অ্যামাইটোসিস: এটি ডাম্বেল আকৃতির হয়।

যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে।অ্যামাইটোসিস হল জীবদেহের এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, যা প্রধানত নিম্ন শ্রেনির জীবে (যেমন- এক কোষী প্রাণী - ব্যাক্টেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি) দেখা যায়। একে ক্যারিওস্টেনোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়। একে অনেক সময় দ্বিবিভাজন বা বাডিংও(binary fission) বলা হয়। মাইটোসিস বিভাজনে মাতৃকোষের অ্যালিলগুলো উভয় অপত্য কোষে সমভাবে বণ্টিত হলেও এক্ষেত্রে অসম বণ্টন ঘটে। এই প্রক্রিয়াটি সর্বপ্রথম ওয়ালথার ফ্লেমিং বর্ণনা করেন।

অ্যামাইটোসিস: এটি ডাম্বেল আকৃতির হয়।
অ্যামাইটোসিস কোষ বিভাজন

এই বিভাজন প্রক্রিয়ায় ক্রোমাটিন বস্তু ব্যাপকভাবে ঘনীভূত হয়ে ক্রোমোসোমে পরিণত হয় না। আবার স্পিন্ডল তন্তুর আবির্ভাব ঘটে ক্রোমোসোম দুই পাশে সরেও যায় না। বরং এক্ষেত্রে ক্রোমোসোম ছাড়াই নিউক্লিয়াস মাঝ বরাবর বিভাজিত হয়ে যায়। এরপরে সাইটোপ্লাজম মাঝ বরাবর ক্রমান্বয়ে সংকুচিত হয়ে বিভক্ত হয়ে যায় এবং দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এ ধরনের কোষ বিভাজন সরলতম কোষ বিভাজন। এ প্রক্রিয়ায় আদি কোষ বিভাজিত হয়।

অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে খুব বেশি গবেষণা হয়নি। তাই অনেকে মনে করেন যে এই কোষ বিভাজন প্রক্রিয়া বাস্তবে নেই। কিন্তু এটা এখনই বলে দেয়ার সুযোগ নেই। কেননা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা এখনও জয়ী হতে পারিনি। আর ক্যান্সার চিকিৎসায়ও এই বিভাজন প্রক্রিয়া নতুন তথ্য প্রদান করতে পারে। কিছু গবেষণায় এমন তথ্যও উঠে এসেছে যে ইঁদুরের ভ্রূণে ভাইরাসের আক্রমণের ফলে অ্যামাইটোসিস বিভাজন ঘটে ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে। তাই চিকিৎসাবিজ্ঞানে আরো এগিয়ে যেতে হলে অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আমাদের আরো জানতে হবে।

তথ্যসূত্র

Tags:

অ্যামিবাব্যাক্টেরিয়া

🔥 Trending searches on Wiki বাংলা:

শেখ মুজিবুর রহমানমীর মশাররফ হোসেননীলদর্পণসাপপলাশীর যুদ্ধমসজিদে হারামবাংলাদেশ রেলওয়েপ্রীতিলতা ওয়াদ্দেদারজান্নাতআনন্দবাজার পত্রিকান্যাটোস্বামী বিবেকানন্দবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়রংপুর বিভাগবায়ুদূষণফিফা বিশ্বকাপবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রকামরুল হাসানমুহাম্মাদ ফাতিহপ্রিয়তমাসূরা ফাতিহাবিদ্রোহী (কবিতা)মার্কসবাদপ্যারাডক্সিক্যাল সাজিদরশ্মিকা মন্দানাজয়নগর লোকসভা কেন্দ্রশাহ জাহানআব্বাসীয় খিলাফতহায়দ্রাবাদকালীজগদীশ চন্দ্র বসুঅরবিন্দ কেজরীওয়ালভুটান২৭ মার্চহাবীবুল্লাহ্‌ বাহার কলেজকনডমবাংলাদেশের উপজেলাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনমল্লিকা সেনগুপ্তব্যঞ্জনবর্ণপ্রথম উসমান২০২৩ইসলামে যৌনতাবৃষ্টিইন্দোনেশিয়াসুকুমার রায়শান্তিনিকেতনপৃথিবীর বায়ুমণ্ডলচট্টগ্রাম বিভাগইতিহাসতাহাজ্জুদশিল্প বিপ্লবসালাতুত তাসবীহসায়মা ওয়াজেদ পুতুলবাংলাদেশের জেলাময়মনসিংহপূর্ণিমা (অভিনেত্রী)হিন্দুধর্মআকিজ গ্রুপকক্সবাজারবদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের তালিকাওমানসেনেগালতাওরাতসিলেটস্পেন জাতীয় ফুটবল দলনাটকবাংলার ইতিহাসসৌদি আরবের ইতিহাসইহুদি ধর্মহিমালয় পর্বতমালাবীর শ্রেষ্ঠটিম ডেভিডওয়েব ধারাবাহিকবাংলাদেশ সশস্ত্র বাহিনীবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসূরা ক্বদর🡆 More