শিবাজী: মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা

শিবাজী ভোঁসলে অথবা ছত্রপতি শিবাজী রাজে ভোঁসলে (১৯ ফেব্রুয়ারি, ১৬৩০ - ৩ এপ্রিল, ১৬৮০), (মারাঠি : छत्रपती शिवाजीराजे भोसले) হলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শিবাজী বিজাপুরের আদিলশাহি সালতানাতের সাথে যুদ্ধে নেতৃত্ব দেন। তিনি মুঘল সাম্রাজ্যের সাথে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়ে পড়েন এবং হেরে যান। তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন, যার রাজধানী ছিল রায়গড়ে। তিনি ১৬৭৪ সালের ৬ জুন মারাঠা সাম্রাজ্যের রাজা 'ছত্রপতি' হিসেবে মুকুট ধারণ করেন।

শিবাজী রাজে ভোঁসলে
ছত্রপতি
শিবাজী: প্রথম জীবন, শিবাজীর রাজ্যজয়, শিবাজীর চরিত্র
রাজত্ব১৬৬৪ - ১৬৮০
রাজ্যাভিষেক৬ জুন, ১৬৭৪
উত্তরসূরিশম্ভোজী
স্ত্রীগণ
  • সাই বাঈ
  • সোয়রাবাঈ
  • পুতলাবাঈ
  • কাশীবাঈ
  • সগুনাবাঈ
  • মঞ্জুলাবাঈ
  • শকবারবাঈ
  • গুণবতীবাঈ
বংশধরসম্ভাজী, রাজারাম এবং ছ'টি কন্যা
পূর্ণ নাম
শিবাজী শাহজী ভোঁসলে
পিতাশাহজি
মাতাজিজাবাঈ
ধর্মহিন্দুধর্ম

শিবাজী হিন্দাভী স্বরাজ্যের (স্বাধীনতা) মতবাদকে সমর্থন দান করেন। তিনি মুুুঘল ও মুসলমানদের ওপর গুপ্ত হামলা করে মারাঠা শাসন পুণঃপ্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা করেন। তিনি তার সুশৃঙ্খল সামরিক বাহিনী এবং সুগঠিত শাসন কাঠামোর মাধ্যমে একটি দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। তিনি একজন কুশলী সামরিক কৌশলবিদ ছিলেন এবং গেরিলা যুদ্ধের ধারণার সূচনা করেন।

প্রথম জীবন

শিবাজি ১৬২৭ খ্রিষ্টাব্দে শিবনেরি পার্বত্য দুর্গে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শাহজী ভোঁসলে ও মাতা জীজাবাঈ। শিবাজির পিতা শাহজী বিজাপুরের সুলতানের অধীনে কার্যভার গ্রহণ করায়, শিশুপুত্র শিবাজীসহ জীজাবাঈ দাদাজী কোণ্ডদেব নামে এক বিচক্ষণ ব্রাহ্মণের তত্ত্বাবধানে পুনায় থেকে যান। ধর্মপরায়ণ মায়ের প্রভাব শিবাজীর জীবনে গভীর রেখাপাত করেছিল। মায়ের কাছে রামায়ণ ও মহাভারতের কাহিনী শুনে শিশুকালেই শিবাজীর মনে বীরত্ব ও দেশপ্রেমের সঞ্চার হয়েছিল। মায়ের মতো কোণ্ডদেবও শিবাজীর চরিত্র গঠনে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন।

শিবাজী: প্রথম জীবন, শিবাজীর রাজ্যজয়, শিবাজীর চরিত্র 
শিবাজী ও মাতা জীজাবাঈ

শিবাজীর রাজ্যজয়

বাল্যকালেই মহারাষ্ট্র দেশ সম্পর্কে এবং স্থানীয় পার্বত্য মাওয়ালি জনগোষ্ঠীরর সাথে শিবাজীর ঘনিষ্ঠ পরিচয় হয়। এই মাওয়ালিদের নিয়েই তিনি সর্বপ্রথম বিশ্বস্ত এক সেনাবাহিনী গড়ে তোলেন। ১৬৪৭ খ্রিষ্টাব্দে কোণ্ডদেবের মৃত্যুর পর, শিবাজী রাজ্যজয়ে মনোনিবেশ করেন। রোলিনসন (Rawlinson) মনে করেন যে, বিদেশী শাসন থেকে স্বদেশকে মুক্ত করাই শিবাজীর রাজ্যজয়ের প্রধান উদ্দেশ্য ছিল। সম্পদের লোভে লুঠতরাজ করা তার অভিপ্রেত ছিল না। সরদেশাই বলেন, সারা ভারতে হিন্দু সাম্রাজ্য স্থাপন করাই শিবাজীর লক্ষ্য ছিল।

