মুদ্রারাক্ষস

মুদ্রারাক্ষস (সংস্কৃত: मुद्राराक्षस) চতুর্থ শতাব্দী বা অষ্টম শতাব্দীতে সংস্কৃত কবি বিশাখদত্ত দ্বারা রচিত একটি ঐতিহাসিক নাটক বিশেষ। জটিল রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের মধ্যে দিয়ে মৌর্য্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্যের রাজনৈতিক উত্থান এই নাটকের মূল উপজীব্য।

মুদ্রারাক্ষস
मुद्राराक्षस
রচয়িতাবিশাখদত্ত
চরিত্রচন্দ্রগুপ্ত মৌর্য্য
চাণক্য
মলয়কেতু
রাক্ষস
মূল ভাষাসংস্কৃত
বর্গঐতিহাসিক

কাহিনী

এই নাটকের কাহিনী মৌর্য্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্যকে ঘিরে আবর্তিত হয়েছে। হিমালয়ের কোনও একটি রাজ্যের অধীশ্বর পর্বতেশ্বরের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য্যের রাজনৈতিক পরামর্শদাতা চাণক্য কূটনৈতিক মিত্রতা স্থাপন করে নন্দ সাম্রাজ্যকে পরাজিত করতে সক্ষম হন। কিন্তু এই সময়, পর্বতেশ্বরকে বিষপ্রয়োগে হত্যা করা হলে মলয়কেতু তার স্থানে সিংহাসনে আরোহণ করেন। নন্দ সাম্রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাক্ষসের সঙ্গে মিলিত ভাবে মলয়কেতু নন্দ সাম্রাজ্যের অধিকৃত এলাকা দাবি করেন। শেষ নন্দ সম্রাট ধননন্দের হত্যার প্রতিশোধ নিতে মলয়কেতুর সহায়তায় রাক্ষস রাজধানী আক্রমণ করে চন্দ্রগুপ্ত মৌর্য্যকে হত্যার পরিকল্পনা করেন।

এই পরিস্থিতিতে চাণক্য যেন তেন প্রকারে রাক্ষসকে চন্দ্রগুপ্ত মৌর্য্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করাতে চেয়েছিলেন। রাক্ষসের প্রতীক মুদ্রাটি (সীলমোহর) হস্তগত করে চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য্যকে উদ্দেশ্য করে একটি নকল চিঠি প্রস্তুত করেন। এই চিঠিতে রাক্ষসের মুদ্রার ছাপ (সীলমোহর) দিয়ে লেখা হয় যে তিনি চন্দ্রগুপ্ত মৌর্য্যের শিবিরে যোগ দিতে ইচ্ছুক। চাণক্য প্রথমেই মলয়কেতুর নিকট এই চিঠির বিষয়ে বার্তা পাঠালে তাতে বিশ্বাস করে মলয়কেতু রাক্ষসের সঙ্গত্যাগ করেন। এই ভাবে চাণক্য রাক্ষসকে তার সঙ্গীদের থেকে দূরে সরিয়ে দেন। পরবর্তী কৌশল হিসেবে তিনি রাক্ষসের বন্ধু চন্দনদাসের মৃত্যুদণ্ড দিলে রাক্ষস তাকে বাঁচাতে, আত্মসমর্পণে ও চন্দ্রগুপ্ত মৌর্য্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে বাধ্য হন।

পরবর্তী যুগে

ষোড়শ শতাব্দীতে ধুন্দিরাজা এই নাটকের টীকাভাষ্য রচনা করেন। এই নাটকের একটি তামিল অনুবাদ রয়েছে। ১৮৮৯ খ্রিষ্টাব্দে কেশবলাল ধ্রুব মেল নি মুদ্রিকা নামে এই নাটকের গুজরাটি অনুবাদ করেন। ১৯৯১ খ্রিষ্টাব্দে সম্প্রচারিত চাণক্য নামক টেলিভিশন ধারাবাহিকের শেষ কয়েকটি অংশ মুদ্রারাক্ষসের ওপর নির্ভর করে নির্মিত হয়েছিল।

তথ্যসূত্র

আরো পড়ুন

Tags:

মুদ্রারাক্ষস কাহিনীমুদ্রারাক্ষস পরবর্তী যুগেমুদ্রারাক্ষস তথ্যসূত্রমুদ্রারাক্ষস আরো পড়ুনমুদ্রারাক্ষসচন্দ্রগুপ্ত মৌর্য্যমৌর্য্য সাম্রাজ্যসংস্কৃতসংস্কৃত ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশ সিভিল সার্ভিসবাবরসত্যজিৎ রায়ের চলচ্চিত্রহেপাটাইটিস বিঢাকা মেট্রোরেলদেব (অভিনেতা)প্লাস্টিক দূষণদারুল উলুম দেওবন্দহারুন-অর-রশিদ (পুলিশ কর্মকর্তা)জয়া আহসানবীর্যবাংলাদেশের প্রধানমন্ত্রীসাপবিশ্ব দিবস তালিকাদি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশঊষা (পৌরাণিক চরিত্র)আলাউদ্দিন খিলজিবেদকারাগারের রোজনামচাজাযাকাল্লাহপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকালিঙ্গ উত্থান ত্রুটিচৈতন্যচরিতামৃতমান্নাদাজ্জালজিএসটি ভর্তি পরীক্ষামহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাপ্রাকৃতিক দুর্যোগবাংলাদেশের ইতিহাস২০২৩ ক্রিকেট বিশ্বকাপবেলি ফুলকম্পিউটারবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলমীর জাফর আলী খানবঙ্গভঙ্গ আন্দোলনওয়ালটন গ্রুপক্রিস্তিয়ানো রোনালদো২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগপান (পাতা)দক্ষিণ এশিয়াগণতন্ত্রচৈতন্য মহাপ্রভুরাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামরক্তশূন্যতাঅপু বিশ্বাসঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)বটছয় দফা আন্দোলনইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিভরিবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কামরুল হাসানবাংলাদেশি কবিদের তালিকাগাঁজাআওরঙ্গজেবটুইটারকৃষ্ণনীল বিদ্রোহআসামআল মনসুরকৃষ্ণচূড়াখুলনাবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাধর্মনোবেল পুরস্কারপ্রাপ্তদের তালিকারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)সূর্যবিষ্ণুগোলাপভাষা আন্দোলন দিবসবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়পাগলা মসজিদনগরায়নবাংলাদেশবৌদ্ধধর্মবৃত্ত🡆 More