রবিন উইলিয়ামস

রবিন উইলিয়ামস (২১ জুলাই ১৯৫১ - ১১ আগস্ট ২০১৪) ছিলেন একজন মার্কিন কৌতুকাভিনেতা এবং চলচ্চিত্র অভিনেতা। উনিশ সত্তরের দশকের মাঝামাঝিতে সান ফ্রান্সিস্কো এবং লস অ্যাঞ্জেলেসে কৌতুকাভিনেতা হিসেবে কর্মজীবন শুরু করা রবিন সান ফ্রান্সিস্কোর কৌতুকের নবজাগণের অন্যতম একজন। দ্য ফিশার কিং, ডেড পোয়েটস সোসাইটি ও গুড মর্নিং, ভিয়েতনাম- এই তিনটি সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য অস্কারের মনোনয়ন পেয়েছিলেন রবিন। সমসাময়িক সময়ের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা রবিন উইলিয়ামস বিখ্যাত মার্কিনি কমেডি টেলিসিরিজ 'মর্ক অ্যান্ড মাইন্ডি'-তে অভিনয় করে সারা বিশ্বের মন জয় করেছিলেন।

রবিন উইলিয়ামস
Robin Williams
রবিন উইলিয়ামস
২০১১ সালে রবিন উইলিয়ামস
জন্ম
রবিন ম্যাকলরিন উইলিয়ামস

(১৯৫১-০৭-২১)২১ জুলাই ১৯৫১
শিকাগো, ইলিনয়েস, যুক্তরাষ্ট্র
মৃত্যু১১ আগস্ট ২০১৪(2014-08-11) (বয়স ৬৩)
টিবুর্ন, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণফাঁসির মাধ্যমে আত্মহত্যা
মাতৃশিক্ষায়তনজুলিয়ার্ড স্কুল
পেশাঅভিনেতা, স্ট্যান্ড-আপ কমেডিয়ান, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৭২–২০১৪
দাম্পত্য সঙ্গী
  • ভ্যালেরি ভেলার্ডি (বি. ১৯৭৮; বিবাহবিচ্ছেদ ১৯৮৮)
  • মার্শা গার্সেস (বি. ১৯৮৯; বিবাহবিচ্ছেদ ২০০৮)
  • সুজান স্নেইডার (বি. ২০১১–২০১৪)
সন্তান৩, জেলদা উইলিয়ামস
কৌতুকাভিনয় কর্মজীবন
মাধ্যমমঞ্চ, চলচ্চিত্র, টেলিভিশন
ধরনচরিত্র কৌতুকাভিনয়, improvisational comedy
প্রভাবিত হয়েছেনজোনাথন উইন্টার্স, ওয়ার্নার ব্রাদার্সের কার্টুন, ডুডলি মুর, পিটার সেলার্স, পিটার কুক
প্রভাবিত করেছেন
ওয়েবসাইটrobinwilliams.com
রবিন উইলিয়ামস
১৯৯০ সালে ৬২ তম একাডেমি অ্যাওয়ার্ডে রবিন উইলিয়ামস এবং ইয়োলা ক্যাজার্ডস্কা-হায়েক

১৯৯৭ সালে এন্টারটেনমেন্ট উইকলি তাকে পৃথিবীর সবচেয়ে মজার মানুষ উপাধি দেয়। বহু সিনেমা ও টেলিসিরিজে এই কৌতুকাভিনেতার অবিস্মরণীয় অভিনয় তাকে সব সময় আলোচিত করেছে। শুধু মাত্র কৌতুক চরিত্রেই নয়, বিভিন্ন গুরুগম্ভীর চরিত্রেও দাপটের সঙ্গে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন রবিন। ১৯৯৭ সালের গুড উইল হান্টিং ছবিতে শন ম্যাগুইয়াইর চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি তার কর্মজীবনে সাতটি গোল্ডেন গ্লোব পুরস্কার, পাঁচটি গ্র্যামি পুরস্কার, দুটি এমি পুরস্কার, এবং দুটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার জয় করেন।

