মুদ্রানীতি

মুদ্রানীতি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষার জন্য দেশের আর্থিক কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত নীতি যা দেশের অর্থনীতিতে অর্থ সরবরাহ নিশ্চিত ও নিয়ন্ত্রণ করে। মুদ্রানীতি দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সুদের হার এবং অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা স্বাধীন কোন প্রতিষ্ঠান আর্থিক কর্তৃপক্ষ হিসেবে মুদ্রানীতি প্রণয়ন করে। যেমন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতের আর্থিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করে থাকে। দেশের সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সামষ্টিক, অভ্যন্তরীণ এবং বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এবং বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা অনুমান করে মুদ্রানীতি প্রণয়ন করে থাকে।

ইতিহাস

বহু শতাব্দী ধরে মুদ্রানীতি মূলত (১) ধাতব মুদ্রা সংক্রান্ত সিদ্ধান্ত এবং (২) ঋণ সৃষ্টির জন্য কাগজী মুদ্রা ছাপার সিদ্ধান্তের উপর ভিত্তি করে প্রণয়ন করা হতো। ১৬৯৪ সালে ব্যাংক অব ইংল্যান্ড প্রতিষ্ঠার পর তারা কাগজী মুদ্রা ছাপা শুরু করে। তখন ব্যাংক অব ইংল্যান্ড ছাপাক্রিত মুদ্রার বিপরীতে নির্দিষ্ট পরিমাণ সোনা গচ্ছিত বা মজুত রাখত। ব্যাংক অব ইংল্যান্ড প্রতিষ্ঠার পর থেকে মুদ্রানীতি প্রণয়ন ও পরিচাননার বিষয়টি স্বাধীনরূপে প্রতিষ্ঠা পায়। ওই সময়, মুদ্রানীতির মুল লক্ষ্য ছিল ধাতব মুদ্রা ও কাগজী মুদ্রার মূল্য ঠিক রাখা। পরবর্তীতে শিল্পোন্নত দেশসমূহ কর্তৃক কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সাথে সাথে স্বর্ণমানের সাথে তাদের দেশীয় মুদ্রার মান নির্দিষ্ট করার প্রচলন শুরু হয়। স্বর্ণমান ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকসমূহকে প্রায় প্রতি মাসেই সুদের হার সমন্বয় করতে হতো। ১৮৭০ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত শিল্পোন্নত দেশসমূহ তাদের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা গড়ে তোলে। যার মধ্যে ১৯১৩ সালে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠা অন্যতম। তখন থেকেই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হতো।ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে সকলেই এটা অনুধাবন করতে শুরু করে যে, সুদের হারের সাথে গোটা অর্থনীতির একটা সম্পর্ক আছে। যার ফলে পরবর্তীতে, শুধুমাত্র মুদ্রা ছাপা ও মুদ্রার মান বজায় রাখাই নয় বরং সুদের হার নিয়ন্ত্রণের কথা বিবেচনা করেই মুদ্রানীতি প্রনয়ন ও পরিচালনা করা শুরু হয়।

মুদ্রানীতির লক্ষ্যসমূহ

সকল দেশের মুদ্রানীতির লক্ষ্য বা উদ্দেশ্য এক নয়। মুদ্রানীতির লক্ষ্য ও উদ্দেশ্য কি হওয়া উচিত তা মূলত দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। যেমন একটা উন্নত দেশের মুদ্রানীতি ও একটা অনুন্নত দেশের মুদ্রানীতি একরকম হবে না। তবে সাধারণত, প্রায় সকল দেশের মুদ্রানীতির প্রধান লক্ষ্যগুলো হচ্ছে-

  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা;
  • যুক্তিসঙ্গত মূল্য স্থিতিশীলতা;
  • ব্যবসায় চক্র স্থিতিশীল রাখা;
  • অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করা;
  • বিনিময় হার স্থিতিশীলতা;
  • সুদের হার নিয়ন্ত্রণ এবং
  • বেকারত্ব হ্রাস করা।

দেশের আর্থিক কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় ব্যাংক মুলত এই লক্ষ্য নিয়ে মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে। যখন মূল্যস্ফীতি এবং সুদের হার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তখন বেকারত্ব হ্রাস পায় অর্থাৎ কর্মসংস্থান বৃদ্ধি পায়। সেই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় থাকে।

