১ জুলাই: তারিখ

১ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮২তম (অধিবর্ষে ১৮৩তম) দিন। বছর শেষ হতে আরো ১৮৩ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  

ঘটনাবলী

  • ১৮৩৫ - উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষাবিষয়ক রিপোর্ট (অ্যাডাম রিপোর্ট) পেশ করা হয়।
  • ১৮৪৭ - মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে।
  • ১৮৬২ - ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়।
  • ১৮৬২ - রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬৩ - আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু হয়।
  • ১৮৬৭ - কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৮৭৯ - অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু হয়।
  • ১৯০৬ - কানাড়া ব্যাঙ্ক ভারতের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়।
  • ১৯০৮ - আন্তর্জাতিক আতান্তর সংকেত এসওএস চালু হয়।
  • ১৯২১ - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২১ - কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২১ - নদীয়ার বড়জাগুলী তে জমিদার গোপাল সিংহের হাত ধরে বড়জাগুলী গোপাল একাডেমি স্কুল প্রতিষ্ঠা হয় , এটি নদীয়া জেলার সবচেয়ে প্রাচীন উচ্চ বিদ্যালয় ।
  • ১৯২৯ - স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয়।
  • ১৯৪৭ - ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস করা হয়।
  • ১৯৫৫ - ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়া তথা ভারতীয় স্টেট ব্যাংক নামে পরিচিত হয়।
  • ১৯৬০ - ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬২ - আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৬৬ - কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।
  • ১৯৬৭ - কানাডা প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৯১ - বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু হয়।
  • ১৯৯৭ - ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান- সায়েন্স সিটি কলকাতা এর উদ্বোধন হয়।
  • ২০০২ - নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু।
  • ২০১৬ - বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরায় আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট) কর্তৃক আক্রমণ হয়।
  • ২০১৭ - ভারতে পরোক্ষ কর পণ্য-পরিষেবা কর পদ্ধতি চালু হয়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

Tags:

১ জুলাই ঘটনাবলী১ জুলাই জন্ম১ জুলাই মৃত্যু১ জুলাই ছুটি ও অন্যান্য১ জুলাই বহিঃসংযোগ১ জুলাইঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

আলাউদ্দিন খিলজিরামমোহন রায়সৌরজগৎট্রাভিস হেডসিঙ্গাপুরদুরুদজায়েদ খান (বাংলাদেশী অভিনেতা)রাজ্যসভামানবজমিন (পত্রিকা)ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকুরআনপ্রাকৃতিক পরিবেশসিফিলিসপর্তুগিজ ভারতহরপ্পাঢাকা বিভাগভারতের স্বাধীনতা আন্দোলনব্রাহ্মণবাড়িয়া জেলামাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকারক্তশূন্যতানারায়ণগঞ্জ জেলা০ (সংখ্যা)বটধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরামৌলিক পদার্থের তালিকারাষ্ট্রবিজ্ঞানশিয়া ইসলামসেলজুক সাম্রাজ্যছোটগল্পমাইটোসিসবাল্যবিবাহবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়শাবনূরবেনজীর আহমেদন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাপৃথিবীঅভিস্রবণদিল্লী সালতানাতচট্টগ্রাম জেলাভোটকৃত্রিম বুদ্ধিমত্তাইসলামে যৌনতাণত্ব বিধান ও ষত্ব বিধানলালবাগের কেল্লাপুরুষে পুরুষে যৌনতাপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)দক্ষিণবঙ্গজান্নাতআসিয়ানগোপালগঞ্জ জেলাইন্দিরা গান্ধীআবু হানিফাক্রিয়েটিনিনপরমাণুপানিপথের যুদ্ধইসরায়েল–হামাস যুদ্ধসমাসবাংলাদেশের কোম্পানির তালিকাতাপ সঞ্চালনপহেলা বৈশাখপান (পাতা)শাহবাজ আহমেদ (ক্রিকেটার)কাতারশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়জাতিসংঘ নিরাপত্তা পরিষদজীবনানন্দ দাশদৈনিক ইত্তেফাকধানজয়নুল আবেদিনকিশোর কুমারচৈতন্যচরিতামৃতবাংলাদেশের সংবিধানসিন্ধু সভ্যতাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলগজলমুসাফিরের নামাজ🡆 More