কর্মজীবন

চলচ্চিত্র

রবিন অভিনীত প্রথম চলচ্চিত্র ১৯৯৭ সালের স্বল্প বাজেটের ক্যান আই ডু ইট... 'টিল আই নিড গ্লাসেস?। এতে তিনি ছোট একটি ভূমিকায় অভিনয় করেন। তার প্রথম বড় কাজ ছিল পপাই (১৯৮০) ছবিতে নাম ভূমিকায় অভিনয়। এই ছবিতে রবিন পূর্বে তার টেলিভিশনে কাজের দক্ষতা কাজে লাগান এবং ছবিটি বাণিজ্যিকভাবে সফল না হলেও এই ব্যর্থতার দায়ভার তার অভিনয়ের ছিল না। ১৯৮২ সালে তিনি দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। রবিন এই ছবি সম্পর্কে পরে বলেন যে পর্দায় কাজের গভীরতা কম থাকলেও এতে গুরুতর বিষয় ছিল। এরপর তিনি দ্য সার্ভাইভার্স (১৯৮৩) এবং ক্লাব প্যারাডাইজ (১৯৮৬) ছবিতে ছোটখাট ভূমিকায় অভিনয় করেন। রবিন এই ছবিগুলো সম্পর্কে বলেন যে এগুলো তার চলচ্চিত্র জীবনের উন্নতিতে কোন ভূমিকা পালন করে নি।

রবিনের প্রথম বড় রকমের কাজ ছিল বেরি লেভিনসন পরিচালিত গুড মর্নিং, ভিয়েতনাম (১৯৮৭)। ছবিটি তাকে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন এনে দেয় এবং তিনি শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রের অভিনেতার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। ১৯৬৫ সালের ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন সময়ের পটভূমিতে নির্মিত ছবিতে রবিন আদ্রিয়ান ক্রোনাউর নামে একজন রেডিও শক জোক চরিত্রে অভিনয় করেন, যে যুদ্ধে সৈন্যদের কৌতুক ও ব্যঙ্গের মাধ্যেম বিনোদন প্রদান করে। তাকে কোন পান্ডুলিপি দেওয়া হয় নি এবং তার লাইনগুলো নিজের মত করে করার সুযোগ দেওয়া হয়েছিল। মাইক্রোফোনে তিনি ওয়াল্টার ক্রোঙ্কিট, গোমার পাইল, এলভিস প্রেসলি, মিস্টার এড এবং রিচার্ড নিক্সনদের স্বর হুবহু নকল করেন। এই প্রসঙ্গে প্রযোজক মার্ক জনসন বলেন, আমরা ক্যামেরা রোল করতাম আর উইলিয়ামস প্রতিবারই নতুন কিছু করে দেখাত।"

তার পরবর্তী অধিকাংশ চরিত্রই কমেডি-কেন্দ্রিক। তবে কমেডি এবং নাট্য সংবলিত চরিত্রের জন্য তিনি একাডেমি পুরস্কার জয় করেন এবং মনোনয়ন লাভ করেন। ১৯৮৯ সালে ডেড পোয়েটস সোসাইটি ছবিতে একজন ইংরেজির শিক্ষক ও ১৯৯১ সালে দ্য ফিশার কিং ছবিতে বিপর্যস্ত অসহায় চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ১৯৯৭ সালে গুড উইল হান্টিং ছবিতে একজন থেরাপিস্ট চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার লাভ করেন। ডেড পোয়েটস সোসাইটি ছবির শেষের দিকে একটি বেদনাদায়ক দৃশ্য ছিল, যাকে অনেক সমালোচক "একটি প্রজন্মকে অনুপ্রাণিত করে" বলে মন্তব্য করেন এবং তা পপ সংস্কৃতির অংশ হয়ে যায়। গুড উইল হান্টিং ছবিতে তার অভিনয় কয়েকজন বাস্তবিক থেরাপিস্টকে গভীরভাবে প্রভাবিত করে।

১৯৯০ সালে উইলিয়ামস অ্যাওয়াকেনিংস ছবিতে অলিভার স্যাকসের ভূমিকায় অভিনয় করেন। অলিভারের লেখা বই থেকেই ছবিটি নির্মিত হয়। ১৯৯১ সালে তিনি পিটার প্যান চরিত্রে হুক ছবিতে অভিনয় করেন। এই ছবির জন্য তাকে ২৫ পাউন্ড ওজন কমাতে হয়েছিল। এছাড়া নব্বইয়ের দশকে তিনি সমালোচক কর্তৃক সমাদৃত নাট্যধর্মী হোয়াট ড্রিমস মে কাম (১৯৯৮) এবং বাইসেন্টেনিয়াল ম্যান (১৯৯৯) ছবিতে অভিনয় করেন।

