সুলতানা জামান

সুলতানা জামান (আসল নাম: সৈয়দা হোসনে আরা শরিফা বেগম মিনা, জন্ম: ১০ আগস্ট, ১৯৪৫; মৃত্যু: ২০ মে, ২০১২) বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী। তিনি ১৯৫৯ সালে রাজিয়া নামে ‘মাটির পাহাড়’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। পরবর্তী সময়ে ‘চান্দা’ ও ‘জোয়ার এলো’ ছবিতে মিনা জামান নামে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। খান আতাউর রহমান পরিচালিত ‘অনেক দিনের চেনা’ ছবিতে নাম বদলে তিনি হন সুলতানা জামান।

সুলতানা জামান
সুলতানা জামান
জন্ম
সৈয়দা হোসনে আরা শরিফা বেগম মিনা

১০ আগস্ট, ১৯৪৫
মৃত্যু২০ মে, ২০১২
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ সুলতানা জামান
পরিচিতির কারণচলচ্চিত্রভিনেত্রী

অভিনয় জীবন

‘মাটির পাহাড়’ ছবিতে সুলতানা জামানের সঙ্গে অভিনয় করেছিলেন কাফি খান, রওশন আরা, কাজী খালেক। এই ছবিতে অভিনয়ের জন্য সুলতানা জামান চিত্রাকাশ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এরপর ১৯৬২ সালে কলিম শরাফীজহির রায়হানের যৌথ পরিচালনায় ‘সোনার কাজল’, এহতেশাম পরিচালিত ‘চান্দা’, আব্দুল জব্বার খান পরিচালিত ‘জোয়ার এলো’ মুক্তি পায়। ‘চান্দা’ ও ‘জোয়ার এলো’ ছবির বাণিজ্যিক সাফল্য সুলতানা জামানকে রোমান্টিক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। ১৯৬৪ সালে খান আতাউর রহমান নির্মাণ করেন ‘অনেক দিনের চেনা’। ১৯৬৫ সালে ফতেহ লোহানী পরিচালিত ‘সাতরং’, আলী মনসুর পরিচালিত ‘জানাজানি’ এবং মোস্তাফিজ পরিচালিত ‘মালা’ মুক্তি পায়। ছবিটি পূর্ব ও পশ্চিম পাকিস্তানে সুপার-ডুপার হিট ও ব্যবসা সফল হয়। ‘মালা’ ছবিটির বাণিজ্যিক সাফল্যের কারণে সুলতানা জামান সম্মাননা পেয়েছিলেন। তিনি ১৯৬৯ সালে ‘মনের মত বউ’ ও ‘ভানুমতি’ ছবিতে অভিনয় করেন। ১৯৭০ সালে ‘মিশর কুমারী’ ও ‘আঁকাঁবাঁকা’ ছবিতে অভিনয় করেন তিনি। ‘ভানুমতি’ ও ‘ছদ্মবেশী’ নামে দুটি ছবির প্রযোজনাও করেন সুলতানা জামান। স্বাধীনতার পর সুলতানা জামান অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘নয়নমণি’, ‘নিশান’, ‘জাদুর বাঁশি’, ‘অনুভব’, ‘তৃষ্ণা’, ‘অগ্নিশিখা’।

পারিবারিক জীবন

১৯৪০ সালের ১০ আগস্ট ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন সুলতানা জামান। তার পারিবারিক নাম সৈয়দা হোসনে আরা শরিফা বেগম। এ দেশের চলচ্চিত্র অঙ্গনে তিনি সুলতানা জামান নামেই পরিচিত হয়ে ওঠেন। তার শৈশব কেটেছিল নাটোরে। চিত্রগ্রাহক ও পরিচালক কিউ এম জামানের সঙ্গে ১৯৫৬ সালের ১৫ মার্চ তার বিয়ে হয়। উল্লেখ্য, ‘মুখ ও মুখোশ’ ছবির ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কিউ এম জামান।

চলচ্চিত্রসমূহ

সুলতানা জামান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে চান্দা, নতুন দিগন্ত, অনেক দিনের চেনা, জোয়ার এলো, জানাজানি, সাত রং, সোনার কাজল, মালা, উজালা জংলীফুল, বেয়াকুফ’, আবার বনবাসে রূপবান ও মিশর কুমারী’

সম্মাননা

২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সুলতানা জামানকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

মৃত্যু

বার্ধক্যজনিত সমস্যায় ২০ মে ২০১২ ৭৬ বছর বয়সে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।

তথ্যসূত্র

Tags:

সুলতানা জামান অভিনয় জীবনসুলতানা জামান পারিবারিক জীবনসুলতানা জামান চলচ্চিত্রসমূহসুলতানা জামান সম্মাননাসুলতানা জামান মৃত্যুসুলতানা জামান তথ্যসূত্রসুলতানা জামানআগস্ট ১০খান আতাউর রহমানচান্দা (চলচ্চিত্র)মে ২০

🔥 Trending searches on Wiki বাংলা:

দুধইব্রাহিম (নবী)সাহারা মরুভূমিনারীজাতিসংঘভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০শিল্প বিপ্লবআকিজ গ্রুপঋগ্বেদসানি লিওনপানিপথের যুদ্ধদুবাইজাপানভারতের ইতিহাসমুহাম্মাদের স্ত্রীগণলক্ষ্মীবাংলাদেশ পুলিশবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাপেপসিসুকুমার রায়আল-আকসা মসজিদবাংলাদেশের উপজেলার তালিকাজয়নুল আবেদিনচুম্বকরশিদ চৌধুরীবাংলাদেশের বিভাগসমূহবৌদ্ধধর্মনিউটনের গতিসূত্রসমূহবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলঢাকা বিভাগষড়রিপুবাংলাদেশের সংবাদপত্রের তালিকাখিলাফতওজোন স্তরবাংলাদেশ নৌবাহিনীপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিবাংলাদেশের অর্থনীতিপদ্মা নদীবাংলাদেশ সরকারি কর্ম কমিশনঊষা (পৌরাণিক চরিত্র)জয় চৌধুরীবীর্যতরমুজইতালিমিমি চক্রবর্তীমান্নাজাতীয় সংসদতুলসীদারুল উলুম দেওবন্দফাতিমাসম্প্রসারিত টিকাদান কর্মসূচিভারতের জাতীয় পতাকাঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)রংপুরভাইরাসজালাল উদ্দিন মুহাম্মদ রুমিউপন্যাসইউরোপপুরুষে পুরুষে যৌনতাসিলেটদর্শনবিসিএস পরীক্ষাদক্ষিণ কোরিয়াকোকা-কোলাকোষ (জীববিজ্ঞান)নকশীকাঁথা এক্সপ্রেসআলাউদ্দিন খিলজিবাংলার ইতিহাসভোটইসলাম ও হস্তমৈথুনকাতার২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগরাজশাহী বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়দক্ষিণবঙ্গ🡆 More