ড্যানিয়েল ডে-লুইস: ব্রিটিশ-আ‍্যরিশ অভিনেতা

ড্যানিয়েল মাইকেল ব্লেইক ডে-লুইস (ইংরেজি: Daniel Michael Blake Day-Lewis, প্রতিবর্ণীকৃত: ড্যানিয়াল্‌ মাইকাল্‌ ব্লেইক্‌ ডেই-লূইস্‌) (জন্ম: ২৯ এপ্রিল, ১৯৫৭) একজন ইংরেজ অভিনেতা এবং ১৯৯৩ সালে তিনি আইরিশ নাগরিকত্ত্ব লাভ করেন। চলচ্চিত্র জগতে তার পরিচয় অত্যন্ত বাছবিচার করে চলা একজন অভিনেতা হিসেবে, যিনি ১৯৯৭ সালের পর থেকে এখন পর্যণ্ত মাত্র চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আর এসব চরিত্রে অভিনয় করতে তার পাঁচ বছর সময় চলে গিয়েছে। তিনি একজন মেথড অ্যাক্টর। অর্থাৎ, তিনি অভিনয় করেন অত্যন্ত সুসংবদ্ধভাবে। তার চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে কঠোর অধ্যবসায় ও গবেষণা করার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। প্রায় সময়ই দেখা যায়, কোনো একটি চলচ্চিত্রে কাজ করার সময় পুরো সময়টাই তিনি তার চরিত্রের মতো জীবনযাপন করেন।

ড্যানিয়েল ডে-লুইস
ড্যানিয়েল ডে-লুইস: প্রাথমিক জীবন, পেশাজীবন, ব্যক্তিগত জীবন
২০০৮ সালে বাফটা পুরস্কার প্রদান অনুষ্ঠানে ড্যানিয়েল ডে-লুইস
জন্ম
ড্যানিয়েল মাইকেল ব্লেইক ডে-লুইস

(1957-04-29) ২৯ এপ্রিল ১৯৫৭ (বয়স ৬৬)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৭১-বর্তমান
দাম্পত্য সঙ্গীরেবেকা মিলার (১৯৯৬-বর্তমান)
সঙ্গীইসাবেল অ্যাডজানি (১৯৮৯-১৯৯৪)

ক্রিসটি ব্রাউন হিসেবে মাই লেফট ফুট (১৯৮৯) এবং ড্যানিয়েল প্লেইনভিউ হিসেবে দেয়ার উইল বি ব্লাড (২০০৭) চলচ্চিত্রে তার চরিত্রচিত্রণ তাকে অ্যাকাডেমি, বাফটা পুরস্কার, এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এনে দেয়। এছাড়া দেয়ার উইল বি ব্লাড চলচ্চিত্রের জন্য তিনি একটি গ্লোল্ডেন গ্লোব পুরস্কার এবং গ্যাঙ্গস অফ নিউ ইয়র্ক চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি বাফটা পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন।

প্রাথমিক জীবন

ডে-লুইসের জন্ম যুক্তরাজ্যে। তার বাবা সিসিল ডে-লুইস ছিলেন একজন আইরিশ কবি। তার মা অভিনেত্রী জিল ব্যালকন ছিলেন একজন বাল্টিক বংশোদ্ভুত ইহুদি এবং তার বাবার নাম ছিলো স্যার মাইকেল ব্যালকন। মি. ব্যালকন ইয়েলিং স্টুডিওর সাবেক প্রধান ছিলেন। ড্যানিয়েল ডে-লুইসের জন্মের দুই বছর পর তার পরিবার গ্রীনিচের ক্রুম’স হিলে চলে আসে। এখানেই তিনি তার বড়ো বোনের সাথে বেড়ে ওঠেন। তার বড়ো বোনের নাম টামাসিন ডে-লুইস, যিনি পরবর্তীতে পেশাজীবনে একজন তথ্যচিত্র নির্মাতা এবং টেলিভিশনে রাধুনী হিসেবে আত্মপ্রকাশ করেন। ডে-লুইসের জন্মের সময় তার মায়ের বয়স ছিলো ৫৩ বছর এবং সন্তানদের প্রতি তার খুব একটা আগ্রহ ছিলো না। তিনি সেসময় নানা রকম অসুখ-বিসুখে ভুগতেন। আর বিভিন্ন স্বাস্থ্যসমস্যার ফলে ডে-লুইসের মাত্র ১৫ পনেরো বছর বয়সে তিনি মারা যান। সে সময় ডে-লুইস আবেগগত ভাবে খুব একটা পরিপক্ব ছিলেন না এবং বাবার সাথেও তার দূরত্ব ছিলো।

