হায়াতে ইমাম মালিক: সুলাইমান নদভীর বই

হায়াতে ইমাম মালিক (حیات امام مالک) ইমাম মালিকের উপর রচিত উর্দু ভাষার প্রথম জীবনী সাহিত্য। এর রচয়িতা সুলাইমান নদভী। লেখক হিসেবে সুলাইমান নদভীর প্রথম গ্রন্থও এটি। গ্রন্থটিতে ইমাম মালিকের জীবনী ছাড়াও তার গ্রন্থাবলি, মদিনার তাবেয়ীদের অবস্থা, হিজাযের ফকিহ ইমামদের অবস্থা, ইলমে হাদিসের প্রাথমিক ইতিহাস এবং হাদিস সংকলনের ক্ষেত্রে মুহাদ্দিসদের পরিশ্রম ইত্যাদি তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইমাম মালিকের দরস বা শিক্ষাদান পদ্ধতি, ছাত্র পরিচিতি, ফতওয়া প্রদান এবং তার মুয়াত্তা ইমাম মালিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গ্রন্থটি রচনায় নদভী ২৮টি গ্রন্থকে উৎস হিসেবে গ্রহণ করেছেন। গ্রন্থটির গুরুত্ব সম্পর্কে ড.

হামিদুল্লাহ বলেন, ‘এ গ্রন্থটি লিখা হয়েছে প্রায় ৭৮ বছর হল, কিন্তু গ্রন্থটি আজও প্রয়োজনীয় জ্ঞানের উৎসগিরি হয়ে আছে। যদি কেউ (ইমাম মালিক সম্পর্কে) এ গ্রন্থ থেকে উত্তম গ্রন্থ লেখার চেষ্টা করে, তাহলে তা হবে এ সংক্ষিপ্ত গ্রন্থের বিস্তারিত ব্যাখ্যা মাত্র।

হায়াতে ইমাম মালিক
হায়াতে ইমাম মালিক: প্রেক্ষাপট, গঠন, উৎস
বাংলা অনুবাদের প্রচ্ছদ
লেখকসুলাইমান নদভী
মূল শিরোনামউর্দু: (حیات امام مالک)‎‎
ভাষাউর্দু (মূল)
বিষয়মালিক ইবনে আনাস
ধরনজীবনী
প্রকাশিত১৯১৭
পৃষ্ঠাসংখ্যা১২০
ওসিএলসি৯০৪২১২৯১৯
২৯৭.০৯

প্রেক্ষাপট

ইমাম মালিকের জীবনীর উপর আলাদা কোনো গ্রন্থ রচনা করা সুলাইমান নদভীর উদ্দেশ্য ছিল না। তিনি দারুল উলুম নদওয়াতুল উলামার ছাত্র থাকাকালে নদওয়ার মাসিক আন নদওয়া পত্রিকায় লেখা প্রকাশের উদ্দেশ্যে ১৯০৭ সালে ‘হায়াতে ইমাম মালিক র.’ শিরোনামে একটি প্রবন্ধ লিখেন। প্রবন্ধটি আন নদওয়া পত্রিকার কয়েক সংখ্যায় প্রকাশ করা হয়। পরবর্তীতে তিনি প্রবন্ধটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করে এর মাঝে আরো কিছু তথ্য সংযোজন করেন এবং দারুল মুসান্নিফীনের প্রারম্ভকালে আগস্ট ১৯১৭ সালে একটি আলাদা গ্রন্থ হিসেবে প্রথম প্রকাশ করেন। তিনি কয়েকটি উদ্দেশ্যকে সামনে রেখে গ্রন্থটি রচনা শুরু করেন। প্রথমত পূর্বসূরিদের জীবনী রচনার মাধ্যমে ইসলামি জ্ঞানের ইতিহাস রচনা করা। দ্বিতীয়ত ইমাম আবু হানিফাইমাম শাফির জীবনী উর্দুতে লিখা হয়েছে; কিন্তু ইমাম মালিক সম্পর্কে উর্দুতে একটি অক্ষরও লিখা হয়নি। অথচ তিনি ছিলেন মদিনার প্রখ্যাত ফিকাহবিদ, দারুল হিজরার ইমাম এবং ইলমে হাদিসের প্রথম নিয়মতান্ত্রিক সংকলক। তৃতীয়ত ইমাম মালিক ও তার হাদিসগ্রন্থ মুয়াত্তা ইমাম মালিকের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস, যা এ গ্রন্থ রচনার প্রতি আগ্রহ সৃষ্টি করে।

