কেইথ আর. পোর্টার

কেইথ রবার্টস পোর্টার (১১ জুন ১৯১২ - ২ মে ১৯৯৭) একজন কানাডীয়-মার্কিন কোষ জীববিজ্ঞানী ছিলেন। তিনি কোষের ইলেকট্রন অণুবীক্ষণ ব্যবহার করে জীববিজ্ঞান সম্পর্কিত গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেন। সিলিয়ার অ্যাক্সোনোমের ৯+২ মাইক্রোটিউবিউলের গঠন নিয়ে পোর্টার বিস্তারিত গবেষণা করেন। কোষ কালচার ও নিউক্লীয় প্রতিস্থাপনের লক্ষ্যে তিনি ব্যবহারিক পদ্ধতি আবিষ্কার করেন। এছাড়াও পোর্টার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নামকরণ করেন।

কেইথ রবার্টস পোর্টার
জন্ম(১৯১২-০৬-১১)১১ জুন ১৯১২
ইয়ারমাউথ, নোভা স্কোশিয়া, কানাডা
মৃত্যু২ মে ১৯৯৭(1997-05-02) (বয়স ৮৪)
ব্রায়ান মুর, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
জাতীয়তাকানাডীয়, আমেরিকান
পেশাকোষ জীববিজ্ঞানী

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

কেইথ পোর্টার নোভা স্কোশিয়া প্রদেশের ইয়ারমাউথ শহরে ১৯১২ সালের ১১ জুন জন্মগ্রহণ করেন। তিনি অ্যারন ও জোসেফিন রবার্টস পোর্টারের পুত্র ছিলেন। তিনি অ্যাকাডিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক-পূর্ব ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের লেখাপড়া করেন। ১৯৩০ এর দশকে পোর্টার রকফেলার চিকিৎসা ইনস্টিটিউটে লেখাপড়া করেন। ১৯৪৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।

কর্মজীবন

পোর্টার মার্কিন কোষ জীববিজ্ঞান সমিতি ও কোষ জীববিজ্ঞান জার্নাল প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। ১৯৮১ সালে কেইথ আর পোর্টার জীববিজ্ঞান তহবিল প্রবর্তিত হয়, যার সাহায্যে প্রতি বছর আমেরিকান কোষ জীববিজ্ঞান সম্মেলনে কেইথ আর পোর্টার ভাষণ প্রদানে অর্থায়ন করা হয়।

১৯৬১ সালে বোল্ডার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি ১৯৬৭ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত জীববিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে কর্মরত ছিলেন। অতঃপর তিনি কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বোল্ডার শাখায় ১৯৬৮ সালে শিক্ষকতা শুরু করেন। এছাড়াও বেশ কয়েক বছর তিনি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উডস হোল শহরে সামুদ্রিক জীববিজ্ঞান বিজ্ঞানাগারের খণ্ডকালীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সালে তিনি আমেরিকার জাতীয় বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হন। তিনি ২০০টিরও অধিক গবেষণাপত্র রচনা করেছেন। ১৯৮২ সালে পোর্টার ৭০ বছর বয়সে অবসর গ্রহণ করলে তিনি যে ভবনে কাজ করতেন, কলোরাডো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার নাম দেয় পোর্টার জীবনবিজ্ঞান ভবন। অতঃপর তিনি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বাল্টিমোর কাউন্টি শাখা ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে অবসরোত্তর গবেষণা করেন। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পোর্টারের সম্মানে কেইথ আর পোর্টার অভ্যন্তরীণ প্রতিচ্ছবিকরণ অনুষদের নামকরণ করা হয়েছে। ১৯৯৭ সালের ২ মে পোর্টার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ব্রায়ান মুর শহরে মৃত্যুবরণ করেন।

পোর্টার কোষগুলোর উচ্চ রেজোল্যুশনের ছবি গ্রহণ করেন। এর সাহায্যে প্রথমবারের মতো কোষীয় অঙ্গাণুগুলোর উন্নতমানের ছবি ধারণ করা সম্ভব হয়। পোর্টার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে আন্তঃপরিবহন ব্যবস্থার কার্যপদ্ধতি আবিষ্কার করেন। এরূপেই তিনি কঙ্কালসদৃশ মাইক্রোটিউবিউল আবিষ্কার করতে সক্ষম হন।

