প্রতিবন্ধী

প্রতিবন্ধীতা হল এমন কোনো অবস্থার অভিজ্ঞতা যা একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট ক্রিয়াকলাপ করা বা একটি নির্দিষ্ট সমাজের মধ্যে ন্যায়সঙ্গত প্রবেশাধিকার পাওয়া আরও কঠিন করে তোলে। অক্ষমতা জ্ঞানীয়, বিকাশমূলক, বুদ্ধিবৃত্তিক, মানসিক, শারীরিক, সংবেদনশীল বা একাধিক কারণের সংমিশ্রণ হতে পারে। অক্ষমতা জন্ম থেকেই হতে পারে বা একজন ব্যক্তির জীবদ্দশায় অর্জিত হতে পারে। ঐতিহাসিকভাবে, অক্ষমতা শুধুমাত্র একটি সংকীর্ণ মানদণ্ডের উপর ভিত্তি করে স্বীকৃত হয়েছে-তবে, প্রতিবন্ধীতা বাইনারি নয় এবং ব্যক্তির উপর নির্ভর করে অনন্য বৈশিষ্ট্যে উপস্থিত হতে পারে। একটি অক্ষমতা সহজে দৃশ্যমান হতে পারে, বা প্রকৃতিতে অদৃশ্য হতে পারে।

প্রতিবন্ধী
আন্তর্জাতিক প্রতীকী

প্রতিবন্ধি কারা

বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে ইমপেয়ারমেন্টের কারণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হল ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা৷ ইমপেয়ারমেন্ট হল দেহের কোন অংশ বা তন্ত্র যদি আংশিক বা সম্পূর্ণভাবে, ক্ষনস্থায়ী বা চিরস্থায়ী ভাবে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় সে অবস্থাটিকেই বোঝায় ৷

প্রতিবন্ধীর ধারণা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রকাশিত "International classification of impairment, Disability and Handicap (ICIDH)" শীর্ষক প্রকাশনায় বিকলাঙ্গ ও প্রতিবন্ধী সমস্যাকে ৩ শ্রেণিতে বিভক্ত করা হয়েছে, যথা- ১. দূর্বলতা (Impairment), ২. অক্ষমতা (Disability ), ৩. প্রতিবন্ধী (Handicap)।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন , ২০০১-এ বলা হয়েছে যে, " প্রতিবন্ধী অর্থ এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং উক্তরুপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম"।

প্রতিবন্ধিতার প্রকারভেদ

প্রতিবন্ধিতার প্রকারভেদ বিভিন্ন ভিত্তিতে করা হয়ে থাকে ৷ যেমন :

কখন শুরু হয়েছে তার ভিত্তিতে

  • প্রাথমিক প্রতিবন্ধিতাঃ বিভিন্ন ধরনের প্রতিবন্ধীত্ব নিয়ে জণ্মগ্রহণ করলে তাকে প্রাথমিক প্রতিবন্ধীতা বলা হয় ৷
  • পরবতী বা অর্জিত প্রতিবন্ধিতাঃ জণ্মের পরে বিভিন্ন কারণে প্রতিবন্ধিত্ব বরণ করে থাকলে তাকে পরবতীᐂ বা অর্জিত প্রতিবন্ধিতা বলা হয় ৷

কোন অঙ্গ আক্রান্ত হয়েছে তার ভিত্তিতে

  • শারীরিক প্রতিবন্ধি:চলনে অক্ষম ব্যক্তিকে দৈহিক/শারীরিক প্রতিবন্ধি বলে।
  • দৃষ্টি প্রতিবন্ধি
  • শ্রবন প্রতিবন্ধি:যারা শুনতে পায় না
  • বাক প্রতিবন্ধি
  • বুদ্ধি প্রতিবন্ধি
  • বহুবিধ প্রতিবন্ধি।

