রসায়নবিদ: রসায়ন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি

রসায়নবিদ শব্দটি বিশেষ্য, এর দ্বারা ব্যক্তি বিশেষকে বোঝায় যিনি রসায়ন সম্পর্কে অভিজ্ঞ। বিজ্ঞানের ভাষায় রসায়নবিদ বলতে সেই বিজ্ঞানীকেই বোঝায় যিনি রসায়ন সম্পর্কে ভালো পড়াশোনা এবং প্রশিক্ষণ লাভ করেছেন। এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করতে হবে যে যারা রাসায়নিক উপদান নিয়ে নাড়াচড়া করেন অথবা ব্যবসা করেন তারা কিন্তু রসায়নবিদ নয়। রসায়নবিদ হতে হলে রসায়নে দক্ষ হতে হবে এবং সেই সাথে রসায়নের উপর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

রসায়নবিদ: রসায়ন ও রসায়নবিদের ইতিহাস, শিক্ষা, চাকুরি
রসায়নবিদ বা দ্যা কেমিস্ট: আঁকিয়ে গাব্রিয়েল মেতসু (c. 1651–67)

রসায়ন ও রসায়নবিদের ইতিহাস

রসায়নবিদ: রসায়ন ও রসায়নবিদের ইতিহাস, শিক্ষা, চাকুরি 
রাশিয়ান রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলিফ - আধুনি্ক পর্যায় সারণী'র আবিষ্কারক
রসায়নবিদ: রসায়ন ও রসায়নবিদের ইতিহাস, শিক্ষা, চাকুরি 
আধুনিক রসায়নের জনক।

রসায়ন ও রসায়নবিদের ইতিহাস পরস্পর সংযুক্ত। রসায়নের শিকড় খুঁজতে হলে দহনের ইতিহাস খুঁজতে হবে। আগুন আবিষ্কারের পর থেকেই মূলত রসায়নের সূচনা হয়েছে। আগুন হচ্ছে সেই মহাজাগতিক শক্তি যা এক বস্তুকে অন্য বস্তুতে রুপান্তরের ক্ষমতা রাখে। আগুন ছিলো মানবসভ্যতার প্রথম দিকের মহা আগ্রহের বস্তু। আগুনের হাত ধরে মানুষ আবিষ্কার করে লোহা। শুরু হয় লৌহ যুগের। পরে আবিষ্কার করে কাচ। এর পরে আবিষ্কৃত হয় সোনা। সোনা সব থেকে মূল্যবান ধাতুর মর্যাদা লাভ করে। অনেক ব্যক্তি ধাতুকে সোনায় পরিনত করার পদ্ধতি আবিষ্কারের প্রচেষ্টা চালায়। কেউ পরশপাথরের সন্ধান চালায়। কেউ করে গবেষণা। এর ফলে বিজ্ঞানের একটা শাখার উদ্ভব ঘটে। প্রথম দিকে যাকে বলা হতো আলকেমি। রসায়নবিদের ইংরেজি কেমিস্ট শব্দটি এসেছে লাতিন বিশেষ্য ‘“কেমিস্তা”’ থেকে যা ‘“আলকেমিস্তা”’র সংক্ষিপ্ত রূপ। আর আলকেমিস্টের সূচনা ঘটে ইসলামী বিজ্ঞানীদের হাতে। আলকেমিস্টগণ অনেক রাসায়নিক পদ্ধতি আবিষ্কার করেন। যার হাত ধরে আধুনিক রসায়ন পূর্ণতা পেয়েছে। ১৭৮৩ সালে এন্টোনি ল্যাভয়শিয়ে ভরের নিত্যতা সূত্র আবিষ্কার করেন। তার হাত ধরেই আধুনিক রসায়নের পথচলা শুরু হয়। আবিষ্কৃত হয় ১০৯ টি মৌলিক পদার্থ। আবিষ্কৃত মৌলগুলোকে পর্যায় সারণীতে সজ্জিতকরেন দিমিত্রি মেন্ডেলিফ

শিক্ষা

রসায়নবিদ: রসায়ন ও রসায়নবিদের ইতিহাস, শিক্ষা, চাকুরি 
রসায়নবিদ

রসায়নের উপর ভালো চাকরি পেতে হলে কমপক্ষে রসায়নের উপর স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কিন্তু গবেষণার মত চাকরি পেতে হলে পিএইচডি’র মত ডিগ্রির প্রয়োজন হয়। স্নাতকোত্তর এবং তার পরের ধাপগুলোতে শিক্ষার্থীরা রসায়নের একটি নির্দিষ্ট ক্ষেত্রে পড়াশোনা করেন। রসায়নের ক্ষেত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফলিত রসায়ন। তত্বীয় রসায়ন, জৈব রসায়ন, অজৈব রসায়ন, প্রাণ রসায়ন, পারমাণবিক রসায়ন, কোয়ান্টাম রসায়ন, পরিবেশ রসায়ন, ব্যবহারিক রসায়ন এবং ভৌত রসায়ন। রাসায়নিক কারখানাতে যেসকল রাসায়নিক ডিগ্রি ছাড়া কাজ করেন তাদেরকে রাসায়নিক টেকনিশিয়ান বলা হয়।