শৈশবে ডে-লুইসের অতিরিক্ত দুষ্টামির কারণে তার মা-বাবা ১৯৬৮ সালে, কেন্টের সেভেনঅক্‌স বিদ্যালয়ে আবাসিক ছাত্র হিসেবে ভর্তি করিয়ে দেন। সেখানে তার সাথে পরিচয় হয় তার অন্যতম দুইটি আগ্রহের বিষয়ের সাথে—কাঠের কাজ এবং অভিনয়। সেভেনঅক্‌স-এ দুই বছর কাটানোর পর, তিনি বিদ্যালয় বদল করেন। তাকে পাঠিয়ে দেয়া হয় পিটারসফিল্ডের বেডালেস বিদ্যালয়ে, যেখানে তার বোন ভর্তি হয়েছিলে। বিদ্যালয় বদলের পর ১৪ বছর বয়সে সানডে ব্লাডি সানডে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এখানে তিনি অভিনয় করেছিলেন

পেশাজীবন

১৯৮০-এর দশক

আশির দশকের শুরুর দিকে ডে-লুইস মঞ্চ এবং টেলিভিশন উভয় মাধ্যমেই কাজ করতেন। বিবিসির জন্যে তখন তিনি দুটি নাটকে অভিনয় করেন। একটি ছিলো ফ্রস্ট ইন মে, যেখানে তিনি একজন পুরুষত্বহীনের ভূমিকায় অভিনয় করেন এবং অপর নাটকটি ছিলো হাউ মেনি মাইলস টু ব্যাবিলন? এখানে তিনি অভিনয় করেন একজন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সেনা কর্মকর্তার চরিত্রে। চলচ্চিত্রে তার অভিষেকের এগারো বছর পর, ডে-লুইস গান্ধী (১৯৮২) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার নিয়মিত চলচ্চিত্রাভিনয় শুরু করেন। এখানে তার চরিত্রের নাম ছিলো কলিন।

১৯৯০-এর দশক

অস্কার জয়ের তিন বছর পর, ১৯৯২ সালে তার অভিনীত দ্য লাস্ট অফ দ্য মোহিকানস চলচ্চিত্রটি মুক্তি পায়।

১৯৯৩ সালে ডে-লুইস এডিথ হোয়ারটনের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মীত, মার্টিন স্করসেস পরিচালিত চলচ্চিত্র দি এজ অফ ইনোসেন্স-এ অভিনয় করেন। সেখানে তার চরিত্রের নাম ছিলো নিউল্যান্ড আর্চার এবং তিনি অভিনয় করেছিলেন ওয়াইনোনা রাইডার ও মিশেল ফেইফারের বিপরীতে।

২০০০-এর দশক

চলচ্চিত্র জগতে পাঁচ বছর অনুপস্থিতির পর ২০০০ সালে তাকে দেখা যায় একাধিক অ্যাকাডেমি পুরস্কার মনোনয়ন প্রাপ্ত চলচ্চিত্র গ্যাঙ্গস অফ নিউ ইয়র্কে। এই চলচ্চিত্রটির পরিচালনায় ছিলেন মার্টিন স্করসেস, যার সাথে ডে-লুইস এজ অফ ইনোসেন্সে কাজ করেছিলেন। এই চলচ্চিত্রটির প্রযোজক ছিলেন হারভে ওয়েনস্টেইন। এখানে ডে-লুইসের চরিত্রটি ছিলো খলনায়কের এবং তিনি গ্যাঙ্গ লিডার “বিল দ্য বুচার” (বাংলায়: কসাই বিল)-এর ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সেখানে নায়ক ছিলেন লিওনার্ডো ডিক্যাপ্রিও। চলচ্চিত্রে অভিনয়ের সময় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। কিন্তু তিনি চিকিৎসা নিতে বা গরম পোশাক পরতে অস্বীকৃতি জানান।