মাত্রা অনুযায়ী

  • মৃদু
  • মাঝারি
  • তীব্র
  • চরম

অদৃশ্য প্রতিবন্ধকতা

(আরও দেখুনঃ অদৃশ্য প্রতিবন্ধকতা)

এমন অনেক ব্যক্তি আছেন যাঁদের প্রতিবন্ধকতা বাইরে থেকে দেখে বুঝতে পারা যায় না। বিভিন্ন প্রকার দীর্ঘমেয়াদী অসুখ, মানসিক রোগ, অটিজম, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার , অ্যাটেনশন ডেফিশিট হাইপার অ্যাকটিভিটি ডিসঅর্ডার, বুদ্ধি-প্রতিবন্ধকতা এই শ্রেণির মধ্যে পড়ে।

এই প্রতিবন্ধকতা গুলি দৈনন্দিন জীবনে নানা সমস্যা সৃষ্টি করে থাকে যেমন সামাজিক নিয়ম কে বুঝতে পারা, সামাজিক মেলামেশা, মনঃ সংযোগ, রাস্তা চিনতে পারা, নিজেকে নিরাপদ রাখা, কোথায় কোন কথা কতটুকু বলা উচিত তার বোধ ইত্যাদিতে ঘাটতি থাকতে পারে। যেহেতু বাইরে থেকে এই প্রতিবন্ধকতা গুলি দেখা যায়না, তাই লোকজন আক্রান্ত ব্যক্তিকে অলস বা নিশ্চেষ্ট ভেবে দুরব্যাবহার করে থাকেন। এছাড়াও আক্রান্ত ব্যক্তি নানাপ্রকার নির্যাতন (bullying) এবং বঞ্চনার শিকার হয়।

প্রতিবন্ধিতার কারণ

বেশীর ভাগ প্রতিবন্ধতার কারণ আমাদের জানা নেই ৷ কিন্তু যেগুলো সম্বন্ধে জানা যায়, তা কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়৷ যা নিচে উল্লেখ করা হলো ঃ

সাধারণ কারণ সমূহঃ

বংশানুক্রমিক

  • রক্তের সম্পর্ক রয়েছে এমন কোন কোন আত্মীয়ের সাথে বৈবাহিক সম্পর্ক (সন্তানদের মধ্যে)

দুর্ঘটনা

  • উচ্চ মাত্রার জ্বর

বিষক্রিয়া

  • মস্তিষ্কের কিছু কিছু ইনফেকশন বা অসুখ বা টিউমার

পুষ্টি অভাব, ভিটামিনের অভাব, আয়োডিনের অভাব ইত্যাদি

জন্ম-সম্পর্কিত কারণ সমূহঃ

জন্মের পূর্বেঃ

  • মায়ের বয়স যদি ১৬ বছরের নিচে অথবা ৩০ বছরের উপরে হয়।
  • গর্ভাবস্থায় মায়ের পুষ্টির অভাব
  • গর্ভাবস্থায় প্রথম তিন মাসের মধ্যে যদি মা কোনরকম কড়া ঔষধ গ্রহণ করে থাকে অথবা কীটনাশক, রাসায়নিক, রশ্মি, বিষক্রিয়া গ্রহণ করে থাকে ৷
  • গর্ভাবস্থায় যদি মায়ের বিশেষ হাম হয়৷ এটি সাধারণত প্রভাব বিস্তার করে থাকে ইন্দ্রিয়স্থান (শ্রবন এবং দৃষ্টি প্রতিবন্ধিদের ক্ষেত্রে), মস্তিস্কের সেরেব্রাল পালসি অথবা মানসিক প্রতিবন্ধিত্ব অথবা শরীরের অভ্যন্তরের বাহুতেও প্রভাব বিস্তার করতে পারে৷
  • গর্ভধারণকারী মায়ের যদি হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতা বা ডায়াবেটিস থাকে৷
  • গর্ভধারণকারী মায়ের যদি বিভিন্ন অভ্যাস থাকে৷ যেমন- মদ পান, ধূমপান করা, তামাক ব্যবহার করা ইত্যাদি৷

