বাংলাদেশের মেগা প্রকল্পের তালিকা

এই ভুক্তিতে বাংলাদেশে মেগা প্রকল্পের তালিকা দেওয়া হল। যে প্রকল্পগুলিকে বৃহৎ বিনিয়োগের প্রতিশ্রুতিপ্রাপ্ত, ব্যাপক জটিলতাবিশিষ্ট (বিশেষত সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে) এবং অর্থনীতি, পরিবেশ এবং সমাজের উপর দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারকারী হিসেবে চরিত্রায়িত করা যায়, সেগুলিকে মেগাপ্রকল্প বা অতিমহাপ্রকল্প বলা হয়।

সারণিতে ব্যবহৃত পরিভাষা ও রঙের ব্যাখ্যা

অবস্থা কলামে শর্তাদি প্রযুক্ত অবস্থা বর্ণ
প্রস্তাবিত
পরিকল্পনায়, অনুমোদিত, উন্নয়নের আওতাধীন/এর মধ্যে, নির্মাণাধীন, প্রগতিতে পুনর্নির্মাণ, প্রায় সম্পূর্ণ
স্থগিত
পরিত্যক্ত, বাতিল করা হয়েছে
সম্পন্ন

সড়ক ও পরিবহন অবকাঠামো

প্রকল্প গোষ্ঠী/যে নগরে পৌরসভা আছে/শহর অবস্থা ব্যয় বিশেষ টীকা
পদ্মা সেতু লৌহজং, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর সম্পন্ন ৩.৮৬ বিলিয়ন মার্কিন ডলার বা ৩০,১৯৩ কোটি টাকা ২০১৪ সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং ২০২২ সালের ৩০ই জুন নির্মাণ কাজ শেষ হয়
ঢাকা মেট্রো রেল ঢাকা সম্পন্ন ২৮০ কোটি মার্কিন ডলার ঢাকা মেট্রো রেল লাইন-৬ ১৮০ মিটার দীর্ঘ এবং ২০.১ কিমি বিদ্যুৎ চালিত হালকা রেল ট্র্যাকগুলোর প্রত্যেকটি ১৬ টি এলিভেটেড স্টেশন নিয়ে গঠিত। নির্মাণটি ২০১৬ সালের ২৬ জুন শুরু হয়েছিল এবং ২০২১ সালের মধ্যে এটি শেষ হবে বলে আশা করা হচ্ছে।
কর্ণফুলী সুড়ঙ্গ  চট্টগ্রাম, কর্ণফুলী নদী ৫০% সম্পন্ন ১২০ কোটি মার্কিন ডলার ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে নেটওয়ার্কের অংশ, দক্ষিণ এশীয় অঞ্চলে প্রথম তলদেশ সুড়ঙ্গ।

বিদ্যুৎশক্তি উৎপাদন প্রকল্প

প্রকল্প অবস্থান ক্ষমতা (মেগাওয়াট) অবস্থা ব্যয় টীকা চিত্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদী,পাবনা জেলা ২৪০০ মেগাওয়াট ৭৭% সম্পন্ন ১,২৬৫ কোটি মার্কিন ডলার এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে এবং দুটি ইউনিটের মধ্যে প্রথমটি ২০২৩ সালে চালু হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের মেগা প্রকল্পের তালিকা 
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার ১২০০ মেগাওয়াট ৩০% সম্পন্ন প্রযোজ্য নয় ১২০০ মেগাওয়াট। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় ৩০ শতাংশ নির্মাণ কাজ গত জুলাই[কখন?] পর্যন্ত শেষ হয়েছে, কারণ বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) ২০২৩ সালের জুনের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দক্ষিণ বাংলাদেশ প্রস্তাবিত ২০২১ সালের ১১ই অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুল্লি স্থাপনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য সরকারের পরিকল্পনার কথা জানান।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী, বরিশাল ১৩২০ মেগাওয়াট সম্পন্ন ২৪৮ কোটি মার্কিন ডলার কাজ শেষ হলে এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎশক্তি উৎপাদন কেন্দ্র। ২০২২ সালের ২১শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
বাঁশখালী বিদ্যুৎকেন্দ্র বাঁশখালী, চট্টগ্রাম ১৩৫০ মেগাওয়াট নির্মাণাধীন
ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ঢাকা, নারায়ণগঞ্জ ১০০১ কিমি নির্মাণাধীন ২৫০ কোটি মার্কিন ডলার ডিপিডিসি কর্মকর্তারা জানিয়েছেন, চীনের অর্থায়নে ২০,৫০০ কোটি টাকার মেগা স্কিমের মধ্যে রয়েছে শহরে ৪০টি সাবস্টেশন স্থাপন এবং ওভারহেড ক্যাবল সরানো।

