সুলাগিত্তি নরসাম্মা

সুলাগিত্তি নরসাম্মা (১৯২০ - ২৫শে ডিসেম্বর, ২০১৮) ছিলেন কর্ণাটক রাজ্যের টুমকুর জেলার পাওগড়া অঞ্চলের একজন ভারতীয় ধাত্রী। তিনি কর্ণাটকের সুবিধাবঞ্চিত এই অঞ্চলে কোনও পারিশ্রমিক ছাড়াই ৭০ বছর ধরে প্রায় ১৫,০০০ এরও বেশি প্রসব করিয়েছেন ঐতিহ্যবাহী পদ্ধতিতে। টুমকুর জেলার এই অংশে তাঁর নাম ঘরে ঘরে প্রচারিত হলেও, ২০১২ সালে তিনি জাতীয় ভাবে প্রথম স্বীকৃতি পেয়েছিলেন, যখন ২০১২ সালে ভারতের জাতীয় নাগরিকের পুরস্কার লাভ করেন তিনি। ঐতিহ্যবাহী চিকিৎসাবিদ্যায় তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে ভারত সরকার তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী দ্বারা সম্মানিত করেন।

সুলাগিত্তি নরসাম্মা
সুলাগিত্তি নরসাম্মা
সুলাগিত্তি নরসাম্মা
জন্ম১৯২০ (1920)
পাওগড়া তালুক, টুমকুর জেলা, মাইসোর রাজ্য (বর্তমান কর্ণাটক, ভারত)
মৃত্যুডিসেম্বর ২০১৮ (বয়স ৯৭–৯৮)
জাতীয়তাভারতীয়
পেশাধাত্রীমা
দাম্পত্য সঙ্গীআঞ্জিনাপ্পা
পুরস্কারপদ্মশ্রী (২০১৮)
জাতীয় নাগরিক পুরস্কার (২০১৩)
সাম্মানিক ডক্টরেট (২০১৪)
সুলাগিত্তি নরসাম্মা
২০১৮ সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করছেন নরসাম্মা

জীবনী

নরসাম্মার জন্ম ১৯২০ সালে ব্রিটিশ ভারতের মাইসোর দেশীয় রাজ্যের কৃষ্ণপুরে, বর্তমানে কর্ণাটকের টুমকুর জেলার পাওগড়া গ্রামের এক পরিবারে। তাঁর মাতৃভাষা ছিল তেলুগু। তিনি বিদ্যালয়ে যাওয়া বা প্রথাগত পড়াশোনা করার সুযোগ পাননি। মাত্র ১২ বছর বয়সেই তার বিবাহ সম্পন্ন হয় এবং তাঁর ১২টি সন্তান হয়। ।

তাঁর ঠাকুমা মারিগাম্মা ছিলেন একজন ধাত্রী এবং ঠাকুমার কাছেই নরসাম্মার ধাত্রীবিদ্যার হাতেখড়ি। ১৯৪০ সালে, ২০ বছর বয়সে এক আত্মীয়ার প্রসবে সহায়তা করার মাধ্যমেই নরসাম্মার এই কাজে হাতেখড়ি।

ঠাকুমার কাছে হাতেখড়ি হলেও, নরসাম্মা তাঁদের গ্রামে আগত বিভিন্ন যাযাবর উপজাতি এবং বেদেদের কাছ থেকে বিভিন্ন ভেষজ ওষুধ এবং গাছ গাছড়া সম্পর্কে শিখে নিয়ে তাঁর অধীত বিদ্যাকে আরও বলশালী করে তুলেছিলেন। গর্ভবতী মহিলাদের জন্য প্রাকৃতিক ওষুধ প্রস্তুত করার শিল্প শেখার পাশাপাশি গর্ভস্থ শিশুর স্বাস্থ্য এবং অবস্থান যাচাই করতেও শিখে নেন তিনি। তিনি কোনও যন্ত্রের ব্যবহার ছাড়াই গর্ভে থাকা অবস্থায় ভ্রূণের নাড়ি সনাক্ত করতে সক্ষম হন বলেও জানা যায়।