গ্যাঙ্গস অফ নিউ ইয়র্কের পর তার স্ত্রী রেবেকা মিলারের প্রস্তাবে তার ছবি দ্য ব্যালাড অফ জ্যাক এন্ড রোজ-এ অভিনয়ের প্রস্তাব দেন। এখানে তিনি ফুটিয়ে তুলেছেন একজন বাবার চরিত্র যিনি তার মাতৃহীন মেয়েকে একা বড়ো করে তুলেছেন এবং সেই সাথে তিনি তার জীবন নিয়ে অনুতপ্ত। এই চরিত্রটির বাস্তবতা বোঝার জন্য ডে-লুইস চলচ্চিত্রটিতে কাজ করার সময় তার স্ত্রীর থেকে আলাদা থাকতেন। চলচ্চিত্রটি মিশ্র প্রশংসা লাভ করে।

২০০৭ সালে ডে-লুইসকে দেখা যায় পল থমাস অ্যান্ডারসন পরিচালিত চলচ্চিত্র দেয়ার উইল ব্লাড চলচ্চিত্রে। চলচ্চিত্রটি আপটন সিনক্লেয়ার রচিত উপন্যাস ওয়েল! (Oil!)-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিলো। ডে-লুইস চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য ২০০৮ সালে বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (যা তিনি হিথ লেজারকে উৎসর্গ করেন), ক্রিটিক্‌স চয়েজ, গোল্ডেন গ্লোব, এবং অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন।

ব্যক্তিগত জীবন

ডে-লুইসের যুক্তরাজ্যআয়ারল্যান্ডের দ্বৈত নাগরিকত্ত্বের অধিকারী। ১৯৯৩ সালে তিনি তার আইরিশ নাগরিকত্ত্ব লাভ করেন।

তিনি তার পারিবারিক জীবন সম্মন্ধে জনসম্মুখে খুব কমই কথা বলেন। ফরাসি অভিনেত্রী ইসাবেল অ্যাডজানির সাথে তার প্রেম ছিলো, যা ছয় বছর স্থায়ী হয়েছিলো এবং অবশেষে

১৯৯৬ সালে তিনি যখন মঞ্চনাটক দ্য ক্রুসিবলের চলচ্চিত্ররূপে অভিনয় করার সময় তিনি নাট্যকার আর্থার মিলারের বাড়িতে বেড়াতে যান এবং সেখানে তার পরিচয় হয় লেখকের মেয়ে রেবেকা মিলারের সাথে এবং তারপর তা পরিণয়ে গড়ায়। এই দম্পতির দুইটি ছেলে আছে। তাদের নাম রোনান ক্যাল ডে-লুইস (জন্ম: ১৪ জুন, ১৯৯৮) এবং ক্যাশেল ব্লেইক ডে-লুইস (জন্ম: মে, ২০০২)। যুক্তরাজ্য ও আয়ার‌ল্যান্ডের বাড়িতে তারা তাদের সময়টা ভাগাভাগি করে কাটান।

