুআমাশয়ঋগ্বেদঅন্ধকূপ হত্যানকশীকাঁথা এক্সপ্রেসবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশের উপজেলাঐশ্বর্যা রাইইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজি🡆 More