নীতিমালা ও নির্দেশাবলী

উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী উইকিপিডিয়ার সম্প্রদায়ের দ্বারা বিকশিত করা হয় যেখানে সর্বোত্তম অনুশীলন (best practice) বর্ণনা করা,নীতিমালা পরিস্কার করে বুঝিয়ে বলা, দ্বন্দ্ব বা সংঘাত নিরসন করা, এছাড়াও যা আমাদের আশু উদ্দেশ্য যাতে আমরা নির্ভরযোগ্য উন্মুক্ত বিশ্বকোষ তৈরি করতে পারি। যদিও উইকিপিডিয়াতে কোনো বাধা ধরা নিয়ম প্রয়োগ করা হয় না, নীতিমালা ও নির্দেশাবলীর পাতাগুলিতে পরিচিত সর্বোত্তম অনুশীলন (best-known practices) ও মুলনীতি-নিয়ম বর্ণনা করা থাকে। নীতিমালা মানদন্ডসমূহ বর্ণনা করে (সাধারণ জ্ঞানের সীমার মধ্যে) যেসমস্ত ব্যবহারকারীর সাধারণভাবে অনুসরণ করা উচিত এবং সেই কাজ করতে নির্দেশাবলী দ্বারা বোঝানো হয়ে থাকে যা এখানের সর্বোত্তম অনুশীলন। প্রধান বা মৌলিক নীতির (key principles) একটি ব্যবহারযোগ্য সারাংশ উইকিপিডিয়ার পঞ্চস্তম্ভে পাওয়া যেতে পারে।

নীতিমালা ও নির্দেশাবলীর পাতাগুলি অন্য যেকোনো অন্যান্য উইকিপিডিয়া পাতার মত সম্পাদনা করা যেতে পারে কিন্তু সেই সম্পাদনা সর্বোত্তম অনুশীলন (best-known practices)-এর সূচিত করা উচিত, বিশেষভাবে নীতিমালার পাতা সম্পাদনা করার আগে আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে সেই পরিবর্তন করা উচিত।

এই নীতিমালার পাতাটিতে নীতিমালা ও নির্দেশাবলীর পাতাগুলির সংস্থার সম্প্রদায়ের মানদন্ডসমূহ, জীবন চক্র, রক্ষণাবেক্ষণ এবং অনুগত্য উল্লেখ করা থাকে।

উৎপত্তি

উইকিপিডিয়া অলাভজনক উইকিমিডিয়া ফাউন্ডেশনের দ্বারা পরিচালনা করা হয়। ফাউন্ডেশন কিছু নিশ্চিত আইনি অধিকার সংরক্ষণ করে। (সেই নীতিমালার তালিকার জন্য এখানে দেখুন)। আরও দেখুন জিমি ওয়েলসের ভূমিকা। তা সত্ত্বেও সাধারণ কর্মপন্থায়, স্বাভাবিক ক্রিয়াকর্ম অনুসারে, উইকিপিডিয়া তার সম্প্রদায় দ্বারা চালিত একটি স্ব-শাসিত প্রকল্প। উইকিপিডিয়ার নীতিমালা এবং নির্দেশাবলীতে সম্প্রদায়ের ঐক্যমত প্রতিফলন হয়।

উইকিপিডিয়া:পঞ্চস্তম্ভ পাতাতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মূলতত্ত্ব সারসংকলিত আছে যার উপর ভিত্তি করেই নীতিমালা ও নির্দেশাবলীর পাতা তৈরি করা হয়েছে। (আরও একটি একই ধরণের পাতা আছে যা উইকিমিডিয়া প্রকল্পের জন্য নীতি এবং প্রাতিষ্ঠানিক নীতির জিমি ওয়েলসের বক্তব্য অন্তর্ভুক্ত করে)।

