সারিকা: ভারতীয় অভিনেত্রী

সারিকা ঠাকুর (জন্ম: ৫ ডিসেম্বর ১৯৬০), যিনি পেশাগতভাবে সারিকা নামে পরিচিত, হলেন একজন ভারতীয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পোশাক নকশাবিদ, শব্দ পরিকল্পনাকারী এবং রাজ কমল ফিল্ম ইন্টারন্যাশনালের অধীনে সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ সালে তামিল ভাষার হে রাম চলচ্চিত্রের পোশাক পরিকল্পনার জন্য শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৫ সালে ইংরেজি ভাষার পারজানিয়া চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সারিকা
সারিকা: প্রারম্ভিক জীবন, কর্মজীবন, ব্যক্তিগত জীবন
২০১০ সালে গেট রিড অব মাই ওয়াইফ চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে সারিকা
জন্ম
সারিকা ঠাকুর

(1960-12-05) ৫ ডিসেম্বর ১৯৬০ (বয়স ৬৩)
পেশাঅভিনেত্রী, পোশাক নকশাবিদ, শব্দ পরিকল্পনাকারী
কর্মজীবন১৯৬৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীকামাল হাসান
(বি. ১৯৮৮; বিচ্ছেদ. ২০০৪)
সন্তানশ্রুতি হাসান
অক্ষরা হাসান

তিনি অভিনেতা কামাল হাসানের স্ত্রী এবং অভিনেত্রী ভগ্নিদ্বয় শ্রুতিঅক্ষরা হাসানের মাতা।

প্রারম্ভিক জীবন

সারিকা ১৯৬০ সালের ৫ই ডিসেম্বর নতুন দিল্লিতে এক মারাঠি ও হিমাচলি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি যখন খুবই ছোট তখন তার পিতা তাদের ত্যাগ করে চলে যান। তখন থেকে তিনি তার পরিবারে ভরণপোষণের দায়িত্ব পালন করেন। তিনি বিদ্যালয়ে গমন করেননি।

কর্মজীবন

সারিকা মাত্র চার বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। শিশুশিল্পী হিসেবে তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ছিল ১৯৬৭ সালে সুপারহিট সঙ্গীতধর্মী চলচ্চিত্র হামরাজ, এতে তিনি বিমি অভিনীত চরিত্রের কন্যার ভূমিকায় অভিনয় করেন। প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে তার প্রথম চলচ্চিত্র ছিল রাজশ্রী প্রডাকশন্সের গীত গাথা চল, এতে তার বিপরীতে ছিলেন শচীন।

তিনি ১৯৯৯ সালের তামিল ভাষার হে রাম চলচ্চিত্রের পোশাক পরিকল্পনার জন্য শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০৫ সালে ইংরেজি ভাষার পারজানিয়া চলচ্চিত্রে একজন জরথ্রুষ্ঠ ধর্মাবলম্বী নারী চরিত্রে অভিনয় করেন, যার সন্তান ২০০২ সালে ভারতের দাঙ্গায় মারা যায়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ব্যক্তিগত জীবন

অভিনেতা কামাল হাসানের সাথে তার প্রেমের সম্পর্কের ফলে ১৯৮৬ সালে তাদের প্রথম সন্তান শ্রুতি হাসান জন্মগ্রহণ করে; ১৯৮৮ সালে তারা দু'জন বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৯১ সালে তাদের দ্বিতীয় সন্তান অক্ষরা হাসানের জন্ম হয়। ২০০১ সালে তারা আলাদা হয়ে যান, তবে তারা এখনো একে অপরের প্রতি বন্ধুপ্রতিম।

পুরস্কার

সারিকা: প্রারম্ভিক জীবন, কর্মজীবন, ব্যক্তিগত জীবন 
রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের নিকট থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করছেন সারিকা।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

সারিকা প্রারম্ভিক জীবনসারিকা কর্মজীবনসারিকা ব্যক্তিগত জীবনসারিকা পুরস্কারসারিকা তথ্যসূত্রসারিকা বহিঃসংযোগসারিকাশ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)

🔥 Trending searches on Wiki বাংলা:

হুনাইন ইবনে ইসহাকরাজশাহী বিভাগমৌলিক পদার্থের তালিকাহুমায়ূন আহমেদপহেলা বৈশাখকোষ বিভাজনবাঁশনাহরাওয়ানের যুদ্ধঅমর্ত্য সেনঅষ্টাঙ্গিক মার্গবাংলাদেশের পোস্ট কোডের তালিকানামাজের নিয়মাবলীসুকান্ত ভট্টাচার্যদক্ষিণ কোরিয়াবাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকাপ্লাস্টিক দূষণচুম্বকচৈতন্যচরিতামৃতবাংলাদেশ পুলিশতৃণমূল কংগ্রেসআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকারুমানা মঞ্জুরসৈয়দ সায়েদুল হক সুমনমানুষধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা২০২৪ ইসরায়েলে ইরানি হামলামুমতাজ মহলসার্বজনীন পেনশনলক্ষ্মীথ্যালাসেমিয়ামৌলিক পদার্থসুকুমার রায়হরপ্পাজাযাকাল্লাহওয়ালাইকুমুস-সালামদর্শনগোত্র (হিন্দুধর্ম)তানজিন তিশাবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রযক্ষ্মাজায়েদ খান (বাংলাদেশী অভিনেতা)হারুন-অর-রশিদ (পুলিশ কর্মকর্তা)ক্লিওপেট্রা২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরদ্বৈত শাসন ব্যবস্থাভারতীয় জাতীয় কংগ্রেসজরায়ুরেওয়ামিলপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরআহসান মঞ্জিলবাগদাদ অবরোধ (১২৫৮)বঙ্গভঙ্গ (১৯০৫)সমাসঋতুইউক্রেনজিএসটি ভর্তি পরীক্ষানারী খৎনাআবহাওয়ারামসেলজুক রাজবংশজাতিসংঘ নিরাপত্তা পরিষদ৬৯ (যৌনাসন)প্রাকৃতিক সম্পদকৃত্রিম বুদ্ধিমত্তাবাংলাদেশের নদীর তালিকাজলাতংককলকাতা নাইট রাইডার্সজান্নাতুল ফেরদৌস পিয়াব্রাহ্মণবাড়িয়া জেলাক্রিকেটনিজামিয়াট্রাভিস হেডসূর্যগ্রহণমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাআবু হানিফাআতাঘূর্ণিঝড়🡆 More