বন্দর

প্রকল্প অবস্থান বর্তমান অবস্থা ব্যয় টীকা চিত্র
মাতারবাড়ি বন্দর মহেশখালী, কক্সবাজার ১৮% সম্পন্ন ২৪০.৯ কোটি মার্কিন ডলার এটি হবে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। ২০২৬ সালে শেষ হবে বলে অনুমান করা হচ্ছে।
পায়রা বন্দর পায়রা, বরিশাল নির্মাণাধীন ৫,২১৯ কোটি টাকা মূলত একটি গভীর সমুদ্র বন্দর হিসাবে পরিকল্পনা করা হয়েছিল, এখন ড্রেজিংয়ের ব্যয়ের কারণে, প্রকল্পটি নিয়মিত বন্দরে পরিবর্তন করা হয়েছে।

ডেল্টা প্ল্যান

প্রকল্প অবস্থান অবস্থা ব্যয় টীকা চিত্র
ডেল্টা প্ল্যান-২১০০ উপকূলীয় এলাকা ২০১৮-২১০০ ৩৮০০ কোটি মার্কিন ডলার বিডিপি (বাংলাদেশ ডেল্টা প্ল্যান) ২১০০ বিনিয়োগ পরিকল্পনা (আইপি) মোট ৮০টি প্রকল্প নিয়ে গঠিত: ৬৫টি ভৌত প্রকল্প এবং ২০৩০ সাল পর্যন্ত প্রথম পর্যায়ে ১৫টি প্রাতিষ্ঠানিক ও জ্ঞান উন্নয়ন প্রকল্প।
বাংলাদেশের মেগা প্রকল্পের তালিকা 

তথ্যসূত্র

Tags:

বাংলাদেশের মেগা প্রকল্পের তালিকা সারণিতে ব্যবহৃত পরিভাষা ও রঙের ব্যাখ্যাবাংলাদেশের মেগা প্রকল্পের তালিকা বন্দরবাংলাদেশের মেগা প্রকল্পের তালিকা ডেল্টা প্ল্যানবাংলাদেশের মেগা প্রকল্পের তালিকা তথ্যসূত্রবাংলাদেশের মেগা প্রকল্পের তালিকা

🔥 Trending searches on Wiki বাংলা:

জ্বীন জাতিফিলিস্তিনবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকানিউটনের গতিসূত্রসমূহবিকাশসাধু ভাষাকুরআনঅপারেশন সার্চলাইটআয়িশাকুয়েতব্রিক্‌সসূর্যদিনাজপুর জেলাঅপটিক্যাল ফাইবারম্যালেরিয়াবাংলাদেশের প্রধান বিচারপতিবারমাকিমাহিয়া মাহিচিরস্থায়ী বন্দোবস্তসামাজিক স্তরবিন্যাসজিয়াউর রহমানক্যান্সারপানিপথের যুদ্ধরূপান্তরিত লিঙ্গআল-আকসা মসজিদইসতিসকার নামাজপূর্ণিমা (অভিনেত্রী)দীপু মনিবাংলাদেশের পোস্ট কোডের তালিকাগাঁজাবাংলাদেশের জেলাশরৎচন্দ্র চট্টোপাধ্যায়ভরিমাশাআল্লাহপ্রাচীন ভারতশিশ্ন বর্ধনমহাস্থানগড়সূরা ফালাকউইলিয়াম শেকসপিয়রশুক্রাণুব্রাজিল জাতীয় ফুটবল দলইন্দোনেশিয়াদেশ অনুযায়ী ইসলামশেংগেন অঞ্চলপৃথিবীহনুমান (রামায়ণ)আমার সোনার বাংলামুসানরেন্দ্র মোদীসামাজিকীকরণকম্পিউটারবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলবাংলাদেশে পালিত দিবসসমূহঅমর সিং চমকিলাপ্রিয়তমাবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাবাংলাদেশী টাকারাজ্যসভাসামন্ততন্ত্রকাজী নজরুল ইসলামকৃষ্ণচূড়াপায়ুসঙ্গমরাজশাহী বিভাগবিদায় হজ্জের ভাষণনোরা ফাতেহিদীন-ই-ইলাহিফরাসি বিপ্লববৈষ্ণব পদাবলিবৃষ্টিস্বাধীনতা দিবস (ভারত)জনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাকোষ বিভাজনব্রিটিশ ভারতইন্দিরা গান্ধীবিশ্বায়নছিয়াত্তরের মন্বন্তরগোত্র (হিন্দুধর্ম)🡆 More