লব: রামায়ণের চরিত্র

লব (সংস্কৃত: लव) এবং তাঁর যমজ ভাই কুশ ছিলেন রাম ও সীতার সন্তান। তাদের গল্পটি হিন্দু মহাকাব্য, রামায়ণ এবং এটির অন্যান্য সংস্করণে বর্ণিত রয়েছে। কথিত আছে যে,লবের গাত্রবর্ণ ছিল তার মায়ের মতন হরিদ্রাভ স্বর্ণালী ও কুশের গাত্রবর্ণ ছিল তার পিতার মতন সামান্য কৃষ্ণাভ বর্ণের।

লব
লব: জন্ম ও শৈশব, অশ্বমেধ যজ্ঞ, পরবর্তী ইতিহাস
লব, রামসীতার দুই যমজ পুত্রের মধ্যে একজন
দেবনাগরীलव
গ্রন্থসমূহরামায়ণ ও তার অন্যান্য সংস্করণ
অঞ্চলবাল্মীকি আশ্রম, ব্রহ্মবর্ত, কোশল, (বর্তমান বীথুর,উত্তরপ্রদেশ, ভারত)
ব্যক্তিগত তথ্য
মাতাপিতা
সহোদরকুশ (যমজ ভ্রাতা)

কথিত আছে যে, লব নিজের নামে তার রাজ্যের নাম রাখেন লবপুরী। বলা হয়ে থাকে যে, এই লবপুরীই হল বর্তমান পাকিস্তানের লাহোর

জন্ম ও শৈশব

লব: জন্ম ও শৈশব, অশ্বমেধ যজ্ঞ, পরবর্তী ইতিহাস 
গুরু বাল্মীকি লব-কুশ কে অস্ত্রবিদ্যার শিক্ষা দিচ্ছেন
লব: জন্ম ও শৈশব, অশ্বমেধ যজ্ঞ, পরবর্তী ইতিহাস 
গুরু বাল্মীকি লব-কুশ কে রামায়ণ পাঠ করাচ্ছেন।

রামায়ণের প্রথম অধ্যায়ে বালকান্ডে বর্ণিত আছে যে, মহর্ষি বাল্মীকি দুুই ভাই লব-কুশকে রামায়ণ বর্ণনা করছেন। তাদের জন্ম ও শৈশবের কথা বর্ণিত আছে শেষ অধ্যায় উত্তরকান্ডে কিন্তু মনে করা হয় যে, উত্তরকান্ডের এই বর্ণনাগুলো বাল্মীকির নিজের মুুখনিঃসৃত নয়। কিংবদন্তি অনুযায়ী, রাজ্যে সীতার সতীত্ব নিয়ে নানান নেতিবাচক কথা শোনা গেলে তিনি স্বেচ্ছায় রাজ্য থেকে নির্বাসিত হন। নির্বাসিত হবার পর তিনি তমসা নদীর তীরে মহর্ষি বাল্মীকির আশ্রমে শান্তিতে দিন অতিবাহিত করতে থাকেন। লবকুশ এই আশ্রমেই জন্মগ্রহণ করেন ও মহর্ষি বাল্মীকির অভিভাবকত্বে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। তারা এখানে ভগবান রামের সম্পর্কেও অবগত হন।

লব: জন্ম ও শৈশব, অশ্বমেধ যজ্ঞ, পরবর্তী ইতিহাস 
রামের রাজসভায় লব-কুশ রামায়ণ জপ করছেন

অশ্বমেধ যজ্ঞ

সীতা ও কুশীলবসহ মহর্ষি বাল্মীকি ছদ্মবেশে রামের আয়োজিত অশ্বমেধ যজ্ঞে অংশ নেন।

লব-কুশ, রামের উপস্থিতিতে বহু মানুষের সামনে রামায়ণ জপ করেছিলেন। দুই ভাই যখন মা সীতার নির্বাসনের কথা পিতা রামকে জানালে ন,তখন তিনি শোকাহত হয়ে পড়েছিলেন এবং বাল্মীকি তখন সীতাকে সেখানে নিয়ে আসেন। তখন বিহ্বল ও অত্যন্ত শোকগ্রস্ত হয়ে সীতা তাঁর মা(ভূমি) কে তাকে গ্রহণের জন্য আহ্বান জানালেন এবং নীচের জমি ফাঁক হয়ে যাওয়ার সাথে সাথে তিনি সেখানে অদৃশ্য হয়ে গেলেন। রাম তখন জানতে পেনরল ,যে লবকুশ তাঁরই সন্তান

