মাতৃকোষ

যে কোষ থেকে নতুন অপত্যকোষ সৃষ্টি হয় তাকে মাতৃকোষ বলে।

মাতৃকোষ
এম্ব্রায়োনিক স্টেম সেল।

মাতৃকোষ বিভাজনের মাধ্যমে নতুন অপত্যকোষ সৃষ্টি হয়। সব ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রে অর্থাৎ, অ্যামাইটোসিস, মাইটোসিসমিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে অপত্যকোষ সৃষ্টি হয়।

মাতৃকোষ সকল জীবদেহেই বিদ্যমান রয়েছে। বিশেষ ধরনের দেহ কোষ যা যে কোনো অন্য দেহ কোষের আকার, আকৃতি বা কার্জক্রম ধারণ করতে পারে। আমাদের প্রত্যেকের শরীরেই এ ধরনের স্টেম সেল রয়েছে এবং এই স্টেম সেল গুলো আমাদের বিভিন্ন অঙ্গের মৃত বা অকার্জকর কোষের জায়গায় এসে তাকে প্রতিস্থাপন করে এবং এভাবে আমাদের সুস্থতা ও জীবনী শক্তি সুরক্ষিত হয়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই স্টেম সেল এর সংখ্যা ও প্রবাহ কমতে থাকে বিধায় আমরা বার্ধক্যে উপনীত হই।

Tags:

কোষ

🔥 Trending searches on Wiki বাংলা:

ইন্দিরা গান্ধীবাবরঠাকুর অনুকূলচন্দ্রমিয়ানমারবদরের যুদ্ধবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাগাণিতিক প্রতীকের তালিকাঅযুমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)কাজী নজরুল ইসলামগীতাঞ্জলিআদমপর্নোগ্রাফিআফরান নিশোগনোরিয়াপর্তুগালতাল (সঙ্গীত)ত্রিপুরাগানা ডট কমসংযুক্ত আরব আমিরাতআংকর বাটঢাকা বিশ্ববিদ্যালয়সালোকসংশ্লেষণচোখঅপারেশন সার্চলাইটকালো জাদুবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধতিমিপ্রথম বিশ্বযুদ্ধ২৮ মার্চমাইটোকন্ড্রিয়াসূরাউইকিপ্রজাতিপূর্ণিমা (অভিনেত্রী)ইসলাম ও অন্যান্য ধর্মনৈশকালীন নির্গমনবিজয় দিবস (বাংলাদেশ)জাতীয় সংসদের স্পিকারদের তালিকাহরিপদ কাপালীবাংলাদেশের স্বাধীনতা দিবসদ্রৌপদী মুর্মুকলকাতাজোয়ার-ভাটামৌলিক সংখ্যাআবু বকররুশ উইকিপিডিয়াউৎপল দত্তসতীদাহআকবরঅন্নপূর্ণা পূজাস্ক্যাবিসদুর্গাআলহামদুলিল্লাহকাতারমাহদীজাতিসংঘগর্ভধারণইউক্রেনপরমাণুলিওনেল মেসিরঙের তালিকাম্যালেরিয়াপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমথাইরয়েড হরমোনকাঠগোলাপনামের ভিত্তিতে মৌলসমূহের তালিকাভারতের রাষ্ট্রপতিপৃথিবীপাখিঅ্যালবামস্বাধীনতাচর্যাপদআয়াতুল কুরসিবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২টাইফয়েড জ্বরজবাশাহরুখ খানসোডিয়াম ক্লোরাইডমরক্কো জাতীয় ফুটবল দল🡆 More