মাযহাব হানবালী: সুন্নি ইসলামের একটি মাযহাব

হানবালী (বানানভেদে হাম্বলি, হাম্বালী, হানবালি) সুন্নী ইসলামের অন্যতম চারটি মাযহাবের (আইনি চিন্তাগোষ্ঠী) মধ্যে একটি। এটি ইরাকি ইসলামী আইনবেত্তা পণ্ডিত ইমাম আবু আব্দুল্লাহ আহমাদ বিন মুহাম্মাদ বিন হানবাল আশ-শাইবানির নামে নামকরণ করা হয়েছে, আর এটির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তাঁর শিষ্যরা। চার মাযহাবের মধ্যে একমাত্র হানবালী মাযহাবকে একই সাথে ফিকহ ও আকীদার মাযহাবরূপে গণ্য করা হয়। হানবালী মাযহাবের আকীদাকে ক্ষেত্রবিশেষে আহলুস সুন্নাহ, হানবালী বা মাযহাবে হানবালী আকীদা বলেও পরিচয় দেওয়া হয়।

মাযহাব হানবালী: স্বকীয় নিয়ম, প্রসিদ্ধ আলিমগণ, আরও পড়ুন
মুসলিম বিশ্বের মানচিত্র, যেখানে হানবালী মাযহাবের অনুসারীদের সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি গাঢ় সবুজ রঙে চিহ্নিত।

সুন্নী ইসলামের চারটি মাযহাবের মধ্যে হানবালী মাযহাবের অনুসারী সংখ্যাই সবচেয়ে কম। হানবালি মাযহাবের অনুসারী প্রধানত সৌদি আরবকাতার-এ পাওয়া যায়; এদুটি দেশে হানবালি ফিকাহ অফিশিয়াল ফিকাহ হিসেবে রয়েছে। আরব আমিরাত-এর চারটি আমিরাত: শারজাহ, উম্ম আল-কুওয়ায়িন, রাস আল-খাইমাহ এবং আজমানে এই ফিকাহের অনুসারীরা সংখ্যাগরিষ্ট। এছাড়া মিশর, বাহরাইন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনেও এ মাযহাবের কিছু অনুসারী রয়েছে। অধুনা পশ্চিমা বিশ্ব, কাশ্মির, এমনকি বাংলাদেশেও এ মাযহাবের অনুসারী পাওয়া যায়, যদিও বাংলাদেশে এর সংখ্যা এখনও খুব কম।

স্বকীয় নিয়ম

  • অযু: যে ৭টি বিষয় অযু ভেঙ্গে দেয় তার মধ্যে অন্যতম একটা হলো শারীরিক চাহিদাবশত বিপরীত লিঙ্গের কারও ত্বক স্পর্শ করা , যেটা অনেকটা মালিকী মাযহাবের সাথে মিলে যায়। অন্যদিকে শাফেঈ মাযহাবে বিপরীত লিঙ্গের কাউকে স্পর্শ করলেই অযু ভেঙ্গে যায়, যেখানে হানাফী মাযহাবে শুধুমাত্র কাউকে স্পর্শ করলে অযু ভাঙ্গে না।
  • রুকু: রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে দাঁড়ানোর সময় হাত তোলা (রাফউল ইয়াদাইন) সুন্নত, যেখানে শাফাঈ মাযহাবের সাথে সাদৃশ্য রয়েছে। এবং রুকু থেকে দাঁড়ানোর পর নামাযরত ব্যক্তি চাইলে আগের মত হাত বাঁধতে পারে। যেখানে অন্য মাযহাবে হাত দু পাশে ছেড়ে দাঁড়ানোই নিয়ম।
  • তাশাহুদ: আল্লাহর নাম উচ্চারণের সময় আঙুল উঠাতে ও নামাতে হয়।
  • তাসমিয়া বা বিসমিল্লাহ বলা: ওযু, গোসল ও তয়াম্মুমে বিসমিল্লাহ বলা এ মাযহাবে ওয়াজিব বলে বিবেচিত।
  • কোনো ওজর না থাকলে, পুরুষের জন্য জামায়াতে নামায পড়া ওয়াজিব (বাধ্যতামূলক) বলে বিবেচিত।

