লরা লিনি: মার্কিন অভিনেত্রী

লরা লেগেট লিনি (ইংরেজি: Laura Leggett Linney; জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৬৪) হলেন একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। অভিনয় জীবনে তিনি তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও চারটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেছেন এবং তিনটি একাডেমি পুরস্কার ও চারটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন।

লরা লিনি
Laura Linney
লরা লিনি: মার্কিন অভিনেত্রী
জন্ম
লরা লেগেট লিনি

(1964-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৬৪ (বয়স ৬০)
মাতৃশিক্ষায়তনব্রাউন বিশ্ববিদ্যালয় (স্নাতক)
পেশাঅভিনেত্রী, গায়িকা
কর্মজীবন১৯৯০-বর্তমান
দাম্পত্য সঙ্গীডেভিড অ্যাডকিন্স
(বি. ১৯৯৫; বিচ্ছেদ. ২০০০)

মার্ক শাউয়ার (বি. ২০০৯)
সন্তান
পিতা-মাতারোমুলাস লিনি (পিতা)

১৯৯০ সালে লিনির ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয় এবং তিনি ২০০২ সালে দ্য ক্রুসিবল নাটকের পুনরুজ্জীবিত মঞ্চায়নে, ২০০৪ সালে সাইট আনসিন ও ২০১০ সালে টাইম স্ট্যান্ডস স্টিল নাটকের মূল ব্রডওয়ে মঞ্চায়নে, ২০১৭ সালে দ্য লিটল ফক্সেস নাটকের পুনরুজ্জীবিত মঞ্চায়নে অভিনয় করে চারটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। টেলিভিশনে তিনি ওয়াইল্ড আইরিস (২০০১) টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করে তার প্রথম প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। তিনি সিটকম ফ্রেজিয়ার-এ অভিনয় করে এবং মিনি ধারাবাহিক জন অ্যাডামস-এ অভিনয় করে আরও দুটি এমি পুরস্কার অর্জন করেন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি শোটাইম চ্যানেলের ধারাবাহিক দ্য বিগ সি-এ অভিনয় করেন এবং তার চতুর্থ এমি পুরস্কার অর্জন করেন। তিনি বর্তমানে নেটফ্লিক্সের ওজার্ক ধারাবাহিকে অভিনয় করছেন।

লিনি লরেঞ্জোস অয়েল চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তিনি ইউ ক্যান কাউন্ট অন মি (২০০০), কিনসি (২০০৪) ও দ্য স্যাভেজেস (২০০৭) চলচ্চিত্রে অভিনয় করে তিনটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল প্রাইমাল ফিয়ার (১৯৯৬), দ্য ট্রুম্যান শো (১৯৯৮), মিস্টিক রিভার (২০০৩), লাভ অ্যাকচুয়ালি (২০০৩), দ্য স্কুইড অ্যান্ড দ্য হোয়েল (২০০৫), দ্য ন্যানি ডায়েরিজ (২০০৭), সালি (২০১৬) ও টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস: আউট অব দ্য শ্যাডোস (২০১৬)।

প্রারম্ভিক জীবন

লিনি ১৯৬৪ সালের ৫ই ফেব্রুয়ারি ম্যানহাটনে জন্মগ্রহণ করেন। তার মাতা মিরিয়াম অ্যান্ডারসন "অ্যান" পার্স (বিবাহপূর্ব লেগেট) মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারের সেবিকা ছিলেন এবং পিতা চতুর্থ রুমুলুস জাকারিয়া লিনি (১৯৩০-২০১১) একজন নাট্যকার ও অধ্যাপক ছিলেন। লিনির প্র-প্র-পিতামহ রুমুলুস জাকারিয়া লিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান ছিলেন। তার পিতার দ্বিতীয় বিবাহের পক্ষ থেকে তার সুজান নামে এক বৈমাত্রেয় বোন রয়েছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ


Tags:

ইংরেজি ভাষাএকাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারটনি পুরস্কারপ্রাইমটাইম এমি পুরস্কার

🔥 Trending searches on Wiki বাংলা:

ভীমরাও রামজি আম্বেদকরবাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রমিয়ানমারলাইকিভূগোলসংস্কৃত ভাষাআতাপৃথিবীর বায়ুমণ্ডলজাতীয় স্মৃতিসৌধচ সু-হিয়াংক্ষুদিরাম বসুদারাজশিবআবহাওয়াকলা (জীববিজ্ঞান)০ (সংখ্যা)পূর্ণিমা (অভিনেত্রী)ফাতিমামহাভারতবাংলাদেশ বিমান বাহিনীআসসালামু আলাইকুমসামাজিক লিঙ্গ পরিচয়সুনীল গঙ্গোপাধ্যায়হস্তমৈথুনশাহরুখ খানবাংলাদেশের প্রধানমন্ত্রীইরানবাবরদক্ষিণ চব্বিশ পরগনা জেলাকাজী নজরুল ইসলামফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকাহিন্দুধর্মজয়নুল আবেদিনইশার নামাজজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়অস্ট্রেলিয়াদেলাওয়ার হোসাইন সাঈদীশীতলারোমান সাম্রাজ্যসূরা ফাতিহামমতা বন্দ্যোপাধ্যায়গুপ্ত সাম্রাজ্যতাজমহলকাঁঠালবাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদভারতের জাতীয় পতাকাআল-আকসা মসজিদইফতারশশাঙ্কজিমেইলকাজী নজরুল ইসলামের রচনাবলিপ্রাণ-আরএফএল গ্রুপসূরা আল-ইমরানভারতবাংলাদেশের জাতীয় পতাকাইসরায়েলবাংলাদেশের ইতিহাসথ্যালাসেমিয়াউইকিবইবঙ্গবন্ধু সেতুবারো ভূঁইয়াসিঙ্গাপুরকাতারহজ্জটাঙ্গাইল জেলাবঙ্গভঙ্গ আন্দোলনজরায়ুঔষধডেভিড অ্যালেনসোমালিয়াদুধমিয়া খলিফাতাকওয়াতেজস্ক্রিয়তাফরিদপুর জেলা🡆 More