ভূমিকা

নীতিমালা সকল ব্যবহারকারীর কাছেই সমানভাবে গ্রহণযোগ্য এবং এটি বিভিন্ন মানদন্ড নির্দেশ করে যা সাধারণভাবে ব্যবহারকারীদের মেনে চলা উচিৎ। এদের প্রায়ই উইকিপিডিয়ার পাঁচটি স্তম্ভের সাথে সম্পর্কিত করা হয়। বিষয়শ্রেণী:উইকিপিডিয়া নীতিমালা-তে নীতিমালার সব পাতাগুলো পাওয়া যাবে; আরো দেখুন নীতিমালাগুলির তালিকা।

সংলগ্নতা

নীতিমালা ও নির্দেশাবলীসমূহের ব্যাখ্যা এবং প্রয়োগের জন্য আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করুন; তবে মাঝে মাঝে এসব নিয়মের সাময়িক ব্যতিক্রম হতে পারে। অন্যদিকে, কেউ কোন নীতিমালার চেতনার পরিপন্থী কাজ করলে সে জন্য তাকে তিরস্কার করা হতে পারে, যদি টেকনিক্যালি কোন নিয়ম ভাঙ্গা না হয় তাহলেও।

কোন নীতিমালা বা নির্দেশনা একটি ভাল প্রথার সঠিক সংজ্ঞায়ন কিনা তা নির্ধারিত হয় সম্প্রদায়ের ঐক্যমতের দ্বারা। কোন নীতিমালা বা নির্দেশনার পাতায় (বিশেষকরে নীতিমালার ক্ষেত্রে) বড় ধরনের কোন পরিবর্তণ করতে হলে প্রথমে এ নিয়ে আলাপ পাতায় আলোচনা হয়, তবে সরাসরিও সম্পাদনা করা গ্রহণযোগ্য যদি তা বড়কোন পরিবর্তণ না হয়।

আলাপ পাতাগুলোতে এবং সম্পাদনার সারাংশে নীতিমালা এবং নির্দেশনাবলীর উল্লেখ করতে প্রায়শঃই শর্টকাট ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপঃ WP:NOR, WP:NPOV, এবং WP:LIVE। এধরণের সর্টকাট অনেক সময় অন্যান্য প্রকল্প পাতায়ও ব্যবহার করা হয়। কোন পাতায় একটি সর্টকার্ট থাকার মানে এই নয় যে পাতাটি নীতিমালা বা নির্দেশনা সম্পর্কিত।

বলবৎকরণ

উইকিপিডিয়াতে কার্যকরীকরণ বা বলবৎকরণ অন্যান্য সামাজিক যোগাযোগের মতোই। যদি একজন সম্পাদক সম্প্রদায়ের নীতিমালা ও নির্দেশাবলী-বর্ণিত মানদন্ডের ব্যতয় করেন, অন্যান্য সম্পাদকেরা তাকে গ্রহণযোগ্য আচরিক মানদণ্ড দৃঢ়ভাবে মেনে চলার ব্যাপারে বোঝাতে পারেন, এবং বারবার বারবার তাকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনে, প্রশাসক কিংবা স্ট্যুয়ার্ডের কঠোর পন্থা অবলম্বন করতে পারেন। নিয়মনীতি সংক্রান্ত পাতার ক্ষেত্রে, নিরপেক্ষতার সাথে, খুব দ্রুততার সাথে, এবং প্রয়োজনে বলপ্রয়োগের আশ্রয় নিয়ে সমাধানের চেষ্টা করা হয়। এটা আসলে অসম্ভব নয় যে, আপনি হয়তো এমন কিছু আবিষ্কার করে ফেললেন, যা এত বছর থেকে সম্মিলিত প্রজ্ঞায়ও আবিষ্কৃত হয়নি, তখন তার অন্তর্ভুক্তির ব্যাপারে আপনাকে খুব দ্রুততার সাথে আলোচনা চালিয়ে যেতে হবে যে, আপনি নীতিমালা পাতার ঐক্যমত্যের বিরুদ্ধ নন। এর মানে, [আপনিসমেত] প্রত্যেক সম্পাদক নীতিমালা এবং নিয়মাবলী কার্যকর করেন, প্রয়োগ করেন।