ড্যানিয়েল ডে-লুইস মিলওয়াল ফুটবল ক্লাবের একজন সমর্থক।

চলচ্চিত্র তালিকা

চলচ্চিত্র, পুরস্কার ও মনোনয়সমূহ

Year Film Role Notes
১৯৭১ সানডে ব্লাডি সানডে শিশু ভ্যানডাল (uncredited)
১৯৮২ গান্ধী কলিন - দক্ষিণ আফ্রিকান রাস্তার
১৯৮৪ দ্য বাউন্টি জন ফ্রাইয়ার
১৯৮৫ মাই বিউটিফুল লনড্রেট জনি National Board of Review Award for Best Supporting Actor
New York Film Critics Circle Award for Best Supporting Actor
আ রুম উইথ আ ভিউ সিসিল ভাইস National Board of Review Award for Best Supporting Actor
New York Film Critics Circle Award for Best Supporting Actor
১৯৮৬ নানৌ ম্যাক্স
১৯৮৮ দি আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং টমাস
স্টারস এন্ড বারস হেন্ডারসন ডোর্‌স
১৯৮৯ এভারস্মাইল, নিউ জার্সি ড. ফারগাস ও'কানেল
মাই লেফট ফুট ক্রিস্টি ব্রাউন বিজয়ী - সেরা অভিনেতা বিভাগে অ্যাকাডেমি পুরস্কার
BAFTA Award for Best Actor
NYFCC Award for Best Actor
Nominated - Golden Globe Award for Best Actor
১৯৯২ দ্য লাস্ট অফ দ্য মোহিকানস হওঅকি (নাথানিয়েল পো) মনোনীত - BAFTA Award for Best Actor
১৯৯৩ দ্য এইজ অব ইনোসেন্স Newland Archer
ইন দ্য নেম অব দ্য ফাদার Gerry Conlon Nominated - Academy Award for Best Actor
Nominated - BAFTA Award for Best Actor
Nominated - Golden Globe Award for Best Actor
১৯৯৬ দ্য ক্রুসিবল John Proctor
১৯৯৭ দ্য বক্সার Danny Flynn Nominated - Golden Globe Award for Best Actor
২০০২ গ্যাংস অব নিউ ইয়র্ক Bill 'The Butcher' Cutting BAFTA Award for Best Actor
NYFCC Award for Best Actor
Screen Actors Guild Award for Best Actor
Nominated - Academy Award for Best Actor
Nominated - Golden Globe Award for Best Actor
২০০৫ দ্য ব্যালাড অব জ্যাক অ্যান্ড রোজ Jack Slavin
২০০৭ দেয়ার উইল বি ব্লাড Daniel Plainview Academy Award for Best Actor
Austin Film Critics Award for Best Actor
BAFTA Award for Best Actor
Golden Globe Award for Best Actor
IFTA Award for Best Actor
NYFCC Award for Best Actor
Screen Actors Guild Award for Best Actor
Nominated - Saturn Award for Best Actor
২০০৯ নাইন Guido Contini In Post-production
২০১০ সাইলেন্স Father Cristóvão Ferreira Pre-production

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ড্যানিয়েল ডে-লুইস প্রাথমিক জীবনড্যানিয়েল ডে-লুইস পেশাজীবনড্যানিয়েল ডে-লুইস ব্যক্তিগত জীবনড্যানিয়েল ডে-লুইস চলচ্চিত্র তালিকাড্যানিয়েল ডে-লুইস তথ্যসূত্রড্যানিয়েল ডে-লুইস বহিঃসংযোগড্যানিয়েল ডে-লুইসঅভিনেতাইংরেজি ভাষাযুক্তরাজ্য

🔥 Trending searches on Wiki বাংলা:

মহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাসিন্ধু সভ্যতাআবু বকরআবদুর রব সেরনিয়াবাতথাইরয়েড হরমোনমাইটোকন্ড্রিয়ারাশিয়ায় ইসলামসত্যজিৎ রায়মহাবিস্ফোরণ তত্ত্বমিয়োসিসকার্বনঅপারেশন সার্চলাইটগীতাঞ্জলিসুনামগঞ্জ জেলাদীপু মনিবর্ডার গার্ড বাংলাদেশমুহাম্মাদের মৃত্যুক্যান্টনীয় উপভাষাবারো ভূঁইয়াতারাবীহসমাজতন্ত্রকুমিল্লা জেলাবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানসাঁওতাল বিদ্রোহবাংলার প্ৰাচীন জনপদসমূহচর্যাপদঅকালবোধনআয়াতুল কুরসিবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাপশ্চিমবঙ্গের রাজ্যপালদের তালিকাসংস্কৃত ভাষানৈশকালীন নির্গমনদুধস্টার জলসামৃত্যু পরবর্তী জীবনজাতিসংঘশাহরুখ খানভারতের প্রধানমন্ত্রীদের তালিকাভুট্টাপহেলা বৈশাখপায়ুসঙ্গমনারায়ণগঞ্জহনুমান চালিশাহরে কৃষ্ণ (মন্ত্র)দিনাজপুর জেলাসুলতান সুলাইমানবেল (ফল)আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসমুহাম্মাদসাহাবিদের তালিকাইলমুদ্দিনসাতই মার্চের ভাষণহজ্জললিকনযৌনসঙ্গমজাযাকাল্লাহতুরস্কমহাবিশ্বআসসালামু আলাইকুমমনোবিজ্ঞানফাতিমামোহনদাস করমচাঁদ গান্ধীসূরা আল-ইমরানআইনজীবীইসলামপাখিতারাবেলজিয়ামবেলারুশবীর শ্রেষ্ঠমিয়ানমারমরক্কোবাংলাদেশ নৌবাহিনীরমাপদ চৌধুরীনরেন্দ্র মোদীমদিনাগাঁজা (মাদক)ইসরায়েল🡆 More