যোগী স্বামী শিবানন্দ

স্বামী শিবানন্দ (৮ আগস্ট ১৮৯৬) হলেন একজন ভারতীয় যোগী সন্ন্যাসী এবং যোগগুরু। ১২৬ (২০২২ সাল পর্যন্ত) বছরের স্বামী ডক্টর শিবানন্দ পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি।

স্বামী ডক্টর শিবানন্দ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1896-08-08) ৮ আগস্ট ১৮৯৬ (বয়স ১২৭)
সিলেট বিভাগ, বাংলা প্রদেশ, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশের, সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা, বাহুবল উপজেলার, হরিতলা গ্রাম।)
ধর্মহিন্দুধর্ম
জাতীয়তাব্রিটিশ ভারত ব্রিটিশ ভারতীয়
ভারত ভারতীয়
কাজযোগ গুরু
সম্মানপদ্মশ্রী (২০২২)

প্রারম্ভিক জীবন

জন্ম ১৮৯৬ সালের ৮ আগস্ট হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা গ্রামে। পিতা শ্রীনাথ গোস্বামী মাতা ভগবতী দেবী। মা, বাবা, কয়েক বছরের বড় দিদি আরতি সহ দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবন ধারণ করতেন। চরম দারিদ্র্যতার কারণে ৪ বছর বয়সে উনাকে নবদ্বীপের বিখ্যাত সন্ন্যাসী স্বামী ওঙ্কারানন্দর কাছে দিয়ে দিয়ে দেন। এর দুই বছর পর, যখন তার বয়স ৬ বছর, তিনি সন্ন্যাসীর সাথে বাড়ীতে ফিরে এসে শোনেন দিদি না খেতে পেয়ে মারা গেছেন। বাড়ীতে আসার ৭ দিন পর মা-বাবা একই দিনে মারা যান। তিনি স্বামী ওঙ্কারানন্দের সাথে পিতা-মাতার শ্রাদ্ধ শেষ করে ১৯০১ সালে নবদ্বীপ গমন করেন। বিদেশি অনুরাগীদের আমন্ত্রণে তিনি ইংল্যান্ড, গ্রিস, ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, ইতালি, হাঙ্গেরি, রাশিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, যুক্তরাজ্যসহ অর্ধশতাধিক দেশ সফর করেছেন।

শিক্ষা

১৯০১ সালে ভারতবর্ষের নবদ্বীপ গমন করেন ও সেখানে পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে তিনি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এম বি বি এস পাশ করেন। ১৯২৫ সালে তিনি বিলেত যাত্রা করেন সেখান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

অর্জন

যোগব্যায়ামের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বামী শিবানন্দ ২০২২ সালের মার্চ মাসে ভারত সরকার কর্তৃক দেশের চতুর্থ সর্বোচ্চ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।

সাধনা

ভারতের বারাণসীতে বসবাসরত চিরকুমার স্বামী শিবানন্দের মানবসেবাই ব্রত। উনার কোন রোগ নেই, উনি স্বল্পহারী, তৈলাক্ত খাবার, দুধ, ফল এড়িয়ে চলেন। চশমা ছাড়াই পড়তে পারেন। ভক্তদের দেওয়া টাকা পয়সা উনি গ্রহণ করেন না। প্রতিদিন যোগ ব্যায়াম করেন। বারাণসীতে (কাশী) উনার এক ভক্তের দেয়া ফ্ল্যাট উনি ছেড়ে দিয়েছেন বাংলাদেশ থেকে যাওয়া পূণ্যার্থীদের জন্য। সেখানে এক মাস থাকা- খাওয়া ফ্রি।

তথ্যসূত্র

Tags:

যোগী স্বামী শিবানন্দ প্রারম্ভিক জীবনযোগী স্বামী শিবানন্দ শিক্ষাযোগী স্বামী শিবানন্দ অর্জনযোগী স্বামী শিবানন্দ সাধনাযোগী স্বামী শিবানন্দ তথ্যসূত্রযোগী স্বামী শিবানন্দভারতীয়

🔥 Trending searches on Wiki বাংলা:

পূর্ণিমা (অভিনেত্রী)বাংলাদেশের অর্থনীতিমহাদেশশিয়া ইসলামশেখ মুজিবুর রহমানক্লিওপেট্রাভগবদ্গীতাপর্নোগ্রাফিআরবি ভাষাসূরা নাসআইনজীবীইসলামের নবি ও রাসুলকলমনিমসূর্য সেনইসলাম ও অন্যান্য ধর্মদারাজগুগলবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাললিকনতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়জেলা প্রশাসকবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকালাহোর প্রস্তাবইলন মাস্কবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাআফগানিস্তানমুজিবনগরএস এম শফিউদ্দিন আহমেদআফতাব শিবদাসানিবাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতিসূরা আল-ইমরানবঙ্গবন্ধু-১বাংলাদেশের বিমানবন্দরের তালিকানামাজের বৈঠকবর্ডার গার্ড বাংলাদেশশব্দ (ব্যাকরণ)সূরা ইয়াসীনবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়আয়নিকরণ শক্তিসুবহানাল্লাহইন্ডিয়ান প্রিমিয়ার লিগবাংলাদেশের ডেন্টাল কলেজসমূহের তালিকাবাংলাদেশের জাতীয় পতাকাউত্তর চব্বিশ পরগনা জেলাসেন্ট মার্টিন দ্বীপসূর্যচড়ক পূজাচৈতন্য মহাপ্রভুনোয়াখালী জেলাইসলামে যৌনতাবিশ্বের ইতিহাসফ্রান্সের ষোড়শ লুইবাংলাদেশ সেনাবাহিনীভারত২০২২ ফিফা বিশ্বকাপবেলারুশইস্তেখারার নামাজসালাতুত তাসবীহপহেলা বৈশাখচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক নারী দিবসকালেমাসূরা কাওসারমানব মস্তিষ্কমার্কিন ডলারআবুল আ'লা মওদুদীঔষধনেলসন ম্যান্ডেলামারবার্গ ফাইলপুঁজিবাদসালমান শাহটেনিস বলকারকইন্দিরা গান্ধীফোর্ট উইলিয়াম কলেজউপন্যাস৮৭১🡆 More