সুরক্ষা নীতি

প্রশাসকবৃন্দ একটি পাতা সম্পাদনা, তৈরি, বা স্থানান্তরকে সুরক্ষিত করতে পারেন, এবং পূর্বে প্রদত্ত সুরক্ষা বাতিলও করতে পারেন। এই সুরক্ষা হতে পারে অসীমায়িত মেয়াদের জন্য কিংবা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য।

  • সম্পূর্ণ সুরক্ষিত দ্বারা শুধুমাত্র প্রশাসকবৃন্দ ছাড়া অন্য কাউকে সম্পাদনার অধিকার দেয় না। সম্পূর্ণ সুরক্ষিত মিডিয়া ফাইলও প্রশাসক ছাড়া অন্য কেউ অনুলেপন করতে পারেন না।
  • অর্ধ-সুরক্ষিত দ্বারা শুধুমাত্র অনিবন্ধিত ও স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত ও ব্যবহারকারীরা, যাদের অ্যাকাউন্টের মেয়াদ চার দিনের কম, তাঁরা সম্পাদনা করতে পারবেন না।
  • পাতা তৈরি সুরক্ষিত দ্বারা কোনো পাতা পুনরায় তৈরি করাকে সুরক্ষিত করা হয়। সাধারণত পাতা অপসারণের প্রস্তাবনায় কোনো পাতা অপসারণের পক্ষে রায় হলে, পরবর্তীতে ঐ পাতা পুনরায় তৈরি হওয়া ঠেকাতে এই সুরক্ষা ব্যবহৃত হয়।
  • স্থানান্তর সুরক্ষিত দ্বারা কোনো পাতা স্থানান্তর করাকে সুরক্ষিত করা হয়।
  • আপলোড সুরক্ষা দ্বারা কোনো আপলোডকৃত মিডিয়া ফাইল পুনরায় সম্পাদনা বা অনুলেপনকারী আপলোডকে বাধা দেওয়া হয়।

যে-কোনো প্রকার সুরক্ষণ বা সুরক্ষা প্রত্যাহরের অনুরোধ করা যাবে উইকিপিডিয়া:পাতা সুরক্ষার অনুরোধ পাতায়। সুরক্ষিত পাতার প্রযোজ্য ও আবশ্যকীয় পরিবর্তন সম্পর্কে ঐ পাতার আলাপ পাতায় পরার্শ প্রদান করা যাবে। যদি প্রস্তাবিত পরিবর্তনটি বিতর্কোদ্ধ হয় বা বিতর্কের মীমাংসা হয়, তবে তা গ্রহণ করা হবে।

অফিস পদক্ষেপ ছাড়া প্রশাসকগণ কোনো পাতা অসুরক্ষিত বা সুরক্ষার স্তর পরিবর্তন করতে পারেন, যদি সুরক্ষার শর্ত আর ঐ পাতার ক্ষেত্রে প্রযোজ্য না হয়, বা পাতাটি সুরক্ষা করে রাখার প্রয়োজনীয় মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, অথবা এমত মীমাংসায় উপনীত হওয়া গেছে যে পাতাটিকে সুরক্ষিত রাখার অধিকতর প্রয়োজন নেই। পাতা সুরক্ষার পদক্ষেপটি পরিস্কার নয় এমন ক্ষেত্রে যেই প্রশাসক পাতাটি সুরক্ষিত করেছেন তাঁর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। সুরক্ষিত এবং অসুরক্ষিত পাতার একটি লগ সংরক্ষিত আছে বিশেষ:Log/protect পাতায়।

সুরক্ষার প্রকারভেদ

সম্পূর্ণ সুরক্ষিত

সুরক্ষা নীতি 

একটি সম্পূর্ণ সুরক্ষিত পাতা কেবল প্রশাসকবৃন্দ সম্পাদনা করতে পারবেন। সুরক্ষণের মেয়াদ সীমায়িত হতে পারে, যেমন: ৭ বা ১৪ দিনের জন্য। অন্যদিকে সুরক্ষণের মেয়াদ অসীম হতে পারে। এ ধরনের সুরক্ষণের ক্ষেত্রে ‘সম্পাদনা’ বোতামটি ‘উৎস দেখুন’ বোতাম দ্বারা প্রতিস্থাপিত হয়। এর ফলে ব্যবহারকারীরা উৎস দেখতে ও অনুলিপি করতে পারেন, কিন্তু সম্পাদনা করতে পারেন না। প্রশাসকগণের অ্যাকাউন্টের ক্ষেত্রে ‘সম্পাদনা’ বোতামটি দেখা যায়, কিন্তু সম্পাদনা বাক্সটি লাল রংয়ে আসবে এবং এর ওপরে একটি সতর্কীকরণ বার্তা দৃশ্যমান হবে।