প্রসিদ্ধ আলিমগণ

আরও পড়ুন

  • আবদুল-হালিম আল-জুনদী, আহমদ বিন হানবাল ইমাম আহলে সুন্নাহ, দারুল-মাআরিফ কর্তৃক কায়রোতে প্রকাশিত
  • ডা. 'আলী সামি আল-নাশার, নাশাহ আল-ফিকর আল-ফালাসাফি ফি আল-ইসলাম, বালাম ১, দারুল-মাআরিফ থেকে প্রকাশিত, ৭ম সংস্করণ, ১৯৭৭
  • শাইখ বকর আবু যাইদ, আল-মাদখাল আল-মুফাস্সাল
  • ইমাম ইবনে রজব আল-হানবালী (রহ.), যাইল 'আলা তাবাকাত আল-হানাবিলাহ
  • ইমাম ইবনে রজব আল-হানবালী (রহ.), মাযহাব বিরোধিতার খণ্ডন
  • ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স, মাযহাব : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
  • ইমরান হেলাল(সংকলক), হানবালী মাযহাবের ক্রমবিকাশ, হানবালী ফিকহ্ কর্তৃক প্রকাশিত

তথ্যসূত্র

Tags:

মাযহাব হানবালী স্বকীয় নিয়মমাযহাব হানবালী প্রসিদ্ধ আলিমগণমাযহাব হানবালী আরও পড়ুনমাযহাব হানবালী তথ্যসূত্রমাযহাব হানবালীআকীদাফিকহমাযহাবসুন্নি ইসলামহানবালী

🔥 Trending searches on Wiki বাংলা:

শুক্র গ্রহম্যালেরিয়ানারায়ণগঞ্জ জেলাগর্ভধারণআল-মামুনপাহাড়পুর বৌদ্ধ বিহারচ্যাটজিপিটিমাযহাবঝড়অলিউল হক রুমি২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপফেনী জেলাজন্ডিসগাঁজা (মাদক)পশ্চিমবঙ্গের জেলাভরিঋতুস্বামী বিবেকানন্দকৃষ্ণচূড়াওয়ার্ল্ড ওয়াইড ওয়েবডাচ্-বাংলা ব্যাংক পিএলসিব্যক্তিনিষ্ঠতাসুন্দরবনজেরুসালেমঅকাল বীর্যপাতকক্সবাজারমেষ রাশি (জ্যোতিষ শাস্ত্র)পশ্চিমবঙ্গরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)২০২৩ ক্রিকেট বিশ্বকাপজীববৈচিত্র্যক্যান্সারঈদুল আযহাসুনামগঞ্জ জেলানামাজের নিয়মাবলীপ্যারাচৌম্বক পদার্থথ্যালাসেমিয়াবঙ্গবন্ধু সেতুটিকটকবন্ধুত্ববিশ্বায়নশুক্রাণুপ্রাকৃতিক দুর্যোগশাহ জাহানমানুষযোনি পিচ্ছিলকারকমীর জাফর আলী খানপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাআফগানিস্তানআইসোটোপলিওনেল মেসিচিরস্থায়ী বন্দোবস্তমোশাররফ করিমযুক্তরাজ্যবিড়ালঋগ্বেদসংস্কৃতিমূত্রনালীর সংক্রমণকম্পিউটারফরিদপুর জেলাসানরাইজার্স হায়দ্রাবাদযোগাযোগইস্ট ইন্ডিয়া কোম্পানিমানবজমিন (পত্রিকা)শিবা শানুনিমভারতের জাতীয় পতাকাশ্রাবন্তী চট্টোপাধ্যায়ভারতের ইতিহাসভারতীয় সংসদহরমোনফুটবলরামায়ণসমাসচট্টগ্রাম বিভাগপ্রথম বিশ্বযুদ্ধের কারণবাংলাদেশের জনমিতি🡆 More