লালা লাজপত রায়: ভারতীয় লেখক এবং রাজনীতিবিদ

লালা লাজপত রায়(২৮ জানুয়ারি ১৮৬৫- ১৭ নভেম্বর ১৯২৮ )(ইংরেজি: Lala Lajpat Rai; পাঞ্জাবি: ਲਾਜਪਤ ਰਾਏ) একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী । তিনি পাঞ্জাব কেশরি নামেও পরিচিত। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও লক্ষ্মী বিমা কোম্পানী স্থাপন করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের লাল-বাল-পালের অন্যতম নেতা। ১৯২৮ সালে সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনিতে অংশগ্রহণ করেন । সেখানে তিনি পুলিশের লাঠিচার্জে গভীর ভাবে আহত হন। ১৯২৮ সালের ১৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

লালা লাজপত রায়
লালা লাজপত রায়: জীবনী, লালার মৃত্যুর প্রতিশোধ, হিন্দী সাহিত্যের সেবা
জন্ম২৮ জানুয়ারি ১৮৬৫
মৃত্যু১৭ নভেম্বর ১৯২৮ সন (বয়স ৬৩)
লাহোর, ব্রিটিশ ভারত (অধুনা পাকিস্তান)
প্রতিষ্ঠানভারতীয় জাতীয় কংগ্রেস, আর্য সমাজ
আন্দোলনভারতের স্বাধীনতা আন্দোলন

জীবনী

১৮৬৫ সনের ২৮ জানুয়ারি তারিখে পাঞ্জাবে লালা লাজপত রায় জন্মগ্রহণ করেন।। তার পিতার নাম মুন্সি রাধাকৃষ্ণণ আজাদ। তিনি কিছুসময়কাল হরিয়াণার রোহতক এবং হিসার শহরে উকালতি করেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের অন্যতম নেতা ছিলেন। বাল গঙ্গাধর তিলকবিপিন চন্দ্র পালের সহিত তিনি লাল-বাল-পাল নামেই বিখ্যাত ছিলেন। এই তিন নেতারাই ভারতে সর্বপ্রথম ব্রিটিশ থেকে ভারতের স্বাধীনতার দাবী করেন। পরবর্তী সময়ে সমগ্র ভারতবাসী এই আন্দোলনে জড়িয়ে পড়ে। তিনি স্বামী দয়ানন্দ সরস্বতীর সহিত আর্য সমাজকে পাঞ্জাবে জনপ্রিয় করে তোলেন। তিনি অনেক স্থানে দুর্ভিক্ষের সময় শিবির স্থাপন করে লোকের সেবা করেছেন। ১৯২৮ সনের ৩০ অক্টোবর তিনি সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনিতে অংশগ্রহণ করেন । সেখানে তিনি পুলিশের লাঠি চার্জে গভীর ভাবে আহত হন। গুরুতরভাবে আহত হয়ে তিনি বলেছিলেন, ‘’আমার শরীরে করা ব্রিটিশের প্রহার, ব্রিটিশের ধংসের কারণ হয়ে উঠবে’’। ব্রিটিশের প্রহারে গুরুতরভাবে আহত হওয়ার ফলে ১৯২৮ সনের ১৭ নভেম্বর তারিখে তার মৃত্যু হয়।

লালা'র মৃত্যুর প্রতিশোধ

লালা'র মৃত্যুর ফলে সমগ্র দেশ উত্তেজিত হয়ে উঠে। চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, শিবরাম রাজগুরুসুখদেব থাপার ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা লালাজির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা নেয়। ১৯২৮ সনের ১৭ ডিসেম্বর তারিখে এই স্বাধীনতা সংগ্রামীরা লালা'র মৃত্যুর প্রতিশোধ স্বরূপ ব্রিটিশ পুলিশ অফিসার সন্ডার্সকে গুলি করে হত্যা করে। সন্ডার্সকে হত্যা করার জন্য রাজগুরু, সুখদেব ও ভগত সিংকে ব্রিটিশ সরকারের কারাগার থেকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এই ভাবে ভারতীয় রাজনীতিতে এক নতুন স্পন্দন সৃষ্টি হয়।

হিন্দী সাহিত্যের সেবা

লালা লাজপত রায় হিন্দী ভাষায় মধ্যযুগীয় হিন্দুত্ববাদী রাজা শিবাজীভগবান শ্রীকৃষ্ণের জীবনী রচনা করেন। তিনি ভারতে ও বিশেষ করে পাঞ্জাবে পাঞ্জাবী ভাষাকে হটিয়ে হিন্দী ভাষা প্রতিস্হাপনের ক্ষেত্রেও সহযোগিতা করেছিলেন।

তথ্যসূত্র

Tags:

লালা লাজপত রায় জীবনীলালা লাজপত রায় লালার মৃত্যুর প্রতিশোধলালা লাজপত রায় হিন্দী সাহিত্যের সেবালালা লাজপত রায় তথ্যসূত্রলালা লাজপত রায়ইংরেজি ভাষাপাঞ্জাবি ভাষাভারতীয় জাতীয় কংগ্রেসসাইমন কমিশন

🔥 Trending searches on Wiki বাংলা:

মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)চিকিৎসকসময়রেখাইসলামি সহযোগিতা সংস্থামনোবিজ্ঞানবঙ্গবন্ধু-১আল-আকসা মসজিদআসরের নামাজবাংলাদেশের ডেন্টাল কলেজসমূহের তালিকাজীবনবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষমসজিদে নববীভ্লাদিমির পুতিননামাজের বৈঠকসূরা বাকারাদেশ অনুযায়ী ইসলামফুলরাম নবমীসতীদাহগণতন্ত্রবাংলা ভাষা আন্দোলনচীনআবদুর রহমান আল-সুদাইসদুর্গাউসমানীয় সাম্রাজ্যজননীতিরুশ উইকিপিডিয়াগোলাপশামীম শিকদারমিয়া খলিফাবাঙালি জাতিবাল্যবিবাহপারদবাংলাদেশের ভূগোলদুর্গাপূজারাধাকুরাকাওতুরস্কখোজাকরণ উদ্বিগ্নতামিয়ানমারবাংলার ইতিহাসটাইফয়েড জ্বরশ্রীকৃষ্ণকীর্তনমৃত্যু পরবর্তী জীবনঢাকাআরবি ভাষানেইমাররবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)আল্লাহর ৯৯টি নামইসলামের পঞ্চস্তম্ভরোজাহা জং-উঅযুসভ্যতাপিরামিডপর্নোগ্রাফিমিজানুর রহমান আজহারীছবিবাংলাদেশে পালিত দিবসসমূহবিশ্বের ইতিহাসবেগম রোকেয়াচতুর্থ শিল্প বিপ্লববাংলাদেশের তৈরি পোশাক শিল্পএ. পি. জে. আবদুল কালামবাংলাদেশের জেলাসমূহের তালিকাজগদীশ চন্দ্র বসুবিজ্ঞানরাবণজিমেইলইউসুফমরক্কো জাতীয় ফুটবল দলহিমালয় পর্বতমালাইউক্রেনবাংলাদেশের অর্থনীতিসাইবার অপরাধবাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতি🡆 More