একটি পূর্ণ সুরক্ষিত পাতার কোনো পরিবর্তন সম্পর্কে অবহিত করার স্থান হলো পাতাটির আলাপ পাতা, বা অন্য কোনো প্রযোজ্য পাতা। সেখানে প্রস্তাবিত পরিবর্তনটির সপক্ষে ঐকমত্য প্রতিষ্ঠিত হলে, বা পরিবর্তনটি অবিতর্কিত হলে কোনো প্রশাসক পরিবর্তনটি সাধিত করবেন। কোনো পূর্ণ রক্ষিত পাতার পরিবর্তনের জন্য প্রশাসকের দৃষ্টি আকর্ষণের জন্য {{সম্পাদনার অনুরোধ}} টেমপ্লেটটি ঐ সুরক্ষিত পাতার আলাপ পাতায় ব্যবহার করুন, এবং পরিবর্তনটি উল্লেখ করুন।

সকল অনুরোধ উইকিপিডিয়া:পাতা সুরক্ষার অনুরোধ পাতায় করতে হবে।

বিষয়বস্তু সংঘাত

যে সকল পাতায় সম্পাদনা যুদ্ধ চলছে, সেসকল পাতায় অস্থায়ী সম্পূর্ণ সুরক্ষা পাতাটিতে সম্পাদনা করতে ইচ্ছুক পক্ষদ্বয়কে আলাপ পাতায় আলোচনায় আলোচনা করে ঐকমত্যের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিছু ব্যবহারকারীর সম্পাদনা যুদ্ধ বা কোনো নির্দিষ্ট ব্যবহারকারীর দ্বারা সংগঠিত সম্পাদনা যুদ্ধের ফলে ব্যবহারকারীকে বাধাদান করা হতে পারে। এর ফলে পাতা সুরক্ষা না করে অন্য ব্যবহারকারীদের স্বাভাবিক সম্পাদনার সুযোগ অবারিত রাখা হয়।

বিষয়বস্তু সংঘাতের ক্ষেত্রে প্রশাসকগণ সচরাচর বর্তমান সংস্করণটি সুরক্ষিত করেন। ব্যতিক্রম হয় তখনই যখন বর্তমান সংস্করণটি পরিস্কারভাবে উইকিপিডিয়ার নীতি ভঙ্গ করে, যেমন: ধ্বংসপ্রবণতা, কপিরাইট ভঙ্গন, বা জীবিত ব্যক্তির ভুল তথ্য প্রবেশ করানো হয়। যেহেতু কিছু ক্ষেত্রে বর্তমান সংস্করণ একটি প্রতিষ্ঠিত বা তথ্যবহুল সংস্করণের বিরূদ্ধে সংগঠিত সম্পাদিত সম্পাদনা যুদ্ধকে পুরস্কৃত করার মতো হতে পারে, তাই প্রশাসকগণ কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে সম্পাদনা বাতিল করে পূর্বের সংস্করণে ফেরত গিয়ে তা সুরক্ষিত করতে পারেন। যেসকল পাতাগুলো বিষয়বস্তু সংঘাতের কারণে সুরক্ষিত, সেসকল পাতায় সম্পাদনা অবশ্যই অবিতর্কিত ও পরিস্কার ঐকমত্যের ভিত্তিতে হতে হবে।

বিষয়বস্তু সংঘাতে যদি কোনো প্রশাসক জড়িয়ে পড়েন, তবে তাঁর নিজেই পাতা সুরক্ষিত বা অসুরক্ষিত করা উচিত নয়।

ধ্বংসপ্রবণতা

সম্পূর্ণ সুরক্ষা প্রয়োগ করা উইকিপিডিয়ার আচরণের বিরূদ্ধে। একটি বড় সময়ের জন্য সম্পূর্ণ সুরক্ষা প্রযোজ্য হয় হাতেগোণা কিছু ক্ষেত্রে, যখন যখন স্বয়ংক্রিয়ভাবে তৈরি অনেকগুলো অ্যাকাউন্ট কোনো পাতায় বারংবার ধারাবাহিকভাবে ধ্বংসপ্রবণ সম্পাদনা চালাতে থাকে। বারংবার ধ্বংসপ্রবণতার সম্ভাবনা আছে, বা অনেকবার প্রদর্শিত একটি নিবন্ধের ক্ষেত্রে ভবিষ্যতের ধ্বংসপ্রবণতা এড়াতে খুব কমই সম্পূর্ণ সুরক্ষা প্রযোজ্য হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেখানে অর্ধ-সুরক্ষা প্রযোজ্য হয়। যেমন: বাংলাদেশ নিবন্ধটি, এই নিবন্ধটিতে বারংবার বড় আকারের ধ্বংসপ্রবণ সম্পাদনা করার কারণে অর্ধ-সুরক্ষিত করা হয়েছে।