মুদ্রানীতির প্রকারভেদ

মুদ্রানীতি মূলত দুই ধরনের হয়ে থাকে।এগুলো হচ্ছেঃ

  • সম্প্রসারণমূলক মুদ্রানীতি- অর্থনীতিতে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করতে সম্প্রসারণমূলক মুদ্রানীতি প্রয়োগ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক বেকারত্ব হ্রাস, মন্দা এড়াতে এবং সল্প-মেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করতে সম্প্রসারণমূলক মুদ্রানীতি ব্যবহার করে থাকে। যদিও এক্ষেত্রে দেশীয় মুদ্রার মান অন্যান্য বিদেশি মুদ্রার তুলনায় হ্রাস পায়। অর্থাৎ মুদ্রার ক্রয়ক্ষমতা হ্রাস পায়। অর্থনীতিতে মুদ্রা সরবরাহ বেড়ে গেলে ব্যাংক সুদ হার কমে যায়, এতে ব্যবসায়ীরা অল্প সুদে ঋণ নিতে পারে। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু যখন মানুষের হাতে বেশি অর্থ থাকে তখন সে বেশি দামে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়। পরিনামে উচ্চ মাত্রার মূল্যস্ফীতি দেখা দেয়। অর্থনীতিবিদদের মতে, সন্তোষজনক মাত্রায় মূল্যস্ফীতি কাম্য,এতে করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি ও ধরে রাখা সম্ভব। তবে অতি উচ্চ মাত্রার মূল্যস্ফীতি কোনভাবেই কাম্য নয়। এতে সাধারন মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পরে, অর্থনীতিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
  • সংকোচনমূলক মুদ্রানীতি- অর্থনীতিতে মুদ্রা সরবারহ হ্রাস করতে সংকোচনমূলক মুদ্রানীতি প্রয়োগ করা হয়। দেশের কেন্দ্রীয় ব্যাংক মূলত মূল্যস্ফীতি হ্রাস করতে এই মুদ্রানীতি প্রয়োগ করে। এটি স্বল্প-মেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মন্থর করে এবং সেই সাথে মূল্যস্ফীতি কমিয়ে দেয়। এক্ষেত্রে অর্থনীতিতে মুদ্রা সরবরাহ কমে যায় এবং সুদ হার বেড়ে যায়, এতে ব্যবসায়ীদের বেশি সুদে ঋণ নিতে হয়। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কিছুটা মন্থর হয়ে পরে।কিন্তু এই নীতি খুব জোরালোভাবে প্রয়োগ করা হলে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে।

এছাড়াও একধরনের মুদ্রানীতির প্রয়োগ হতে পারে, যখন অর্থনীতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস পেতে থাকে এবং সুদের হার ০ শতাংশ বা ০ শতাংশের কাছাকাছি থাকে। এটাকে ব্যতিক্রমধর্মী মুদ্রানীতি হিসেবে আখ্যায়িত করা হয়। যদিও, বাস্তবে কোন দেশেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস পেতে দেখা যায় না বা সুদের হার ০ শতাংশ হয় না। তাই এই ধরনের মুদ্রানীতির প্রচলন খুব একটা দেখা যায় না। ২০০৭-০৮ সালের মন্দার সময় আমেরিকাসহ বহু দেশ মন্দা কাটানোর জন্য অনেকটা এই ধরনের মুদ্রানীতির প্রয়োগ করেছিলো।

মুদ্রানীতির হাতিয়ারসমুহ

মুদ্রানীতির মুল হাতিয়ারসমুহ হচ্ছেঃ  

  • খোলা বাজার কার্যক্রম: দেশের অর্থনীতিক অবস্থা বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষ তার সদস্য ব্যাংকগুলোর সাথে সরকারী বিভিন্ন মেয়াদী সিকিউরিটিজ এবং বন্ডসমূহ কেনা-বেচা করে। কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে অর্থনীতিতে বা অর্থবাজারে নগদ অর্থ সরবারহ বৃদ্ধি করা প্রয়োজন, তখন কেন্দ্রীয় ব্যাংক তার সদস্য ব্যাংকগুলোর কাছ থেকে নগদ অর্থের বিনিময়ে উক্ত সিকিউরিটিজ ও বন্ডসমূহ কিনে নেয়। এতে অর্থনীতিতে নগদ অর্থ সরবারহ বেড়ে যায়। অন্য দিকে কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে অর্থনীতিতে নগদ অর্থ হ্রাস করা দরকার, তখন কেন্দ্রীয় ব্যাংক তার সদস্য ব্যাংকগুলোর কাছে নগদ অর্থের বিনিময়ে উক্ত সিকিউরিটিজ ও বন্ডসমূহ বিক্রি করে। এতে অর্থনীতিতে নগদ অর্থ সরবারহ হ্রাস পায়। সরকারী বিভিন্ন মেয়াদী সিকিউরিটিজ এবং বন্ডসমূহ কেনা-বেচার এই প্রক্রিয়াই খোলা বাজার কার্যক্রম হিসেবে পরিচিত।
  • ধাতব মুদ্রা ও কাগুজে মুদ্রা সরবারহ নিয়ন্ত্রণ: এক্ষেত্রেও দেশের অর্থনীতিক অবস্থা বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষ ধাতব মুদ্রা ও কাগুজে মুদ্রা সরবারহ নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে অর্থনীতিতে নগদ অর্থ সরবারহ বৃদ্ধি করা দরকার, তখন কেন্দ্রীয় ব্যাংক নতুন ধাতব ও কাগুজে মুদ্রা মুদ্রণ ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে অর্থনীতিতে সরবারহ করে। এতে বাজারে নগদ অর্থ সরবারহ বেড়ে যায়। অন্য দিকে অর্থনীতিতে নগদ অর্থ হ্রাস করা দরকার হলে কেন্দ্রীয় ব্যাংক তার সদস্য ব্যাংকগুলোর কাছে থেকে ধাতব মুদ্রা ও কাগুজে মুদ্রা তুলে নেয়। এতে বাজারে নগদ অর্থ সরবারহ হ্রাস পায়।
  • ব্যাংক হার পরিবর্তন: কেন্দ্রীয় ব্যাংক যে হারে তফসিলীভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে তাই ব্যাংক হার নামে পরিচিত। কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে অর্থনীতিতে বা অর্থবাজারে অর্থ সরবারহ বৃদ্ধি করা দরকার, তখন ব্যাংক হার কমিয়ে দেয়। আবার যদি মনে করে অর্থনীতিতে অর্থ সরবারহ কমানো দরকার, তখন ব্যাংক হার বাড়িয়ে দেয়।
  • রিজার্ভ হার পরিবর্তন: বাণিজ্যিক ব্যাংক তার সংগৃহীত আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখে। এই নির্দিষ্ট জমার হারকে রিজার্ভ হার বলা হয়।অর্থনীতিক অবস্থা বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে অর্থনীতিতে অর্থ সরবারহ বৃদ্ধি করা দরকার, তখন ব্যাংক হার কমিয়ে দেয়। এতে বাণিজ্যিক ব্যাংকগুলো কম অর্থ রিজার্ভ হিসেবে সংরক্ষণ করে, ফলে বেশি পরিমান ঋণ দিতে পারে। অন্য দিকে কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে অর্থনীতিতে অর্থ সরবারহ কমিয়ে দেয়া দরকার, তখন রিজার্ভ হার বাড়িয়ে দেয়। এতে বাণিজ্যিক ব্যাংকগুলো বেশি অর্থ রিজার্ভ হিসেবে সংরক্ষণ করতে হয়, ফলে ঋণের পরিমান কমে যায়। এতেকরে অর্থনীতিতে অর্থের যোগান কমে যায়।