কোনো ক্ষেত্রে যদি পরিষ্কার বোঝা যায় যে, ব্যবহারকারী নীতিমালা-বিরুদ্ধ কাজ করছেন (অথবা কোনো নিয়মের ব্যতয় করছেন, যা নীতিমালার সাথে সাংঘর্ষিক), বিশেষ করে যদি সেগুলো যদি পূণঃ পূণঃ ঘটে এবং ইচ্ছাপ্রণোদিতভাবে ঘটে, তাহলে একজন প্রশাসক সেই ব্যবহারকারীকে সাময়িকভাবে কিংবা অনির্দিষ্টকালের জন্য সম্পাদনা থেকে বাধা প্রদান করতে পারেন।

বিষয়বস্তু

নীতিমালা ও নির্দেশাবলী সম্বলিত পৃষ্ঠাগুলো হওয়া উচিৎঃ

বিশ্বকোষ বহির্ভূত অংশ

উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় নিবন্ধ সম্পর্কিত অনেক নীতিমালা ও নির্দেশাবলী রয়েছে। যেমনঃ যাচাইযোগ্যতা, নিরপেক্ষতা, জীবিত ব্যক্তির প্রতি শ্রদ্ধা এবং আরও অনেক। এই সকল নীতিমালা, নির্দেশাবলী এবং প্রক্রিয়াসমূহ বিশ্বকোষীয় নিবন্ধের অংশ নয়। ফলে এই নীতিমালাসমূহের জন্য উইকির বিশ্বকোষীয় নিবন্ধের মানদন্ড বজায় রাখা জরুরী নয়। এ সকল নীতিমালার জন্য নির্ভরযোগ্য উৎস, যাচাইযোগ্যতা বা নিরপেক্ষতার মত নির্দেশাবলী মেনে চলার প্রয়োজন নেই। এই সকল নীতিমালা সংক্রান্ত পাতা সমূহের যেকোন পরিবর্তন বা নতুন নীতি প্রচলন উইকিপিডিয়ান সম্পদায়ের ঐক্যমতের ভিত্তিতে করা হবে।

নীতিমালাসমূহের জীবনচক্র

অধিকাংশ প্রতিষ্ঠিত নীতিমালা এবং নির্দেশাবলী উইকিপিডিয়ার প্রতিষ্ঠাকালীন নীতিমালাসমূহের সাথে সম্পর্কিত। অন্যান্যগুলি বিভিন্ন সমস্যা এবং বিতর্কিত সম্পাদনার সমাধানকল্পে তৈরী হয়েছে। খুব কম ক্ষেত্রেই নীতিমালা পাতাসমূহ অতীতের উদাহরণ বা নজির ছাড়া প্রতিষ্ঠিত হয়েছে, এবং এগুলো সবসময়ই সম্প্রদায়ের সমর্থনের উপর ভিত্তি করে করা হয়েছে। নতুন নীতিমালা প্রস্তাবনা, প্রবন্ধ বা নির্দেশিকার প্রচার, এবং বিদ্যমান নীতির পুনর্গঠনের মধ্যদিয়ে নতুন নীতিমালাসমূহ প্রতিষ্ঠা হতে পারে। সাম্প্রতিক নীতিমালা প্রস্তাবনাসমূহ এই পাতায় এবং অগৃহীত প্রস্তাবনাসমূহ এই পাতায় পাওয়া যেতে পারে।