গঠন

১২০ পৃষ্ঠা বিশিষ্ট এ গ্রন্থটির শুরুতে লেখক একটি ভূমিকা লিখেন। এরপর ইমাম মালিকের জন্ম, বংশ পরিচয়, শিক্ষা জীবন, তার উস্তাদদের কথা, মদিনার তাবেয়ীদের কথা এবং তৎসময়ের বিভিন্ন ইমামদের সম্পর্কে আলোচনা করেন। লেখক ইমাম মালিকের শিক্ষকতা, ছাত্রদের সাথে সম্পর্ক এবং তার ক্লাসের অবস্থা তুলে ধরেন গ্রন্থের ৪২–৫২ পৃষ্ঠায়। ইমাম মালিকের ফিকহি তথা ইসলামি আইন বিষয়ে বিভিন্ন মাসআলার ফতওয়া ও সমাধান প্রদান বিষয়টি আলোচনা করেন গ্রন্থের ৫৩–৬২ পৃষ্ঠায়। পাশাপাশি রাসূল (স.) এর যুগ থেকে উমর ইবনে আবদুল আজিজের যুগ পর্যন্ত ফিকাহ উদ্ভাবনের একটি চিত্র সংক্ষিপ্তাকারে তুলে ধরেন। ইমাম মালিকের বিভিন্ন মাসআলার ফতওয়া প্রদানের ক্ষেত্রে যে নিয়ম অনুসরণ করতেন, লেখক সে বিষয়গুলোর উপরও আলোকপাত করেন অত্র অংশে।

লেখক গ্রন্থের ৬৩–৭৯ পৃষ্ঠায় ইমাম মালিকের সাধারণ জীবনযাপনের কথা তুলে ধরার পাশাপাশি খিলাফতে আব্বাসীয়া, বাদশাহ মনসুর, বাদশাহ হারুনুর রশীদ প্রমুখের সাথে ইমাম মালিকের সম্পর্ক বিষয়টি আলোচনা করেন। গ্রন্থের ৮০–৯০ পৃষ্ঠায় ইমাম মালিকের চরিত্র, অভ্যাস ও নিজস্ব নিয়মনীতি সম্পর্কে আলোচনার পাশাপাশি তার মৃত্যুর কথা, জানাযা ও শোকগীতি সম্পর্কে আলোচনা করেন। গ্রন্থের একেবারে শেষভাগে ৯১–১২০ পৃষ্ঠার মধ্যে ইমাম মালিক রচিত গ্রন্থাবলী ও তার মুয়াত্তা সম্পর্কে আলোচনার পাশাপাশি একটি পরিশিষ্টের মাধ্যমে গ্রন্থের ইতি টানেন। ইমাম মালিকের মুয়াত্তা লেখার উৎস, সময়কাল, নামকরণ, এর প্রয়োজনীয়তা এবং গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয়গুলো অত্যন্ত বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মুসনাদে আবু হানিফা, মুসনাদে শাফেয়ী, মুসনাদে ইবনে হাম্বলের সাথে মুয়াত্তা ইমাম মালিকের তুলনাপূর্বক এর বিশেষত্বগুলো তুলে ধরেন।

উৎস

তিনি এ গ্রন্থ রচনার ক্ষেত্রে যে ২৮টি গ্রন্থকে উৎস ব্যবহার করেছেন:

