আশারায়ে মুবাশশারা

আরবি আশারা শব্দের অর্থ দশ। আর মুবাশশারা অর্থ সুসংবাদপ্রাপ্ত। অতএব, আশারায়ে মুবাশশারা অর্থ সুসংবাদপ্রাপ্ত দশজন। ইসলামি পরিভাষায়, আশারায়ে মুবাশশারা বলতে বোঝায় হযরত মুহাম্মাদ (সাঃ) এর দশজন সাহাবীকে হাদিস অনুযায়ী যারা জীবদ্দশায় জান্নাতের প্রতিশ্রুতি পেয়েছিলেন।

তাঁদের নাম যথাক্রমে-

ঘটনা

হিজরী দশম সালে মদিনায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ফলে বহুলোক অনাহারে ও অর্ধাহারে দিনাতিপাত করছিল। কোনোদিক থেকে সাহায্য-সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমদানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল না। এমনি এক দিন মহানবি হযরত মুহাম্মাদ (সাঃ) মদিনা মসজিদে খুতবা দান করছিলেন। এমন সময় হঠাৎ সংবাদ এল যে, শামদেশ থেকে প্রচুর খাদ্য সামগ্রী নিয়ে একদল বণিক মদীনায় আগমন করছে। তখন সব সাহাবা-এ-কিরাম বণিক দলের নিকট গমন করে। কেবলমাত্র দশজন সাহাবা তথায় গমন না করে মনোযোগ সহকারে মুহাম্মাদের এর খুতবা শ্রবণে নিমগ্ন রইলেন। হযরত মুহাম্মাদ (সাঃ) তাদের প্রতি সন্তুষ্ট হয়ে একে একে তাঁদের নাম উল্লেখ করে তাদেরকে জান্নাতবাসী বলে ঘোষণা করেন।

হাদিস

সাঈদ ইবনে যায়িদ বর্ণনা করেন:
আব্দুর রহমান ইবনুল আকনাস বলেন, যে তিনি যখন মসজিদে প্রবেশ করেন তখন একজন ব্যক্তি আলীকে সালাম দেন। তখন সাঈদ ইবনে যায়িদ দাড়িয়ে গেলেন এবং বলেন আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহর নবীকে বলতে শুনেছি যে: দশ জন লোক জান্নাতে যাবে: আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি: যুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, আবদুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আমি কি দশম ব্যক্তির নাম বলব। লোকেরা বলল:কে সে ? তিনি নীরব থাকলেন। লোকেরা আবার বলল : কে সে ? তিনি বললেন:সে হলো সাঈদ ইবনে যায়িদ.

আবদুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন:
আল্লাহর নবী বলেন: "আল্লাহর নবীকে বলতে শুনেছি যে: দশ জন লোক জান্নাতে যাবে: আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলি জান্নাতি, তালহা জান্নাতি: যুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, আবদুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি,সাঈদ ইবনে যায়িদ জান্নাতি, এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি।

শিয়া দৃষ্টিতে

শিয়ারা এই হাদিস পুরাপুরি প্রত্যাখ্যান করেছে। তাদের মতে এইরকম কোনো হাদিস মুহাম্মদ-কর্তৃক উদ্ধৃত হয় নি।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

আশারায়ে মুবাশশারা ঘটনাআশারায়ে মুবাশশারা হাদিসআশারায়ে মুবাশশারা শিয়া দৃষ্টিতেআশারায়ে মুবাশশারা তথ্যসূত্রআশারায়ে মুবাশশারা বহিঃসংযোগআশারায়ে মুবাশশারাজান্নাতমুহাম্মাদসাহাবীহাদিস

🔥 Trending searches on Wiki বাংলা:

উসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকারাজনীতিবিসমিল্লাহির রাহমানির রাহিমশীলা আহমেদযুদ্ধকালীন যৌন সহিংসতাপ্রধান পাতাকারকবাংলাদেশের কোম্পানির তালিকাজোট-নিরপেক্ষ আন্দোলনবাংলাদেশের ইউনিয়নঈমানভাইরাসপেশামুহাম্মাদের নেতৃত্বে যুদ্ধের তালিকামসজিদে হারামব্রাহ্মসমাজমতিউর রহমান নিজামীতৃণমূল কংগ্রেসদোলযাত্রানীল বিদ্রোহমুখমৈথুনবাংলাদেশমাহরামনিউমোনিয়াজালাল উদ্দিন মুহাম্মদ রুমিথ্যালাসেমিয়াবাংলাদেশ রেলওয়েশ্রীলঙ্কাবাংলাদেশের জেলাধর্মমরিয়ম বিনতে ইমরানহজ্জসিকিমটাইফয়েড জ্বরখেজুরফজলুর রহমান (কিশোরগঞ্জের রাজনীতিবিদ)সেনেগাল২০২৬ ফিফা বিশ্বকাপবাংলা লিপিবরিশাল বিভাগদৈনিক প্রথম আলোচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়হাবীবুল্লাহ্‌ বাহার কলেজফজলুর রহমান খানভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাপ্রাণ-আরএফএল গ্রুপভুটানযাকাতের নিসাবমৌলিক পদার্থতাশাহহুদকাজী নজরুল ইসলামের রচনাবলিপল্লী সঞ্চয় ব্যাংকইউরোনামাজজাযাকাল্লাহবেল (ফল)গঙ্গা নদীফিফা বিশ্বকাপরক্তবাংলাদেশের জেলাসমূহের তালিকাদিনাজপুর জেলাকারাগারের রোজনামচাসিলেটশাকিব খানসূরা নাসরুকইয়াহ শারইয়াহঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাসুন্দরবনভরিবাংলাদেশ জাতীয়তাবাদী দলক্রিয়াপদজিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকমুনাফিকযোগাযোগসৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতাআসমানী কিতাবঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরওয়ালাইকুমুস-সালাম🡆 More