১ ডিসেম্বর: তারিখ

১ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৩৫তম (অধিবর্ষে ৩৩৬তম) দিন। বছর শেষ হতে আরো ৩০ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০ ৩১  

ঘটনাবলী

  • ৬৩১ - হযরত মোহম্মদ(সা:)-এর তাবুক অভিযান শুরু হয়।
  • ১৪২০ - ইংল্যান্ডের চতুর্থ হেনরি প্যারিসে প্রবেশ করেন।
  • ১৬২৬ - জেরুজালেমের শাসক পাশা মোহাম্মদ ইবনে ফারুক ক্ষমতাচ্যুত হন।
  • ১৬৪০ - স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীনতা পায়।
  • ১৭৬৮ - দাস বহনকারী একটি জাহাজ ডুবে যায়।
  • ১৮২১ - স্পেনের কবলমুক্ত হয়ে সান ডেমিঙ্গো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৩৪ - কেপ উপনিবেশ থেকে দাসত্ব রদ অ্যাক্ট ১৮৩৩ অনুযায়ী দাসত্ব বিলুপ্ত করা হয়।
  • ১৮৩৫ - হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের প্রথম বই প্রকাশিত হয়।
  • ১৮৫২ - নেদারল্যান্ডসে টেলিগ্রাফ কম্পানি চালু হয়।
  • ১৯১৮ - সালে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯১৯ - প্রথম মহিলা সংসদ সদস্য হিসাবে লেডি অ্যাস্টর যুক্তরাজ্যের হাউস অব কমান্সে তার আসন গ্রহণ করেন।
  • ১৯২০ - পি. জে. হার্টগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
  • ১৯৪৮ - ইউনিয়ন অব বার্মা গঠিত হয়।
  • ১৯৫৫ - যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে মার্কিন নিগ্রো নেতা মার্টিন লুথার কিং (জুনিয়র) সহ কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক অভাবিত আন্দোলনের সূচনা করেছিলো।
  • ১৯৫৮ - মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৫৮ - আমেরিকার শিকাগোর লেডি অব দ্য লস এঞ্জেলস স্কুলে আগুন লেগে ৯২ শিশু নিহত হয়।
  • ১৯৫৯ - অ্যান্টার্কটিকা মহাদেশ শুধু বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে – এ মর্মে ১২টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৫৯ - একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশুন্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।
  • ১৯৬৩ - নাগাল্যান্ডকে ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষণা দেয়া হয়।
  • ১৯৬৪ - মালাউই, মাল্টা ও জাম্বিয়া দেশ সমুহ জাতিসংঘের সদস্যপদ পায়।
  • ১৯৬৭ - রাজকীয় গ্রিনউইচ মানমন্দিরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় টেলিস্কোপ ‘আইজাক নিউটন’ চালু করা হয়।
  • ১৯৭১ - ভারতীয় সেনাবাহিনী পাকিস্থানের কাছ থেকে কাশ্মীর পুনরুদ্ধার করে।
  • ১৯৭৬ - এ্যাঙ্গোলা জাতিসংঘে যোগ দেয়।
  • ১৯৮০ - বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
  • ১৯৮১ - এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
  • ১৯৮৮ - বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
  • ১৯৯০ - ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ করতে সক্ষম হয়।
  • ১৯৯০ - কর্মীরা বৃটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হলেও টানেলের চুড়ান্তকাজ শেষ হতে আরও চার বছর সময়ের প্রয়োজন ছিলো।
  • ১৯৯৮ - তুরষ্কে ভূমিকম্পে ১০৮ জন নিহত।
  • ২০০২ - বাংলাদেশের গাইবান্ধায় জাকাতের কাপড়ের জন্যে হুড়োহুড়ি; পদদলিত হয়ে ৫০ জন মৃত্যুবরণ করেন।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

১ ডিসেম্বর ঘটনাবলী১ ডিসেম্বর জন্ম১ ডিসেম্বর মৃত্যু১ ডিসেম্বর ছুটি ও অন্যান্য১ ডিসেম্বর তথ্যসূত্র১ ডিসেম্বর বহিঃসংযোগ১ ডিসেম্বরঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

মোশাররফ করিমসার্বজনীন পেনশনবাংলাদেশের রাষ্ট্রপতিআইজাক নিউটনআরবি বর্ণমালাবিসমিল্লাহির রাহমানির রাহিমপ্রাকৃতিক পরিবেশদৈনিক যুগান্তররচনা বন্দ্যোপাধ্যায়তাহসান রহমান খানজয়া আহসানভিয়েতনাম যুদ্ধইরাকহিজড়া (ভারতীয় উপমহাদেশ)পুরুষে পুরুষে যৌনতাকারকবৈদিক যুগমোবাইল ফোনউমাইয়া খিলাফতআগরতলা ষড়যন্ত্র মামলাকৃষ্ণরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)মহাসাগরকামরুল হাসানভগবদ্গীতাবাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের তালিকামৃণাল ঠাকুরলিঙ্গ উত্থান ত্রুটিকম্পিউটারযোহরের নামাজদুবাইঢাকা মেট্রোরেলজাতীয় স্মৃতিসৌধপহেলা বৈশাখঢাকা জেলাউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাশরৎচন্দ্র চট্টোপাধ্যায়গোপাল ভাঁড়পাকুড়মহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাউয়েফা চ্যাম্পিয়নস লিগসিলেটহিমালয় পর্বতমালাবাঙালি জাতিমুহাম্মাদের সন্তানগণএ. পি. জে. আবদুল কালামসিরাজউদ্দৌলাঅসমাপ্ত আত্মজীবনীপিনাকী ভট্টাচার্যসূর্যবংশপশ্চিমবঙ্গ সরকারইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতবেলি ফুলমুসামহেন্দ্র সিং ধোনিকোষ (জীববিজ্ঞান)বাংলা সাহিত্যপারি সাঁ-জেরমাঁইউরোপীয় ইউনিয়নসঙ্গম সাহিত্যভারতীয় জাতীয় কংগ্রেসইসলামে যৌনতাঅষ্টাঙ্গিক মার্গনরসিংদী জেলানয়নতারা (উদ্ভিদ)বেদরবীন্দ্রসঙ্গীতচীনআয়াতুল কুরসিরাম নবমীপৃথিবীর ইতিহাসধর্মীয় জনসংখ্যার তালিকামুজিবনগর দিবসবগুড়া জেলাবাংলাদেশ পুলিশ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপযক্ষ্মা🡆 More