ইসরায়েল-জর্ডান শান্তি চুক্তি: শান্তি চুক্তি

ইসরাইল - জর্ডান শান্তি চুক্তি বা ওয়াদ্বি আরাবা চুক্তি (হিব্রু ভাষায়: הסכם השלום בין ישראל לירדן‎) স্বাক্ষরিত হয় ১৯৯৪ সালে। চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৯৪ সালের ২৬ অক্টোবর । তখন পর্যন্ত জর্ডান ছিল দ্বিতীয় আরব রাষ্ট্র যে মিশরের পর ইসরাইলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিটি দুই দেশের মধ্যে ভূমি, পানি, ব্যবসা এবং ভ্রমণের ক্ষেত্রে সম্পর্ক স্থাপিত করে। এই চুক্তির অন্য একটি অঙ্গীকার ছিল জর্ডান অথবা ইসরাইল কোন দেশই ,তাদের ভূমি ব্যবহার করে তৃতীয় কোন দেশকে তাদের ওপর আক্রমণ করতে দিবে না ।

ইতিহাস

১৯৮৭ সালে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী সিমন প্যারেস এবং  জর্ডানের রাজা হুসাইন গোপনে শান্তিচুক্তির চেষ্টা  চালান যেখানে যখন ইসরাইল পশ্চিম তীর জর্ডানের স্বীকার করে নেয়। এই চুক্তিটি মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তির কাঠামো হিসেবে নির্ধারণ করা প্রস্তার করা  হয়। কিন্ত ইসরাইলি প্রধানমন্ত্রীর আপত্তির কারণে  এই চুক্তিটি স্বাক্ষরিত হয়নি।

স্বাক্ষর

১৯৯৪ সালে ২৬ অক্টোবর জর্ডান এবং ইসরাইল শান্তিচুক্তি স্বাক্ষর করে,অনুষ্ঠানটি হয় জর্ডানে বর্ডারের পাশে ইসরাইলের আলভা বেলিতে। প্রধানমন্ত্রী রবিন এবং জর্ডানের প্রধানমন্ত্রী আবদেল ইসলাম আল-মাজালি চুক্তিটি স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট বিল ক্লিনটন চুক্তিটি পর্যবেক্ষণ করেন । পোগ্রাম শেষ হওয়ার পর হাজারো বেলুন উড়ানো হয়। মিশর স্বাগত জানায় যেখানে সিরিয়া প্রত্যাখ্যান করে ।

বিষয়বস্তু

এই শান্তিচুক্তির প্রস্তাবনা ঘটিত হয় ৩০ টি অনুচ্ছেদ, ৫ পরিসিষ্ট নিয়ে ঘটিত হয়।

পরিশিষ্ট ১ এর বিষয় হল সংগাতপূর্ণ বর্ডার এবং সার্বভৌমত্ব। |পরিশিষ্ট ২ এর বিষয় হল পানি এবং ঔই সম্পকির্ত বিষয়। |পরিশিষ্ট ৩ এর বিষয় অপরাধ এবং মাদক। |পরিশিষ্ট ৪ এর পরিবেশ বিষয়ক। |পরিশিষ্ট ৫ এর বিষয় বর্ডার স্থানান্তর পাসপোর্ট এবং ভিসা।

প্রধান বিষয়

বর্ডার

আন্তজার্তিকভাবে জর্ডান এবং ইসরাইল এর বর্ডার হচ্ছে আরমুখ নদী, মৃত সাগর।

কূটনীতিক সম্পর্ক

দুইপক্ষই চুক্তিতে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে  একমত হয়। তাদের মধ্যে স্থায়ী দূতাবাস  স্থাপন, ভ্রমণ ভিসা ,মুক্ত বাণিজ্য নিয়ে চুক্তিবদ্ধ হয়।

