মোনা লিসা: লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম

মোনা লিসা (ভুলভাবে মোনালিসা) (ইতালীয়:La Gioconda বা ফরাসি: La Joconde)একটি বিশ্বখ্যাত চিত্রকর্ম। ইতালীর শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ১৬ শতকে এই ছবিটি অঙ্কন করেন। ধারণা করা হয়, বিখ্যাত এই ছবিটি মোনা লিসার দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ স্মরণে অঙ্কিত হয়। অনেক শিল্প-গবেষক রহস্যময় হাসির এই নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি বলে সনাক্ত করেছেন। শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভ জাদুঘরে সংরক্ষিত আছে। ল্যুভ জাদুঘরের তথ্যমতে প্রায় ৮০% পর্যটক শুধু মোনালিসার চিত্রটি দেখার জন্য আসে।

মোনা লিসা
ইতালীয়: লা জকোন্দা (La Gioconda), ফরাসি: লা জকোন্দা (La Joconde)
See adjacent text.
শিল্পীলিওনার্দো দা ভিঞ্চি
বছর১৫০৪–১৫০৬ খ্রিস্টাব্দ, হয়তো ১৫১৭ পর্যন্ত চলেছে
ধরনপপলার প্যানেলে তেলরঙ
বিষয়লিসা দেল জোকোন্দো
আয়তন৭৭ সেমি × ৫৩ সেমি (৩০ ইঞ্চি × ২১ ইঞ্চি)
অবস্থানলুভ্‌র জাদুঘর, প্যারিস

ইতিহাস

লিওনার্দো দা ভিঞ্চি ১৫০৩ থেকে ১৫০৬ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে একটি পাইন কাঠের টুকরোর ওপর মোনা লিসার এই ছবিটি আঁকেন। চিত্রকলার ইতিহাসে এই চিত্রকর্মটির মতো আর কোনোটি এত আলোচিত ও বিখ্যাত হয়নি। এর একমাত্র কারণ মোনা লিসার সেই কৌতূহলোদ্দীপক হাসি, যা পরবর্তীতে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। বর্তমানে এটি প্যারিস শহরের ল্যুভ জাদুঘরে রাখা আছে। এটি ছিল শিল্পীর সবচেয়ে প্রিয় ছবি এবং তিনি সবসময় এটিকে সঙ্গেই রাখতেন। আর তিনি নিজেই বলতেন এটি হলো আমার সেরা শিল্পকর্ম।

২০০৫ সালে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে, এই চিত্রকর্মটিতে আঁকা নারী প্রকৃতপক্ষে ইতালির ফ্লোরেন্সের অভিজাত নারী ও ফ্রান্সেসকো দেল জোকোন্দোর স্ত্রী লিসা দেল জোকোন্দো গেরার্দিনি। তবে মোনা লিসাকে নিয়ে অনেক ধারণা প্রচলিত ছিল। কিছু গবেষকগণ মনে করতেন, মোনা লিসা হলো লিওনার্দো দ্য ভিঞ্চির মা আবার কেউ মনে করতেন মোনা লিসা হলো লিওনার্দো দ্য ভিঞ্চির বান্ধবী। একটি কম্পিউটার পরীক্ষায় দেখা গেছে মোনা লিসা'র সাথে লিওনার্দো দ্য ভিঞ্চির কিছুটা মিল রয়েছে। তাই মনে করা হয় হয়তো মোনা লিসা চিত্র কর্মটি না ছেলে না মেয়ে।

পরিচয় নিশ্চিতকরণ

মোনা লিসা: ইতিহাস, পরিচয় নিশ্চিতকরণ, টীকা 
ডানদিকের মার্জিনে ভেসপুচ্চির লেখা নোটটি সিসেরোর চিঠির একটি নির্দিষ্ট অনুচ্ছেদকে নির্দেশ করে।

লিওনার্দোর মোনা লিসা সম্পর্কে সমসাময়িক নিষ্পত্তিমূলক তথ্যের অভাবের কারণে চিত্রকর্মটিতে অঙ্কিত নারীর পরিচয় নিশ্চিত করা কঠিন ছিল। ২০০৫ সালে সিসারোর এপিস্তউলেই আদ ফামিলিয়ারেস (লাতিন: Epistulae ad Familiares, আত্মীয়দের চিঠি) বইটির ১৪৭৭ সালের সংস্করণের ডান মার্জিনে ভেসপুচ্চির লেখা একটি মন্তব্য হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে আবিষ্কারের পর এই অবস্থার পরিবর্তন হয়। ড. আরমিন শ্লেচার লাইব্রেরিতে একটি ইনকুনাবুলা (মুদ্রণশিল্পের প্রাথমিক পর্যায়ে মুদ্রিত বই) প্রদর্শনীর জন্য বইয়ের তালিকা প্রস্তুত করার সময় এই আবিষ্কার করেছিলেন।