অর্ধ-সুরক্ষিত

সুরক্ষা নীতি 

অর্ধ-সুরক্ষা অ-নিবন্ধিত ব্যবহারকারীদের (আইপি ঠিকানা), সেইসাথে সেই সব অ্যাকাউন্ট যা স্বয়ংনিশ্চিতকৃত নয় (অন্তত চার দিন বয়সী এবং উইকিপিডিয়ায় কমপক্ষে দশটি সম্পাদনা করেছে এমন) বা নিশ্চিতকৃত নয় এমন অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীদের পাতা সম্পাদনা করা থেকে বাধা প্রদান করে।

সৃষ্টি থেকে সুরক্ষা

সুরক্ষা নীতি 

প্রশাসকরা সুরক্ষা ইন্টারফেসের মাধ্যমে কোন পাতা তৈরি করা রোধ করতে পারে। মুছে ফেলা হয়েছে কিন্তু বারবার তৈরি করা হচ্ছে এমন নিম্নমানের নিবন্ধ সৃষ্টি করা রোধ করার জন্য এটি উপকারী।

এমন পাতাগুলোর একটি তালিকা বিশেষ:সুরক্ষিত_শিরোনাম পাতায় পাওয়া যাবে।

স্থানান্তর সুরক্ষিত

সুরক্ষা নীতি 

স্থানান্তর সুরক্ষিত পৃষ্ঠাগুলি, বা আরো কারিগরিভাবে, সম্পূর্ণ স্থানান্তর-সুরক্ষিত পৃষ্ঠাগুলি, প্রশাসক ব্যতীত অন্য কারো দ্বারা নতুন শিরোনামে স্থানান্তর করা যাবে না। স্থানান্তর সুরক্ষা সাধারণত নিম্নলিখিত কারণে প্রয়োগ করা হয়:

  • পাতা-স্থানান্তর ধ্বংসপ্রবণতা
  • পাতার নাম নিয়ে বিরোধ
  • অত্যন্ত দৃশ্যমান পাতা যা স্থানান্তর করার কোন কারণ নেই, যেমন উইকিপিডিয়া:আলোচনাসভা

সমস্ত চিত্র পরোক্ষভাবে স্থানান্তর-সুরক্ষিত হয়; শুধুমাত্র ফাইল স্থানান্তরকারী এবং প্রশাসকরা চিত্রের পাতা স্থানান্তর করতে পারেন।

আরও দেখুন

Tags:

সুরক্ষা নীতি সুরক্ষার প্রকারভেদসুরক্ষা নীতি আরও দেখুনসুরক্ষা নীতিউইকিপিডিয়া:প্রশাসকবৃন্দ

🔥 Trending searches on Wiki বাংলা:

ল্যাপটপইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিপ্রোফেসর শঙ্কুভারতের রাষ্ট্রপতিমুহাম্মাদের নেতৃত্বে যুদ্ধের তালিকামধুমতি এক্সপ্রেসমরিয়ম বিনতে ইমরানতাজউদ্দীন আহমদ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগতাহাজ্জুদবিতর নামাজকলমজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)হায়দ্রাবাদপিনাকী ভট্টাচার্যবাংলা ভাষা আন্দোলনমানব দেহগাঁজা (মাদক)বেগম রোকেয়াসন্ধিক্রিস্তিয়ানো রোনালদোআলাউদ্দিন খিলজিসিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ডসমূহখেজুরপাল সাম্রাজ্যতেজস্ক্রিয়তাটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাপিংক ফ্লয়েডশবনম বুবলিকামরুল হাসানউমর ইবনুল খাত্তাবমহাভারতবঙ্গবন্ধু সেতুআওরঙ্গজেবঅমর্ত্য সেনবীর শ্রেষ্ঠরাগ (সংগীত)শাহ জাহানব্রাহ্মসমাজচেক প্রজাতন্ত্রপিঁয়াজশান্তিনিকেতন২০২৬ ফিফা বিশ্বকাপবৈজ্ঞানিক পদ্ধতিবেদে জনগোষ্ঠীহিন্দুধর্মের ইতিহাসপিরামিডমাইটোকন্ড্রিয়ামিয়া খলিফাচাকমা২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগভালোবাসামহেন্দ্র সিং ধোনিপরমাণুমীর মশাররফ হোসেনইসরায়েলমূলদ সংখ্যাসাঁওতালবাংলাদেশের প্রধানমন্ত্রীনিউটনের গতিসূত্রসমূহবন্ধুত্বজীবনবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২সূরা নাসরদোলযাত্রাসমকামিতাভূমি পরিমাপবর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাইসলামমশাকাজী নজরুল ইসলামওয়ার্ল্ড ওয়াইড ওয়েবরংপুর বিভাগদ্বৈত শাসন ব্যবস্থা🡆 More