প্রস্তাব

প্রস্তাবের জন্য ভাল অভ্যাস

মন্তব্যের অনুরোধ সাধারনত প্রাসঙ্গিক আলাপ পাতায় একটি নতুন অনুচ্ছেদের মাধ্যমে করা যায় এবং প্রস্তাবটিকে একটি নীতিমালা বা নির্দেশাবলীতে উন্নীত করার জন্য কারনসহ {{rfctag|policy}} ট্যাগটি লাগানো যেতে পারে। একটি প্রস্তাব সংশোধনী সংশ্লিষ্ট আলাপ পাতায় আলোচনা হওয়া উচিত (নতুন কোন পৃষ্ঠায় নয়) কিন্তু প্রস্তাবনাটি উন্নয়নের জন্য সকল ধরনের সম্পাদনা সাধারনত গ্রহনযোগ্য। {{proposed}} ট্যাগটি নির্দিষ্ট ক্ষেত্রে নিবন্ধের সবার উপরে লাগানো উচিত যাতে উক্ত বিষয়ে আগ্রহী দলের নজরে আসে। নীতিমালা প্রস্তাবনা প্রশাসকদের আলোচনাসভাতে প্রারম্ভিক ফিডব্যাক পেতে পারে।

যে দলের মতামত গ্রহণ প্রয়োজন সেই দলের তালিকা করা ভাল উদ্যোগ হতে পারে। যদি প্রস্তাবনার উদ্দেশ্য বিশেষ কোন বিষয়বস্তু হয়ে থাকে তবে তার সম্পর্কিত উইকিপ্রকল্প পাওয়া যাবে এখানে উইকিপিডিয়া:উইকিপ্রকল্প পরিষদ/নির্দেশিকা। উদাহরণসরূপ, প্রস্তাবিত স্টাইল নীতিমালা এখানে ঘোষনা করা উচিত Wikipedia:WikiProject Manual of Style। প্রস্তাবনাটি যদি বর্তমানে প্রচলিত কোন নীতিমালা বা নির্দেশবলী সম্পর্কিত হয় তবে সংশ্লিষ্ট নীতিমালা বা নির্দেশাবলির আলাপ পাতায় একটি নোট রাখা যেতে পারে। উদাহরণসরূপ, প্রস্তাবিত স্টাইলের নির্দেশাবলি সংক্রান্ত মতামত এখানে প্রকাশ করা উচিত Wikipedia:Manual of Style। নীতিমালা সংক্রান্ত প্রস্তাবনা আপনি এখানে জানাতে পারেন Wikipedia:Village pump (policy)। নির্দেশাবলি বা নীতিমালার উপবিষয়শ্রেণী চিহ্নিত করুন এখানে ({tl|subcat guideline}})

সম্পাদকেরা প্রস্তাবনার সাড়া এমনভাবে দিতে পারেন যাতে তা ঐক্যমতে পৌছাতে সাহায্য করে। আপনার মতামত ব্যাখ্যা করুন, প্রশ্ন করুন এবং যে কোন সমস্যার কথা জানান, যে কোন দৃষ্টিভঙ্গি গ্রহনযোগ্য। অনেক ব্যবহারকারি তাদের মতামত জানানোর শুরুতে তাদের ভোট কোন পক্ষে তা বোল্ড করে জানান যাতে বুঝতে সুবিধা হয়। মতামত জানানোর পর অবশ্যই সাইন করা ভাল অভ্যাস।

কোন আলাপ বন্ধ করতে হলে মতামতের সতর্ক যাচাই প্রয়োজন। এতে প্রশাসকদের অন্তর্ভুক্ত করতে হবে এমন কথা নেই, কিন্তু অভিজ্ঞ সম্পাদকের (স্বাধীন এবং নিরপেক্ষ) হস্তক্ষেপ কাম্য যিনি প্রস্তাবনা সংশ্লিষ্ট সকল নীতিমাল এবং নির্দেশাবলি সম্পর্কে ওয়াকিবহাল। নিম্নোক্ত বিষয়গুলো মতামত যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ন:

আলোচনাকে উন্নিত, মতামত নেই, অথবা অকৃতকার্য হিসেবে চিহ্ণিত করা যাবে। যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তার জন্য একটি নোট রেখে দিতে পারেন। প্রস্তাবনাটিকে সিদ্ধান্তের ভিত্তিতে আপডেট করুন। {{Proposed}} প্রস্তাবনা টেমপ্লেট সরিয়ে ফেলুন এবং সঠিক অন্য একটি টেমপ্লেট দিন যেমন {{Subcat guideline}}, {{Policy}}, {{Essay}}, {{How-to}}, অথবা {{Failed}}

যদি প্রস্তাবনাটি অকৃতকার্য হয় তবে অকৃতকার্য ট্যাগটি সাধারণত সরানো হয় না। কোন অকৃতকার্য প্রস্তাবনাকে পুনরায় বিবেচনার জন্য পুনলিখন করাটা বেশি কার্যকর প্রস্তাবনাটি পুনমনোনয়ন দেয়ার থেকে।

পদাবনতি

একটি গৃহীত নীতিমালা বা নির্দেশাবলী অকার্যকর হয়ে উঠতে পারে যখন সম্পাদনার প্রয়োগ বা সম্প্রদায়ের মানের প্রশ্ন আসে অথবা অনাবশ্যক হয়ে উঠতে পারে অন্য পাতাগুলোর উন্নতির কারনে অথবা সেগুলো অন্যায্য নির্দেশনার ধীরতা প্রতিফলন করতে পারে। এ সমস্ত ক্ষেত্রে সম্পাদকরা ঐ নীতিমালা বা নির্দেশাবলীকে পদাবনতি করে ঐতিহাসিক পাতায় যোগ করতে পারেন।

পদাবনতির প্রক্রিয়া পদোন্নতির মতই। একটি আলোচনা পাতা শুরু করা হয় বিষয়টি সম্পর্কে সেজন্য এই টেমপ্লেটটি {{underdiscussion|status|Discussion Title}} যোগ করা হয় প্রকল্প পাতা, সম্প্রদায়ের দৃষ্টিতে আসে এমন স্থানে। একটি বিবেচ্য সময় দেয়া হয় মন্তব্য করার জন্য এবং তারপর তা বন্ধ করে, পর্যালোচনা করেন।

একটি {{disputedtag}} টেমপ্লেট ব্যবহার করা হয় {{underdiscussion}} ট্যাগের পরিবর্তে যার দ্বারা কোন পাতাকে চিহ্ণিত করা হয় যদি পাতাটির সঠিক বা পর্যাপ্ত মতামত স্থাপন করা না হয়।

সামগ্রী পরিবর্তন

আলাপ পৃষ্ঠায় আলোচনা সাধারণত, কিন্তু অগত্যা নয়, নীতিতে সারগর্ভ পরিবর্তনের আগে। যদি কোন আপত্তি না থাকে, অথবা আলোচনায় দেখা যায় যে পরিবর্তনের জন্য ঐকমত্য আছে তাহলে পরিবর্তন করা যেতে পারে।সাহসী সম্পাদকদের নীতি এবং নির্দেশিকা পৃষ্ঠাগুলো WP:1RR বা WP:0RR মানগুলো অনুসরণ করার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করা হচ্ছে৷ বিন্যাস, ব্যাকরণ এবং স্বচ্ছতার উন্নতির জন্য ছোটখাটো সম্পাদনা যেকোনো সময় করা যেতে পারে।

যদি আলোচনার ফলাফল অস্পষ্ট হয়, তাহলে প্রস্তাবের প্রক্রিয়ার মতো এটি একজন প্রশাসক বা অন্য স্বাধীন সম্পাদকের দ্বারা মূল্যায়ন করা উচিত। প্রধান পরিবর্তনগুলোও সাধারণভাবে সম্প্রদায়ের কাছে প্রচার করা উচিত; প্রস্তাব প্রক্রিয়ার অনুরূপ ঘোষণা উপযুক্ত হতে পারে।

