অভিনয়

অভিনয় সংলাপ সহ বা সংলাপবিহীন অন্য একটি চরিত্রের আবেগ প্রকাশ। সাজগোজ করে কৃত্রিম অঙ্গভঙ্গি করে অন্য একটি চরিত্রের অণুরকরণ করাইকেই বলা হয় অভিনয়। পাশ্চাত্যের বেশিরভাগ প্রাথমিক উৎস যা অভিনয়ের শিল্প পরীক্ষা করে (গ্রীক: ὑπόκρισις, hypokrisis) এটিকে অলঙ্কারশাস্ত্রের অংশ হিসেবে আলোচনা করে।

অভিনয়
হ্যামলেট চরিত্রে ফরাসি মঞ্চ এবং প্রথম দিকের চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বার্নহার্ড

ইতিহাস

প্রথম পরিচিত অভিনেতাদের মধ্যে একজন ছিলেন প্রাচীন গ্রীক যা থিসপিস অফ ইকারিয়া নামে পরিচিত।  ঘটনার দুই শতাব্দী পরে এরিস্টটল তাঁর কবিতাগুলিতে (খ্রিস্টপূর্ব ৩৩৫ খ্রিস্টাব্দ) পরামর্শ দিয়েছেন যে থিসপিস দ্বিথেরাম্বিক কোরাস থেকে বেরিয়ে এসে পৃথক চরিত্র হিসাবে সম্বোধন করেছিলেন।  থিসপিসের আগে, কোরাস বর্ণনা করেছিলেন (উদাহরণস্বরূপ, "ডায়োনিসাস এটি করেছিলেন, ডায়োনিসাস বলেছেন যে")।  থিপিস যখন কোরাস থেকে সরে দাঁড়ালেন, তখন তিনি এমন চরিত্রের কথা বলেছিলেন (উদাহরণস্বরূপ, "আমি ডায়ানিসাস, আমি এটি করেছি"))  গল্প বলার এই বিভিন্ন পদ্ধতির মধ্যে পার্থক্য করার জন্য act আইনায়ন এবং বিবরণ — অ্যারিস্টটল "মিমেসিস" (আইন প্রয়োগের মাধ্যমে) এবং "ডাইজেসিস" (বর্ণনার মাধ্যমে) শব্দটি ব্যবহার করেন।  থিসপিসের নাম থেকে "থিস্পিয়ান" শব্দটি এসেছে।

অভিনয়ের প্রকারভেদ

অলঙ্কার শাস্ত্র মতে, অভিনয় চার প্রকারে সম্পন্ন হয়।

০১) আঙ্গিক অভিনয় : শরীরের অঙ্গভঙ্গি ব্যবহার করে যে অভিনয় করা হয়, সেটাই আঙ্গিক অভিনয়। শরীর ব্যবহার না করলে অভিনয় পরিপূর্ণ হয় না বলেই অভিনয়ে শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গি ব্যবহার করতে হয়।

০২) বাচিক অভিনয় : অভিনয়কে পরিপূর্ণতা দানের জন্য কণ্ঠস্বরও ব্যবহার করতে হয়। কণ্ঠস্বর ব্যবহার করে যে অভিনয় করা হয় সেটাই বাচিক অভিনয়। বাচিক অভিনয় ছাড়া অভিনয় পরিপূর্ণ হয় না।

০৩) সাত্ত্বিক অভিনয় : সত্তা বা মনকে অভিনয়ে অর্ন্তভুক্ত না করা পর্যন্ত অভিনয় পরিপূর্ণ হয় না। মনের ভাবনাকে নিয়ন্ত্রণ ও অন্তর্ভুক্ত করে যে অভিনয় করা হয়, সেটাই সাত্ত্বিক অভিনয়। মূলত আবেগ ব্যবহার না করে অভিনয় করলে সেটা পরিপূর্ণতা লাভ করে না। আর আবেগ ব্যবহার করতে হলেই অভিনেতাকে মন নিয়ন্ত্রণ করতে হয়। এই মন নিয়ন্ত্রণ করে যেই অভিনয়, সেটাই সাত্ত্বিক অভিনয়।

০৪) আহার্য অভিনয় : অভিনয়কে পূর্ণমাত্রায় বোধগম্য ও চিত্তাকর্ষক করার জন্য পোশাক, অঙ্গরচনা, আলো ও মঞ্চ ব্যবহার করতে হয়। অভিনয়ের জন্য ব্যবহৃত এই সব উপাদান ছাড়া অভিনয় পরিপূর্ণতা পায় না। অভিনেতার শরীরের বাইরে অবস্থিত এই সব উপাদান ব্যবহার করে যে অভিনয় করা হয়, সেটাই আহার্য অভিনয়।

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

কিসি কা ভাই কিসি কি জানকুলখানিফিলিস্তিনবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জাকির নায়েকবাংলাদেশ নৌবাহিনীসালমান খানবেলি ফুলগন্ধক২৯ এপ্রিলহরমোনভিটামিনবাঙালি হিন্দু বিবাহমার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসনোরা ফাতেহিক্ষুদিরাম বসুপ্লাস্টিক দূষণবিশ্ব ব্যাংকভোলা জেলাগোপাল ভাঁড়দূষণবাংলাদেশ রেলওয়েলোকনাথ ব্রহ্মচারীময়মনসিংহ বিভাগজিৎ (অভিনেতা)ভূমিকম্পজাতীয় সংসদ ভবনবঙ্গবন্ধু সামরিক জাদুঘরঈসাভারতের ইতিহাসথ্যালাসেমিয়াসিলেটভারতে নৃত্যশিশ্ন-মুখমৈথুনসৌরজগৎসং অফারিংস (ইংরেজি গীতাঞ্জলি)বাংলাদেশের জনমিতিপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাআবর্জনা ব্যবস্থাপনাআমার সোনার বাংলাভারতের সর্বোচ্চ আদালতআলোআদমজাপানইস্তেখারার নামাজসুভাষচন্দ্র বসুবঙ্গবন্ধু সেতুমুজিবনগর সরকারফেসবুকভারতের স্বাধীনতা আন্দোলনদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কামরুল হাসানকম্পিউটারবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাদর্শনভেষজ উদ্ভিদরাশিয়াকক্সবাজারলোকসভাব্রাহ্মণবাড়িয়া জেলাআফরান নিশোইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনজিমেইলহাসান ফয়েজ সিদ্দিকীবঙ্গভঙ্গ আন্দোলনআগরতলা ষড়যন্ত্র মামলাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশের কওমি মাদ্রাসার তালিকাবট২০২২ ফিফা বিশ্বকাপজার্মানিবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাআল নাসর ফুটবল ক্লাবসাকিব আল হাসানশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাকনডমও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ🡆 More