লাতভিয়ার ভাষা

লাতভিয়ার ভাষা লাতভিয়া প্রজাতন্ত্রের সরকারি ভাষা; ১৯৯৯ সালে আইন করে একে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তবে সংখ্যালঘু ভাষাভাষীদের তাদের নিজস্ব ভাষা ও স্বকীয়তা রক্ষার অধিকার আছে। লাতভিয়া সরকার আটটি ভিন্ন ভাষায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে।

লাতভিয়ার ভাষা
লাতভিয়ায় রুশ ভাষা

লাতভীয় ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের বাল্টীয় শাখার অন্তর্গত একটি ভাষা। এটি লাতভিয়ায় ও লাতভিয়ার বাইরে প্রায় ১৬ লক্ষ লোকের মাতৃভাষা। এছাড়াও প্রায় ৫ লক্ষ লোক দ্বিতীয় ভাষা হিসেবে লাতভীয় ভাষায় কথা বলেন। ১৬শ শতকে লাতভীয় ভাষার প্রথম লিখিত নিদর্শনগুলি রচিত হয়।

লাতভিয়াতে প্রায় ৭ লক্ষ রুশ (মোট জনসংখ্যার প্রায় ৩০%) বাস করেন। এদের মাতৃভাষা রুশ ভাষা। রুশদের অধিকাংশই সোভিয়েত আমলে লাতভিয়াতে স্থানান্তরিত হন। লাতভিয়াতে প্রায় ৭০টির মত সংবাদপত্র রুশ ভাষাতে প্রকাশিত হয়। এছাড়াও আছে অনেকগুলি রুশ টেলিভিশন চ্যানেল ও বেতার কেন্দ্র। লাতভিয়ার শিক্ষাব্যবস্থার প্রায় ৩০% ছাত্রের শিক্ষার মাধ্যম রুশ ভাষা।

লাতভিয়ার পূর্ব অংশে এক সময়ে পোলীয় ভাষা বহুল প্রচলিত ছিল। বর্তমানে লাতভিয়াতে প্রায় ৬০ হাজার পোলীয় বংশোদ্ভূত লোক বাস করলেও এদের অধিকাংশই পোলীয় ভাষাকে মাতৃভাষা হিসেবে গণ্য করেন না। এছাড়া লাতভিয়াতে প্রায় ৪০ হাজার বেলারুশীয় বংশোদ্ভূত লোক আছেন; এদের মধ্যেও বেলারুশীয় ভাষার প্রচলন নগণ্য। এছাড়া লাতভিয়াতে সংখ্যালঘু ইউক্রেনীয়, এস্তোনীয়জার্মান ভাষাভাষী সম্প্রদায় রয়েছে। রোমানি বা জিপসি ভাষার একটি উপভাষাও এখানে প্রচলিত।

বহিঃসংযোগ

Tags:

লাতভিয়া

🔥 Trending searches on Wiki বাংলা:

আল্লাহর ৯৯টি নামমুঘল সাম্রাজ্যমুহাম্মদ ইকবালবাবরভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকারামায়ণআবুল আ'লা মওদুদীহান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনইউটিউবপল্লী সঞ্চয় ব্যাংকরবীন্দ্রনাথ ঠাকুরআবদুল হামিদ খান ভাসানীঅযুবাংলাদেশের প্রধানমন্ত্রীইসলামের পঞ্চস্তম্ভলোহাসিরাজউদ্দৌলাযুক্তফ্রন্টউদ্ভিদকোষবীর্যভালোবাসাসংস্কৃত ভাষাউৎপল দত্তদাজ্জালবাস্তব সত্যজয়নুল আবেদিনআন্তর্জাতিক মাতৃভাষা দিবসহনুমান চালিশাউত্তর চব্বিশ পরগনা জেলাপ্রথম উসমানখাদ্যমুসলিমমাগরিবের নামাজবাঙালি হিন্দু বিবাহসূরা কাফিরুনজোয়ার-ভাটাইসলামের ইতিহাসছারপোকারেনেসাঁমহেরা জমিদার বাড়িসামরিক বাহিনীছোলাস্বামী বিবেকানন্দলালনজ্বীন জাতিতরমুজভারতবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রকিশোরগঞ্জ জেলাপ্রাণ-আরএফএল গ্রুপ২৯ মার্চসূরা মাউনসজীব ওয়াজেদসোমালিয়ারামকৃষ্ণ পরমহংসক্রিটোবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাসিন্ধু সভ্যতাকোষ বিভাজনবাংলাদেশ জাতীয়তাবাদী দলরঙের তালিকামঙ্গল গ্রহথ্যালাসেমিয়াআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩রনি তালুকদারপদার্থের অবস্থাণত্ব বিধান ও ষত্ব বিধানলাহোর প্রস্তাবআসরের নামাজপ্রধান পাতামালয় ভাষাকৃষ্ণগহ্বরজানাজার নামাজসুনীল গঙ্গোপাধ্যায়রাসায়নিক বিক্রিয়াকারক🡆 More