যদি একটি প্রস্তাবিত পরিবর্তনের উপর বিস্তৃত নিবেশ আকাঙ্ক্ষিত হয়, তাহলে ট্যাগ সহ বিভাগটি চিহ্নিত করা কার্যকর হতে পারে{{underdiscussion|section|talk=আলোচনার শিরোনাম}}। (যদি প্রস্তাবটি একটি একক বক্তব্যের সাথে সম্পর্কিত হয়, ব্যবহার করুন {{underdiscussion-inline|আলোচনার শিরোনাম}} অবিলম্বে এটার পরে।)

একটি সক্রিয় আলোচনায় আপনার নিজের যুক্তি সমর্থন করার জন্য একটি নীতি সম্পাদনা হিসাবে দেখা যেতে পারে ব্যবস্থার সাথে খেলা করা, যদি আপনি সম্পাদনা করার সময় যুক্তিতে আপনার সম্পৃক্ততা প্রকাশ না করেন।

বাস্তব পরিবর্তন

প্রথমে আলোচনা করুন। নীতিমালায় বাস্তব পরিবর্তন আনার পূর্বে সাধারনত আলাপ পাতায় আলোচনা করা হয়ে থাকে। পরিবর্তন তখনই করা যায় যখন সংশ্লিষ্ঠ বিষয়ে কোন আপত্তি না থাকে বা আলোচনার ফলাফল দেখে মনে হয় পরিবর্তনের বিষয়টি একটি ঐক্যমত্যে পৌছেঁছে। এছাড়া ছোট কোন পরিবর্তন যেমন, ফরমেট উন্নতকরন, ব্যাকরন ও স্পষ্টতা ইত্যাদি যে কোন সময় করা যেতে পারে।

আলোচনার ফলাফল যদি অস্পষ্ট হয়, তাহলে এটি প্রস্তাব প্রক্রিয়ায় হিসেবে, একজন প্রশাসক বা অন্য কোন স্বতন্ত্র সম্পাদক দ্বারা মূল্যায়ন করা উচিত। বড় ধরনের কোন পরিবর্তন আনার পূর্বে সম্প্রদায়ের মধ্যে এটি প্রচার করা উচিত; প্রস্তাব প্রক্রিয়ার অনুরূপ ঘোষণা উপযুক্ত হতে পারে।

যদি পরিবর্তনের প্রস্তাবনায় ব্যপকতর মন্তব্য আকাক্ষিত থাকে তাহলে, অনুচ্ছেদটি {{underdiscussion|section|talk=Discussion Title}} ট্যাগের মাধ্যমে মার্ক করলে ভল হয়। (যদি প্রস্তাবনাটি একটি একক স্টেটমেন্ট সম্পর্কিত হয় তাহলে ট্যাগটির পরেই {{underdiscussion-inline|Discussion Title}} ব্যবহার করুন।)

অথবা সাহসী হোন। পুরাতন কিন্তু একটি বৈধ প্রক্রিয়া হলো সাহস করে পাতাটি সম্পাদনা করুন। নীতি এবং নির্দেশিকা পৃষ্ঠাগুলো সাহসী সম্পাদকদেরকে WP:1RR বা WP:0RR মান অনুসরণ করার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করে। যদিও বেশিরভাগ সম্পাদক আগাম আলোচনা খুঁজে পান, বিশেষ করে সু-উন্নত পৃষ্ঠাগুলোতে,যা খুব সহায়ক, এই পৃষ্ঠাগুলো সরাসরি সম্পাদনা করা উইকিপিডিয়ার নীতি দ্বারা অনুমোদিত। ফলস্বরূপ, শুধুমাত্র এই কারণে যে পরিবর্তনটি করার আগে ঐকমত্য নির্দেশ করে এমন কোনো আনুষ্ঠানিক আলোচনা ছিল না বলে আপনার কোনো পরিবর্তন অপসারণ করা উচিত হবেনা। পরিবর্তে, আপনার এটিকে চ্যালেঞ্জ করার জন্য একটি সারগর্ভ কারণ দেওয়া উচিত এবং যদি একটি ইতিমধ্যে শুরু না হয়ে থাকে তাহলে সম্প্রদায়ের বর্তমান মতামত সনাক্ত করতে একটি আলোচনা শুরু করুন।

