ডিসি মোটর: ডিরেক্ট কারেন্টে কাজ করা মোটর

ডিসি মোটর (ইংরেজি: DC motor) এক ধরনের ১টি বৈদ্যুতিক মোটর যা একমুখী তড়িৎ প্রবাহ দিয়ে চালিত হয়।

ডিসি মোটর: ব্রাশড ডিসি, সিনক্রোনাস ডিসি মোটর, ব্রাশলেস ডিসি মোটর
বিভিন্ন আকারের ডিসি মোটর

ব্রাশড ডিসি

ব্রাশড ডিসি মোটর যা ডিসি প্রবাহ হতে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে টর্ক প্রাপ্ত হয় এতে ঘূর্ণায়মান রোটরটি হয় তড়িৎ চুম্বক এবং বহিরাবরন বা কেসিং হিসেবে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। এর সুবিধা হল কম প্রাথমিক খরচ, নির্ভরযোগ্যতা, সহজ গতি নিয়ন্ত্রণযোগ্যতা। অসুবিধা হল স্বল্প আয়ু উচ্চ রক্ষনাবেক্ষন খরচ। ব্রাশ ও স্প্রিং যা মোটর ঘুরার জন্য বিদ্যুৎ প্রবাহিত করে এর নিয়মিত পরিবর্তন রক্ষনাবেক্ষন, পরিষ্কার বা কম্যুটেটর পরিবর্তন এ প্রচুর ব্যয় হয়ে থাকে। এই উপাদান গুলো দ্বারা বিদ্যুৎ শক্তি মোটেরের অভ্যন্তরীণ রোটরকে ঘুরতে সহায়তা করে। ব্রাশ সাধারণত কার্বনের তৈরি হয়ে থাকে। কার্বন ব্যবহারের প্রধান কারণ এটি সহজে ক্ষয় হয়না ও দীর্ঘ লাইফটাইম পাওয়া যায়।

সিনক্রোনাস ডিসি মোটর

সিনক্রোনাস ডিসি মোটর, ব্রাশলেস ডিসি মোটর ও স্টেপার মোটরের মত টর্ক উৎপাদনের জন্য বাহির হতে তড়িৎ প্রবাহ সঞ্চালন করতে হয়। এই মোটর ডিসি বিদ্যুত প্রবাহে চলেনা।

ব্রাশলেস ডিসি মোটর

ব্রাশলেস ডিসি মোটর এ ১টি ঘূর্ণয়মান স্থায়ি চুম্বক কে রোটরে ব্যবহার করা হয়, এবং রোটরটি ঘুরার জন্য ১টি বৈদ্যুতিক চুম্বককে বহিরাবরন বা কেসিঙ হিসেবে ব্যবহার করা হয়। ১টি মোটর নিয়ন্ত্রক কনট্রোলার ডিসি কে এসি তে রুপান্তরিত করে। ব্রাশড মোটরের চেয়ে এটি র জটিলতা কম কারণ এটি রোটর ঘুরানোর জন্য বাহির থেকে বিদ্যুত প্রবাহ দেয়ায় ঝামেলা কম। এর সুবিধা হল দীর্ঘ আয়ু, স্বল্প রক্ষনাবেক্ষন এবং উচ্চ কর্মদক্ষতা। অসুবিধা হল উচ্চ প্রাথমিক খরচ এবং অধিকতর জটিল মোটর স্পিড কনট্রোলার।

ডিসি মোটর এর ঘূর্নন
ডিসি মোটর: ব্রাশড ডিসি, সিনক্রোনাস ডিসি মোটর, ব্রাশলেস ডিসি মোটর  ডিসি মোটর: ব্রাশড ডিসি, সিনক্রোনাস ডিসি মোটর, ব্রাশলেস ডিসি মোটর  ডিসি মোটর: ব্রাশড ডিসি, সিনক্রোনাস ডিসি মোটর, ব্রাশলেস ডিসি মোটর 
১টি সাধারণ বৈদ্যুতিক মোটর। যখনই কয়েলটি বিদ্যুতায়িত হয় তখন আরমেচার এর চারিদিক চুম্বকীয় আবেশ তৈরি হয়। বাম দিকের আরমেচারটি বাম চুম্বকের দিকে ধাবমান হয় এবং ডান দিকে ঘুরতে সহায়তা করে। এবং ঘুরতে শুরু করে। আরমেচারটি ঘুরতে থাকে। যখনই আরমেচারটি আনুভূমিক হয় তখন কম্যুটেটর কয়েলে বিদ্যুত প্রবাহকে বিপরিত মুখি করে চুম্বকীয় আবেশ বিপরিত মুখি করে দেয়। ফলে ঘূর্নন চক্রাকারে চলতে থাকে।

বহিঃসংযোগ

Tags:

ডিসি মোটর ব্রাশড ডিসিডিসি মোটর সিনক্রোনাস ডিসি মোটর ব্রাশলেস ডিসি মোটর বহিঃসংযোগডিসি মোটরইংরেজি ভাষাএকমুখী তড়িৎ প্রবাহবৈদ্যুতিক মোটর

🔥 Trending searches on Wiki বাংলা:

ঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাবঙ্গভঙ্গ (১৯০৫)কুষ্টিয়া জেলাবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়২০২৪ কোপা আমেরিকাভূমি পরিমাপবাংলা একাডেমিযাকাতমেঘনাদবধ কাব্যরজঃস্রাবআল-আকসা মসজিদমহিবুল হাসান চৌধুরী নওফেলছিয়াত্তরের মন্বন্তরআবুল কাশেম ফজলুল হকতৃণমূল কংগ্রেসবাংলাদেশের নদীবন্দরের তালিকাঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েআওরঙ্গজেবভুটানআলাউদ্দিন খিলজিকুলম্বের সূত্রনিষ্ক্রিয় গ্যাসআফগানিস্তানদুবাইমসজিদে হারামগোত্র (হিন্দুধর্ম)যোনিতাজবিদ১ (সংখ্যা)অ্যান্টিবায়োটিক তালিকাসর্বনামছোলাজিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকতথ্যশীর্ষে নারী (যৌনাসন)হৃৎপিণ্ডমতিউর রহমান (বীরশ্রেষ্ঠ)শিয়া ইসলামখেজুরসালাতুত তাসবীহবিদ্রোহী (কবিতা)বুড়িমারী এক্সপ্রেসইহুদি ধর্মপাহাড়পুর বৌদ্ধ বিহারআল্লাহশবনম বুবলিভারত বিভাজনশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড২৭ মার্চজাতীয় স্মৃতিসৌধকার্বন ডাই অক্সাইডফিলিস্তিনের ইতিহাসন্যাটোতাওরাতআবু বকরমথুরাপুর লোকসভা কেন্দ্রসুফিয়া কামালভৌগোলিক নির্দেশকপ্রধান ধর্মাবলম্বী গোষ্ঠীসমূহপ্যারাডক্সিক্যাল সাজিদবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলআমার সোনার বাংলাশুক্রাণুভারতীয় জনতা পার্টিচীনসাধু ভাষাস্বাধীন বাংলা বেতার কেন্দ্ররঙের তালিকাইউরোপঢাকাআবুল আ'লা মওদুদীদ্বিতীয় বিশ্বযুদ্ধফিফা বিশ্বকাপহাবীবুল্লাহ্‌ বাহার কলেজবাংলাদেশের ইউনিয়নজানাজার নামাজবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকা🡆 More