স্বীকৃতি

১৯৭০ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কেইথ আর পোর্টার, অ্যালবার্ট ক্লড ও জর্জ ই প্যালেডকে লুইজা গ্রোস হরউইটস পুরস্কারে ভূষিত করে। পোর্টারের সহকর্মী ক্লড, প্যালেড ও ক্রিশ্চিয়ান দ্য দুভ ১৯৭৪ সালে "জীবকোষের অঙ্গাণুসমূহের গঠন ও কাজ" বর্ণনা করার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। পোর্টার এ কাজের জন্য সুপরিচিত হলেও তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি।

পুরস্কার

কেইথ আর পোর্টার জীববিজ্ঞানে অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। এগুলো হলো:

  1. ১৯৬৪- গার্ডনার ফাউন্ডেশন আন্তর্জাতিক পুরস্কার
  2. ১৯৭০- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লুইজা গ্রোস হরউইটস পুরস্কার (অ্যালবার্ট ক্লড ও জর্জ ই প্যালেডের সঙ্গে যৌথভাবে)
  3. ১৯৭১- ডিকিনসন বিজ্ঞান পুরস্কার
  4. ১৯৭১- পল এরলিখ ও লুডভিগ ডার্মস্টেডার পুরস্কার
  5. ১৯৭৬- জাতীয় বিজ্ঞান পদক
  6. ১৯৮১- ই বি উইলসন পদক

তথ্যসূত্র

Tags:

কেইথ আর. পোর্টার প্রারম্ভিক জীবন ও শিক্ষাকেইথ আর. পোর্টার কর্মজীবনকেইথ আর. পোর্টার স্বীকৃতিকেইথ আর. পোর্টার পুরস্কারকেইথ আর. পোর্টার তথ্যসূত্রকেইথ আর. পোর্টারইলেকট্রনএন্ডোপ্লাজমিক রেটিকুলামজীববিজ্ঞান

🔥 Trending searches on Wiki বাংলা:

ছাগলযোহরের নামাজসূর্যপথের পাঁচালীআলবার্ট আইনস্টাইনটেলিটকগ্রাহামের সূত্রহিমালয় পর্বতমালাআব্দুল লতিফ চৌধুরী ফুলতলীবাংলাদেশ ছাত্রলীগবাংলাদেশ জামায়াতে ইসলামীবাঙালি সংস্কৃতিশুক্রাণুবিশ্ব দিবস তালিকাস্বাস্থ্যের অধিকারমুসাবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাকম্পিউটার কিবোর্ডসূরা লাহাবলামিনে ইয়ামালমনোবিজ্ঞানপুনরুত্থান পার্বণস্বামী স্মরণানন্দঅকাল বীর্যপাতআবহাওয়াবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহমাইটোকন্ড্রিয়াওয়ালাইকুমুস-সালামশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডসিলেটগরুসৈয়দ মুজতবা আলীতেজস্ক্রিয়তাখেজুরঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেন্দ্রীয় শহীদ মিনারপহেলা বৈশাখবাংলাদেশের অর্থনীতিবাংলাদেশের ইউনিয়নের তালিকাগারোতাজউদ্দীন আহমদনাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯লিওনেল মেসিমুহাম্মাদ ফাতিহগুগলতথ্যবাংলাদেশ আওয়ামী লীগখালেদা জিয়াবাংলাদেশে পালিত দিবসসমূহপানিমানব দেহইউটিউবমাইকেল মধুসূদন দত্তএইচআইভি/এইডসআলাউদ্দিন খিলজিবাংলাদেশের পদমর্যাদা ক্রমবিমল করমুনাফিকক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনঅপারেশন সার্চলাইটভারতীয় জাতীয় কংগ্রেসমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাহায়দ্রাবাদ রাজ্যঅর্শরোগবিতর নামাজবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়হার্দিক পাণ্ড্যব্রিটিশ রাজের ইতিহাসচাকমাভৌগোলিক নির্দেশকদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনইন্ডিয়ান প্রিমিয়ার লিগপাহাড়পুর বৌদ্ধ বিহারবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডক্রোমোজোমগুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২জয়নগর লোকসভা কেন্দ্রশাকিব খান🡆 More