একটি সক্রিয় আলোচনায় আপনার নিজের যুক্তি সমর্থন করার জন্য একটি নীতি সম্পাদনা করাকে ব্যবস্থার সাথে খেলা করা হিসাবে দেখা যেতে পারে, বিশেষ করে যদি আপনি সম্পাদনা করার সময় যুক্তিতে আপনার সম্পৃক্ততা প্রকাশ না করেন।

আরো দেখুন

টিকা

Tags:

নীতিমালা ও নির্দেশাবলী উৎপত্তিনীতিমালা ও নির্দেশাবলী ভূমিকানীতিমালা ও নির্দেশাবলী সংলগ্নতানীতিমালা ও নির্দেশাবলী বলবৎকরণনীতিমালা ও নির্দেশাবলী বিষয়বস্তুনীতিমালা ও নির্দেশাবলী বিশ্বকোষ বহির্ভূত অংশনীতিমালা ও নির্দেশাবলী নীতিমালাসমূহের জীবনচক্রনীতিমালা ও নির্দেশাবলী আরো দেখুননীতিমালা ও নির্দেশাবলী টিকানীতিমালা ও নির্দেশাবলী

🔥 Trending searches on Wiki বাংলা:

চাকমাকারিনা কাপুরআবু বকরঅসমীয়া ভাষাসূর্যগ্রহণসজনেপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪সিলেটরবীন্দ্রনাথ ঠাকুরছয় দফা আন্দোলনধর্মযোনিলেহননরসিংদী জেলাগণেশনাটকভারত বিভাজনকানাডাওঁমানব দেহঅস্ট্রেলিয়াআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশফিলিস্তিনের ইতিহাসভৌগোলিক নির্দেশকএস এম শফিউদ্দিন আহমেদআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলআল্লাহদেশ অনুযায়ী ইসলামবাংলাদেশ সেনাবাহিনীর পদবিরামকৃষ্ণ পরমহংসজরায়ুতেভাগা আন্দোলনমুহাম্মাদের স্ত্রীগণরক্তের গ্রুপকুষ্টিয়া জেলাসিরাজগঞ্জ জেলাব্রাজিলচাঁদপুর জেলামৃত্যু পরবর্তী জীবনপথের পাঁচালীসালাহুদ্দিন আইয়ুবিভারতের রাষ্ট্রপতিদের তালিকানামাজের সময়সমূহওঁ নমঃ শিবায়ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহহানাফী (মাযহাব)গুগলশ্রীলঙ্কাশোলাকিয়া ঈদগাহ ময়দানমিয়ানমারমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাউয়েফা চ্যাম্পিয়নস লিগযৌনাসনরক্তকাশিগিমাবাংলা লিপিফরাসি বিপ্লবতক্ষকস্বপ্নপুরী (বিনোদন উদ্যান)আবদুল হামিদ খান ভাসানীকুয়েতক্যামেরাপৃথিবীর বায়ুমণ্ডলবাংলা সংখ্যা পদ্ধতিদিয়া মির্জাসন্ধ্যা রায়লা লিগারমনা বটমূলে গ্রেনেড বিস্ফোরণবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলকৃত্রিম বুদ্ধিমত্তাপশ্চিমবঙ্গের জেলায়মৌসুমীরাজস্থান রয়্যালসসৌদি আরবের ইতিহাসবাংলাদেশের ইতিহাসরঙের তালিকাবেল (ফল)🡆 More