নোটের সংক্ষিপ্ত ল্যাটিন পাঠ্যটি নিম্নরূপ: Apelles pictor. Ita Leonardus Vincius facit in omnibus suis picturis, ut enim caput Lise del Giocondo et Anne matris virginis. Videbimus, quid faciet de aula magni consilii, de qua re convenit iam cum vexillifero. 1503 octobris. (বাংলা: "চিত্রকর আপেলিস। লিওনার্দো দ্য ভিঞ্চি তার সমস্ত চিত্রকর্মে এটিই করেছেন, যেমনটা করেছেন লিসা দেল জোকোন্দো এবং কুমারী মাতা অ্যানের চেহারায়। আমরা দেখতে পাব যে তিনি মহা কাউন্সিলের হল সম্পর্কে কী করবেন, যে সম্পর্কে তিনি ইতোমধ্যে গোনফালোনিয়েরের সাথে একমত হয়েছেন। অক্টোবর ১৫০৩।")

এই মন্তব্যে ভেসপুচি লিওনার্দো এবং বিখ্যাত প্রাচীন গ্রিক চিত্রশিল্পী আপেলিসের শৈলীর মধ্যে একটি সাদৃশ্য উল্লেখ করেছেন। উভয় শিল্পীই বাকি চিত্রকর্মের কাজ করার আগে প্রথমেই খুবই বিশদে বিষয়বস্তুর মাথা ও কাঁধ এঁকে নিতেন। একটি উদাহরণ হিসাবে ভেসপুচ্চি লিওনার্দোর "লিসা দেল জোকোন্দো"র প্রতিকৃতিতে কাজ তালিকাভুক্ত করার পাশাপাশি মন্তব্যে "অক্টোবর ১৫০৩" তারিখ দিয়েছেন। নাম ও তারিখের অন্তর্ভুক্তি শিল্প ইতিহাসবিদ জর্জিও ভাসারির লিখিত ১৫৫০ সালে প্রকাশিত উৎসের সাথে বৈধতা নিশ্চিত করে। ভাসারির এই লেখাটি পরবর্তীতে বেশ পরিচিত হলেও প্রায়ই অবিশ্বস্ত হিসেবে বিবেচিত হতো। ভাসারি লিখেছিলেন এই সময়ের মধ্যে লিওনার্দো তার স্ত্রী, "মোনা লিসা" আঁকার জন্য ফ্রান্সেসকো দেল জোকোন্দোর কাছ থেকে একটি কমিশন নিয়েছিলেন। এখানে "মোনা" শব্দটি কোনও নাম হিসাবে নয়, বরং, ইতালীয় "কুমারি নারী'র সাহিত্য রূপ "ম্যাডোনা"র (Madonna) একটি সংক্ষিপ্তরূপ হিসাবে ব্যবহৃত হয়েছে।

টীকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article uses material from the Wikipedia বাংলা article মোনা লিসা, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). বিষয়বস্তু সিসি বাই-এসএ ৪.০-এর আওতায় প্রকাশিত যদি না অন্য কিছু নির্ধারিত থাকে। Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki বাংলা (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.

Tags:

মোনা লিসা ইতিহাসমোনা লিসা পরিচয় নিশ্চিতকরণমোনা লিসা টীকামোনা লিসা তথ্যসূত্রমোনা লিসা বহিঃসংযোগমোনা লিসাইতালীয় ভাষাফরাসি ভাষাফ্রান্সলিওনার্দো দা ভিঞ্চিলুভ্র্‌ যাদুঘর

🔥 Trending searches on Wiki বাংলা:

শিবা শানুদ্য কোকা-কোলা কোম্পানিজাযাকাল্লাহইন্দোনেশিয়াবিশেষ শাখা (বাংলাদেশ পুলিশ)যোহরের নামাজজলাতংকএ. পি. জে. আবদুল কালামরাজনীতিবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানগুগল১ (সংখ্যা)জগদীশ চন্দ্র বসু২০২১ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরআবুল হাসান (কবি)শাহ জালালঈদুল ফিতরচট্টগ্রামবালুরঘাট লোকসভা কেন্দ্রশক্তিকৃষ্ণধর্মবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩সূরা ইয়াসীনচট্টগ্রাম জেলাবিদ্যা সিনহা সাহা মীমবাংলাদেশ সেনাবাহিনীঅর্শরোগনিউটনের গতিসূত্রসমূহঅ্যান্টিবডিবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাইংরেজি ভাষাসৌদি আরবের ইতিহাসঅবনীন্দ্রনাথ ঠাকুরবল্লাল সেনমুসাফিরের নামাজবাউল সঙ্গীতশাকিব খানজুমার নামাজস্বর্ণকুমারী দেবীক্রিস্তিয়ানো রোনালদোএক্সহ্যামস্টারউদ্ভিদকোষলোকনাথ ব্রহ্মচারীচণ্ডীচরণ মুনশীঅণুজীবমুসলিমবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধমহাভারতজবাআফগানিস্তানশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়গঙ্গা নদীজাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক সংস্থারবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)বাংলাদেশ সিভিল সার্ভিসতাসনিয়া ফারিণবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাএভারেস্ট পর্বতফুটবলদাজ্জালঅক্ষয় তৃতীয়ামহামৃত্যুঞ্জয় মন্ত্রসাঁওতাল বিদ্রোহপৃথিবীবেগম রোকেয়াবাংলাদেশবাংলাদেশের পদমর্যাদা ক্রমবাংলাদেশ সরকারি কর্ম কমিশনআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাশিব নারায়ণ দাসমৌলিক সংখ্যাবিভিন্ন দেশের মুদ্রাভারতবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিররং (বর্ণ)চন্দ্রবোড়ানোয়াখালী জেলা🡆 More