২০০৬ সালের ৩০শে জানুয়ারি প্রচারিত এক্সট্রিম মেকওভার: হোম এডিশন-এর একটি পর্বে তাকে দেখা যায় এবং এপ্রিল মাসে নিকেলোডেন কিডস চয়েজ পুরস্কারে অতিথি হিসেবে আবির্ভূত হন। ২০০৬ সালে তিনি দ্য নাইট লিসেনার ছবিতে অভিনয় করেন। থ্রিলারধর্মী এই ছবিতে তাকে একজন বেতার অনুষ্ঠান উপস্থাপকের ভূমিকায় দেখা যায়, যার একজন কিশোরের সাথে বন্ধুত্ব হয়, যে আসলে বিদ্যমান ছিল বা ছিল না। একই বছর তিনি ম্যান অব দ্য ইয়ার সহ পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেন।

২০১৪ সালে মৃত্যুর সময় তার চারটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষাধীন ছিল, সেগুলো হল নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টুম্ব, আ মেরি ফ্রিজিন ক্রিসমান, বলেভার্ডঅ্যাবসোলেটলি অ্যানিথিং

মঞ্চ

উইলিয়ামস ১৯৮৮ সালে স্টিভ মার্টিনের সাথে লিংকন সেন্টারে অফ-ব্রডওয়ের ওয়েটিং ফর গোডো মঞ্চনাটকে অভিনয় করেন। তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয় রাজিব জোসেফের বেঙ্গল টাইগার অ্যাট দ্য বাগদাদ জু মঞ্চনাটক দিয়ে। নাটকটি ২০১১ সালের ৩১শে মার্চ রিচার্ড রজার্স থিয়েটারে প্রথমবার মঞ্চস্থ হয়।

পুরস্কার ও মনোনয়ন

বিজয়ী

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

Tags:

রবিন উইলিয়ামস কর্মজীবনরবিন উইলিয়ামস পুরস্কার ও মনোনয়নরবিন উইলিয়ামস তথ্যসূত্ররবিন উইলিয়ামস আরও পড়ুনরবিন উইলিয়ামস বহিঃসংযোগরবিন উইলিয়ামসডেড পয়েটস্ সোসাইটিমার্কিন যুক্তরাষ্ট্রলস অ্যাঞ্জেলেসসান ফ্রান্সিস্কো

🔥 Trending searches on Wiki বাংলা:

অপারেশন জ্যাকপটসমকামিতাগীতাঞ্জলিসিরাজগঞ্জ জেলাওয়ার্ল্ড ওয়াইড ওয়েবইন্ডিয়ান প্রিমিয়ার লিগমার্কিন যুক্তরাষ্ট্রইউরোপীয় ইউনিয়নইন্দোনেশিয়াএপেক্সনাটকলালবাগের কেল্লাহেপাটাইটিস সিইসলামে বিবাহঈমানমধুমতি এক্সপ্রেসসালাহুদ্দিন আইয়ুবিইসলামগাজওয়াতুল হিন্দমরিয়ম বিনতে ইমরানসাঁওতালপ্রথম ওরহানজানাজার নামাজবীর্যদ্বিতীয় মুরাদইন্সটাগ্রামবন্ধুত্বপিংক ফ্লয়েডরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রবাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র৬৯ (যৌনাসন)জাতিসংঘ নিরাপত্তা পরিষদসূরা কাহফমুসাআবু বকরফুলসূরা ইয়াসীনফরাসি বিপ্লবের কারণমোহাম্মদ সাহাবুদ্দিনব্র্যাকও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদমির্জা ফখরুল ইসলাম আলমগীরবাংলাদেশ আওয়ামী লীগএইচআইভি/এইডসভগবদ্গীতাকোপা আমেরিকাফাতিমাবলবাংলাদেশ ছাত্রলীগডুগংমহাসাগরসেন রাজবংশবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহঢাকা মেট্রোরেলক্রোমোজোমউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাগঙ্গা নদীজিয়াউর রহমানউদ্ভিদকোষযৌনসঙ্গমকপালকুণ্ডলাহোমিওপ্যাথিচাকমাভরিযোনিসেজদার আয়াতক্যান্সারশিবমূলদ সংখ্যাযুক্তরাজ্যইউটিউববাংলাদেশের জেলাসমূহের তালিকাক্রিস্তিয়ানো রোনালদোফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকাঢাকা২৭ মার্চগুগল🡆 More