নিরাপত্তা এবং প্রতিরক্ষা

উভয়দেশ চুক্তিবদ্ধ হয় যে তারা তাদের দেশের সার্বভৌমত্ব, নির্দিষ্ট এলাকা,একজন একজনের এরিয়ায় অনুমতি ব্যতীত প্রবেশ করবেন না ।

জেরুজালেম

আর্টিকেল ৯ এ আলোচনা করা হয়েছে ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া ।

পানি

ইসরাইল বছরে ৫০,০০০,০০০ কিউবিক মিটার পানি দিতে রাজি হয় । উভয় দেশই পানির অন্যান্য উৎস বৃদ্ধি করতে রাজি হয়।

ফিলিস্তিনি শরনার্থী

ইরসাইল এবং জর্ডান  উভয় দেশই চুক্তিবদ্ধ হয় তারা ফিলিস্তিনি শরনার্থীদের সাহায্য করবে।

তথ্যসূত্র

1.https://archive.nytimes.com/www.nytimes.com/learning/general/onthisday/big/1026.html 2.http://avalon.law.yale.edu/20th_century/pal06.asp 3.https://en.m.wikipedia.org/wiki/Israel–Jordan_peace_treaty

Tags:

ইসরায়েল-জর্ডান শান্তি চুক্তি ইতিহাসইসরায়েল-জর্ডান শান্তি চুক্তি স্বাক্ষরইসরায়েল-জর্ডান শান্তি চুক্তি বিষয়বস্তুইসরায়েল-জর্ডান শান্তি চুক্তি প্রধান বিষয়ইসরায়েল-জর্ডান শান্তি চুক্তি তথ্যসূত্রইসরায়েল-জর্ডান শান্তি চুক্তিইসরাইলজর্ডানশান্তি চুক্তিহিব্রু ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

কম্পিউটারআর্-রাহীকুল মাখতূমজাকির নায়েককোষ বিভাজনবিষ্ণুবিড়ালভারতের ভূগোলউপন্যাসতাল (সঙ্গীত)গৌতম বুদ্ধসূর্যভারতবিমান বাংলাদেশ এয়ারলাইন্সসংযুক্ত আরব আমিরাতপদ (ব্যাকরণ)উমর ইবনুল খাত্তাবআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসঅন্নপূর্ণা (দেবী)মালদ্বীপবাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতিমারবার্গ ফাইলবাংলাদেশের প্রধানমন্ত্রীদ্বিপদ নামকরণগায়ত্রী মন্ত্রসেশেলসজিৎ (অভিনেতা)শিয়া ইসলামঅকাল বীর্যপাতজনগণমন-অধিনায়ক জয় হেমুহাম্মাদের মৃত্যুসোভিয়েত ইউনিয়নসূর্য সেনজীববৈচিত্র্যশাবনূরসুবহানাল্লাহবাংলাদেশের উপজেলার তালিকাসূরা লাহাবগুপ্ত সাম্রাজ্যসাঁওতাল বিদ্রোহধানস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবফ্রান্সশিববাংলাদেশ জাতীয় ফুটবল দলঢাকা বিভাগনেপালমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)উসমানীয় সাম্রাজ্যঅর্শরোগসন্ধিঅনাভেদী যৌনক্রিয়াপ্যারিসআফগানিস্তানমুঘল সাম্রাজ্যতাওরাতমাম্প্‌সচতুর্থ শিল্প বিপ্লবমুহাম্মদ ইউনূসরাজশাহী বিভাগঔষধভারত বিভাজনবাংলাদেশ রেলওয়ের‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নইহুদিমেটা প্ল্যাটফর্মসরামমোহন রায়থাইরয়েড হরমোননোরা ফাতেহিগুগলকেন্দ্রীয় শহীদ মিনারমহামৃত্যুঞ্জয় মন্ত্রহস্তমৈথুনের ইতিহাসদাজ্জালবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাজাযাকাল্লাহরাজশাহীইন্দিরা গান্ধীদুর্গাপূজা🡆 More