  1. আল ইসাবাতু ফী তময়ীযিস সাহাবাহ
  2. তাযঈনুল মামালিক (সুয়ূতী)
  3. তারীখে ইবনে খাল্লিকান
  4. আসআফুল মুবতা বি রিজালিল মুআত্তা (সুয়ূতী)
  5. তাযকিরাতুল হুফফায (যেহনী)
  6. কিতাবুল আনসাব (সামআনী)
  7. তবাকাতু ইবনে সাদ
  8. জামিউ বয়ানিল ইল্ম (ইবনু আব্দিল বার)
  9. কিতাবুল ইলাল (তিরমিযী)
  10. বুসতানুল মুহাদ্দিসীন (শাহ আব্দুল আযীয)
  11. তাওয়ালিত তাছীছ বি মানাকিবি ইবনি ইদরিস
  12. মানাকিবু মালিক ইবনে সউদ আল যাওয়াদী
  13. তাকরীবুত তাহযীব
  14. খতীবে বাগদাদী
  15. মুসনাদে ইমাম আবু হানিফা
  16. দারে কুতনী
  17. কিতাবুয যাবায়িহ (বদরুদ্দীন যারাকশী)
  18. মুকাদ্দামাহ ইবনু ছলাহ
  19. মুকাদ্দামাহ ইলামুল মুকিঈন (ইবনু হাযাম উনদুলুসী)
  20. আল আখবারুত তাওয়াল (আবু হানিফা দিননুরী)
  21. কিতাবুল আখবার
  22. কিতাবুল ইবর (ইবনু খালদুন)
  23. কিতাবুল ফিহরিসত (ইবনু নাদীম)
  24. মারাআতুল আওরাক (ইবনু হাজার)
  25. তাবাকাতু সাবাকী
  26. মারাআতুল জিনান (ইয়াফিয়ী)
  27. কাশফুয যুনুন
  28. তাহযীবুল কামাল

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

হায়াতে ইমাম মালিক প্রেক্ষাপটহায়াতে ইমাম মালিক গঠনহায়াতে ইমাম মালিক উৎসহায়াতে ইমাম মালিক আরও দেখুনহায়াতে ইমাম মালিক তথ্যসূত্রহায়াতে ইমাম মালিক বহিঃসংযোগহায়াতে ইমাম মালিকমালিক ইবনে আনাসমুয়াত্তা ইমাম মালিকসুলাইমান নদভী

🔥 Trending searches on Wiki বাংলা:

রামপ্রসাদ সেনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপানিপথের প্রথম যুদ্ধঢাকা বিভাগআবু মুসলিমবাংলাদেশের সংবাদপত্রের তালিকাচট্টগ্রাম জেলাআবুল কাশেম ফজলুল হকআলিজান্নাতকোষ বিভাজনহিসাববিজ্ঞানহুনাইন ইবনে ইসহাকএইচআইভি/এইডসপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪করোনাভাইরাসকুরআনের সূরাসমূহের তালিকাবাংলাদেশ জামায়াতে ইসলামীহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসমাসপহেলা বৈশাখবাংলাদেশ আওয়ামী লীগনোয়াখালী জেলাবাংলাদেশের শিক্ষামন্ত্রীবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাঐশ্বর্যা রাইসম্প্রসারিত টিকাদান কর্মসূচিবাংলাদেশের উপজেলাআন্তর্জাতিক মাতৃভাষা দিবসরাষ্ট্রবিজ্ঞানজরায়ুচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঢাকাচট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানহিন্দি ভাষাআল্লাহসংস্কৃত ভাষাবদরের যুদ্ধপাকিস্তানওয়ার্ল্ড ওয়াইড ওয়েবআর্কিমিডিসের নীতিসাধু ভাষাপথের পাঁচালী (চলচ্চিত্র)বাগদাদডিএনএপূর্ণিমা (অভিনেত্রী)ভারতবাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতিসাপবাংলাদেশের জাতিগোষ্ঠীসানরাইজার্স হায়দ্রাবাদপ্রাণ-আরএফএল গ্রুপপ্রেমালুমুদ্রালোকসভাজি২০বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধপ্রিয়তমাআসমানী কিতাবআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়পুলিশ১৮৫৭ সিপাহি বিদ্রোহবিটিএসবেগম রোকেয়াবিশ্বায়ন২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)উদ্ভিদকোষপলাশীর যুদ্ধবঙ্গবন্ধু সেতুঅস্ট্রেলিয়াবিশ্ব ম্যালেরিয়া দিবসমাদারীপুর জেলাসালমান শাহতৃণমূল কংগ্রেসপানিউসমানীয় সাম্রাজ্যউমর ইবনুল খাত্তাব🡆 More