কিছু গ্রন্থে এমন নিদর্শনও পাওয়া গেছে যে, অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটিকে লব-কুশ ধরে ফেলেছিলেন এবং রামের ভাইদের ও তাদের সেনাবাহিনীকে পরাজিত করে ফেলেন। তখন অজ্ঞাতসারে স্বয়ং রাম তাদের সাথে যুদ্ধ করতে আসলে, সীতা হস্তক্ষেপ করেন ও পিতা-পুত্রদের একীভূত করেন।

পরবর্তী ইতিহাস

পিতা রামের পরে লব-কুশ রাজা হন এবং 'লবপুরী' ও কাসুর নগরী প্রতিষ্ঠা করেন। এই লবপুরীই হল বর্তমান পাকিস্তানের লাহোরকোশল রাজ্যের রাজা রাঘবরাম তাঁর পুত্র লবকে শ্রাবস্তীকুশকে কুশবতী নগরে নিয়ে আসেন।

লাহোরের শাহী কিলার ভিতরে লবের একটি মন্দির রয়েছে।

আরো দেখুন

তথ্যসূত্র

Tags:

লব জন্ম ও শৈশবলব অশ্বমেধ যজ্ঞলব পরবর্তী ইতিহাসলব আরো দেখুনলব তথ্যসূত্রলবকুশ (রামায়ণ)পিতাবর্ণবাদমহাকাব্যমারামরামায়ণলব(রামায়ণ)সংস্কৃত ভাষাসীতাহিন্দুধর্ম

🔥 Trending searches on Wiki বাংলা:

খুররম জাহ্‌ মুরাদঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঅন্নপূর্ণা (দেবী)ডেভিড অ্যালেনমোবাইল ফোনগ্রীন-টাও থিওরেমখালিদ বিন ওয়ালিদচিয়া বীজশিল্প বিপ্লবজীববৈচিত্র্যত্রিপুরাবাংলা সাহিত্যের ইতিহাসআরবি ভাষাবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২বাংলাদেশের নদীর তালিকাখালিস্তানহান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনজরায়ুদোলোর ই গ্লোরিয়াঈসাজাতিসংঘকালীআকবরবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলযুক্তরাজ্যরুশ উইকিপিডিয়াবাংলা ভাষাপথের পাঁচালীঢাকাছয় দফা আন্দোলনজওহরলাল নেহেরুপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)জান্নাতউপসর্গ (ব্যাকরণ)ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহতক্ষকঅন্নপূর্ণা পূজাচাকমাহামএশিয়ামুসাফিরের নামাজছোলাবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাস্বাধীনতাবিশ্ব ব্যাংকসালেহ আহমদ তাকরীমইতালিভুট্টাবিশেষ্যযক্ষ্মাঅমেরুদণ্ডী প্রাণীবিভিন্ন দেশের মুদ্রাচৈতন্য মহাপ্রভুসুনীল গঙ্গোপাধ্যায়আশাপূর্ণা দেবীবাংলা টিভি চ্যানেলের তালিকাব্রিটিশ ভারতশিয়া ইসলামস্ক্যাবিসআব্দুল হামিদমনোবিজ্ঞানবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকামুহাম্মাদের মৃত্যুথ্যালাসেমিয়াদ্রৌপদী মুর্মুবাঙালি হিন্দু বিবাহসামরিক বাহিনীযতিচিহ্নঅ্যামিনো অ্যাসিডদক্ষিণ কোরিয়ারাসায়নিক বিক্রিয়াসময়রেখাময়ূরক্রিকেটচিঠিভারতের ইতিহাসচেঙ্গিজ খানরক্তশূন্যতা🡆 More