২০১৮ সাল অবধি ৯৭ বছর বয়সী, নরসাম্মা ১৫,০০০ এরও বেশি বাচ্চা প্রসব করাতে সহায়তা করেছিলেন এবং কৃষ্ণপুরের সবথেকে জ্ঞাত ধাত্রী হিসেবে সুপরিচিত ছিলেন।। তিনি তাঁর কনিষ্ঠ কন্যা জয়াম্মা সহ এখন প্রায় ১৮০ জন শিক্ষার্থীকে ধাত্রীবিদ্যা শিখিয়ে যান, যাঁরা নিজেরাই এখন অভিজ্ঞ ধাত্রী।

২০১৮ সালের নভেম্বর মাসে নরসাম্মাকে সিদ্ধাগঙ্গা হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল এবং পরে ২৯শে নভেম্বর তাঁকে বিজিএস হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। ২০১৮ সালের ২৫শে ডিসেম্বর ৯৮ বছর বয়সে কর্ণাটকের বেঙ্গালুরুতে বিজেএস গ্লেনেগালস গ্লোবাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর ২২ জন নাতি নাতনী এবং ১৪ জন পুতি-পুতনী বর্তমান ছিল।

পুরস্কার ও সম্মাননা

  • ২০১২: কর্ণাটক রাজ্য সরকারের দেবরাজ উরস পুরস্কার
  • ২০১৩: কিট্টুর রাণী চেন্নাম্মা পুরস্কার
  • ২০১৩: কর্ণাটক রাজ্যোৎসব পুরস্কার
  • ২০১৩: ভারতের জাতীয় নাগরিক পুরস্কার
  • ২০১৪: টুমকুর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট
  • ২০১৮: পদ্মশ্রী

তথ্যসূত্র

Tags:

কর্ণাটকপদ্মশ্রী

🔥 Trending searches on Wiki বাংলা:

ফিলিস্তিনব্রিক্‌সমাযহাববেল (ফল)সূর্যভারতের সংবিধানবঙ্গভঙ্গ (১৯০৫)বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহপথের পাঁচালী (চলচ্চিত্র)তাপপ্রবাহঅসমাপ্ত আত্মজীবনীসাপইশার নামাজচাঁদনেপোলিয়ন বোনাপার্টবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশভাইরাসঅষ্টাঙ্গিক মার্গদিনাজপুর জেলাবিদায় হজ্জের ভাষণসালমান বিন আবদুল আজিজবাংলাদেশের ইউনিয়নবাংলাদেশের তৈরি পোশাক শিল্পগণতন্ত্রনারী খৎনাআল-আকসা মসজিদবাঙালি হিন্দুদের পদবিসমূহওপেকভারতের স্বাধীনতা আন্দোলনলালনরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)নিউটনের গতিসূত্রসমূহযোনিআল্লাহর ৯৯টি নামনোবেল পুরস্কারপ্রাপ্তদের তালিকাকলাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরমিশরজান্নাতুল ফেরদৌস পিয়ামুদ্রাআতিকুল ইসলাম (মেয়র)নরসিংদী জেলা২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)পাবনা জেলাভারতীয় জনতা পার্টিঅলিউল হক রুমিবদরের যুদ্ধসিলেটবর্তমান (দৈনিক পত্রিকা)সুলতান সুলাইমানমুহাম্মাদের স্ত্রীগণজলবায়ু পরিবর্তনের প্রভাবআন্তর্জাতিক মুদ্রা তহবিলমোবাইল ফোনপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০জীবনানন্দ দাশঘূর্ণিঝড়সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসূরা ফাতিহাস্বামী বিবেকানন্দক্রিস্তিয়ানো রোনালদোউদ্ভিদধানপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪ক্ষুদিরাম বসুআরবি ভাষাতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়যক্ষ্মাঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাকোষ (জীববিজ্ঞান)পাহাড়পুর বৌদ্ধ বিহারবাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকাতাহসান রহমান খানবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলমাদারীপুর জেলাজলবায়ুহরে কৃষ্ণ (মন্ত্র)🡆 More