চাকুরি

রসায়নবিদদের চাকরির ক্ষেত্র মূলত তিনটি। শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা বিশেষ করে রাসায়নিক এবং ঔষধ কারখানা এবং সরকারী গবেষণাগারগুলোতে। রসায়নকে অনেক গুলো উপশাখায় বিভক্ত করা হয়েছে। প্রতিটি শাখাই গুরুত্বপূর্ণ। যেমন তত্বীয় রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, জৈব রসায়ন, অজৈব রসায়ন, ভৌত রসায়ন ইত্যাদি।

পেশাদারী সংগঠন

রসায়নবিদদের অনেকগুলো সংগঠন আছে। যেমন যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি (রসায়নের রাজকীয় সমিতি), যুক্তরাষ্ট্রের আমেরিকান রসায়ন সমিতি ইত্যাদি।

সম্মাননা এবং পুরস্কার

রসায়নবিদদের সর্বোচ্চ সম্মাননা হচ্ছে রসায়নে নোবেল পুরস্কার যা আলফ্রেড নোবেল এর মৃত্যুর আগে করা উইল অনুসারে সুইডিশ রাজকীয় বিজ্ঞান একাডেমীর মাধ্যমে ১৯০১ সাল থেকে দেয়া হয়।

আরো পড়ুন

  • ফার্মাসিস্ট
  • রসায়ন বিষয়ের তালিকা
  • রাসিয়ান রসায়নবিদের তালিকা
  • রসায়নের গুরুত্বপূর্ণ প্রকাশণার তালিকা
  • রসায়নের বিজ্ঞান সাময়িকীর তালিকা
  • যৌগের তালিকা
  • বাংলাদেশে রসায়ন চর্চা
  • বাঙালী রসায়নবিদ্গণ
  • বাংলাদেশে রসায়ন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

রসায়নবিদ রসায়ন ও ের ইতিহাসরসায়নবিদ শিক্ষারসায়নবিদ চাকুরিরসায়নবিদ পেশাদারী সংগঠনরসায়নবিদ সম্মাননা এবং পুরস্কাররসায়নবিদ আরো পড়ুনরসায়নবিদ তথ্যসূত্ররসায়নবিদ বহিঃসংযোগরসায়নবিদবিজ্ঞানীরসায়ন

🔥 Trending searches on Wiki বাংলা:

মহামৃত্যুঞ্জয় মন্ত্রলোহিত রক্তকণিকাবাংলাদেশ বিমান বাহিনীব্রাজিল বনাম জার্মানি (২০১৪ ফিফা বিশ্বকাপ)শবে কদরমাহদীযৌনাসনআন্তর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েপারাডেঙ্গু জ্বরকাজী নজরুল ইসলামের রচনাবলিনিউমোনিয়াগুগলপিংক ফ্লয়েডজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)ই-মেইলমতিউর রহমান নিজামীমাইটোসিসবাংলাদেশের স্বাধীনতার ঘোষকতাজমহলদ্বিতীয় মুরাদওয়ালাইকুমুস-সালামপলাশীর যুদ্ধসমকামিতাথ্যালাসেমিয়ান্যাটোছোলাপ্রযুক্তিআলিঅভিষেক শর্মা (পাঞ্জাবের ক্রিকেটার)অপারেশন সার্চলাইটব্যাকটেরিয়াখুলনা বিভাগভরিআয়াতুল কুরসিএইডেন মার্করামআহসান মঞ্জিলমুহাম্মাদসাহাবিদের তালিকাসিলেটজীববৈচিত্র্যজিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকনিষ্ক্রিয় গ্যাসমনোবিজ্ঞানমহাস্থানগড়বিতর নামাজমোহাম্মদ সাহাবুদ্দিনদর্শনপল্লী সঞ্চয় ব্যাংকভাষাঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরমানব শিশ্নের আকারটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাশ্রীকৃষ্ণকীর্তনমসজিদে হারামইতালিপ্রথম ওরহানর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসূরা ফাতিহাভিসাজসীম উদ্‌দীনবাংলা সাহিত্যবাংলাদেশ সেনাবাহিনীর পদবিসূরা আর-রাহমানরাজশাহী বিশ্ববিদ্যালয়ফেসবুকইউটিউববাংলাদেশের জাতিগোষ্ঠীচাঁদরবীন্দ্রসঙ্গীতবিশ্ব দিবস তালিকাওয়াজ মাহফিলসৌদি আরবের ইতিহাসহায়দ্রাবাদআরবি বর্ণমালাবদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের তালিকাকোস্টা রিকাবাংলাদেশের জাতীয় পতাকা🡆 More