আঁখি আলমগীর

আঁখি আলমগীর (জন্ম ৭ জানুয়ারি ১৯৭৫) তিনি ১৯৮৪ সালে ভাত দে চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৭ সাল পর্যন্ত তার ১৯টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি অভিনেতা আলমগীর এবং গীতিকার খোশনূর আলমগীরের কন্যা। আঁখি আলমগীরের আদি শহর: নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা।

আঁখি আলমগীর
আঁখি আলমগীর
প্রাথমিক তথ্য
জন্মনামমাশহুরা জাহান
জন্ম (1975-01-07) ৭ জানুয়ারি ১৯৭৫ (বয়স ৪৯)
ঢাকা, বাংলাদেশ
ধরনচলচ্চিত্রের গান
পেশাগায়িকা, অভিনেত্রী, উপস্থাপিকা
বাদ্যযন্ত্রভোকাল
কার্যকাল১৯৮৪-বর্তমান
সন্তানআরিয়া আলতাফ, সাহিরা আলতাফ

প্রারম্ভিক জীবন

আঁখি ১৯৭৫ সালের ৭ই জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা আলমগীর একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা এবং মাতা খোশনূর আলমগীর একজন গীতিকার। খোশনূরের সাথে বিবাহবিচ্ছেদের পর তার পিতা ১৯৯৯ সালে সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে বিয়ে করেন। ফলে রুনা লায়লা তার সৎ মা।

কর্মজীবন

আঁখি ১৯৮৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ভাত দে চলচ্চিত্রে কিশোরী জরি চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আঁখি প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেন বিদ্রোহী বধূ (১৯৯৪) চলচ্চিত্রে। তখন তিনি দ্বাদশ শ্রেণিতে পড়াশুনা করতেন। ১৯৯৬ সালে আঁখি আলাউদ্দিন আলীর সুরে সত্যের মৃত্যু নেই চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। ১৯৯৭ সালে তার প্রথম গানের অ্যালবাম প্রথম কলি প্রকাশিত হয়। পরের বছর তার সাড়া জাগানো বিষের কাঁটা অ্যালবামটিও প্রকাশিত হয়। এই অ্যালবামের "বন্ধু আমার রসিয়া" ও "পিরীতি বিষের কাঁটা" গান দুটি শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

২০ বছর পর তিনি বাংলা ঢোলের ব্যানারে আলাউদ্দিন আলীর সুরে "বৈশাখী মেলা" গানে কণ্ঠ দেন। গানটির গীতিকার তাকে এই গানের ভিডিওতেও দেখা যায়। তার সাথে এই গানে আরো ৩২ জন নৃত্যশিল্পী অংশ নেয়। ভিডিওটি পরিচালনা করেন আশিকুর রহমান। এছাড়া তিনি কবির বকুল রচিত এবং শওকত আলী ইমন সুরকৃত "ফাল্গুনে কৃষ্ণচূড়া" গানে কণ্ঠ দেন। তিনি তার বাবা আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প চলচ্চিত্রের জন্য গাজী মাজহারুল আনোয়ার রচিত একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি সুর করেছেন রুনা লায়লা। এটি রুনার প্রথম সুরারোপিত গান।

চলচ্চিত্র

নেপথ্য

  • বিদ্রোহী বধূ
  • শুধু তুমি (১৯৯৪)
  • কন্যাদান (১৯৯৫)
  • নির্মম (১৯৯৬)
  • সত্যের মৃত্যু নেই (১৯৯৬)
  • টাইগার (১৯৯৭)
  • মরণ কামড় (১৯৯৯)
  • মা বাবা সন্তান (২০১৫)
  • একটি সিনেমার গল্প (২০১৮)

অভিনয়

পুরস্কার

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

আঁখি আলমগীর প্রারম্ভিক জীবনআঁখি আলমগীর কর্মজীবনআঁখি আলমগীর চলচ্চিত্রআঁখি আলমগীর পুরস্কারআঁখি আলমগীর তথ্যসূত্রআঁখি আলমগীর বহিঃসংযোগআঁখি আলমগীরআলমগীর (অভিনেতা)নবীনগর উপজেলাবাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পীব্রাহ্মণবাড়িয়া জেলাভাত দে

🔥 Trending searches on Wiki বাংলা:

মঙ্গল গ্রহজয়নুল আবেদিনসমাসভালোবাসাতুরস্কসাহাবিদের তালিকাকাজী নজরুল ইসলামপ্রোফেসর শঙ্কুআয়িশাতিতুমীরইহুদিহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর২০২২ ফিফা বিশ্বকাপকোটিরামায়ণআন্তর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকারক্তজসীম উদ্‌দীনদৈনিক প্রথম আলোফিলিস্তিনের ইতিহাসফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকাবাংলা বাগধারার তালিকাবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়দিনাজপুর জেলামোশাররফ করিমজগদীশ চন্দ্র বসুব্যাকটেরিয়াপদ্মা সেতুওমানফজলুর রহমান খানভারতের সাধারণ নির্বাচন, ২০২৪ঋগ্বেদতুতানখামেনসালোকসংশ্লেষণঅরবিন্দ কেজরীওয়ালপিঁয়াজকালো জাদু২৭ মার্চট্রাভিস হেডজাকির নায়েকমুহাম্মাদের স্ত্রীগণমেঘনাদবধ কাব্যবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডবাংলাদেশের সংবিধানতাজমহলকৃত্রিম বুদ্ধিমত্তাক্রোমোজোমমহিবুল হাসান চৌধুরী নওফেলগুজরাত টাইটান্সষাট গম্বুজ মসজিদপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)সংযুক্ত আরব আমিরাতএকাদশ রুদ্রকলকাতা নাইট রাইডার্সবাংলাদেশ নৌবাহিনীহরপ্পারাজনীতিমুহাম্মাদের সন্তানগণযোনিগোপনীয়তাচন্দ্রযান-৩সাপমতিউর রহমান নিজামীহেইনরিখ ক্লাসেনলিওনেল মেসিমুখমৈথুনবিপাশা বসুপথের পাঁচালী (চলচ্চিত্র)দেলাওয়ার হোসাইন সাঈদীমহাত্মা গান্ধীমীর মশাররফ হোসেনআল্লাহআয়াতুল কুরসিঅনাভেদী যৌনক্রিয়াভারতের ইতিহাসফুসফুস🡆 More