জন্মের সময়ঃ

  • অপরিপক্বতা
  • প্রসবের সময় অব্যবস্থাপনা (সাধারণত অপ্রশিক্ষিত কোন কর্মী দ্বারা)
  • প্রসবের সময় সঠিক ভাবে যন্ত্রপাতি ব্যবহার না করা হলে ৷
  • মাথায় আঘাত
  • প্রয়োজনীয় অক্সিজেনের অভাব

জন্মের পরেঃ

  • মাথায় আঘাত প্রাপ্ত হলে
  • প্রয়োজনীয় অক্সিজেনের অভাব
  • দুর্ঘটনা
  • উচ্চ মাত্রার জ্বর
  • বিষক্রিয়া
  • মস্তিষ্কেও কিছু কিছু ইনফেকশন, রোগ এবং টিউমার

সাধারণত উপরিউক্ত কারণে এইসব প্রতিবন্ধী ছেলে মেয়ে হয়ে থাকে ৷

তথ্যসূত্র

Tags:

প্রতিবন্ধী প্রতিবন্ধি কারাপ্রতিবন্ধী র ধারণাপ্রতিবন্ধী প্রতিবন্ধিতার প্রকারভেদপ্রতিবন্ধী অদৃশ্য প্রতিবন্ধকতাপ্রতিবন্ধী প্রতিবন্ধিতার কারণপ্রতিবন্ধী তথ্যসূত্রপ্রতিবন্ধীইন্দ্রিয়মানসিক ব্যাধি

🔥 Trending searches on Wiki বাংলা:

গঙ্গা নদীধর্মীয় জনসংখ্যার তালিকাকলকাতা নাইট রাইডার্সপরমাণুবাংলাদেশী অভিনেত্রীদের তালিকামুতাজিলাবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকামাইটোসিসবাংলাদেশের নদীবন্দরের তালিকাক্যান্সারবঙ্গভঙ্গ আন্দোলনমীর জাফর আলী খানহিসাববিজ্ঞানধর্মবিজ্ঞানসূরা ইয়াসীনদুবাইআকবরআরব্য রজনীসত্যজিৎ রায়কাঁঠালইসতিসকার নামাজগৌতম বুদ্ধযক্ষ্মাপূর্ণিমা (অভিনেত্রী)চীনক্রিকেটস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবকারামান বেয়লিকমানিক বন্দ্যোপাধ্যায়মাদারীপুর জেলাপুরুষে পুরুষে যৌনতাদ্বৈত শাসন ব্যবস্থানামাজকিশোর কুমারআবু মুসলিম৬৯ (যৌনাসন)বাল্যবিবাহযোগাসনপাট্টা ও কবুলিয়াতকোষ (জীববিজ্ঞান)মিমি চক্রবর্তীঢাকা বিশ্ববিদ্যালয়উপসর্গ (ব্যাকরণ)সুভাষচন্দ্র বসুগর্ভধারণতামান্না ভাটিয়াকম্পিউটার কিবোর্ডবৈষ্ণব পদাবলিমিয়া খলিফালোহিত রক্তকণিকাজানাজার নামাজবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাবাগদাদ অবরোধ (১২৫৮)ট্রাভিস হেডরাজশাহী বিভাগবিভিন্ন দেশের মুদ্রাইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিপ্রাকৃতিক দুর্যোগজগন্নাথ বিশ্ববিদ্যালয়বাঙালি জাতিআওরঙ্গজেবরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আরসি কোলাশেখরানা প্লাজা ধসআনারসবাংলাদেশের বিমানবন্দরের তালিকাকালেমাআকিজ গ্রুপবগুড়া জেলাইউএস-বাংলা এয়ারলাইন্সমুহাম্মাদের সন্তানগণবাংলাদেশের ইউনিয়নইসলাম ও হস্তমৈথুনপথের পাঁচালী🡆 More