.এসজে

.এসজে (ইংরেজি: .sj) হলো স্ভালবার্ড এবং ইয়ান মায়েনের জন্য প্রদত্ত ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি) সাফিক্স। ডোমেইন নাম রেজিস্ট্রি হল নোরিড কিন্তু .এসজে ডোমেইন নামটি নিবন্ধনের জন্য উন্মুক্ত নয়। .এসজে ডোমেইন দেওয়া হয়েছিল আইএসও ৩১৬৬ কোড অনুসারে যা স্বালবার্ড এবং ইয়ান মায়েন দুটি স্বতন্ত্র দ্বীপের প্রথম অক্ষর থেকে নেওয়া হয়েছে। দ্বীপ দুটি নরওয়েতে অবস্থিত। দ্বীপ দুটির প্রথমটিতে কিছু মানুষ বসবাস করলেও দ্বিতীয়টিতে আগ্নেয়গিরি রয়েছে ও মানুষ নেই বললেই চলে। ১৯৯৭ সালের ২১শে আগস্ট ভোবেত দ্বীপের ডোমেইন নাম .বিভি দেওয়ার সময়ই এই ডোমেইন নামটি অ্যাসাইন করা হয়। দুটি ডোমেইনই তখন নোরিড রেজিস্ট্রির নিয়ন্ত্রণে দেওয়া হয়। নরওয়েজীয় কর্তৃপক্ষের অনুসারে যে সকল প্রতিষ্ঠান এই তিনটি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে তাদের জন্য .এনও ডোমেইন নামটিই যথেষ্ট সেজন্য ডোমেইন নামটি নিবন্ধনের জন্য উন্মুক্ত নয়। নরওয়েজীয় নীতিমালা অনুসারে নিবন্ধনের জন্য উন্মুক্ত না হলেও কর্তৃপক্ষ নাম দুটি বিক্রি করতে পারবে না। এটি নরওয়েজীয় ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের অধীন .এনও ডোমেইনের মত একই নীতিমালা অনুসারে পরিচালিত হয়। এই দুটি অঞ্চলের জন্য দুটি সেকেন্ড লেভেল ডোমেইন রয়েছে সেগুলো হল, svalbard.no ও jan-mayen.no; যদিও অন্য আরও কয়েকটি ব্যবহার করা হয়।

.এসজে
.এসজে
প্রস্তাবিত হয়েছে২১ আগস্ট ১৯৯৭ (1997-08-21)
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থানিষ্ক্রিয়, তবে এখনো বাণিজ্যিক অবমুক্তি ঘটেনি
রেজিস্ট্রিনোরিড
প্রস্তাবের উত্থাপকনোরিড
উদ্দেশ্যে ব্যবহারস্বালবার্ড এবং ইয়ান মায়েন সংযুক্ত সত্ত্বা
বর্তমান ব্যবহারব্যবহার নেই; কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী .এনও ডোমেইন ব্যবহারই যথেষ্ট
নিবন্ধনের সীমাবদ্ধতাকোন নিবন্ধীকরণের গ্রহণ করা হয়না
কাঠামোব্যবহার নেই
নথিপত্রনীতিমালা নোটিশ
বিতর্ক নীতিমালানেই
ওয়েবসাইটwww.norid.no

ইতিহাস

ভালবার্দ ও জান মায়েন হল নরওয়ের দুটি বিশেষ বিশেষ মর্যাদা সম্পন্ন স্বতন্ত্র এলাকা (অনিগমিত এলাকা)। স্বালবার্ড চুক্তি অনুসারে ভালভার্দ নরওয়ের স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু অন্যান্য দিক থেকে এটি বিশেষ চুক্তির অধীন। যেমন, এটি অন্যান্য দিক থেকে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল এবং সেনজেন অঞ্চলের অধীনে নয়। অন্যদিকে জান মায়েন আটলান্টিক মহাসাগরের প্রায় প্রায় জনবসতিশূন্য আগ্নেয় দ্বীপ এবং যা পুরোপুরি নরওয়ের অধিভুক্ত। আইএসও ৩১৬৬ প্রতিষ্ঠার সময় এটা সিদ্ধান্ত হয়েছিল যে ভালভার্দ স্বতন্ত্র একটি ডোমেইন নামে পরিচিত হবে কিন্তু নরওয়েজীয় কর্তৃপক্ষ জান মায়েনকেও এই অঞ্চলের সাথে একীভূত করে দেয়। ২১শে আগস্ট ১৯৯৭ সালে .বিভি ডোমেইনের সাথেই .এসজে ডোমেইন অবমুক্ত করা হয়।