আফজল খাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা

বিজাপুর রাজ্যে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে শিবাজী ১৬৪৭ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম তোরণা দুর্গটি দখল করে নেন। এরপর তিনি একে একে বড়মতি, রায়গড়, পুরন্দর, প্রভৃতি স্থানের দুর্গগুলি দখল করে নেন। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে এবং শিবাজীকে উপযুক্ত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিজাপুরের সুলতান শিবাজীর পিতা শাহজীকে কারারুদ্ধ করেন। এই অবস্থায় শিবাজী দাক্ষিণাত্যের মোঘল শাসককর্তা মুরাদের সাহায্য চান। বিজাপুরের সুলতান ভীত হয়ে শাহজীকে মুক্ত করে দেন। কিছুকাল শিবাজী নিশ্চুপ থাকেন। ১৬৫৬ খ্রিষ্টাব্দে দাক্ষিণাত্যের শাসনকর্তা ঔরাঙ্গজেবের সঙ্গে বিজাপুরের সুলতানের সংঘাতের সুযোগ নিয়ে শিবাজী জাওলি নামে এক অঞ্চল দখল করেন। ইতিমধ্যে ঔরাঙ্গজেব শাহজাহানের অসুস্থতার সংবাদে দিল্লী চলে গেলে, বিজাপুরের সুলতান শিবাজীকে দমন করার জন্য সেনাপতি আফজল খাঁকে পাঠান। আফজল খাঁ শিবাজীকে শান্তিচুক্তির জন্য শান্তি শিবিরে আমন্ত্রণ জানান। শিবাজী আফজল খাঁরর উপর আস্থা না রেখতে পেরে বাঘনখ নিয়ে যান। সুতরাং তিনি প্রস্তুত হয়েই আফজল খাঁর শিবিরে আসেন। শিবাজীর কুচক্রী চিন্তার শিকার হয় আফজাল খাঁ। আফজাল খাঁ শিবাজী কে আলিঙ্গন করার সময় শিবাজী 'বাঘনখ' অস্ত্রের সাহায্য-এ আফজল খাঁর বক্ষ বিদীর্ণ করেন। সেনাপতির মৃত্যুতে বিজাপুরের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। সেই সুযোগে শিবাজী কোলাপুর দখল করে নেন।

শিবাজী: প্রথম জীবন, শিবাজীর রাজ্যজয়, শিবাজীর চরিত্র 
শিবাজীর আফজল খাঁকে দমন

শিবাজীর চরিত্র

শিবাজী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সামান্য এক জায়গিরদারের অবহেলিত পুত্র শিবাজী নিজের প্রতিভাবলে স্বাধীন হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শতধা বিভক্ত ও পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্ব-এ লিপ্ত মারাঠাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে এক শক্তিশালী ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিলেন। তার শাসননীতির লক্ষ্য ছিল ন্যায়পরায়ণতা ও উদারতা। বিখ্যাত ইতিহাসবিদ যদুনাথ সরকারের মতে-

রবীন্দ্রনাথের চোখে শিবাজী

রবীন্দ্রনাথ ঠাকুর তার শিবাজী উৎসব কবিতায় বলেছিলেন:

তথ্যসূত্র

Tags:

শিবাজী প্রথম জীবনশিবাজী র রাজ্যজয়শিবাজী র চরিত্রশিবাজী রবীন্দ্রনাথের চোখে শিবাজী তথ্যসূত্রশিবাজীমারাঠা সাম্রাজ্যমারাঠি ভাষামুঘল সাম্রাজ্যরায়গড়১৬৩০১৬৮০

🔥 Trending searches on Wiki বাংলা:

দুবাই আমিরাতসোনালী ব্যাংক পিএলসিশিল্প বিপ্লববসিরহাট লোকসভা কেন্দ্রভারতের রাষ্ট্রপতিহেপাটাইটিস বিআল্লাহর ৯৯টি নামবাংলাদেশের সংবিধানমেটা প্ল্যাটফর্মসযক্ষ্মাবাংলাদেশের রাষ্ট্রপতিসূরা ফাতিহাশামসুর রাহমানসূরা নাসওয়াহাবি আন্দোলনএ. পি. জে. আবদুল কালামমঙ্গল শোভাযাত্রাকাঠগোলাপকাবাবাংলা একাডেমিকৃত্রিম উপগ্রহসুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডরাম নবমীপহেলা বৈশাখমুহাম্মাদের বংশধারাঅনাভেদী যৌনক্রিয়াহিজড়া (ভারতীয় উপমহাদেশ)চট্টগ্রাম বিভাগন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালবৈদিক যুগবাংলাদেশ বিমান বাহিনীকুয়েতচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ক্রিয়াপদই-মেইলঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েবাংলাদেশের অর্থমন্ত্রীবাংলাদেশের ইউনিয়নের তালিকাবিকাশফুটবল ক্লাব বার্সেলোনাঋতুযিনাজন্ডিসপ্রেমচিরস্থায়ী বন্দোবস্তবাংলাদেশ সরকারি কর্ম কমিশনকম্পিউটারচর্যাপদের কবিগণশিবলেবাননস্ক্যাবিসলালবাগের কেল্লাবেগম রোকেয়াপথের পাঁচালীমিয়ানমারসাইবার অপরাধনিউমোনিয়াসৈয়দ মুজতবা আলীফুটবলআইজাক নিউটনবাংলাদেশের শিক্ষামন্ত্রীঅশোকবাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামের তালিকাভীমরাও রামজি আম্বেদকরশ্রাদ্ধপশ্চিমবঙ্গ সরকারবীর্যঅন্নদামঙ্গলরিয়ান পরাগউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাবিজরী বরকতুল্লাহউপসর্গ (ব্যাকরণ)নরসিংদী জেলাপদ (ব্যাকরণ)বাংলাদেশ রেলওয়েইসলামে যৌনতামানব শিশ্নের আকারহোমিওপ্যাথি🡆 More