উপর্যুক্ত হাতিয়ার ছারাও পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক নানাভাবে মুদ্রানীতি পরিচালনা করে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক তার সদস্য ব্যাংকগুলোকে চাপ প্রয়োগ করে বা ব্যাংক কোম্পানি আইনের বিশেষ ধারা বলে প্রজ্ঞাপন জারি করে মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

মুদ্রানীতি ইতিহাসমুদ্রানীতি র লক্ষ্যসমূহমুদ্রানীতি র প্রকারভেদমুদ্রানীতি র হাতিয়ারসমুহমুদ্রানীতি আরও দেখুনমুদ্রানীতি তথ্যসূত্রমুদ্রানীতি বহিঃসংযোগমুদ্রানীতিকেন্দ্রীয় ব্যাংকবাংলাদেশ ব্যাংকভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

🔥 Trending searches on Wiki বাংলা:

ইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকামুর্শিদাবাদ জেলাবাংলাদেশের সংবাদপত্রের তালিকাগৌতম বুদ্ধক্যান্সারঊনসত্তরের গণঅভ্যুত্থানপশ্চিমবঙ্গের নদনদীর তালিকাবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকাই-মেইলমুজিবনগর সরকারবাঁশনিউটনের গতিসূত্রসমূহরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মআব্বাসীয় বিপ্লবপদ্মা নদীহারুন-অর-রশিদ (পুলিশ কর্মকর্তা)শনি (দেবতা)সূরা ফাতিহাপানিপথের প্রথম যুদ্ধবটতৃণমূল কংগ্রেসচট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রজাতীয় স্মৃতিসৌধহারুনুর রশিদঅর্থনীতিবাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকানাটকচুম্বকহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসমকামিতাঅ্যান্টিবায়োটিক তালিকাআকবরইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজি২৫ এপ্রিলজসীম উদ্‌দীনআকিজ গ্রুপআনন্দবাজার পত্রিকাচর্যাপদজি২০গোপাল ভাঁড়বারমাকিমিঠুন চক্রবর্তীযুক্তরাজ্যদি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশহানিফ সংকেতরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)ইসলাম ও হস্তমৈথুনকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১পশ্চিমবঙ্গভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহইউটিউবইসলামি আরবি বিশ্ববিদ্যালয়২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরবাংলাদেশ ছাত্রলীগঋতুভারতে নির্বাচনমূল (উদ্ভিদবিদ্যা)মহাভারতরাজনীতিবিভিন্ন দেশের মুদ্রাবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়মুঘল সাম্রাজ্যনোবেল পুরস্কারপ্রাপ্তদের তালিকাআমার সোনার বাংলাকনডমতাপ সঞ্চালনপশ্চিমবঙ্গের জেলাইসলামএশিয়াব্রাহ্মণবাড়িয়া জেলাআসিয়ানমাওয়ালিবাংলা ভাষাপ্রথম মালিক শাহকৃত্তিবাসী রামায়ণসুলতান সুলাইমান🡆 More