২০১৫ সালের জুনে নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী হাকুন ইয়াম লি ও সমাজতান্ত্রিক বাম দল, .বিভি ডোমেইনের পাশাপাশি .এসজে ডোমেইনের বিনামূল্যে অনলাইন ব্যবহারের দাবি তুলেছিল। এই প্রস্তাবনার লক্ষ্য ছিল নরওয়েজীয় কর্তৃপক্ষ ও বিদেশী ভিন্নমতাবলম্বীদের নজরদারির আওতা থেকে মুক্ত করা।

নীতিমালা

.এসজে ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ট্রোন্ডিয়াম-ভিত্তিক নোরিড যা .এনও ও অব্যবহৃত .বিভি নিবন্ধন ডোমেইন নাম। নোরিড হল ইউনিনেটের একটি লিমিটেড কোম্পানি যা নরওয়েজীয় শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত। ডোমেইন নামটি নিয়ন্ত্রণের ভারটি দুটি ধাপে বিভক্ত: একটি হল, ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটির (আইএএনএ) সাথে চুক্তি ও টেলিযোগাযোগ চুক্তি-এর আওতাভুক্ত নিয়মাবলি লিলাস্যান্ড-ভিত্তিক নরওয়েজীয় ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষ দ্বারা তত্বাবধান করা হয়।

বর্তমানে নরওয়ের রাষ্ট্রীয় সংকেত ডোমেইন সাফিক্স নীতমালা অনুসারে পরিচালিত এই ডোমেইন নামটি পরবর্তীকালে উন্মুক্ত করার সম্ভাবনা রয়েছে। এটি খুব সম্ভবত .এনও ডোমেইনের জন্য উন্মুক্ত করা হতে পারে। নীতিনির্ধারকরা এটিকে রাষ্ট্রীয় নীতিমালার সাথে সাংঘর্ষিক হওয়ায় বাণিজ্যকরণ করতে পারছেন না।

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

Tags:

.এসজে ইতিহাস.এসজে নীতিমালা.এসজে তথ্যসূত্র.এসজে

🔥 Trending searches on Wiki বাংলা:

সৌদি আরবক্যাসিনোআর্জেন্টিনাব্রাজিল বনাম জার্মানি (২০১৪ ফিফা বিশ্বকাপ)জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকবৌদ্ধধর্মের ইতিহাসইমাম বুখারীজীববৈচিত্র্যযশোর জেলাপিরামিডস্বাস্থ্যের অধিকারসূরা কাফিরুনথ্যালাসেমিয়াফিতরাস্বরধ্বনিবাংলাদেশ বিমান বাহিনীপুদিনাফরাসি বিপ্লবের পূর্বের অবস্থাকৃষ্ণচন্দ্র রায়দীপু মনিঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েগারোবাংলা স্বরবর্ণজাতীয় গণহত্যা স্মরণ দিবসমমতা বন্দ্যোপাধ্যায়দোয়া কুনুতলোহিত রক্তকণিকাতরমুজপর্তুগালরাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামভালোবাসানামাজের নিয়মাবলীবাংলাদেশের জাতীয় পতাকাব্রাহ্মী লিপিবিজয় দিবস (বাংলাদেশ)ধানমাদার টেরিজাভাষা আন্দোলন দিবসভারতের নির্বাচন কমিশনরমজানরাগ (সংগীত)ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহবঙ্গভঙ্গ (১৯০৫)ত্বরণইস্তেখারার নামাজরামায়ণকানাডামাযহাবখুলনা বিভাগমুহাম্মদ ইউনূসপর্যায় সারণিপ্রীতি জিনতামহাত্মা গান্ধীবিভিন্ন দেশের মুদ্রাডাচ্-বাংলা ব্যাংক পিএলসিল্যাপটপউমর ইবনুল খাত্তাবমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)বিশেষণরাজনীতিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বাংলাদেশ রেলওয়েসহীহ বুখারীরক্তহিন্দি ভাষাবাংলাদেশ সশস্ত্র বাহিনীবাংলা লিপিমার্চপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমরমজান (মাস)ময়মনসিংহকাফিরকুরআনমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাখ্রিস্টধর্মজাতিসংঘ নিরাপত্তা পরিষদমল্লিকা সেনগুপ্ত🡆 More